পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস সাজেশন
WBBSE Class IX first Unit Test History important Suggestion
নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী। এই প্রশ্নগুলো তোমরা মনোযোগ সহকারে অনুশীলন করবে। নবম শ্রেণীতে এবং আগামী মাধ্যমিক পরীক্ষায় ভালো সাফল্যের জন্য তোমরা অবশ্যই Rajesh Sir Tutorial এর সাহায্য নেবে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এবং সাজেশন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা তৈরি করা হয়েছে।
বিষয় : ইতিহাস
শ্রেণি : নবম
পূর্নমান : চল্লিশ
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট
নবম শ্রেণী
প্রথম অধ্যায় ( ফরাসি বিপ্লবের কয়েকটি দিক )
প্রতিটি প্রশ্নের মান ২
১) অসিয়া রেজিম কি?
২) ফ্রান্স কে রাজনৈতিক কারাগার বলা হয় কেন?
৩) কে কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন?
৪) লেতর দে ক্যাশে এবং লেটার দ্যা গ্রেস কি?
৫) থার্ড এস্টেট কাকে বলে?
৬) সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি?
৭) সন্ত্রাসের শাসন বলতে কী বোঝো?
৮) বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব লিখো।
প্রতিটি প্রশ্নের মান ৪
১) টীকা লিখ : টেনিস কোর্টের শপথ।
২) ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা কর।
৩) ফরাসি বিপ্লবের নারীদের অংশগ্রহণের বিবরণ দাও।
দ্বিতীয় অধ্যায় ( বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ )
প্রতিটি প্রশ্নের মান ২
১) সিজালপাইন প্রজাতন্ত্র কি?
২) কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়?
৩) কনসুলেটের শাসন কি?
৪) কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি কি?
৫) ট্রাফালগারের যুদ্ধের কারণ উল্লেখ কর।
৬) পোড়ামাটি নীতি কি?
৭) স্পেনীয় ক্ষত কি?
৮) শত দিবসের রাজত্ব কি?
৯) কোন যুদ্ধকে কেন 'জাতিসমূহের যুদ্ধ' বলা হয়?
প্রতিটি প্রশ্নের মান ৫
১) "কোড নেপোলিয়ন" - সম্পর্কে যা জানো লিখো।
২) নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ কর।
৩) নেপোলিয়নকে "বিপ্লবের সন্তান" এবং "বিপ্লবের ধ্বংসকারী" বলা হয় কেন?
৪) মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? এটি নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল?
৫) নেপোলিয়নের রাশিয়া আক্রমণের বিবরণ দাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন