প্রিয় দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, Rajesh Sir Tutorial - এর পেজে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় "পরিবেশের জন্য ভাবনা" -র গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করবো।
Some important Question and Answer of Physical Science first chapter "Poribesh er Jonno Bhabna" for Class 10 students of WBBSE.
বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
বিষয় :- ভৌত বিজ্ঞান
অধ্যায় :- প্রথম অধ্যায়
অধ্যায়ের নাম :- পরিবেশের জন্য ভাবনা
আলোচ্য বিষয় :- অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ( Mcq,Saq )প্রশ্নোত্তর।
১) LPG -র প্রধান উপাদান কী?
উত্তর :- বিউটেন।
২) CNG - র প্রধান উপাদান কী?
উত্তর :- মিথেন।
৩) LPG এর পুরো নাম কী?
উত্তর :- Liquified Petrolium Gas.
৪) একটি বায়োফুয়েলের উদাহরণ দাও।
উত্তর :- ইথানল।
৫) CNG - এর পুরো নাম কী?
উত্তর :- Compressed Natural Gas.
৬) প্রথম ভূতাপ কেন্দ্র কোথায় স্থাপিত হয়?
উত্তর :- ১৯০৪ খ্রিস্টাব্দে উত্তর ইটালির লার্ডিলেরোতে।
৭) বায়ুমন্ডলে ওজোন গ্যাস পরিমাপ করার যন্ত্রটির নাম কী?
উত্তর :- ডবসন স্পেকট্রোমিটার।
৮) একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
উত্তর :- মিথেন ( CH4 )।
৯) একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
উত্তর :- কার্বন ডাইঅক্সাইড।
১০) প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত?
উত্তর :- ১০১৩ মিলিবার।
১১) ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন তাপমাত্রা কত?
উত্তর :- - ৬০° সে।
১২) বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তর :- আয়নোস্ফিয়ার।
১৩) ওজোন স্তর ধ্বংসের একটি প্রাকৃতিক কারণ লেখো।
উত্তর :- আকাশে বিদ্যুৎক্ষরণ।
১৪) কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি?
উত্তর :- হাইড্রোজেন।
১৫) বায়ুমন্ডলের কোন স্তরে জলবায়ুর পরিবর্তন হয়?
উত্তর :- ট্রপোস্ফিয়ারে।
১৬) বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি?
উত্তর :- মেসোস্ফিয়ার।
১৭) বায়ুমন্ডলের সবচেয়ে উষ্ণতম স্তর কোনটি?
উত্তর :- থার্মোস্ফিয়ার।
১৮) বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়?
উত্তর :- থার্মোস্ফিয়ার।
১৯) বায়ুমন্ডলের কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর :- ট্রপোস্ফিয়ার।
২০) জ্বালানির তাপন মূল্যের S I একক কী?
উত্তর :- জুল/কেজি।
২১) বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কী বলা হয়?
উত্তর :- মিথানোজেনিক ব্যাকটেরিয়া।
২২) ভূ - উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।
উত্তর :- হিমবাহের বরফ গলে গিয়ে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায়।
২৩) UV - রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়?
উত্তর :- সক্রিয় ক্লোরিন ( Cl ) পরমাণু।
২৪) CGS পদ্ধতিতে জ্বালানির তাপন মূল্যের একক কী?
উত্তর :- ক্যালোরি/গ্রাম।
২৫) বায়ো গ্যাসের উপাদান গুলি লেখো।
উত্তর :- মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ জলীয় বাষ্প।
২৬) বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো।
উত্তর :- বায়োগ্যাস রান্নার কাজে জ্বালানি রূপে ব্যবহৃত হয়।
২৭) ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO -এর ভূমিকা কী?
উত্তর :- NO, ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ওজোন স্তরের ঘনত্ব হ্রাস করে।
২৮) বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে?
উত্তর :- স্ট্র্যাটোস্ফিয়ার।
২৯) কাঠ কয়লা পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি?
উত্তর :- পেট্রোল।
৩০) স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে?
উত্তর :- উষ্ণতা বাড়ে।
৩১) জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি উল্লেখ করো।
উত্তর :- বায়োগ্যাস।
৩২) ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে?
উত্তর :- অতিবেগুনি রশ্মি।
৩৩) বায়ুমন্ডলে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য কত উষ্ণতা হ্রাস হয়?
উত্তর :- ৬.৫°C
৩৪) বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে।
উত্তর :- কার্বন ডাই অক্সাইড।
৩৫) বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো।
উত্তর :- কার্বন ডাই অক্সাইড।
৩৬) কোল - বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়?
উত্তর :- মিথেন গ্যাস।
৩৭) একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়।
উত্তর :- সৌরশক্তি।
৩৮) জ্বালানির তাপন মূল্য কাকে বলে?
উত্তর :- একক ভরবিশিষ্ট জ্বালানির পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয়, তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে।
৩৯) বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়-বৃষ্টি হয়?
উত্তর :- ট্রপোস্ফিয়ার।
৪০) কয়লা এবং কোকের মধ্যে কোনটি ভালো জ্বালানি এবং কেন?
উত্তর :- কয়লা এবং কোকের মধ্যে কোক ভালো জ্বালানি কারণ প্রতি গ্রাম কোকের দহনে বেশি পরিমাণ তাপশক্তির সৃষ্টি হয়।
৪১) মিথেন হাইড্রেটের সংকেত লেখো।
উত্তর :- 4CH4 . 23H2O
৪২) একটি কার্বন বিহীন জ্বালানীর নাম লেখো।
উত্তর :- হাইড্রোজেন।
৪৩) সৌরকোশে ব্যবহৃত অর্ধপরিবাহিটির নাম কী?
উত্তর :- সিলিকন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন