আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial -এ তোমাদের স্বাগত জানাই। বর্তমান ছাত্র-ছাত্রীদের গণিতের প্রতি ভীতি একটি বিশাল সমস্যা। তোমাদের তৃতীয় সামেটিভ পরীক্ষা তথা বার্ষিক পরীক্ষা আর কয়েকদিন পরেই। তাই, আজ আমরা এখানে আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির গণিত বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সম্পর্কে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিতের যে পাঠ্য বই "গণিত প্রভা" সেই পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ কিছু সাজেশন আজ এখানে তোমাদের দেওয়া হল। তৃতীয় ইউনিট টেস্টে তোমাদের আসবে অষ্টম অধ্যায়ের "মেট্রিক পদ্ধতি" থেকে ২৩তম অধ্যায়ের "প্রতিসাম্য" পর্যন্ত। আজ এখানে আমরা অষ্টম অধ্যায় থেকে তেইশ তম অধ্যায়ের প্রতিটি অংশের যে অঙ্কগুলি গুরুত্বপূর্ণ এবং এর আগে যে অঙ্কগুলি অনেকবার এসেছে সেইগুলি তোমাদের সামনে তুলে ধরেছি। এই অঙ্কগুলি তোমরা অনুশীলন করে গেলে আশা করি আগামী তৃতীয় ইউনিট টেস্ট- এ তোমাদের অঙ্ক পরীক্ষা খারাপ হবে না।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির third unit test mathematics suggestion.
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির 3rd Summative Evaluation Mathematics suggestion 2025
পাঠ্য বই থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিচে তুলে ধরা হলো :-
১) পৃষ্ঠা নম্বর 95 -কষে দেখি 7 এর 3,5,8 এছাড়া 9, 10, 11,13 এর দাগের অংকগুলির প্রতিটি থেকে 2 টি করে অভ্যাস করবে।
২) পৃষ্ঠা নম্বর 105 এর কষে দেখি 8 এর 2,4,6
৩) পৃষ্ঠা নম্বর 113 এর কষে দেখি 9 এর 11,12,14,15,16,18,20
৪) পৃষ্ঠা নম্বর 121 এর কষে দেখি 10 এর 1,2,3,4 এর দাগের প্রতিটি থেকে 2 টি করে অভ্যাস করবে।
৫) পৃষ্ঠা নম্বর 134 এর নিজে করি 12.2 এর 1
৬) পৃষ্ঠা নম্বর 136 এর কষে দেখি 12 এর 3,4,7,20
৭) পৃষ্ঠা নম্বর 146 এর কষে দেখি 13 এর 3,7
৮) পৃষ্ঠা নম্বর 164 এর কষে দেখি 16.1 এর থেকে শর্ট প্রশ্ন আসবে।
৯) পৃষ্ঠা নম্বর 168 এর নিজে করি 16.1 এর প্রতিটি থেকে দুটি করে অভ্যাস করবে।
১০) পৃষ্ঠা নম্বর 175 এর কষে দেখি 16.2 এর থেকে শর্ট প্রশ্ন আসবে। প্রতিটি দাগের একটি করে অংক অভ্যাস করবে।
১১) পৃষ্ঠা নম্বর 206 এর কষে দেখি 18.1 এর 5,6,9
১২) পৃষ্ঠা নম্বর 211 এর কষে দেখি 18.2 এর 6,9,10
১৩) পৃষ্ঠা নম্বর 217 এর কষে দেখি 18.3 এর 5,11 এবং ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় গুলি অভ্যাস করবে।
১৪) পৃষ্ঠা নম্বর 220 এর নিজে করি 19.1 এর 4,5
১৫) পৃষ্ঠা নম্বর 226 এর নিজে করি 19.3 এর 4,5
১৬) পৃষ্ঠা নম্বর 229 এর কষে দেখি 19 এর 3,4
১৭) পৃষ্ঠা নম্বর 247 এর কষে দেখি 21 এর 6,7,8,9,10.
১৮) পৃষ্ঠা নম্বর 260 এর কষে দেখি 22.1 এর 6,7,9
১৯) পৃষ্ঠা নম্বর 263 এর কষে দেখি 22.2 এর 2,5
২০) অনুপাত কাকে বলে?
২১) লঘু অনুপাত, গুরু অনুপাত ও সাম্যানুপাত কাকে বলে? এদের উদাহরণ দাও।
২২) চিত্রসহ সংজ্ঞা দাও।
সমরেখ বিন্দু, কোণ, সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র।
২৩) একটি বৃত্ত অঙ্কন করে কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ এবং জ্যা চিহ্নিত কর।
২৪) চাঁদার সাহায্যে একটি 120° কোণ অঙ্কন করে তাকে সমান চারটি ভাগে বিভক্ত কর।
২৫) বৃত্তকলা কাকে বলে?

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন