সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সপ্তম শ্রেণি, পরিবেশ ও বিজ্ঞান, ষষ্ঠ অধ্যায়

আদরের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা,  Rajesh Sir Tutorial  পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান " ( "পরিবেশ - জীবন বিজ্ঞান" ) বিষয়ের ষষ্ঠ অধ্যায় " পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র ও কার্যগত প্রক্রিয়া " অংশটির একাধিক প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই দ্বিতীয় সামেটিভ পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। সপ্তম শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা   www.rajeshsir.in  - এ খোঁজ করবে। Important short type science question for the class 7, chapter number 6th.            -: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর :-  ১) প্রধানমূলের কয়টি অংশ?  উ...

ষষ্ঠ শ্রেণি, ভূগোল (আমাদের পৃথিবী), দশম অধ্যায়








আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির "ভূগোল" বিষয়ের দশম অধ্যায় "আমাদের দেশ ভারত" এর "ভারতের মাটি" অংশের একাধিক প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই দ্বিতীয় সামেটিভ পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে।

ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 6th Geography Question and Answer / ষষ্ঠ শ্রেণির ভূগোল – "আমাদের দেশ ভারত" (দশম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Geography Chapter number 10th / ষষ্ঠ শ্রেণির ভূগোল – দশম অধ্যায় "আমাদের দেশ ভারত" অংশের "ভারতের মাটি" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 6th Geography Question and Answer / ষষ্ঠ শ্রেণির ভূগোল (দশম অধ্যায়) "ভারতের মাটি" প্রশ্ন-উত্তর (সকল প্রশ্নোত্তর একসঙ্গে)/Class 6 geography 10th chapter questions and Answers / ষষ্ঠ শ্রেণির "আমাদের পৃথিবী" দশম অধ্যায় "আমাদের দেশ ভারত"অংশের "ভারতের মাটি"।

বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 

শ্রেণি :- ষষ্ঠ শ্রেণি

বিষয় :- ভূগোল (আমাদের পৃথিবী) 

অধ্যায় :- দশম অধ্যায়

অধ্যায়ের নাম :- আমাদের দেশ ভারত। 

উপ একক :- ভারতের মাটি।

প্রতিটি প্রশ্নের মান ১

১) মাটি বা মৃত্তিকা কাকে বলে?

উত্তর :- মাটি হলো ভূপৃষ্ঠের ওপরের পাতলা স্তর যেখান থেকে উদ্ভিদ পুষ্টি পায়।

২) মৃত্তিকা সৃষ্টির উপাদান গুলি কী কী?

উত্তর :ভেঙ্গে যাওয়া সুক্ষ্ম দানা, জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীদেহ, খনিজ পদার্থ, জল, বাতাস মৃত্তিকা তৈরিতে সাহায্য করে।

৩) মৃত্তিকা সৃষ্টি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?

উত্তর :-  মৃত্তিকা সৃষ্টি জলবায়ু , আদি শিলা, জৈব পদার্থ, ভূপ্রকৃতি ও সময়ের উপর নির্ভর করে।

৪) ভারতের সবচেয়ে উর্বর মৃত্তিকা কোনটি?

উত্তর :- পলিমাটি।

৫) খাদার ও ভাঙ্গার কাকে বলে?

উত্তর :- ভারতের নদীর তীরবর্তী উর্বর নবীন পলিমাটি খাদার নামে পরিচিত এবং অপেক্ষাকৃত অনুর্বর প্রাচীন পলিমাটি ভাঙ্গার নামে পরিচিত।

৬) ভারতের কোন কোন অঞ্চলে পলিমাটি দেখা যায়?

উত্তর :- উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা ও অসমের একটা বড় অংশে পলিমাটি দেখা যায়।

৭) কালো মাটি কোন শিলাগঠিত অঞ্চলে দেখা যায়?

উত্তর :- ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চল।

৮) কালো মাটিতে কোন কোন ফসলের চাষ ভালো হয়?

উত্তর :- আখ, তুলো এবং চিনা বাদাম।

৯) ভারতের কোন কোন অঞ্চলে কালো মাটি দেখা যায়?

উত্তর :- গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশ এবং কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে কালো মাটি দেখা যায়।

১০) লালমাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়?

অথবা

লাল মাটি কীভাবে সৃষ্টি হয়?

উত্তর :- রূপান্তরিত শিলা চূর্ণ-বিচূর্ণ হয়ে লালমাটি সৃষ্টি করে।

১১) লালমাটির রং লাল হয় কেন?

উত্তর :- এই মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে বলে এই মাটি রং লাল।

১২) লাল মাটিতে কোন কোন ফসলের চাষ ভালো হয়?

উত্তর :- লাল মাটিতে রাগি, বাদাম, তামাক, ধান এবং ছোলার চাষ হয়।

১৩) ভারতের কোন কোন অঞ্চলে লাল মাটি দেখা যায়?

উত্তর :- উড়িষ্যা, ছত্রিশগড়, ঝাড়খন্ড, অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কেরালা মনিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে এই মাটি দেখা যায়।

১৪) কোন জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়?

অথবা

কোন জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়?

উত্তর :- খুব বেশি উষ্ণতা ও বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটি সৃষ্টি হয়।

১৫) ল্যাটেরাইট মাটির রং লাল কেন?

উত্তর :- ল্যাটেরাইট মাটিতে লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটির রং ইটের মতো গাঢ় লাল।

১৬) ল্যাটেরাইট মাটিতে কোন কোন ফসলের চাষ হয়?

উত্তর :- ল্যাটেরাইট মাটি খুব অনুর্বর। তাই এই মাটিতে চাষাবাদ খুব একটা হয় না। তবে চিনেবাদাম, জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসল এই মাটিতে চাষ হয়।

১৭) ভারতের কোন কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি / মৃত্তিকা দেখা যায়?

উত্তর :- ছোটনাগপুর মালভূমি, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে এবং মেঘালয় মালভূমির বেশিরভাগ অংশে ল্যাটেরাইট মাটি দেখা যায়।

১৮) ভারতের মরু অঞ্চলের মাটির মূল বৈশিষ্ট্য কী?

উত্তর :- মরু অঞ্চলের মাটি মোটা দানা ও ছিদ্র যুক্ত। এই মাটির জল ধারণ ক্ষমতা কম এবং অনুর্বর।

১৯) মরু অঞ্চলের মাটিতে লবণের পরিমাণ বেশি কেন?

উত্তর :- অত্যধিক বাষ্পীভবনের কারণে মরু অঞ্চলের মাটিতে লবণের পরিমাণ বেশি।

২০) ভারতের কোথায় মরু অঞ্চলের মাটি দেখা যায়?

উত্তর :- রাজস্থানের মরু অঞ্চলে।

২১) মরু অঞ্চলের মাটিতে কোন কোন ফসলের চাষ হয়?

উত্তর :- মরু অঞ্চলের মাটিতে প্রধানত জোয়ার, বাজরা এবং রাগি চাষ হয়।

২২) মিলেট জাতীয় শস্য কাকে বলে?

উত্তর :- জোয়ার, বাজরা, রাগি এই তিনটি ফসলকে একসঙ্গে মিলেট জাতীয় শস্য বলে।

২৩) পার্বত্য অঞ্চলের মাটিতে কোন কোন ফসলের চাষ হয়?

উত্তর :- পার্বত্য অঞ্চলের মাটিতে চা, কফি, বিভিন্ন ধরনের মশলা ইত্যাদি ফসলের চাষ হয়।

২৪) ভারতের কোথায় পার্বত্য অঞ্চলের মাটি দেখা যায়?

উত্তর :- হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পর্বত এবং দাক্ষিণাত্যের নীলগিরি পার্বত্য অঞ্চলে এই মাটিতে দেখা যায়।

২৫) পটজল মাটি বা পার্বত্য মাটি জৈব পদার্থে পূর্ণ কেন?

উত্তর :- পার্বত্য অঞ্চলে গড়ে প্রায় ১৫০ সেমি বেশি বৃষ্টিপাত হয়। ফলে এখানকার সরলবর্গীয় অরণ্যের পাতা, কাণ্ড, ফল পচে মাটির সঙ্গে মিশে মাটির জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে। এই মাটির অম্লধর্মী এবং উর্বর  প্রকৃতির হয়।

প্রতিটি প্রশ্নের মান ৩ বা ৪

১) মাটির ব্যবহার বা গুরুত্ব লেখো।

উত্তর :- আমাদের জীবনে মাটির গুরুত্ব অপরিসীম। যেমন -

i) পৃথিবীর সমস্ত জীবের আবাসস্থল হল মাটি।

ii) মাটি ছাড়া কৃষিকাজ অসম্ভব। বিভিন্ন ধরনের মাটিতে বিভিন্ন ফসলের চাষ হয়।

iii) মাটি বৃষ্টির জল ধারণ করে পরিবেশের আর্দ্রতা রক্ষা করে।

iv) বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণ করতে মাটি ব্যবহার করা হয়।

v) গ্ৰামাঞ্চলে ঘরবাড়ি নির্মাণের উপকরণ হিসেবে মাটি ব্যবহার করা হয়।

vi) মাটি দিয়ে নানা প্রকারের খেলনা, ঘর সাজানোর জিনিস তৈরি হয়।

২) মাটি সংরক্ষণ বলতে কী বোঝো? মাটি সংরক্ষণের উপায় গুলি লেখো।

অথবা

মৃত্তিকা সংরক্ষণের উপায় গুলি আলোচনা করো।

উত্তর :- মাটি সংরক্ষণ :- যে পদ্ধতিতে মাটির ক্ষয় রোধ করে মাটির উর্বরতা শক্তি বজায় রাখা হয়, তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে।

মৃত্তিকা সংরক্ষণের উপায় :- মৃত্তিকা সংরক্ষণের উপায় গুলি হল -

i) পশুচারণ নিয়ন্ত্রণ মাত্রায় করা উচিত।

ii) মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত।

iii) পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত।

iv) গাছ কাটা বন্ধ করতে হবে।

v) অনেক বেশি সংখ্যায় গাছ লাগানো উচিত।

vi) বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট, ঘরবাড়ি নির্মাণ বন্ধ করা উচিত।

vii) আইন করে ঝুম চাষ বন্ধ করতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

  জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন )নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচক টির নাম কি?  উত্তর :- লাইসোজাইম। ২) লালা রসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক...

মাধ্যমিক, ইতিহাস, পঞ্চম অধ্যায়

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ( Madhyamik History Question and Answer)) বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) | Madhyamik History Question and Answer ( 5th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ( পঞ্চম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 5th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History E...