আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির "আমাদের পৃথিবী" বিষয়ের অষ্টম অধ্যায় "বায়ু দূষণ" অংশটির একাধিক প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের এই অধ্যায় থেকে শর্ট প্রশ্নের কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই বার্ষিক পরীক্ষায় "ভূগোল" বিষয়ের প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে।
ষষ্ঠ শ্রেণির "আমাদের পৃথিবী" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 6 "Amader Prithibi" Question and Answer / ষষ্ঠ শ্রেণির ভূগোল – "বায়ু দূষণ" (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Bhugol/ ষষ্ঠ শ্রেণির ভূগোল – অষ্টম অধ্যায় "বায়ু দূষণ" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 6 ''Geography'' 8th Chapter "Air Polution" Question and Answer / ষষ্ঠ শ্রেণির ভূগোল (অষ্টম অধ্যায়) "বায়ু দূষণ" প্রশ্ন উত্তর (সকল শর্ট প্রশ্নোত্তর একসঙ্গে)/Class 6 "Amader Prithibi" eighth chapter questions and Answers / ষষ্ঠ শ্রেণির "আমাদের পৃথিবী" বিষয়ের অষ্টম অধ্যায় "বায়ু দূষণ"।
বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
শ্রেণি :- ষষ্ঠ শ্রেণি
বিষয় :- আমাদের পৃথিবী (ভূগোল)
অধ্যায় :- অষ্টম অধ্যায়
অধ্যায়ের নাম :- বায়ু দূষণ।
প্রতিটি প্রশ্নের মান ১
সংক্ষিপ্ত উত্তর দাও :-
১) বায়ুমণ্ডলের উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে কী বলা হয়?
উত্তর :- বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং।
২) বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং -এর জন্য দায়ী গ্যাসগুলিকে কী বলা হয়?
উত্তর :- গ্রিনহাউস গ্যাস।
৩) কোন উৎস থেকে ঘরের মধ্যে সবচেয়ে বেশি বায়ু দূষণ ঘটে?
উত্তর :- ধূমপান।
৪) ধূমপানের ফলে কী রোগ হয়?
উত্তর :- ক্যান্সার।
৫) কোন স্তর আমাদের রক্ষাকবচের কাজ করে?
উত্তর :- ওজোন স্তর।
৬) কবে জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটে?
উত্তর :- ২০১১ সালে।
৭) আর্থ আওয়ার ( Earth Hour ) কবে থেকে চালু হয়?
উত্তর :- ২০০৭ সালের ৩১ শে মার্চ।
৮) আর্থ আওয়ার ( Earth Hour ) কত ঘন্টা পালন করা হয়?
উত্তর :- এক ঘন্টা।
৯) দুটি প্রচলিত শক্তির নাম লেখো।
উত্তর :- তাপবিদ্যুৎ শক্তি ও জলবিদ্যুৎ শক্তি।
১০) দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো।
উত্তর :- সৌরশক্তি ও বায়ুশক্তি।
১১) কোন দূষণের ফলে ধোঁয়াশা সৃষ্টি হয়?
উত্তর :- বায়ু দূষণ।
১২) কোথায় বায়ু দূষণের পরিমাণ বেশি থাকে?
উত্তর :- মাটির কাছাকাছি বাতাসে।
১৩) ওজোন ধ্বংসকারী প্রধান গ্যাসের নাম কী?
উত্তর :- ক্লোরোফ্লুরো কার্বন।
১৪) জৈব পদার্থ পচে গিয়ে কোন গ্যাস সৃষ্টি হয়?
উত্তর :- মিথেন গ্যাস।
১৫) সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে কোন স্তর?
উত্তর :- ওজোন স্তর।
১৬) গ্যাসোলিন কী কাজে লাগে?
উত্তর :- উড়োজাহাজ চালাতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
১৭) বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি?
উত্তর :- কার্বন ডাইঅক্সাইড।
১৮) শীতের দেশে শাকসবজি চাষের কাচের ঘরটির নাম কী?
উত্তর :- গ্রিন হাউস।
১৯) SPM এর পুরো নাম কী?
উত্তর :- Suspended Particulate Matter.
২০) 'প্রাকৃতিক সৌরপর্দা' কাকে বলা হয়?
উত্তর :- ওজোন স্তরকে।
২১) পাথরের ক্যান্সার বা স্টোন ক্যান্সার কীসের ফলে হয়?
উত্তর :- অ্যাসিড বৃষ্টি।
২২) কোন ধরনের দেশে কাচের ঘরে শাকসবজি চাষ হয়?
উত্তর :- শীতের দেশে।
২৩) বায়ু দূষণের জন্য দায়ী দুটি রাসায়নিক পদার্থের নাম লেখো।
উত্তর :- সিসা, রাসায়নিক সার।
২৪) কোন ধরনের শক্তি ব্যবহার বায়ু দূষণ হ্রাস করে?
উত্তর :- অপ্রচলিত শক্তি।
২৫) বায়ু দূষণের ফলে ঘটে এমন কয়েকটি রোগের নাম লেখো।
উত্তর :- ব্রংকাইটিস, হাঁপানি, ফুসফুসে ক্যান্সার ইত্যাদি।
২৬) CFC -এর পুরো নাম কী?
উত্তর :- ক্লোরো ফ্লুরোকার্বন ( Chlorofluorocarbon )।
২৭) কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়?
উত্তর :- ৫ জুন।
২৮) প্রথম কোথায় Earth Hour পালন করা হয়?
উত্তর :- অস্ট্রেলিয়ার সিডনিতে।
২৯) অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী?
উত্তর :- সালফার ডাইঅক্সাইড। এছাড়া কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড।
৩০) বায়ু দূষণের ফলে উদ্ভিদের কোন রোগ হয়?
উত্তর :- ক্লোরোসিস।
৩১) শহরে বায়ু দূষণের প্রধান কারণ কী?
উত্তর :- মোটরগাড়ি চলাচল।
৩২) কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
উত্তর :- কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয়বাষ্প।
৩৩) বর্তমানে পৃথিবীর কতগুলি দেশ আর্থ আওয়ার পালন করে?
উত্তর :- ৮৫ টি দেশ।
৩৪) ধরিত্রী দিবস বা Earth Day কত তারিখে পালন করা হয়?
উত্তর :- ২২ এপ্রিল।
৩৫) দুটি তেজস্ক্রিয় পদার্থের নাম লেখো।
উত্তর :- ইউরেনিয়াম এবং থোরিয়াম।
বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর ( MCQ) :-
১) একটি দূষণহীন যানবাহন হলো -
A) বাস B) ট্যাক্সি C) রিকশা D) মোটর গাড়ি।
উত্তর :- C) রিকশা
২) বায়ু দূষণের একটি প্রাকৃতিক কারণ হলো- A) যানবাহন B) শিল্প C) কৃষিকাজ D) দাবানল
উত্তর :- D) দাবানল
৩) বায়ু দূষণের কারণ- A) বর্জ্য ব্যবস্থাপনা B) জনসংখ্যা বৃদ্ধি C) পরিকল্পিত নগরায়ন D) বৃক্ষরোপণ
উত্তর :- B) জনসংখ্যা বৃদ্ধি।
৪) বায়ু দূষণের সহায়ক নয় - A) কার্বন ডাইঅক্সাইড B) কার্বন মনোক্সাইড C) সোডিয়াম নাইট্রেট D) ক্লোরো ফ্লুরো কার্বন
উত্তর :- C) সোডিয়াম নাইট্রেট।
৫) তোমার বাড়িতে কোন শক্তিটি ব্যবহার করলে পরিবেশ দূষণ কম হবে? --- A) জলবিদ্যুৎ শক্তি B) পেট্রোল C) তাপশক্তি D) সৌরশক্তি।
উত্তর :- D)সৌরশক্তি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন