আদরের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial এর Website -এ তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণির "আমাদের পরিবেশ" বিষয়ের অষ্টম অধ্যায় "পরিবেশ ও পরিবহণ" অংশটি। তোমাদের পাঠ্য বইয়ের ১৩৮ পৃষ্ঠা থেকে ১৫২ পৃষ্ঠা পর্যন্ত অংশের সমস্ত প্রশ্নোত্তর এখানে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের Annual পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই বার্ষিক পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। প্রতিটি প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে লেখা হয়েছে যা তোমরা অন্য কোথাও পাবে না। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। পঞ্চম শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে।
West Bengal board of Secondary education class 5 "Amader parivesh" 8th chapter "Parivesh O Paribohon" page number 138 to 152 important question and answer.
*"পরিবেশ ও পরিবহণ" অধ্যায়ের প্রশ্নোত্তর*
শ্রেণি :- পঞ্চম শ্রেণি
বিষয় :- আমাদের পরিবেশ
অধ্যায় :- পরিবেশ ও পরিবহণ
পৃষ্ঠা নম্বর :- ১৩৮ - ১৫২
প্রতিটি প্রশ্নের মান ১
১) আগে মানুষ কিসের সাহায্যে এক জায়গা থেকে আর এক জায়গায় যেত?
উত্তর :- গোরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি ইত্যাদি।
২) কোন কোন পশু পরিবহনের কাজে লাগে?
উত্তর :- ঘোড়া গোরু, হাতি, উট ইত্যাদি।
৩) জিনিসপত্র নিয়ে যাওয়ার কাজে কোন পশু ব্যবহার করা হয়?
উত্তর :- গাধা।
৪) কলকাতায় কত সালে রিকশা আসে?
উত্তর :- ১৯০০ সালে।
৫) কলকাতায় কত সালে মানুষ বওয়ায় রিকশা শুরু হয়?
উত্তর :- ১৯১৪ সালে।
৬) কয়েকটি জলপথ পরিবহনের নাম লেখো।
উত্তর :- ভেলা, নৌকা, পানসি।
৭) পানসি কী?
অথবা
পানসি বলতে কী বোঝো?
উত্তর :- পানসি ডিঙি নৌকার মতোই। তবে আরও লম্বাটে ও হালকা। পাল খাটানো। পানসিতে হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে।
৮) হাল বা দাঁড় কী?
অথবা
নৌকার হালের কাজ কী?
উত্তর :- হাল অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো। নৌকো কোন দিকে যাবে তা হালের সাহায্যে ঠিক করা হয়। দাঁড় টেনে জল পিছিয়ে দিতে হয় তবেই নৌকো এগোতে পারে।
৯) পাল কাজ কী?
উত্তর :- পালে বাতাস আটকায় এবং সেই বাতাস নৌকোকে টেনে নিয়ে যায়।
১০) দুটি পরিবেশ-বান্ধব পরিবহনের নাম লেখো।
উত্তর :- সাইকেল, রিক্সা।
১১) সাইকেল কে পরিবেশ-বান্ধব পরিবহন বলে কেন?
উত্তর :- সাইকেল চালানোর সময় কোন ধোঁয়া বের হয় না। তাই সাইকেল চললে পরিবেশের বা বাতাসের দূষণ হয় না। তাই সাইকেলকে পরিবেশ-বান্ধব পরিবহন বলে।
১২) বিদ্যুৎশক্তির সাহায্যে চলে এমন দুটি যানবাহনের নাম লেখো।
উত্তর :- ট্রেন ও ট্রাম।
১৩) রাস্তা পারাপার করার সময় কিসের ওপর দিয়ে রাস্তা পেরোতে হয়?
উত্তর :- জেব্রা ক্রসিং।
১৪) ট্রাফিক সিগন্যালে কোন আলো দেখলে গাড়ি থেমে যায়?
উত্তর :- লাল রঙের আলো।
১৫) দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য বাইক চালানোর সময় কেমন হেলমেট পরা উচিত?
উত্তর :- ISI মার্কা।
১৬) ছোট গির্জাকে কী বলে?
উত্তর :- চার্চ।
১৭) বড়ো গির্জাকে কী বলে?
উত্তর :- ক্যাথিড্রাল।
১৮) কোন গির্জাটি ভূমিকম্পে নষ্ট হয়ে গিয়েছিল?
উত্তর :- সেন্ট পলস ক্যাথিড্রাল।
১৯) বড়ো বগির ট্রেনে কতগুলি বগি থাকে?
উত্তর :- কুড়ি-বাইশটি।
২০) সরু লাইনের (রেলপথ) উপর দিয়ে যাওয়ার সময় ট্রেন লাইন থেকে পড়ে যায় না কেন?
উত্তর :- ট্রেনের দুদিকের চাকার ভিতর দিকে খাঁজ থাকে। কোন দিকেই লাইন থেকে সরতে পারে না। তাই শুরু লাইনের উপর দিয়ে যাওয়ার সময় ট্রেন লাইন থেকে পড়ে যায় না।
২১) আগে ট্রেনের ইঞ্জিন কেমন ছিল?
উত্তর :- কয়লার ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন।
২২) আমাদের দেশে কত সালে ট্রেন বা রেল চলাচল শুরু হয়েছে?
অথবা
ভারতবর্ষে কত সালে প্রথম ট্রেন চলাচল শুরু হয়?
উত্তর :- ১৮৫৩ সালের ১৬ এপ্রিল।
২৩) আমাদের রাজ্যে কবে থেকে ট্রেন চলাচল শুরু হয়?
অথবা
পশ্চিমবঙ্গে কবে থেকে ট্রেন চলাচল শুরু হয়?
উত্তর :- ১৯৫৪ সালে।
২৪) পশ্চিমবঙ্গের প্রথম কোথায় ট্রেন চলাচল শুরু হয়েছিল?
উত্তর :- হাওড়া থেকে হুগলি পর্যন্ত।
২৫) ভারতে রেলপথের জনক কাকে বলা হয়?
উত্তর :- লর্ড ডালহৌসি।
২৬) বাষ্প চালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন?
উত্তর :- জেমস ওয়াট।
২৭) বাষ্প চালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন?
উত্তর :- জর্জ স্টিফেনসন।
২৮) পথের পাঁচালী সিনেমাটির পরিচালক কে?
উত্তর :- সত্যজিৎ রায়।
২৯) "পথের পাঁচালী" গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর :- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।
৩০) "পথের পাঁচালী" সিনেমায় কে কে ট্রেন দেখতে গিয়েছিল?
উত্তর :- দুর্গা এবং তার ভাই অপু।
৩১) পৃথিবীর প্রথম সিনেমা কী নিয়ে হয়েছিল?
উত্তর :- ট্রেন নিয়ে।
৩২) স্টিম ইঞ্জিন কীসের সাহায্যে চলে?
উত্তর :- কয়লা।
৩৩) "পথের পাঁচালী" চলচ্চিত্রের দুটি চরিত্রের নাম লেখো।
উত্তর :- অপু এবং তার দিদি দুর্গা।
৩৪) পথে নিরাপদে চলাচলের কথা স্মরণ করানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন জায়গার বোর্ডের মধ্যে কী লিখে রাখে?
উত্তর :- (Safe Drive, Save Life) সাবধানে চালাও, জীবন বাঁচাও।
প্রতিটি প্রশ্নের মান ২
১) পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কী কী করা উচিত?
অথবা
রাস্তায় বেরোলে তুমি কী কী সাবধানতা অবলম্বন করবে?
উত্তর :- রাস্তায় বেরোলে আমি নিচের সাবধানতা গুলি অবলম্বন করবো -
i) গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করবো।
ii) সিগন্যাল দেখে রাস্তা পার হবো।
iii) জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হবো।
iv) বাবা বা মা বা অন্য বড় কারোর সঙ্গে মোটরসাইকেলে চাপলে নিচে হেলমেট পরবো এবং অন্য কেউ অবশ্যই হেলমেট পরতে বলবো।
v) রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগনাল দেখে তবেই পার হবো।
২) কলকাতায় রিক্সা প্রথম কোন কাজে ব্যবহৃত হতো?
উত্তর :- জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগতো।
৩) আগে স্টিম ইঞ্জিনের সাহায্যে কীভাবে রেলগাড়ি চলতো?
উত্তর :- কয়লা পুড়িয়ে জল ফুটিয়ে বাষ্প করা হতো। সেই বাষ্পের চাপে একটা মোটা পিস্টন বেরিয়ে আসতো। তার ঠেলায় চাকা ঘুরত। আগে এইভাবেই স্টিম ইঞ্জিনের সাহায্যে রেল গাড়ি চলতো।
৪) পরিবেশবান্ধব পরিবহনরূপে সাইকেলের গুরুত্ব কী?
উত্তর :- সাইকেল পরিবহন রূপে ব্যবহার করলে বাতাসের কোন দূষণ হয় না। এছাড়া সাইকেল ব্যবহার করলে পেট্রোল-ডিজেল খরচ না হওয়ায় এগুলি শেষ হওয়ার সম্ভাবনা অনেকটা আটকানো যায়।
৫) রাস্তায় বেরোলে তুমি কী কী করবে না?
উত্তর :- রাস্তায় বেরোলে আমি নীচের কাজগুলি কখনোই করবো না -
i) গাড়ি যাওয়ার সবুজ আলো জ্বলে উঠলে কখনোই রাস্তা পারাপার করবো না।
ii) রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করবো না।
iii) বড়ো গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসবো না।
iv) রাস্তার উপরে কখনোই খেলাধুলা করবো না।
v) বাস থেকে লাফ দিয়ে নামব না।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন