আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" বিষয়ের পঞ্চম অধ্যায় "মাপজোক বা পরিমাপ" অংশটির একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের পরীক্ষার সময় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই সামেটিভ ও বার্ষিক পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে।
বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
শ্রেণি :- ষষ্ঠ শ্রেণি
বিষয় :- পরিবেশ ও বিজ্ঞান
অধ্যায় :- পঞ্চম অধ্যায়
অধ্যায়ের নাম :- মাপজোক বা পরিমাপ
আলোচ্য অংশ :- এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ১,২ নম্বরের প্রশ্নোত্তর গুলি সম্পর্কে।
প্রতিটি প্রশ্নের মান ১
১) ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে?
উত্তর :- পরিমাপযোগ্য যে কোন প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে।
২) দুটি মৌলিক বা প্রাথমিক রাশির উদাহরণ দাও।
উত্তর :- দৈর্ঘ্য, ভর, সময়।
৩) দুটি লব্ধ রাশির উদাহরণ দাও।
উত্তর :- ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ ইত্যাদি।
৪) সময় কী ধরনের রাশি?
উত্তর :- সময় একটি মৌলিক বা প্রাথমিক রাশি।
৫) এস.আই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী?
উত্তর :- মিটার।
৬) এস.আই পদ্ধতিতে ভরের একক কী?
উত্তর :- কিলোগ্রাম।
৭) এস.আই পদ্ধতিতে সময়ের একক কী?
উত্তর :- সেকেন্ড।
৮) তড়িৎ প্রবাহের এস.আই একক কী?
উত্তর :- অ্যাম্পিয়ার।
৯) এস.আই পদ্ধতিতে আলোর তীব্রতার একক কী?
উত্তর :- ক্যান্ডেলা।
১০) এস.আই পদ্ধতিতে উষ্ণতার একক কী?
উত্তর :- কেলভিন।
১১) ভর মাপার যন্ত্রের নাম কী?
উত্তর :- সাধারণ তুলা যন্ত্র।
১২) কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়?
উত্তর :- স্প্রিং তুলা যন্ত্র।
১৩) আয়তন কাকে বলে?
উত্তর :- কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলে।
১৪) কোন যন্ত্রের সাহায্যে আয়তন মাপা হয়?
উত্তর :- আয়তন মাপনি চোঙ।
১৫) এস.আই পদ্ধতিতে আয়তনের একক কী?
উত্তর :- ঘন মিটার।
১৬) সময়ের সংজ্ঞা দাও।
উত্তর :- কোন দুটি ঘটনার মধ্যে যতক্ষণের ব্যবধান তাকেই আমরা সময় বলি।
১৭) সৌরদিন কাকে বলে?
উত্তর :- দিনের বেলায় যখন কোনো স্থানে রোদ এসে পড়ে, তখন থেকে আবার পরদিন ঠিক ওই স্থানে সূর্যের আলো পড়ার মধ্যে সময়ের যে পার্থক্য তাকেই এক সৌরদিন বলে।।
১৮) গড় সৌরদিন কাকে বলে?
উত্তর :- বছরের সমস্ত সৌরদিন যোগ করে সেই যোগফলকে ৩৬৫ দিয়ে ভাগ করলে সৌরদিনের যে গড় মান পাওয়া যায় তাকে গড় সৌরদিন বলে।
১৯) সময় মাপার যন্ত্র কোনটি?
উত্তর :- ঘড়ি।
২০) দৌড় প্রতিযোগিতার সময় কী ধরনের ঘড়ি ব্যবহার করা হয়?
উত্তর :- স্টপ ওয়াচ বা স্টপ ক্লক।
২১) উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম কী?
উত্তর :- অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার।
২২) ঘনত্ব কী জাতীয় রাশি?
উত্তর :- লব্ধ রাশি।
২৩) স্কুলের ষষ্ঠ শ্রেণির বসার বেঞ্চ মেপে কোন মাপ পাওয়া যায়?
উত্তর :- ৪০ (চল্লিশ) সেমি।
২৪) কোন বস্তুর উপরিতলের পরিমাপ কোন রাশি দিয়ে প্রকাশ করা হয়?
উত্তর :- ক্ষেত্রফল।
২৫) এস.আই পদ্ধতিতে অনু-পরমানুর পরিমাপের একক কী?
উত্তর :- মোল।
২৬) দৈর্ঘ্য পরিমাপের একটি ক্ষুদ্র এককের নাম লেখো।
উত্তর :- ন্যানোমিটার, অ্যাংস্ট্রম।
২৭) উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর :- থার্মোমিটার।
২৮) স্টপওয়াচ কী?
উত্তর :- যে ঘড়িতে ইচ্ছামতো চালানো ও বন্ধ করা যায়, তাকে স্টপওয়াচ বলে।
২৯) বৃদ্ধির হার বলতে কী বোঝো?
উত্তর :- একক সময়ে কোনো জীবের যে পরিমাণ বৃদ্ধি হয়, সেটি হলো বৃদ্ধির হার।
৩০) মিটারের একটি উপগুনিতক একক লেখো।
উত্তর :- ডেসিমিটার।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন