সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ষষ্ঠ শ্রেণি, পরিবেশ ও বিজ্ঞান, পঞ্চম অধ্যায়, মাপজোক বা পরিমাপ

আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা,  Rajesh Sir Tutorial  পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" বিষয়ের পঞ্চম অধ্যায় "মাপজোক বা পরিমাপ" অংশটির একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের পরীক্ষার সময় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই সামেটিভ ও বার্ষিক পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে। বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ  শ্রেণি :- ষষ্ঠ শ্রেণি বিষয় :-   পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় :- পঞ্চম অধ্যায়  অধ্যায়ের নাম :- মাপজোক বা পরিমাপ আলোচ্য অংশ :- এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ১,২ নম্বরের প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। প্রতিটি প্রশ্নের মান ১ ১) ভৌতরা...

অষ্টম শ্রেণি, পরিবেশ ও বিজ্ঞান, পঞ্চম অধ্যায়








শ্রেণি :- অষ্টম শ্রেণি 

বিষয় :- পরিবেশ ও বিজ্ঞান 

অধ্যায় :- পঞ্চম অধ্যায় 

অধ্যায়ের নাম :- প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ 


আদরের অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা। আজকের পোস্টে তোমাদের জন্য আলোচনা করা হয়েছে পরিবেশ বিষয়ের পঞ্চম অধ্যায়টি, যার নাম "প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ"। আজকের আলোচ্য প্রশ্নোত্তর গুলি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ দিয়ে এই প্রশ্নোত্তর গুলি পড়বে।


উপ একক :- বজ্রপাত ও মহামারি।


১) জোরালো বজ্র ও জামাকাপড়ে তৈরি হওয়া তড়িৎ ফুলকি আসলে একই বিষয় - এটি কে প্রমাণ করেন? 

উত্তর :- ১৭৫২ খ্রিস্টাব্দে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। 


২) পেন্টোগ্রাফ কী?

উত্তর :- রেল গাড়ির যে অংশটা বৈদ্যুতিক তার কে ছুঁয়েছে তাকে পেন্টোগ্রাফ বলে।


৩) তড়িৎ আধান কয় প্রকার ও কী কী? 

উত্তর :- তড়িৎ আধান দুই প্রকার। এগুলি হল - ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ এবং ধনাত্মক আধান বা পজেটিভ চার্জ। 


৪) পরমাণু কী ধরনের কণা? 

উত্তর :- পরমাণু তড়িৎ বিহীন কণা। 


৫) ঝড়ের মেঘের উচ্চতা কত হয়?

উত্তর :- ঝড়ের মেঘের উচ্চতা ১২ থেকে ১৩ কিলোমিটার বা তার চেয়েও বেশি হয়। 


৬) দুটি সাধারন উৎস মহামারির নাম লেখো। 

উত্তর :- ভোপাল গ্যাস ট্র্যাজেডি বা জাপানের মিনামাটা রোগ।


৭) দুটি সংক্রামক মহামারির নাম লেখো।

উত্তর :- হাম, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া। 


৮) দুটি অসংক্রামক রোগ ঘটিত মহামারীর নাম লেখো।

উত্তর :- ফুসফুসের ক্যান্সার, করোনারি হার্ট ডিজিজ। 


৯) কলেরা রোগের জন্য দায়ী জীবাণু টির নাম কী? 

উত্তর :- ভিব্রিও কলেরি। 


১০) কলেরা রোগের বাহক কে?

উত্তর :- মাছি। 


১১) ম্যালেরিয়া কথাটির অর্থ কী? 

উত্তর :- খারাপ বায়ু বা Bad Air


১২) ম্যালেরিয়া রোগের বাহক কে?

উত্তর :- স্ত্রী অ্যানোফিলিস মশা।


১৩) ম্যালেরিয়া রোগের জীবাণুটির নাম কী? 

উত্তর :- প্লাসমোডিয়াম ভাইভক্স বা প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম।


১৪) বিশ্ব ম্যালেরিয়া দিবস কত তারিখে পালন করা হয়?

উত্তর :- ২৫ শে এপ্রিল। 


১৫) ম্যালেরিয়া রোগের লক্ষণ গুলি লেখো। 

উত্তর :- ম্যালেরিয়া রোগে কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঘাম দিয়ে জ্বর সেরে যায়। মাথায় যন্ত্রণা হয়। যকৃত ও প্লীহা বড় হয়ে যায়। গাঁটে গাঁটে যন্ত্রণা ও গোটা শরীরে প্রচন্ড ব্যথা হয়।


১৬) কলকাতায় প্রথম কত সালে ডেঙ্গি রোগের দেখা মেলে?

উত্তর :- ১৯৬৩ - ১৯৬৪ সালে।


১৭) ডেঙ্গি রোগের বাহক কে? 

উত্তর :-  এডিস ইজিপ্টি মশা।


১৮) ডেঙ্গি রোগের জীবাণু টির নাম কী? 

উত্তর :- ফ্ল্যাভি ভাইরাস।


১৯) ডেঙ্গি রোগের উপসর্গ বা লক্ষণ গুলি লেখো।

উত্তর :- ভয়াবহ জ্বর, মাথায় যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা এবং অনুচক্রিকার সংখ্যা ভয়াবহ ভাবে হ্রাস পেয়ে রক্ত জমাট বাঁধতে বাধা দেওয়া। এছাড়া রক্ত ক্ষরণ এই রোগের অন্যতম প্রধান উপসর্গ।


২০) ইঁদুর থেকে কোন রোগ সংক্রামিত হয়? 

উত্তর :- প্লেগ রোগ।


২১) প্লেগ রোগের টিকা কে আবিস্কার করেন? 

উত্তর :- ১৮৯৭ সালে তৎকালীন বোম্বেতে ভালডেমার হাফকিন প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন।


২২) বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর মতে প্রধান তিনটি মহামারি কী কী? 

উত্তর :- প্লেগ, কলেরা এবং পীত জ্বর।


২৩) স্মল পক্স রোগের অপর নাম কী? 

উত্তর :- রেড প্লেগ।


২৪) বসন্ত রোগের টিকা কে আবিস্কার করেন? 

উত্তর :- ১৭৯৬ খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। 


২৫) কালাজ্বরের আরেক নাম কী? 

উত্তর :- দমদম জ্বর।


২৬) কালাজ্বরের জীবাণু প্রথম কে লক্ষ্য করেন? 

উত্তর :- ১৯০১ খ্রিস্টাব্দে ব্রিটিশ চিকিৎসক লিশম্যান।


২৭) কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? 

উত্তর :- ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ১৯২২ খ্রিস্টাব্দে কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন।


২৮) "ডায়ারিয়া" - শব্দের অর্থ কী?

উত্তর :- প্রবাহিত হওয়া। 


২৯) ডায়ারিয়ার জন্য দায়ী জীবাণু টির নাম কী? 

উত্তর :- রোটা ভাইরাস। 


৩০) যক্ষা রোগের জীবাণু টির নাম কী? 

উত্তর :- মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ( Mycobacterium tuberculosis)।


৩১) যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতিকে কী বলে?

উত্তর :-  DOTS ( ডটস )। 


৩২) হেপাটাইটিস কয় প্রকার ও কী কী?

উত্তর :- হেপাটাইটিস পাঁচ রকমের হয়। যথা - A, B, C, D এবং E


৩৩) বিশ্ব হেপাটাইটিস দিবস কত তারিখে পালন করা হয়? 

উত্তর :- ২৮ শে জুলাই।


৩৪) AIDS ( এইডস ) এর পুরো নাম কী?

উত্তর :- Acquired immuno deficiency syndrome.


৩৫) HIV এর পুরো নাম কী? 

উত্তর :- Human Immuno Deficiency Virus.


৩৬) SARS রোগটি প্রথম কত সালে দেখা যায়? 

উত্তর :- ২০০৩ খ্রিস্টাব্দে এশিয়াতে প্রথম SARS রোগটি দেখা যায়।


৩৭) ইনফ্লুয়েঞ্জা কী ধরনের রোগ? 

উত্তর :- ভাইরাস ঘটিত শ্বাসরোগ।


৩৮) SARS -এর পুরো নাম কী?

উত্তর :- Severe Acute Respiratory Syndrome.


৩৯) DOTS -এর পুরো নাম কী?

উত্তর :- Directly Observed Treatment Short - Course.


৪০) কালা জ্বরের লক্ষণ গুলি কী? 

উত্তর :- ধারাবাহিক জ্বর, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, প্লীহা বড় হয়ে যাওয়া, অ্যানিমিয়া প্রভৃতি কালাজ্বর রোগের লক্ষণ।


৪১) যক্ষা রোগের লক্ষণ গুলি কী কী? 

উত্তর :- যক্ষা রোগ ভীষণ ছোঁয়াচে এবং বায়ুবাহিত। এই রোগের লক্ষণ হল ভয়াবহ কাশি ও তার সঙ্গে রক্ত পড়া। রাতের দিকে কষ্ট বেশি হয়, প্রচন্ড ঘাম হয়, ওজন ক্রমশ কমতে থাকে।


৪২) হেপাটাইটিস রোগের লক্ষণ গুলি কী? 

উত্তর :- হেপাটাইটিস রোগের সংক্রমণে জন্ডিস, বমি, পেট ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা যায়।


৪৩) ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ গুলি কী কী? 

উত্তর :- ভয়াবহ জ্বর, ঘাম, কাঁপুনি, মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, অত্যধিক দুর্বলতা, বমি, ডায়ারিয়া প্রভৃতি হল এই রোগের লক্ষণ।


৪৪) এইডস রোগ কীভাবে ছড়ায়? 

উত্তর :- রক্তের মাধ্যমে, দেহরসের মাধ্যমে এবং লালার মাধ্যমে।


৪৫) দুটি অসঙ্কামক রোগ ঘটিত মহামারির নাম লেখো?

উত্তর :- ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, মানসিক অসুস্থতা প্রভৃতি।


৪৬) কালাজ্বরের বাহক কে? 

উত্তর :- বেলে মাছি।


৪৭) পঞ্চাশ কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত?

উত্তর :- চার লক্ষ। 


৪৮) বজ্রপাত সাধারণত কোন ঋতুতে বেশি হয়? 

উত্তর :- গ্রীষ্মকালে। 


৪৯) ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন একটি প্রাকৃতিক তড়িৎ কোশের উদাহরণ দাও।

উত্তর :- বজ্রপাত। 


৫০) বজ্রপাতের সময় কোথায় থাকা সবচাইতে নিরাপদ? 

উত্তর :- পাকা বাড়িতে থাকা। 


৫১) বজ্রনিরোধক এর মাধ্যমে তড়িৎ প্রবাহটি কোথায় চলে যায়? 

উত্তর :- মাটিতে চলে যায়। 


৫২) বজ্রপাতের বৈদ্যুতিক প্রকৃতি কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর :- ফ্রাঙ্কলিন। 


৫৩) কে বজ্রপাত থেকে বাড়িকে রক্ষা করে?

উত্তর :-:বজ্র নিরোধক ব্যবস্থা।


৫৪) কোন ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাতসহ ঝড় বৃষ্টি হয়? 

উত্তর :- কিউমুলোনিম্বাস মেঘ।


৫৫) বজ্রপাত কী?

উত্তর :- একই মেঘের দুই ভিন্ন অংশে থাকা বিপরীত আধান অথবা দুটি ভিন্ন মেঘের স্তরে থাকা বিপরীত আধানের পারস্পরিক সংযোগের ফলে সমগ্র আকাশ জুড়ে নীলচে সাদা রঙে চোখ ঝলসানো যে আলোর লেখা তৈরি হয় তাকে বজ্রপাত বলে।


৫৬) কয়েকটি ভাইরাস ঘটিত রোগের নাম লেখো। 

উত্তর :- ডেঙ্গু, হেপাটাইটিস।


৫৭) দুটি বায়ুবাহিত সংক্রামক রোগের উদাহরণ দাও। 

উত্তর :-ইনফ্লুয়েঞ্জা এবং হাম।


৫৮) রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত হয় এমন একটি রোগের নাম লিখ। 

উত্তর :- AIDS 


৫৯) হেপাটাইটিস রোগে দেহের কোন অঙ্গটি আক্রান্ত হয়? 

উত্তর :- যকৃৎ বা লিভার 


৬০) ম্যালেরিয়া রোগের জীবাণুটি কী প্রকৃতির? 

উত্তর :- প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী।


*****অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের সকল অধ্যায়ের প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই Rajesh Sir Tutorial এর www.rajeshsir.in সার্চ করবে। প্রশ্নগুলি সম্পর্কে কোন মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট খুব ভালো হোক কামনা করি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

  জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন )নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচক টির নাম কি?  উত্তর :- লাইসোজাইম। ২) লালা রসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...