স্নেহের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial -এ তোমাদের স্বাগতম। আজ এখানে আলোচনা করা হয়েছে ষষ্ঠ শ্রেণির দশম অধ্যায় আমাদের দেশ ভারত এর "ভারতের স্বাভাবিক উদ্ভিদ" এবং "অরণ্য ও বন্যপ্রাণ" এই দুটি অংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি সম্পর্কে।
ভারতের স্বাভাবিক উদ্ভিদ
প্রতিটি প্রশ্নের মান ১
১) ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক?
উত্তর :- মধ্যপ্রদেশ।
২) ভারতের একটি মরু উদ্ভিদের নাম লেখো।
উত্তর :- ফনিমনসা।
৩) তুমি সুন্দর বন অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে?
উত্তর :- উপকূলীয় লবণাম্বু অরণ্য।
৪) শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায়?
উত্তর :- সুন্দরী, গরান, গোলপাতা প্রভৃতি লবণাম্বু উদ্ভিদে।
৫) উচ্চ রক্তচাপ কমাতে কী ব্যবহৃত হয়?
উত্তর :- সর্পগন্ধা গাছ।
৬) কোন উদ্ভিদের পাতা শুষ্ক ঋতুতে ঝরে যায়?
উত্তর :- পর্ণমোচী উদ্ভিদের।
৭) দুটি চিরহরিৎ বৃক্ষের উদাহরণ দাও।
উত্তর :- মেহগনি, চাপলাস, বাঁশ, রবার, আয়রন উড প্রকৃতি।
৮) কয়েকটি পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর :- শাল, সেগুন, চন্দন, আম, জাম, বট।
৯) সরলবর্গীয় গাছের পাতাগুলি দেখতে কেমন হয়?
অথবা
পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যের পাতাগুলির আকৃতি সাধারণত কি রকম হয়
উত্তর :- সরু এবং সূঁচোলো হয়।
১০) কোন ভেষজ উদ্ভিদ থেকে কুইনাইন তৈরি হয়?
উত্তর :- সিঙ্কোনা।
১১) ভারতের দুটি সরলবর্গীয় বৃক্ষের নাম লেখো।
উত্তর :- পাইন, ফার।
১২) মরু অঞ্চলের কাটা গাছের কাঁটা গুলি আসলে গাছের কোন অংশ?
উত্তর :- পাতা।
১৩) কোন ভেষজ উদ্ভিদ হৃৎপিণ্ড ভালো রাখে?
উত্তর :- তুলসি।
১৪) তুলসী গাছের একটি উপকারিতা লেখো।
উত্তর :- সর্দি-কাশি, হাঁপানি প্রভৃতি রোগের উপশম ঘটায়।
১৫) নিম গাছের একটি উপকারিতা লেখো।
উত্তর :- ত্বক ভালো রাখে।
১৬) দুটি কাঁটা জাতীয় উদ্ভিদের নাম লেখো।
উত্তর :- ক্যাকটাস, বাবলা প্রভৃতি।
১৭) জম্মু-কাশ্মীরে কী ধরনের অরণ্য লক্ষ্য করা যায়?
উত্তর :- নাতিশীতোষ্ণ অরণ্য।
১৮) ভারতের মরু অঞ্চলে কী ধরনের উদ্ভিদ জন্মায়?
উত্তর :- কাঁটাঝোপ ও গুল্ম জাতীয়।
১৯) গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ হয়েছে?
উত্তর :- সুন্দরী গাছের।
২০) ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
উত্তর :- সুন্দরবন।
২১) বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?
উত্তর :- ২১ মার্চ।
২২) বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
উত্তর :- ৫ জুন।
২৩) কোন ভেষজ উদ্ভিদ অ্যান্টিবায়োটিকের কাজ করে?
উত্তর :- কালমেঘ।
২৪) পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা গাছের চাষ হয়?
উত্তর :- দার্জিলিং জেলার মংপুতে।
২৫) কোন উদ্ভিদ থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়?
উত্তর :- কুইনাইন।
অরণ্য ও বন্যপ্রাণ
১) যেখানেই লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয়, তাকে কী বলে?
উত্তর :- অভয়ারণ্য।
২) পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের উদাহরণ দাও।
উত্তর :- জলদাপাড়া অভয়ারণ্য।
৩) যে অরণ্যের উপর নির্ভর করে বেঁচে থাকা মানুষের মাঝে মাঝে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয়, তাকে কী বলে?
উত্তর :- সুরক্ষিত অরণ্য।
৪) ভারতের একটি সুরক্ষিত অরণ্যের উদাহরণ দাও।
উত্তর :- গুজরাটের গির অরণ্য।
৫) যেখানে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্যের দিকে নজর রাখা হয়, তাকে কী বলে?
উত্তর :- জাতীয় উদ্যান।
৬) ভারতের একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও।
উত্তর :- অসমের কাজিরাঙা, উত্তরাখণ্ডের করবেট।
৭) জলদাপাড়া অভয়ারণ্য কী জন্য বিখ্যাত?
অথবা
কাজিরাঙা অভয়ারণ্য কী জন্য বিখ্যাত?
উত্তর :- একশৃঙ্গ গন্ডারের জন্য।
৮) রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের কোথায় দেখা যায়?
উত্তর :- সুন্দরবনে।
৯) ভারত থেকে পরিযায়ী পাখিরা কোন ঋতুতে ফিরে যায়?
উত্তর :- গ্রীষ্মকালে।
১০) সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে কোন পাখিরা আমাদের দেশে উড়ে আসে?
উত্তর :- পরিযায়ী পাখি।
১১) বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়?
উত্তর :- ১৯৭২ খ্রিস্টাব্দে।
১২) কোডার্মা ভারতের কী ধরনের অরণ্য?
উত্তর :- সংরক্ষিত অরণ্য।
১৩) গুজরাট রাজ্যের গির অরণ্য কী জন্য বিখ্যাত?
উত্তর :- সিংহের জন্য।
১৪) ভারতে বন্যপ্রাণ সপ্তাহ কখন পালন করা হয়?
উত্তর :- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে।
১৫) ভারতের কোন অরণ্যে বুনো গাধা দেখা যায়?
উত্তর :- কচ্ছের রানে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন