আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির " ইতিহাস" বিষয়ের অষ্টম অধ্যায় "প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানাদিক" অংশটির একাধিক প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই বার্ষিক পরীক্ষার ( Annual Examination) ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে।
ষষ্ঠ শ্রেণির "ইতিহাস" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 6th History Question and Answer / ষষ্ঠ শ্রেণির ইতিহাস – "প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানাদিক" (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 History / ষষ্ঠ শ্রেণির ইতিহাস – অষ্টম অধ্যায় "প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানাদিক" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 6th 'History' 8th Chapter Question and Answer / ষষ্ঠ শ্রেণির ইতিহাস (অষ্টম অধ্যায়) "প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানাদিক" প্রশ্ন উত্তর (সকল প্রশ্নোত্তর একসঙ্গে)/Class 6 "Itihas" eighth chapter questions and Answers / ষষ্ঠ শ্রেণির ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় "প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানাদিক"।
বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
শ্রেণি :- ষষ্ঠ শ্রেণি
বিষয় :- ইতিহাস
অধ্যায় :- অষ্টম অধ্যায়
অধ্যায়ের নাম :- "প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানাদিক"
প্রতিটি প্রশ্নের মান ১
১) বৈদিক যুগের শিক্ষা কেমন ছিল?
উত্তর :- বৈদিক যুগের শিক্ষা ছিল ব্যক্তিগত। অর্থাৎ গুরু শিষ্য সম্পর্ক-কেন্দ্রিক।
২) গুরুকুল ব্যবস্থা কাকে বলে?
উত্তর :- বৈদিক যুগের শিক্ষা ছিল ব্যক্তিগত। অর্থাৎ গুরু শিষ্য সম্পর্ক-কেন্দ্রিক। এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে গুরুকুল ব্যবস্থা বলা হতো।
৩) বৌদ্ধরা কোথায় লেখাপড়া শিখতো?
উত্তর :- বিহার বা সংঘে।
৪) নারী আচার্যদের কী বলা হতো?
উত্তর :- আচার্যা।
৫) প্রাচীন ভারতে কয় ধরনের শিক্ষক ছিলেন? কী কী?
উত্তর :- প্রাচীন ভারতে দুই ধরনের শিক্ষক ছিলেন - আচার্যা এবং উপাধ্যায়।
৬) নারী উপাধ্যায়কে কী বলা হতো?
উত্তর :- উপাধ্যায়া।
৭) প্রাচীন ভারতের দুটি বিখ্যাত মহাবিহারের নাম লেখো।
উত্তর :- নালন্দা, তক্ষশীলা, বিক্রমশীল প্রভৃতি মহাবিহার।
৮) প্রাচীন ভারতের কয়েকটি বিখ্যাত শিক্ষাকেন্দ্রের নাম লেখো।
উত্তর :- পাটলিপুত্র, কনৌজ, উজ্জয়িনী, মিথিলা প্রভৃতি।
৯) কোন কোন দেশ থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসত?
উত্তর :- চিন, তিব্বত, কোরিয়া, সুমাত্রা, জাভা প্রভৃতি দেশ থেকে।
১০) তক্ষশিলা মহাবিহারের কয়েকজন বিখ্যাত ছাত্রের নাম লেখো।
উত্তর :- জীবক, পাণিনি এবং চাণক্য।
১১) ঋকবেদের ভাষাকে কী বলা হয়?
উত্তর :- ছন্দস্ বা ছান্দস্।
১২) "অষ্টাধ্যায়ী" গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর :- পাণিনি।
১৩) পাণিনির লেখা ব্যাকরণ বইটির নাম কী?
উত্তর :- অষ্টাধ্যায়ী।
১৪) জৈন ধর্মের সাহিত্য গুলি কোন ভাষাতে লেখা?
উত্তর :- প্রাকৃত।
১৫) বৌদ্ধ ধর্মের সাহিত্য গুলি কোন ভাষাতে লেখা?
উত্তর :- পালি।
১৬) প্রাকৃত কাকে বলে?
উত্তর :- বিভিন্ন অঞ্চলে একই ভাষা নানাভাবে উচ্চারণ হতে শুরু হয়। সেই ভাষাগুলোকে প্রাকৃত বলা হতো।
১৭) ব্যবসা-বাণিজ্য বাড়তে থাকায় সমাজে কাদের মর্যাদা বেড়ে যায়?
উত্তর :- বৈশ্যদের।
১৮) অর্থশাস্ত্রের রচয়িতা কে?
উত্তর :- কৌটিল্য।
১৯) প্রাচীন ভারতীয় উপমহাদেশে কোন কোন লিপি প্রচলিত ছিল?
উত্তর :- খরোষ্ঠী এবং ব্রাহ্মী।
২০) কোন লিপি থেকে দেবনাগরী লিপি তৈরি হয়?
উত্তর :- ব্রাহ্মী লিপি থেকে।
২১) অশোকের শিলালেখগুলি কোন লিপিতে লেখা?
উত্তর :- ব্রাহ্মী লিপি।
২২) রামায়ণের রচয়িতা কে?
উত্তর :- বাল্মিকী মুনি।
২৩) রামায়ণের শ্লোক সংখ্যা কত?
উত্তর :- চব্বিশ হাজার।
২৪) বাল্মিকীর লেখা রামায়ণে মোট কয়টি কান্ড আছে?
উত্তর :- সাতটি কান্ড আছে।
২৫) মহাভারত কে রচনা করেন?
উত্তর :- কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব।
২৬) মহাভারতের আদি নাম কী ছিল?
উত্তর :- জয়কাব্য।
২৭) মহাভারত কোন বিষয়বস্তু নিয়ে রচিত?
উত্তর :- পাণ্ডব ও কৌরবদের যুদ্ধের কাহিনী।
২৮) মহাভারতের "ভারত" নাম কে দেন?
উত্তর :- বৈশম্পায়ন।
২৯) মহাভারতের মহাভারত নাম কে রাখেন?
উত্তর :- সৌতি।
৩০) মহাভারতকে পঞ্চমবেদ বলা হয় কেন?
উত্তর :- মহাভারতের চর্চা করলে বেদচর্চার মতোই সুফল হবে বলা হতো। তাই মহাভারতকে পঞ্চমবেদ বলা হয়।
৩১) রামায়ণের সাতটি কাণ্ডের মধ্যে কোন দুটি কাণ্ড বাল্মিকীর লেখা নয়?
উত্তর :- প্রথম এবং সপ্তম খন্ড।
৩২) রামায়ণের মূল বিষয় কী?
উত্তর :- রাম ও রাবণের যুদ্ধ।
৩৩) মহাভারতে কয়টি সর্গ বা অধ্যায় আছে?
উত্তর :- ১৮ টি।
৩৪) "মহাভাষ্য" কে রচনা করেন?
উত্তর :- পতঞ্জলি।
৩৫) "গাঁথা সপ্তশতী" কোন ভাষায় লেখা?
উত্তর :- প্রাকৃত ভাষায় লেখা।
৩৬) "পুরাণ" শব্দের অর্থ কী?
উত্তর :- পুরোনো।
৩৭) পুরাণ কোন যুগে রচিত হয়?
উত্তর :- গুপ্তযুগে।
৩৮) সঙ্গম সাহিত্য কাকে বলে?
উত্তর :- তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়।
৩৯) অশ্বঘোষের লেখা কাব্যটির নাম কী?
উত্তর :- বুদ্ধচরিত।
৪০) "মৃচ্ছকটিকম" নাটকটির রচয়িতা কে?
উত্তর :- শূদ্রক।
৪১) "মৃচ্ছকটিকম" শব্দের অর্থ কী?
উত্তর :- মাটির তৈরি ছোট গাড়ি।
৪২) "মৃচ্ছকটিকম" এর নায়ক ও নায়িকা কে?
উত্তর :- নায়ক চারুদত্ত এবং নায়িকা বসন্তসেনা।
৪৩) বিশাখদত্তের লেখা দুটি নাটকের নাম লেখো।
উত্তর :- মুদ্রারাক্ষস ও দেবীচন্দ্রগুপ্তম।
৪৪) হর্ষবর্ধনের লেখা নাটকগুলির নাম কী?
উত্তর :- নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা।
৪৫) দুটি তামিল মহাকাব্যের নাম লেখো।
উত্তর :- শিলপ্পাদিকারম, মণিমেখলাই।
৪৬) পঞ্চতন্ত্রের রচয়িতা কে?
উত্তর :- পন্ডিত বিষ্ণুশর্মা।
৪৭) কালিদাস কে ছিলেন?
উত্তর :- কালিদাস ছিলেন প্রাচীন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত সাহিত্যিক।
৪৮) কালিদাসের লেখা দুটি কাব্যের নাম লেখো।
উত্তর :- মেঘদূতম, কুমারসম্ভবম।
৪৯) কালিদাসের লেখা দুটি নাটকের নাম লেখো।
উত্তর :- অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম।
৫০) জীবক কে ছিলেন?
উত্তর :- জীবক ছিলেন বুদ্ধের সময়কালের একজন বিখ্যাত চিকিৎসক। তিনি ছিলেন বিম্বিসারের রাজবৈদ্য।
৫১) প্রাচীনকালের দুইজন চিকিৎসকের নাম লেখো।
উত্তর :- চরক এবং শুশ্রুত।
৫২) নাগার্জুন কে ছিলেন?
উত্তর :- বৌদ্ধপন্ডিত নাগার্জুন ছিলেন একজন গণিতবিদ।
৫৩) শূন্যের ব্যবহার কে শুরু করেন?
উত্তর :- আর্যভট্ট।
৫৪) বরাহমিহিরের লেখা দুটি গ্রন্থের নাম লেখো।
উত্তর :- সূর্যসিদ্ধান্ত ও পঞ্চসিদ্ধান্তিকা।
৫৫) ব্রহ্মসিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর :- ব্রহ্মগুপ্ত।
৫৬) তোরণ কাকে বলে?
উত্তর :- বৌদ্ধ স্তুপের চারদিকে চারটি বড় দরজা থাকতো। এই দরজাগুলিকে তোরণ বলা হতো।
৫৭) দশাবতার মন্দির কোথায় অবস্থিত?
উত্তর :- দেওঘরে।
৫৮) চন্দ্রকেতুগড়ের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে?
উত্তর :- পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বেড়াচাঁপায়।
৫৯) গুহাবাস কাকে বলে?
উত্তর :- অশোক ও তাঁর পরবর্তী মৌর্য সম্রাটরা আজীবিকদের জন্য পাহাড় কেটে কৃত্রিম গুহা বানাত। সেই গুহাগুলির ভিতরে সন্ন্যাসীরা থাকতেন বলে তাকেই গুহাবাস বলা হত।
৬০) গন্ধার শিল্পের বিকাশ কখন ঘটেছিল?
উত্তর :- কুষাণ আমলে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন