পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণির ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় : - বিশ শতকে ইউরোপ - গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
WBBSE Class IX History, Chapter 5th : Bish Sotoke Europe
The Note contains Textual Question Answers from WBBSE Class 9 History Chapter 5, Bingsho Sotoke Europe (পঞ্চম অধ্যায় :- বিংশ শতকে ইউরোপ). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Short Answer Type Questions ( SAQ )
It will enhance student's knowledge and enable them to get good marks in the board exams.
নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের ( বিংশ শতকের ইউরোপ ) অতি গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্নগুলি ও তাদের উত্তর এখানে দেওয়া হলো।
তোমরা যারা বিংশ শতকের ইউরোপ (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণির ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Europe in the 20th century Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এগুলি অনুশীলন করলে তোমরা আগামী পরীক্ষায় খুব ভালো ফল করতে পারবে।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :-
প্রতিটি প্রশ্নের মান :- ১
১) রাশিয়া সম্রাটদের কী বলা হত?
উত্তর :- জার।
২) রাশিয়ায় কে, কত সালে রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন?
উত্তর :- ১৬১৩ খ্রিস্টাব্দে মিখাইল রোমানভ।
৩) রাশিয়ার শেষ জার কে ছিলেন?
উত্তর :- জার দ্বিতীয় নিকোলাস।
৪) কে, কবে বাইবেল সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উত্তর :- রুশ জার প্রথম আলেকজান্ডার ১৮১২ খ্রিস্টাব্দে বাইবেল সোসাইটি প্রতিষ্ঠা করেন।
৫) ডুমা কী?
উত্তর :- রাশিয়ার নির্বাচিত আইনসভা ডুমা নামে পরিচিত।
৬) মির কাদের বলা হয়?
উত্তর :- রাশিয়ায় গ্রামীণ সমবায় সমিতিকে মির বলা হতো।
৭) কার আমলে নিহিলিজম আন্দোলন শুরু হয়?
উত্তর :- জার দ্বিতীয় আলেকজান্ডার।
৮) কুলাক কাদের বলা হয়?
উত্তর :- রাশিয়ায় নতুন জমিদার বা জোতদার শ্রেণিকে কুলাক বলা হয়।
৯) নারদনিক আন্দোলন রাশিয়ায় কবে শুরু হয়?
উত্তর :- ১৮৭৪ খ্রিস্টাব্দে।
১০) "নারোদনিক" শব্দের অর্থ কী?
উত্তর :- জনগণের আন্দোলন।
১১) রুশ ভাষায় নারোদ কথাটির অর্থ কী?
উত্তর :- জনসাধারণ।
১২) বলশেভিক দল কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর :- ১৯০৩ খ্রিস্টাব্দে।
১৩) বলশেভিক দলের নেতা কে ছিলেন?
উত্তর :- ভি আই লেনিন।
১৪) "সোশ্যাল ডেমোক্রেটিক দল" কে প্রতিষ্ঠা করেন?
উত্তর :- জর্জ প্লেখানভ।
১৫) বলশেভিক কথার অর্থ কী?
উত্তর :- সংখ্যাগরিষ্ঠ।
১৬) বলশেভিক দলের মুখপত্রের নাম কী ছিল?
উত্তর :- প্রাভদা (১৯১২ খ্রিঃ)।
১৭) মেনশেভিক কথার অর্থ কী?
উত্তর :- সংখ্যা লঘিষ্ঠ।
১৮) মেনশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন?
উত্তর :- আলেকজান্ডার কেরেনস্কি।
১৯) ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের ফলে কোন রাজবংশের পতন ঘটে?
উত্তর :- রোমানভ রাজবংশের।
২০) "ওয়ার অ্যান্ড পিস'' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর :- লিও টলস্তয়।
২১) রানী আলেকজান্দ্রা কে ছিলেন?
উত্তর :- রুশ জার দ্বিতীয় আলেকজান্ডারের স্ত্রী।
২২) এপ্রিল থিসিস - এর প্রবক্তা কে ছিলেন?
উত্তর :- লেনিন।
২৩) রাশিয়ায় কবে জার তন্ত্রের অবসান ঘটে?
উত্তর :- ১৯১৭ খ্রিস্টাব্দের ১৩ ই মার্চ।
২৪) কোন পত্রিকায় লেনিনের এপ্রিল থিসিস প্রকাশিত হয়?
উত্তর :- প্রাভদা পত্রিকায়।
২৫) ব্ল্যাক হানড্রেড কী?
উত্তর :- রাশিয়ার কুখ্যাত অপরাধী গোষ্ঠী।
২৬) রাশিয়ার পার্লামেন্টের নাম কী?
উত্তর :- ডুমা।
২৭) রাশিয়ার স্থানীয় পঞ্চায়েত কী নামে পরিচিত?
উত্তর :- মির।
২৮) নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়?
উত্তর :- প্রুধোঁ।
২৯) সর্বপ্রথম কোন দেশে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়?
অথবা
বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি?
উত্তর :- সোভিয়েত রাশিয়া।
৩০) "মাদার" উপন্যাসের রচয়িতা কে?
উত্তর :- ম্যাক্সিম গোর্কি।
৩১) লেনিন প্রবর্তিত অর্থনৈতিক সংস্কারের নাম কী?
উত্তর :- নতুন অর্থনৈতিক নীতি ( NEP )।
৩২) 'নতুন অর্থনৈতিক নীতি' কবে প্রবর্তিত হয়?
উত্তর :- ১৯২২ খ্রিস্টাব্দে।
৩৩) কোন ঘটনাকে ১৮১৭ খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের মহড়া বলা হয়?
উত্তর :- ১৯০৫ খ্রিস্টাব্দে বিপ্লবের ঘটনাকে।
৩৪) "কমিউনিজম" কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর :- কার্ল মার্কস।
৩৫) ইসক্রা পত্রিকা প্রথম কে প্রকাশ করেন?
উত্তর :- লেনিন ১৯০০ খ্রিস্টাব্দে প্রথম ইসক্রা পত্রিকা প্রকাশ করেন।
৩৬) "ইসক্রা" শব্দের অর্থ কী?
উত্তর :- স্ফুলিঙ্গ।
৩৭) "প্রাভদা" কথাটির অর্থ কী?
উত্তর :- সত্য।
৩৮) উড্রো উইলসন কবে তাঁর "চোদ্দ দফা নীতি" ঘোষণা করেন?
উত্তর :- ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি।
৩৯) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর :- স্যার এরিক ড্রুমন্ড।
৪০) কে, কত খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর :- বেনিটো মুসোলিনি ১৯১৯ খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেছিলেন।
৪১) মুসোলিনির উপাধি কি ছিল?
উত্তর :- ইল দুচে।
৪২) "পোপুলো দ্য ইতালিয়া" পত্রিকাটিকে প্রকাশ করেন?
উত্তর :- বেনিটো মুসোলিনি।
৪৩) জার্মানিতে কত খ্রিস্টাব্দে "ভাইমার প্রজাতন্ত্র" প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর :- ১৯১৮ খ্রিস্টাব্দে।
৪৪) রাশিয়ার লাল ফৌজ - এর নেতা কে ছিলেন?
উত্তর :- ট্রটস্কি।
৪৫) হেরেনভক তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর :- হিটলার।
৪৬) নাৎসি দলের মুখপত্রের নাম কী?
উত্তর :- পিপলস্ অবজারভার।
৪৭) গেস্টাপো কী?
উত্তর :- হিটলারের নেতৃত্বাধীন জার্মানির গুপ্ত পুলিশ বাহিনী।
৪৮) হিটলারের আত্মজীবনীর নাম কী?
উত্তর :- মেইন ক্যাম্প (আমার সংগ্রাম)।
৪৯) কোন গ্রন্থকে নাৎসি দলের বাইবেল বলা হয়?
উত্তর :- মেইন ক্যাম্প।
৫০) নাৎসি দলের প্রতীক চিহ্ন কী ছিল?
উত্তর :- স্বস্তিকা চিহ্ন।
৫১) ''ফ্যুয়েরার" কথাটির অর্থ কী?
উত্তর :- প্রধান নেতা।
৫২) ফ্যুয়েরার" বলে কাকে অভিহিত করা হয়?
উত্তর :- হিটলারকে।
৫৩) 'কুলাক' কথাটির অর্থ কী?
উত্তর :- জোতদার।
৫৪) স্পেনের গৃহযুদ্ধের নায়ক কাকে বলা হয়?
উত্তর :- জেনারেল ফ্রাঙ্কোকে।
৫৫) ভাইয়ার প্রজাতন্ত্র কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর :- জার্মানিতে।
৫৬) ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর :- ফ্রেডরিক ইবার্ট।
৫৭) কোন জারের আমলে রাশিয়ায় নিহিলিজম আন্দোলন শুরু হয়?
উত্তর :- দ্বিতীয় আলেকজান্ডার।
৫৮) "আভান্তি" পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর :- মুসোলিনি।
৫৯) প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট কে ছিলেন?
উত্তর :- কাইজার দ্বিতীয় উইলিয়াম।
৬০) সেরাজেভো হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়?
উত্তর :- ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুন।
৬১) কোথায়, কাদের মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর :- ১৯১৯ খ্রিস্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরীতে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
৬২) চৌদ্দ দফা নীতির উদ্ভাবক কে ছিলেন?
উত্তর :- মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।
৬৩) "কালো বৃহস্পতিবার" বলতে কোন দিনটিকে বোঝায়?
উত্তর :- ১৯২৯ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর।
৬৪) হুভার মরাটোরিয়াম কোন দিন থেকে কার্যকরী হয়?
উত্তর :- ১৯৩১ খ্রিস্টাব্দের ১ জুলাই।
৬৫) "আনশ্লুস" শব্দের অর্থ কী?
উত্তর :- বৃহত্তর সাম্রাজ্য।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন