সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ষষ্ঠ শ্রেণি, পরিবেশ ও বিজ্ঞান, পঞ্চম অধ্যায়, মাপজোক বা পরিমাপ

আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা,  Rajesh Sir Tutorial  পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" বিষয়ের পঞ্চম অধ্যায় "মাপজোক বা পরিমাপ" অংশটির একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের পরীক্ষার সময় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই সামেটিভ ও বার্ষিক পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে। বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ  শ্রেণি :- ষষ্ঠ শ্রেণি বিষয় :-   পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় :- পঞ্চম অধ্যায়  অধ্যায়ের নাম :- মাপজোক বা পরিমাপ আলোচ্য অংশ :- এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ১,২ নম্বরের প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। প্রতিটি প্রশ্নের মান ১ ১) ভৌতরা...

নবম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়, বিশ শতকে ইউরোপ








পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণির ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় : - বিশ শতকে ইউরোপ - গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 

WBBSE Class IX History, Chapter 5th : Bish Sotoke Europe 

The Note contains Textual Question Answers from WBBSE Class 9 History Chapter 5, Bingsho Sotoke Europe (পঞ্চম অধ্যায় :- বিংশ শতকে ইউরোপ). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Short Answer Type Questions ( SAQ )

It will enhance student's knowledge and enable them to get good marks in the board exams.

নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের ( বিংশ শতকের ইউরোপ ) অতি গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্নগুলি ও তাদের উত্তর এখানে দেওয়া হলো।

তোমরা যারা‌ বিংশ শতকের ইউরোপ  (পঞ্চম অধ্যায়) নবম শ্রেণির ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Europe in the 20th century Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এগুলি অনুশীলন করলে তোমরা আগামী পরীক্ষায় খুব ভালো ফল করতে পারবে।

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :-

প্রতিটি প্রশ্নের মান :- ১

১) রাশিয়া সম্রাটদের কী বলা হত?

উত্তর :- জার।

২) রাশিয়ায় কে, কত সালে রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন?

উত্তর :- ১৬১৩ খ্রিস্টাব্দে মিখাইল রোমানভ।

৩) রাশিয়ার শেষ জার কে ছিলেন?

উত্তর :- জার দ্বিতীয় নিকোলাস।

৪) কে, কবে বাইবেল সোসাইটি প্রতিষ্ঠা করেন?

উত্তর :- রুশ জার প্রথম আলেকজান্ডার ১৮১২ খ্রিস্টাব্দে বাইবেল সোসাইটি প্রতিষ্ঠা করেন।

৫) ডুমা কী?

উত্তর :- রাশিয়ার নির্বাচিত আইনসভা ডুমা নামে পরিচিত।

৬) মির কাদের বলা হয়?

উত্তর :- রাশিয়ায় গ্রামীণ সমবায় সমিতিকে মির বলা হতো।

৭) কার আমলে নিহিলিজম আন্দোলন শুরু হয়?

উত্তর :- জার দ্বিতীয় আলেকজান্ডার।

৮) কুলাক কাদের বলা হয়?

উত্তর :- রাশিয়ায় নতুন জমিদার বা জোতদার শ্রেণিকে কুলাক বলা হয়।

৯) নারদনিক আন্দোলন রাশিয়ায় কবে শুরু হয়?

উত্তর :- ১৮৭৪ খ্রিস্টাব্দে।

১০) "নারোদনিক" শব্দের অর্থ কী?

উত্তর :- জনগণের আন্দোলন।

১১) রুশ ভাষায় নারোদ কথাটির অর্থ কী?

উত্তর :- জনসাধারণ।

১২) বলশেভিক দল কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর :- ১৯০৩ খ্রিস্টাব্দে।

১৩) বলশেভিক দলের নেতা কে ছিলেন?

উত্তর :- ভি আই লেনিন।

১৪) "সোশ্যাল ডেমোক্রেটিক দল" কে প্রতিষ্ঠা করেন?

উত্তর :- জর্জ প্লেখানভ।

১৫) বলশেভিক কথার অর্থ কী?

উত্তর :- সংখ্যাগরিষ্ঠ।

১৬) বলশেভিক দলের মুখপত্রের নাম কী ছিল?

উত্তর :- প্রাভদা (১৯১২ খ্রিঃ)।

১৭) মেনশেভিক কথার অর্থ কী?

উত্তর :- সংখ্যা লঘিষ্ঠ।

১৮) মেনশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন?

উত্তর :- আলেকজান্ডার কেরেনস্কি।

১৯) ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের ফলে কোন রাজবংশের পতন ঘটে?

উত্তর :- রোমানভ রাজবংশের।

২০) "ওয়ার অ্যান্ড পিস'' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর :- লিও টলস্তয়।

২১) রানী আলেকজান্দ্রা কে ছিলেন?

উত্তর :- রুশ জার দ্বিতীয় আলেকজান্ডারের স্ত্রী।

২২) এপ্রিল থিসিস - এর প্রবক্তা কে ছিলেন?

উত্তর :- লেনিন।

২৩) রাশিয়ায় কবে জার তন্ত্রের অবসান ঘটে?

উত্তর :- ১৯১৭ খ্রিস্টাব্দের ১৩ ই মার্চ।

২৪) কোন পত্রিকায় লেনিনের এপ্রিল থিসিস প্রকাশিত হয়?

উত্তর :- প্রাভদা পত্রিকায়।

২৫) ব্ল্যাক হানড্রেড কী?

উত্তর :- রাশিয়ার কুখ্যাত অপরাধী গোষ্ঠী।

২৬) রাশিয়ার পার্লামেন্টের নাম কী?

উত্তর :- ডুমা।

২৭) রাশিয়ার স্থানীয় পঞ্চায়েত কী নামে পরিচিত?

উত্তর :- মির।

২৮) নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়?

উত্তর :- প্রুধোঁ।

২৯) সর্বপ্রথম কোন দেশে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়?

অথবা

বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি?

উত্তর :- সোভিয়েত রাশিয়া।

৩০) "মাদার" উপন্যাসের রচয়িতা কে?

উত্তর :- ম্যাক্সিম গোর্কি।

৩১) লেনিন প্রবর্তিত অর্থনৈতিক সংস্কারের নাম কী?

উত্তর :- নতুন অর্থনৈতিক নীতি ( NEP )।

৩২) 'নতুন অর্থনৈতিক নীতি' কবে প্রবর্তিত হয়?

উত্তর :- ১৯২২ খ্রিস্টাব্দে।

৩৩) কোন ঘটনাকে ১৮১৭ খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের মহড়া বলা হয়?

উত্তর :- ১৯০৫ খ্রিস্টাব্দে বিপ্লবের ঘটনাকে।

৩৪) "কমিউনিজম" কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তর :- কার্ল মার্কস।

৩৫) ইসক্রা পত্রিকা প্রথম কে প্রকাশ করেন?

উত্তর :- লেনিন ১৯০০ খ্রিস্টাব্দে প্রথম ইসক্রা পত্রিকা প্রকাশ করেন।

৩৬) "ইসক্রা" শব্দের অর্থ কী?

উত্তর :- স্ফুলিঙ্গ।

৩৭) "প্রাভদা" কথাটির অর্থ কী?

উত্তর :- সত্য।

৩৮) উড্রো উইলসন কবে তাঁর "চোদ্দ দফা নীতি" ঘোষণা করেন?

উত্তর :- ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি।

৩৯) জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

উত্তর :- স্যার এরিক ড্রুমন্ড।

৪০) কে, কত খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর :- বেনিটো মুসোলিনি ১৯১৯ খ্রিস্টাব্দে  ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেছিলেন।

৪১) মুসোলিনির উপাধি কি ছিল?

উত্তর :- ইল দুচে।

৪২) "পোপুলো দ্য ইতালিয়া" পত্রিকাটিকে প্রকাশ করেন?

উত্তর :- বেনিটো মুসোলিনি।

৪৩) জার্মানিতে কত খ্রিস্টাব্দে "ভাইমার প্রজাতন্ত্র" প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর :- ১৯১৮ খ্রিস্টাব্দে।

৪৪) রাশিয়ার লাল ফৌজ - এর নেতা কে ছিলেন?

উত্তর :- ট্রটস্কি।

৪৫) হেরেনভক তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর :- হিটলার।

৪৬) নাৎসি দলের মুখপত্রের নাম কী?

উত্তর :- পিপলস্ অবজারভার।

৪৭) গেস্টাপো কী?

উত্তর :- হিটলারের নেতৃত্বাধীন জার্মানির গুপ্ত পুলিশ বাহিনী।

৪৮) হিটলারের আত্মজীবনীর নাম কী?

উত্তর :- মেইন ক্যাম্প (আমার সংগ্রাম)।

৪৯) কোন গ্রন্থকে নাৎসি দলের বাইবেল বলা হয়?

উত্তর :- মেইন ক্যাম্প।

৫০) নাৎসি দলের প্রতীক চিহ্ন কী ছিল?

উত্তর :- স্বস্তিকা চিহ্ন।

৫১) ''ফ্যুয়েরার" কথাটির অর্থ কী?

উত্তর :- প্রধান নেতা।

৫২) ফ্যুয়েরার" বলে কাকে অভিহিত করা হয়?

উত্তর :- হিটলারকে।

৫৩) 'কুলাক' কথাটির অর্থ কী?

উত্তর :- জোতদার।

৫৪) স্পেনের গৃহযুদ্ধের নায়ক কাকে বলা হয়?

উত্তর :- জেনারেল ফ্রাঙ্কোকে।

৫৫) ভাইয়ার প্রজাতন্ত্র কোথায় স্থাপিত হয়েছিল?

উত্তর :- জার্মানিতে।

৫৬) ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর :- ফ্রেডরিক ইবার্ট।

৫৭) কোন জারের আমলে রাশিয়ায় নিহিলিজম আন্দোলন শুরু হয়?

উত্তর :- দ্বিতীয় আলেকজান্ডার।

৫৮) "আভান্তি" পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর :- মুসোলিনি।

৫৯) প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট কে ছিলেন?

উত্তর :- কাইজার দ্বিতীয় উইলিয়াম।

৬০) সেরাজেভো হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়?

উত্তর :- ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুন।

৬১) কোথায়, কাদের মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর :- ১৯১৯ খ্রিস্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরীতে  মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।

৬২) চৌদ্দ দফা  নীতির উদ্ভাবক কে ছিলেন?

উত্তর :- মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।

৬৩) "কালো বৃহস্পতিবার" বলতে কোন দিনটিকে বোঝায়?

উত্তর :- ১৯২৯ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর।

৬৪) হুভার মরাটোরিয়াম কোন দিন থেকে কার্যকরী হয়?

উত্তর :- ১৯৩১ খ্রিস্টাব্দের ১ জুলাই।

৬৫) "আনশ্লুস" শব্দের অর্থ কী?

উত্তর :- বৃহত্তর সাম্রাজ্য।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

  জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন )নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচক টির নাম কি?  উত্তর :- লাইসোজাইম। ২) লালা রসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...