শ্রেণি :- সপ্তম শ্রেণি
বিষয় :- ইতিহাস
অধ্যায় :- সপ্তম অধ্যায়
জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ
প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে।
এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।
Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7, Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog.
১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন?
উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা।
২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?
উত্তর :- বাঁটুল ছোঁড়া।
৩) কোন সুলতানের আমলে সময় জানানোর জন্য ঘন্টা বাজানোর রেওয়াজ ছিল?
উত্তর :- ফিরোজ শাহ তুঘলক।
৪) দক্ষিণ ভারতে কাদের হাত ধরে ভক্তিবাদ জনপ্রিয় হয়েছিল?
উত্তর :- আলবার ও নায়নার।
৫) সুফিবাদের আবির্ভাব কোথায় ঘটেছিল?
উত্তর :- মধ্য এশিয়ায়।
৬) খানকা কি?
উত্তর :- সুফি সাধকরা তাঁদের শিষ্যদের নিয়ে যে আশ্রমে থাকতেন তার নাম ছিল খানকা।
৭) শ্রী চৈতন্যদেবের আমলে বাংলায় কোন তিন লৌকিক দেবদেবীর পূজোর প্রচলন ছিল?
উত্তর :- মনসা, চণ্ডী এবং ধর্ম ঠাকুর।
৮) শ্রীচৈতন্যদেব কোন ভাষায় ভক্তিবাদের প্রচার চালান?
উত্তর :- বাংলা ভাষায়।
৯) কোন স্থাপত্য কীর্তিটি সুলতানি শাসকের প্রতীক হয়ে উঠেছিল?
উত্তর :- কুতুব মিনার।
১০) আলাই - দরওয়াজার নির্মাতা কে?
উত্তর :- সুলতান আলাউদ্দিন খলজী।
১১) কার আমলে "দীন - পনাহ" নামে শহরটির নির্মাণ শুরু হয়?
উত্তর :- হুমায়ুনের আমলে।
১২) গুজরাট জয়ের স্মৃতি রক্ষার্থে আকবর কোন স্থাপত্য কীর্তি নির্মাণ করেন?
উত্তর :- বুলন্দ দরওয়াজা।
১৩) বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন?
উত্তর :- আকবর।
১৪) মোঘল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
উত্তর :- তাজমহল।
১৫) বিবিকা - কা মকবারা কে নির্মাণ করেন?
উত্তর :- ঔরঙ্গজেব।
১৬) বিজয়নগরের রাজধানীর নাম কি ছিল?
উত্তর :- হাম্পি।
১৭) ভারতের সবচেয়ে বড় গম্বুজ কোনটি?
উত্তর :- বিজাপুরের মহম্মদ আদিল শাহ নির্মিত গোল গুম্বদ হলো ভারতের সবচেয়ে বড় গম্বুজ।
১৮) জোড় - বাংলা কি?
উত্তর :- বাংলায় মন্দির নির্মাণের ক্ষেত্রে দুটি পুরনো মন্দিরকে পাশাপাশি বাংলা নির্মাণ রীতি মেনে তৈরীর পদ্ধতি জোড় বাংলা নামে পরিচিত।
১৯) গৌড়ের কয়েকটি গুরুত্বপূর্ণ মসজিদের নাম লিখ।
উত্তর:- তাঁতিপাড়া মসজিদ, লোটন মসজিদ।
২০) কোন চিত্রকরের ছদ্মনাম ছিল "শিরিন কলম"?
উত্তর :- খোয়াজা আবদুস সামাদ।
২১) "সংগীত শিরোমনি" গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়?
উত্তর :- জৈনপুরের ইব্রাহিম শাহ শরকিকে।
২২) জাহাঙ্গীর কাকে "নাদির - আল - অসর" বা "জগতের বিস্ময়" উপাধি দিয়েছিলেন?
উত্তর :- ফারুক হোসেন কে।
২৩) ভারতে মুসলমান শাসনকালে লেখা শ্রেষ্ঠ মুসলমানি আইনের বই কোনটি?
উত্তর :- ফতোয়া - ই - আলমগিরি।
২৪) তুতিনামা কি?
উত্তর :- জিয়া নকশাবি সংস্কৃত গল্পমালা থেকে যে ফারসি অনুবাদ গ্রন্থ রচনা করেন, তার নাম তুতিনামা।
২৫) কে ফরাসি সাহিত্যে "সবক ই হিন্দ" নামে এক নতুন রচনাশৈলী আবিষ্কার করেন?
উত্তর :- আমির খসরু।
২৬) বড়ু চন্ডীদাসের লেখা কোন গ্রন্থ থেকে সুলতানি আমলে বাংলা ভাষার ধারণা মেলে?
উত্তর :- শ্রীকৃষ্ণ কীর্তন।
২৭) খ্রিস্টপূর্ব একাদশ শতকে কোথা থেকে ভারতে আসে তুলো বুনবার যন্ত্র "চরখি"?
উত্তর :- মধ্য এশিয়া।
২৮) খ্রিস্টীয় প্রথম শতকে কোন দেশে প্রথম কাগজ আবিষ্কৃত হয়?
উত্তর :- চিন।
২৯) আকবরের আমলে কোন মুসলিম লেখক ফরাসি ভাষায় বেদের অনুবাদ করেন?
উত্তর :- হাজী ইব্রাহিম সিন্ধি।
৩০) বাংলায় সুলতানি ও মোঘল আমলে সাধারণ লোকেরা কিসের সাহায্যে বাড়ি বানাত?*
উত্তর :- টালি ও ইট।
৩১) কবিরের লেখা দুই পঙক্তির কবিতাগুলিকে কি বলা হত?*
উত্তর :- দোঁহা।
৩২) সুফিরা গুরু কে কি বলতো?*
উত্তর :- পির।
৩৩) চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র কোথায় ছিল?*
উত্তর :- নবদ্বীপ।
৩৪) শ্রীকৃষ্ণ বা গিরিধারির সাধিকার কে ছিলেন?*
উত্তর :- মীরাবাঈ।
৩৫) দীন - ই - ইলাহীর অন্যতম বৈশিষ্ট্য কি ছিল?*
উত্তর :- দীন - ই - ইলাহীর বৈশিষ্ট্য ছিল মুঘল সম্রাট ও তার অভিজাতদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক।
৩৬) মুঘল আমলের একটি জনপ্রিয় খেলার নাম লিখ।
উত্তর :- কুস্তি।
৩৭) শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করা কে কি বলা হত?*
উত্তর :- পিয়েত্রা দুরা।
৩৮) মহাভারতের ফারসি অনুবাদের নাম কি?*
উত্তর :- রজমনামা।
৩৯) শিরিন কলম নামে কে পরিচিত ছিলেন?*
উত্তর :- আবদুস সামাদ।
৪০) জৌনপুরি রাগ কে তৈরি করেন?*
উত্তর :- হোসেন শাহ শারকি।
৪১) শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে?*
উত্তর :- মালাধর বসু।
৪২) পারসিক চক্র কি কাজে লাগানো হতো?*
উত্তর :- জল তোলার জন্য।
৪৩) "চৈতন্য চরিতামৃত" গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর :- কৃষ্ণদাস কবিরাজ।
৪৪) রাজা টোডরমল কোন গ্রন্থটির ফারসি অনুবাদ করেন?
উত্তর :- ভাগবত পুরাণ।
৪৫) মোঘল রাজসভায় আসা প্রথম ইংরেজ দূত কে ছিলেন?
উত্তর :- স্যার টমাস রো।
৪৬) সুলতানি ও মহলা মনে নদীর মোহনায় শিল্প কেন্দ্র গুলির স্থাপন করা হতো কেন?*
উত্তর :- কাঁচামাল আমদানি ও তৈরি মাল রপ্তানির সুবিধা হতো।
৪৭) চৈতন্যদেব বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন কেন? *
উত্তর :- সেকালের বাংলার সাধারণ মানুষ বাংলা ভাষাতেই কথা বলতো।
৪৮) চিশতি সুফিরা রাজনীতিতে যোগ দিতেন না কেন? *
উত্তর :- তাঁরা বিশ্বাস করতেন যে, রাজনীতিতে জড়িয়ে পড়লে ঈশ্বর সাধনা সম্ভব নয়।
৪৯) আকবর দীন - ই -ইলাহী প্রবর্তন করেন কেন?*
উত্তর :- তিনি এক অনুগত গোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিলেন।
৫০) মুঘল সম্রাটরা কেন দুর্গ বানাতে আগ্রহী ছিলেন? *
উত্তর :- দুর্গ বানানোয় সাম্রাজ্য অনেকখানি সুরক্ষিত হতো।
৫১) জাহাঙ্গীরের আমলে ইউরোপীয় ছবির প্রভাব মুঘল চিত্রশিল্পের উপর কেন পড়েছিল? *
উত্তর :- ভারতীয় শিল্পীরা এই সময় ইউরোপ থেকে ছবি আঁকা শিখে এসেছিলেন।
৫২) "মধ্যযুগের মণিপুরী নৃত্যে রাধাকৃষ্ণ উভয়েছিলেন প্রধান চরিত্র" - এর কারণ কি?*
উত্তর :- এই সময় বৈষ্ণব ধর্ম মনিপুরে বিস্তার লাভ করেছিল।
৫৩) ভারতে প্রাচীনকালে তাল পাতার উপরে লেখা হতো কেন? *
উত্তর :- সেই আমলে কাগজের ব্যবহার জানা ছিল না।
৫৪) কার সময়ে লঙ্গরখানা চালু হয়?
উত্তর :- গুরু নানকের সময়ে।
৫৫) শিখ ধর্মের প্রথম গুরু কে ছিলেন?
উত্তর :- গুরু নানক।
৫৬) শিখদের ধর্মগ্রন্থের নাম কি?
উত্তর :- গুরুগ্রন্থ সাহিব।
৫৭) গুরু গ্রন্থ সাহিব কোন লিপিতে লেখা?
উত্তর :- গুরমুখি লিপিতে লেখা।
৫৮) রামানন্দের শিষ্য কে ছিলেন?
উত্তর :- কবীর।
৫৯) সুফি কথাটি কোথা থেকে এসেছে?
উত্তর :- সুফ শব্দ থেকে।
৬০) সুফ শব্দের অর্থ কি?
উত্তর :- পশমের তৈরি এক টুকরো কাপড়।
৬১) ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর :- মইনউদ্দিন চিশতি ।
৬২) সুফিরা কয় প্রকার ও কি কি?
উত্তর :- সুফিরা ছিল প্রধানত দুই প্রকারের 'বা - শরা' অর্থাৎ যারা ইসলামীয় আইন মেনে চলত এবং 'বে - শরা' অর্থাৎ সেই সুফি যারা এই আইন মানতো না।
৬৩) আসামে ভক্তিবাদী আন্দোলনকে গড়ে তুলেছিলেন?
উত্তর :- শংকর দেব।
৬৪) শংকর দেব প্রচারিত ভক্তির মূল কথা কি ছিল?
উত্তর :- নাম - ধর্ম।
৬৫) বড় সোনা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর :- গৌড়ে।
৬৬) ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কী বোঝো?*
উত্তর :- সুন্দর হাতের লেখার শিল্প সুলতানি ও মোঘল আমলে খুব চর্চা হতো। হস্তলিপি বিদ্যাকে ইংরেজিতে বলে ক্যালিগ্রাফি।
মিনিয়েচার :- ছোট আকারের আঁকা চিত্রগুলিকে মিনিয়েচার পেইন্টিং বা অনুচিত্র বলা। এই ধরনের ছবি আঁকা হতো কাগজে বা বইয়ের অলংকার হিসেবে।
৬৭) ভক্তিবাদ বলতে কী বোঝো? এর মূল কথা কি?*
উত্তর :- সুলতানি তথা মধ্যযুগে এক শ্রেণির সন্ন্যাসী ঈশ্বর আরাধনার মাধ্যমে ভক্তি মার্গের প্রচার চালান। এটি ইতিহাসে ভক্তিবাদ বা ভক্তি আন্দোলন নামে পরিচিত।
মূল কথা :- ভক্তিবাদের মূল কথা হলো - ১) অন্তরের ভক্তি ঈশ্বর আরাধনার একমাত্র উপায় ২) ভক্তিবাদের মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি ৩) ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেওয়া।
৬৮) সিলসিলা কাকে বলে? চিশতি সুফিদের জীবন যাপন কেমন ছিল?*
উত্তর :- সিলসিলা শব্দের অর্থ হলো সম্প্রদায়। ভারতে কমবেশি ১০০ টি সিলসিলার অস্তিত্ব ছিল। ভারতে মূলত চিশতি সুহরাবর্দি এবং কাদির সিলসিলা অধিক জনপ্রিয় ছিল।
চিশতি সুফিদের জীবনযাপন :- চিশতি সুফিরা সহজ সরল জীবনযাপন করতেন। তারা খুবই কৃচ্ছ সাধন করতেন। তারা দিনরাত আল্লার ধ্যান করতেন।
৬৯) শিবায়ন কি? এর থেকে বাংলার কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া যায়?*
উত্তর :- সুলতানি আমলে হিন্দুদের দেবতা শিবকে নিয়ে লেখা সাহিত্য গুলি শিবায়ন নামে পরিচিত। পুরানে শিব বিষয়ে যে কাহিনী তার সঙ্গে শিব দুর্গার ঘর সংসারের কথা জুড়ে শিবায়ন কাব্য গুলি লেখা হয়েছে।
কৃষক জীবনের পরিচয় :- শিবায়নের লেখাগুলিতে সেই সময়ের বাংলার গরীব কৃষক পরিবার যেন শিব - দুর্গার পরিবার হয়ে গেছে। এখানে দেখা যায় শিব কৃষক হয়ে চাষ বাস করে রোজগারের চেষ্টা করছেন আর দুর্গা কৃষক রমণী হিসেবে শিবকে নানা কাজে সাহায্য করছেন।
৭০) কাগজ কোথায় আবিষ্কার হয়েছিল? মধ্যযুগের ভারতে কাগজের ব্যবহার কেমন ছিল?*
উত্তর :- খ্রিস্টীয় প্রথম শতকে চীন দেশে প্রথম কাগজ আবিষ্কার হয়েছিল।
ব্যবহার :- কাগজ আবিষ্কারের পর লেখাপড়ার কাজ সহজ হয়। লেখাপড়ার কাজে কাগজের বহুল ব্যবহার শুরু হয়। এমনকি মিষ্টি দেবার জন্য কাগজের ঠোঙ্গার ব্যবহার শুরু হয়।
৭১) সুলতানি ও মোঘল আমলে ভারতে কোন কোন ফল সবজি ও শস্যের চাষ সবচেয়ে বেশি হতো?*
উত্তর :-
ফল :- সুলতানি ও মুঘল যুগে আম জাম কলা কাঁঠাল নারকেল খেজুর প্রভৃতি ফলের চাষ হতো।
সবজি :- মধ্যযুগে বেগুন লাউ কুমড়ো ঝিঙে ডুমুর কচু ইত্যাদি সবজি চাষ হতো।
খাদ্যশস্য :- ধান, গম, বিভিন্ন ধরনের ডাল, বার্লি, তিল সরষে ইত্যাদি খাদ্যশস্য মধ্যযুগের ভারতে চাষ করা হতো।
৭২) মধ্যযুগের ভারতে ভক্তি সাধক সাধিকা কারা ছিলেন?*
উত্তর :- রামানন্দ, কবীর, নানক দেব, ভক্ত দাদু, শ্রীচৈতন্যদেব প্রমূখ সাধক এবং ভক্তিবাদের শ্রেষ্ঠ সাধিকা ছিলেন মীরাবাঈ।
৭৩) দিন - ই - ইলাহীর শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল?*
উত্তর :- দীন - ই - ইলাহী গ্রহণকারীকে কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্য দিয়ে বাদশাহের প্রতি অনুগত থাকার শপথ নিতে হতো। প্রথমেই জীবন, সম্পত্তি, ধর্ম ও সম্মান বিসর্জন দেওয়ার শপথ নিতে হতো। এরপর বাদশাহের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার পর বাদশাহ দিন-ইলাহী গ্রহণকারীকে দিতেন একটি নতুন পাগড়ি ও পাগড়ির সামনে লাগাবার জন্য বাদশাহের একটি ছোট্ট ছবি।
৭৪) স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কি?*
উত্তর :- সুলতান আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয়েছিল আলাই দরওয়াজা। এটি কুতুব মিনারের সামনেই গড়ে তোলা হয়। এটি ইন্দো ইসলামীয় স্থাপত্য শিল্পের অসাধারণ নমুনা। লাল বেলে পাথরে তৈরি এই দরওয়াজা যেন সুলতান হিসেবে আলাউদ্দিনের ক্ষমতার প্রতিফলন ছিল। দরওয়াজার গায়ে খোদাই করা হয়েছিল সুলতানের প্রশংসা।
৭৫) বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল কি হয়েছিল তা লেখো।*
উত্তর :- বৈষ্ণব আন্দোলন চৈতন্যদেব প্রবর্তিত ধর্মীয় ও সামাজিক আন্দোলন, যা ‘ভক্তি আন্দোলন’ নামেও পরিচিত। তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত জাতিভেদ প্রথা এবং ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে হোসেন শাহী আমলে নদীয়ায় এ আন্দোলন গড়ে ওঠে।
বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল :-
১) বৈষ্ণব আন্দোলনের ফলে বাংলা তথা ভারতের ধর্ম ক্ষেত্রে এক মহা প্লাবন এসেছিল।।
২) বৈষ্ণব আন্দোলনের ফলে সমাজে বর্ণভেদ ও জাতিভেদ প্রথার কঠোরতা কিছুটা হলেও হ্রাস পেয়েছিল।
৩) চৈতন্যদেবের জীবনী ও ধর্মমতকে ভিত্তি করে বহু বৈষ্ণব সাহিত্য রচিত হয়।
৪) চৈতন্যদেব নিচে উচ্চবর্ণের ব্রাহ্মণ হলেও বিভিন্ন পেশার মানুষ এবং তথাকথিত নিচু জাতির মানুষদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করেছিলেন।
৫) বৈষ্ণব আন্দোলনের ফলে সমাজের নৈতিক অধঃপতন অনেকটাই হ্রাস পায়।
* চিহ্নিত প্রশ্নগুলি অনুশীলনী প্রশ্ন এবং এই প্রশ্নগুলি অধিক গুরুত্বপূর্ণ।।
প্রশ্নোত্তর গুলি সম্পর্কে কোন মন্তব্য বা পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন।
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে প্রশ্ন উত্তরের জন্য অবশ্যই search করুন www.rajeshsir.in
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন