আদরের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" ( "পরিবেশ - জীবন বিজ্ঞান" ) বিষয়ের ষষ্ঠ অধ্যায় "পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র ও কার্যগত প্রক্রিয়া" অংশটির একাধিক প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই দ্বিতীয় সামেটিভ পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। সপ্তম শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে।
Important short type science question for the class 7, chapter number 6th.
-: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর :-
১) প্রধানমূলের কয়টি অংশ?
উত্তর :- চারটি।
২) কোন উদ্ভিদ মূলে খাদ্য সঞ্চয় করে রাখে?
উত্তর :- বিট, গাজর।
৩) উদ্ভিদের কোন অংশে পর্ব থাকে না?
উত্তর :- মূলে।
৪) মটর গাছের মূলে কোন অনুজীবটি দেখা যায়?
উত্তর :- রাইজোবিয়াম।
৫) দুটি রূপান্তরিত বায়বীয় কান্ডের উদাহরণ দাও।
উত্তর :- কুমড়োর শাখা আকর্ষ ও বেলের শাখা কন্টক।
৬) একটি বৃহৎ মৃদ্গত কান্ডের উদাহরণ দাও।
উত্তর :- ওল।
৭) একটি যৌগিক পত্রের উদাহরণ দাও।
উত্তর :- তেঁতুল পাতা, সজিনা পাতা ইত্যাদি।
৮) একক পত্রের উদাহরণ দাও।
উত্তর :- আম, বট ইত্যাদি।
৯) বেলের শাখা কন্টক কী ধরনের রূপান্তরিত কান্ড?
উত্তর :- রূপান্তরিত বায়বীয় কান্ড।
১০) খন্ডিত ফলক প্রান্তযুক্ত দুটি পাতার নাম লেখো।
উত্তর :- জবা, কুমড়ো ইত্যাদি।
১১) অখন্ডিত ফলক প্রান্তযুক্ত দুটি পাতার নাম লেখো।
উত্তর :- বট, আম ইত্যাদি।
১২) পাতায় খাদ্য সঞ্চয় করে এমন একটি উদ্ভিদের নাম লেখো।
উত্তর :- ঘৃতকুমারী।
১৩) একটি চিরহরিৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদের নাম লেখো।
উত্তর :- আম।
১৪) কয়েকটি গুল্ম জাতীয় উদ্ভিদের নাম লেখো।
উত্তর :- জবা, গোলাপ ইত্যাদি।
১৫) কয়েকটি বিরূৎ জাতীয় উদ্ভিদের নাম লেখো।
উত্তর :- লাউ, কুমড়ো, ঝিঙ্গে ইত্যাদি।
১৬) কোন উদ্ভিদের পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়?
উত্তর :- জবা, কুমড়ো ইত্যাদি উদ্ভিদের পাতায়।
১৭) কোন উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়?
উত্তর :- ধান, গম, কলা ইত্যাদি।
১৮) ফুলের কোন অংশ পুষ্প পত্রগুলিকে ধারণ করে?
উত্তর :- পুষ্পাক্ষ।
১৯) রাত্রিকালে প্রস্ফুটিত হয় এমন একটি ফুলের নাম লেখো।
উত্তর :- গন্ধরাজ, জুঁই, রজনীগন্ধা ইত্যাদি।
২০) একটি সম্পূর্ণ ফুলের উদাহরণ দাও।
উত্তর :- জবা।
২১) একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও।
উত্তর :- কুমড়ো, লাউ ইত্যাদি।
২২) একটি ক্লীবপুষ্পের উদাহরণ দাও।
উত্তর :- সূর্যমুখী ফুলের প্রান্তপুষ্পিকা।
২৩) উদ্ভিদের ফলত্বক কোথা থেকে সৃষ্টি হয়?
উত্তর :- ডিম্বাশয়ের আবরণীত্বক থেকে।
২৪) একটি সরল ফলের উদাহরণ দাও।
উত্তর :- আম।
২৫) একটি গুচ্ছিত ফলের উদাহরণ দাও।
উত্তর :- আতা, আঙুর।
২৬) একটি যৌগিক ফলের উদাহরণ দাও।
উত্তর :- কাঁঠাল, আনারস।
২৭) এমন একটি ফলের নাম করো যা কাঁচা অবস্থায় সবজি রূপে খাওয়া হয় কিন্তু পাকলে ফল হিসেবে খাওয়া হয়।
উত্তর :- কাঁঠাল, পেঁপে, কলা।
২৮) উদ্ভিদের সস্যে ক্রোমোজোম সংখ্যা কত?
উত্তর :- 3n
২৯) শিয়ালকাঁটা গাছের ফুলে কোন ধরনের পরাগ যোগ ঘটে?
উত্তর :- স্বপরাগযোগ।
৩০) কোন ফুলে উপবৃতি দেখা যায়?
উত্তর :- জবা।
৩১) ফুলের কোন অংশটি ফলে পরিণত হয়?
উত্তর :- ডিম্বাশয়।
৩২) লাইকেন কোন দুটি উদ্ভিদগোষ্ঠীর মিথোজীবিতার ফলে সৃষ্ট?
উত্তর :- শৈবাল ও ছত্রাক।
৩৩) পরাগ মিলন ঘটায় এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো।
উত্তর :- বাদুড়।
৩৪) কোন উদ্ভিদের যুক্তবৃতি দেখা যায়?
উত্তর :- জবা।
৩৫) জবাফুলে কয়টি বৃতি থাকে?
উত্তর :- পাঁচটি।
৩৬) জেকবসন অরগ্যান কোন প্রাণীর দেহে থাকে?
উত্তর :- সাপের মুখের তালুতে থাকে।
৩৭) দুটি প্রকৃতিজাত অর্ধভেদ্য পর্দার নাম লেখো।
উত্তর :- মাছের পটকা, কোশপর্দা।
৩৮) কৃত্রিম অর্ধভেদ্য পর্দার নাম লেখো।
উত্তর :- পার্চমেন্ট কাগজ।
৩৯) কুমড়ো, তেঁতুল বীজে কী প্রকার অঙ্কুরোদগম দেখা যায়?
উত্তর :- মৃদভেদী অঙ্কুরোদগম।
৪০) কোন উদ্ভিদ পাতার সাহায্যে বংশবিস্তার করে?
উত্তর :- পাথরকুচি।
৪১) কান্ডের কোন জায়গা থেকে শাখা বা পাতা বের হয়?
উত্তর :- পর্ব।
৪২) পান গাছে কী ধরনের মূল দেখা যায়?
উত্তর :- আরোহী মূল।
৪৩) কোন গাছে ঠেস মূল দেখা যায়?
উত্তর :- কেয়া গাছে।
৪৪) কোন গাছে পত্রজমূল দেখা যায়?
উত্তর :- পাথরকুচি গাছে।
৪৫) মুলের ডগায় টুপির মত অংশটিকে কী বলে?
উত্তর :- মূলত্র।
৪৬) রূপান্তরিত মৃদ্গত কান্ড কোন উদ্ভিদে দেখা যায়?
উত্তর :- আলু।
৪৭) রূপান্তরিত অর্ধ বায়বীয় কান্ড কোন উদ্ভিদে দেখা যায়?
উত্তর :- কচুরিপানা।
৪৮) কোন উদ্ভিদের পর্নকাণ্ড দেখা যায়?
উত্তর :- ফনীমনসা।
৪৯) ত্রিপক্ষল যৌগিক পত্রের উদাহরণ দাও।
উত্তর :- সজিনা।
৫০) ফুলের অত্যাবশ্যকীয় স্তবক কয়টি?
উত্তর :- দুটি।
৫১) আমের কোন অংশটি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি?
উত্তর :- মধ্য ফলত্বক।
৫২) দুটি সরস ফলের উদাহরণ দাও।
উত্তর :- আম, কাঁঠাল।
৫৩) দুটি নিরস ফলের উদাহরণ দাও।
উত্তর :- বাদাম, মটর।
৫৪) নিষেকের পর ডিম্বক কীসে পরিণত হয়?
উত্তর :- বীজে।
৫৫) নির্ণীত নিউক্লিয়াসে কয়টি ক্রোমোজোম থাকে?
উত্তর :- 2n সংখ্যক।
৫৬) অঙ্কুরোদগমের জন্য আবশ্যিক শর্ত গুলি কী কী?
উত্তর :- অক্সিজেন, জল, তাপমাত্রা বা উষ্ণতা এবং মাটি।
৫৭) একটি ভেদ্য পর্দার উদাহরণ দাও।
উত্তর :- কোশ প্রাচীর।
৫৮) একটি গ্রন্থিকাণ্ডের উদাহরণ দাও।
উত্তর :- আদা, হলুদ।
৫৯) আলুর চোখ প্রকৃতপক্ষে কী?
উত্তর :- কাক্ষিকমুকুল।
৬০) ORS - এর পুরো নাম কী?
উত্তর :- Oral Rehydration Solution ( ওরাল রিহাইড্রেশন সলিউশন )।
-: শূন্যস্থান পূরণ করো :-
১) _________গাছে পর্বমূল থাকে।
উত্তর :- পান।
২) প্রধানমূলের __________ অঞ্চল থেকে শাখা প্রশাখা জন্মায়।
উত্তর :- স্থায়ী।
৩) পত্রাশ্রয়ী মূল একটি _________ মূল।
উত্তর :- অস্থানিক।
৪) ঘাস হল__________শ্রেণির উদ্ভিদ।
উত্তর :- বীরুৎ।
৫) কাণ্ডের রোম_________।
উত্তর :- বহুকোশী।
৬) কচুরিপানার খর্বধাবক একটি রূপান্তরিত _________।
উত্তর :- অর্ধ বায়বীয় কান্ড।
৭) বৃন্ত পাতার ________ কে ধরে রাখে।
উত্তর :- ফলক।
৮) ফুল একটি পরিবর্তিত _________।
উত্তর :- বিটপ।
৯) পরাগধানীতে থাকে ____________।
উত্তর :- পরাগরেণু।
১০) একবীজপত্রী বীজের বীজপত্রকে বলে ________।
উত্তর :- স্কুটেলাম।
১১) বীজের মধ্যে সুপ্ত উদ্ভিদ কে বলে ________।
উত্তর :- ভ্রুণ।
১২) বীজের পর্বসন্ধির নীচের অংশকে বলে__________।
উত্তর :- বীজপত্রাবকান্ড।
১৩) চারা গাছের মূল তৈরি হয় ভ্রূণের ________অংশ থেকে।
উত্তর :- ভ্রূণমূল।
১৪) চারা গাছের কান্ড তৈরি হয় ভ্রূণের ________অংশ থেকে।
উত্তর :- ভ্রূণমুকুল।
১৫) সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসটি হলো______।
উত্তর :- H2S.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন