জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন )নবম শ্রেণীর জীবন বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer
পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
*** প্রতিটি প্রশ্নের মান :- ১
১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচক টির নাম কি?
উত্তর :- লাইসোজাইম।
২) লালা রসের প্রধান উৎসেচক কোনটি?
উত্তর :- টায়ালিন।
৩) কাইম কাকে বলে?
উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক ও অর্ধতরল খাদ্য মণ্ডকে কাইম বলে।
৪) কাইল বলতে কী বোঝো?
উত্তর :- প্রাণীদেহের ক্ষুদ্রান্তে সম্পূর্ণ পাচিত ও ভিলাই বা ভিল্লি দ্বারা শোষণ যোগ্য সরল ও তরল ক্ষারীয় খাদ্য রসকে কাইল বলে।
৫) টায়ালিন কোন খাদ্যের উপর ক্রিয়া করে?
উত্তর :- সেদ্ধ শ্বেতসার।
৬) লালারসে উপস্থিত দুটি উৎসেচকের নাম লিখ।
উত্তর :- টায়ালিন, মলটেজ এবং লাইসোজাইম।
৭) লাইফের সক্রিয়কারী একটি লবণের নাম লিখ।
উত্তর :- সোডিয়াম টরোকোলেট ( পিত্ত লবণ )।
৮) বৃহদন্ত্রের প্রথম অংশের নাম কি?
উত্তর :- কোলন।
৯) যে প্রক্রিয়ায় সরল খাদ্য প্রোটোপ্লাজমের অংশে পরিণত হয় তাকে কি বলে?
উত্তর :- আত্তীকরণ।
১০) মানবদেহে বিপাকীয় গোলযোগের ফলে সৃষ্ট একটি রোগের নাম লিখ।
উত্তর :- ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ।
১১) একজন প্রাপ্তবয়স্ক স্ত্রীলোকের BMR কত?
উত্তর :- 37 kcal/ বর্গমিটার দেহতল/ ঘন্টা।
১২) কোন লালাগ্রন্থিটি সর্বাধিক লালা রস ক্ষরণ করে?
উত্তর :- সাব ম্যাক্সিলারি গ্রন্থি।
১৩) হলোজোয়িক পুষ্টির শেষ ধাপ কোনটি?
উত্তর :- বহিষ্করণ।
১৪) দুগ্ধপোষ্য শিশুর মোট দাঁত কয়টি?
উত্তর :- কুড়িটি।
১৫) রক্ত কোথা থেকে উৎপন্ন হয়?
উত্তর :- ভ্রূণজ মেসোডার্ম থেকে।
১৬) কোন প্রাণীর মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়?
উত্তর :- আরশোলা, শামুক ইত্যাদি।
১৭) হিমোসিল কি?
উত্তর :- মুক্ত সংবহনতন্ত্র বিশিষ্ট প্রাণীদের রক্তপূর্ণ দেহ গহবরকে হিমোসিল বলে।
১৮) হিমোলিম্ফ কি?
উত্তর :- পতঙ্গদের রঙ্গক পদার্থবিহীন রক্তকে হিমোলিম্ফ বলে।
১৯) ভেনাস হৃদপিণ্ড কোন প্রাণী দেখা যায়?
উত্তর :- মাছ।
২০) CSF - এর সম্পূর্ণ নাম কি? এর কাজ লিখো।
উত্তর :- CSF এর পুরো নাম - সেরিব্রো স্পাইনাল ফ্লুইড।
কাজ :- যান্ত্রিক বাফার রূপে কাজ করে মস্তিষ্ককে বাইরে রাখার থেকে রক্ষা করা ও মস্তিষ্কের কলাকোশে পুষ্টি পদার্থ প্রেরণ করা।
২১) রক্তরসে উপস্থিত প্রোটিন বিহীন নাইট্রোজেন যৌগের নাম লিখ।
উত্তর :- ইউরিয়া, ইউরিক অ্যাসিড।
২২) ABO পদ্ধতির উদ্ভাবক কে?
উত্তর :- বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার।
২৩) কোন প্রক্রিয়ায় লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয়?
উত্তর :- এরিথ্রোপয়েসিস।
২৪) অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন কি?
উত্তর :- মানুষের লোহিত রক্ত কণিকার কোশ পর্দায় উপস্থিত একপ্রকার মিউকোপলিস্যাকারাইড - জাতীয় পদার্থ।
২৫) কোন রক্ত গ্রুপে সর্বজনীন দাতা বলে?
উত্তর :- 'O' শ্রেণি।
২৬) কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে?
উত্তর :- 'AB' শ্রেণি কে।
২৭) রক্ত তঞ্চনে সাহায্যকারী ভিটামিন টির নাম কি?
উত্তর :- ভিটামিন K
২৮) রক্ত তঞ্চন এর সাহায্যকারী খনিজ মৌলটির নাম কি?
উত্তর :- ক্যালশিয়াম।
২৯) দুটি প্রাকৃতিক অ্যান্টি কোয়াগুলেন্ট (তঞ্চন রোধক পদার্থ) এর নাম লিখ।
উত্তর :- হেপারিন ও হিরুডিন।
৩০) দুটি কৃত্রিম অ্যান্টি কোয়াগুলেন্ট (তঞ্চন রোধক পদার্থ) এর নাম লিখ।
উত্তর :- সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম অক্সালেট, ইথিলিন ডাই অ্যামাইন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড ( EDTA )।
৩১) কোন অমেরুদন্ডী প্রাণীর বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়?
উত্তর :- কেঁচো, জোঁক।
৩২) মানুষের শিরা মধ্যস্তরের পেশির নাম কি?
উত্তর :- টিউনিকা মিডিয়া।
৩৩) কোন রক্তবাহে কপাটিকা থাকে?
উত্তর :- শিরাতে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে।
৩৪) সুষুম্নাকাণ্ডের গহবরের অবস্থিত তরলটির নাম কি?
উত্তর:- সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা CSF।
৩৫) রক্তের দুটি অজৈব উপাদানের নাম লিখ।
উত্তর :- সোডিয়াম ও পটাশিয়াম।
৩৬) রক্তের দুটি জৈব উপাদানের নাম লিখ।
উত্তর :- গ্লুকোজ ও অ্যালবুমিন।
৩৭) শ্বাসবায়ু পরিবহনকারী রক্তকণিকা কোনটি?
উত্তর :- লোহিত রক্ত কণিকা।
৩৮) বৃহত্তম রক্তকোশ কোনটি?
উত্তর :- মনোসাইট।
৩৯) পারপিউরা কি?
উত্তর :- রক্তে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে তাকে পারপিউরা বলে।
৪০) রক্ত তঞ্চনে সাহায্যকারী প্লাজমা প্রোটিনটির নাম কি?
উত্তর :- ফাইব্রিনোজেন।
৪১) ব্লাড ব্যাংকে ব্যবহৃত দুটি কৃত্রিম অ্যান্টি কোয়াগুল্যান্টের (রক্ততঞ্চন রোধক পদার্থের ) নাম লেখো।
উত্তর :- সোডিয়াম অক্সালেট ও সোডিয়াম সাইট্রেট।
৪২) রক্তের দুটি ফ্যাটের নাম লিখ।
উত্তর :- কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড।
৪৩) রক্তে উপস্থিত একটি NPN এর নাম লিখ।
উত্তর :- ইউরিয়া।
৪৪) কোন শ্বেত রক্তকণিকা এলার্জি প্রতিরোধ করে?
উত্তর :- ইওসিনোফিল।
৪৫) কোন শ্রেণীর রক্তে কোন প্রকার অ্যান্টিজেন থাকে না?
উত্তর :- O শ্রেণির।
৪৬) কোন শ্রেণীর রক্তে কোনো অ্যান্টি বডি থাকে না?
উত্তর :- AB শ্রেণি।
৪৭) মানুষের হৃদপিণ্ড কোথায় অবস্থিত?
উত্তর :- বক্ষগহ্বরে দুটি ফুসফুসের মাঝখানে, দেহ মধ্যরেখার সামান্য বাঁদিকে ঘেঁষে অবস্থিত।
৪৮) হৃদপিন্ডের আবরণীর নাম কি?
উত্তর :- পেরিকার্ডিয়াম।
৪৯) হৃদপিন্ডের প্রাচীরের তিনটি স্তরের নাম কি?
উত্তর :- এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, অ্যান্ড্রোকার্ডিয়াম।
৫০) মানুষের হৃদপিণ্ডকে ঘর্ষনজনিত আঘাত থেকে রক্ষা করে কোন রস?
উত্তর :- পেরিকার্ডিয়াল ফ্লুইড।
৫১) হৃদপিন্ডের স্বাভাবিক পেসমেকারের নাম কি?
উত্তর :- সাইনো - অ্যাট্রিয়াল নোড (SA নোড )।
৫২) SA নোডের স্পন্দন হার কত?
উত্তর :- মিনিটে ৭২ বার।
৫৩) রিজার্ভ পেসমেকার বা সংরক্ষিত ছন্দ নিয়ামক কাকে বলে?
উত্তর :- AV নোড।
৫৪) বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে?
উত্তর :- দ্বিপত্রক কপাটিকা।
৫৫) হৃদ স্পন্দন কোন ধমনীতে মাপা হয়?
উত্তর :- ব্রাকিয়াল ধমনীতে হৃদস্পন্দন মাপা হয়।
৫৬) রক্তচাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি?
উত্তর :- স্ফিগমোম্যানোমিটার।
৫৭) রজন কোথায় পাওয়া যায়?
উত্তর :- পাইন গাছের রজন নালী এবং শাল গাছের ত্বকের।
৫৮) একটি ভোজ্য রজনের নাম লেখো।
উত্তর :- হিং।
৫৯) তরুক্ষীর কোথায় পাওয়া যায়?
উত্তর :- বট, রবার, পেঁপে।
৬০) পেঁপের তরুক্ষীরের কোন উপাদানটি প্রোটিন পরিপাকে সহায়তা করে?
উত্তর :- প্যাপাইন।
৬১) চোখের চিকিৎসায় ব্যবহৃত উপক্ষার কোনটি?
উত্তর :- অ্যাট্রোপিন।
৬২) ডাটুরিন কোথায় পাওয়া যায়?
উত্তর :- ধুতুরা গাছের ফল এবং পাতায়।
৬৩) কোন বহুকোশী প্রাণীর রেচন অঙ্গ থাকেনা?
উত্তর :- হাইড্রা।
৬৪) অ্যামিবার রেচনঙ্গের নাম কি?
উত্তর :- সংকোচনশীল গহ্বর।
৬৫) চিংড়ির রেচন অঙ্গের নাম কি?
উত্তর:- সবুজ গ্রন্থি।
৬৬) মানুষের প্রধান রেচন অঙ্গ কোনটি?
উত্তর :- বৃক্ষ।
৬৭) মানব বৃক্কের ওজন কত?
উত্তর :- ১৫০ গ্রাম।
৬৮) বৃক্ষ থেকে কোন নালিকার মাধ্যমে মুত্র মূত্রথলিতে আছে?
উত্তর :- গবিনী বা ইউরেটার।
৬৯) কোন অঙ্গে অ্যামোনিয়া ইউরিয়ায় পরিণত হয়?
উত্তর :- যকৃৎ।
৭০) নেফ্রনে পাওয়া যায় এমন একটি হরমোনের নাম লিখ।
উত্তর :- রেনিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন