সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ষষ্ঠ শ্রেণি, পরিবেশ ও বিজ্ঞান, পঞ্চম অধ্যায়, মাপজোক বা পরিমাপ

আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা,  Rajesh Sir Tutorial  পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" বিষয়ের পঞ্চম অধ্যায় "মাপজোক বা পরিমাপ" অংশটির একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের পরীক্ষার সময় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই সামেটিভ ও বার্ষিক পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে। বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ  শ্রেণি :- ষষ্ঠ শ্রেণি বিষয় :-   পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় :- পঞ্চম অধ্যায়  অধ্যায়ের নাম :- মাপজোক বা পরিমাপ আলোচ্য অংশ :- এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ১,২ নম্বরের প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। প্রতিটি প্রশ্নের মান ১ ১) ভৌতরা...

দশম শ্রেণি, ভৌত বিজ্ঞান, পরিবেশের জন্য ভাবনা








প্রিয় দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, Rajesh Sir Tutorial - এর পেজে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় "পরিবেশের জন্য ভাবনা" -র গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করবো।

Some important Question and Answer of Physical Science first chapter "Poribesh er Jonno Bhabna" for Class 10 students of WBBSE.


বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 

বিষয় :- ভৌত বিজ্ঞান 

অধ্যায় :- প্রথম অধ্যায় 

অধ্যায়ের নাম :- পরিবেশের জন্য ভাবনা

আলোচ্য বিষয় :- অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ( Mcq,Saq )প্রশ্নোত্তর। 

১) LPG -র প্রধান উপাদান কী?

উত্তর :- বিউটেন। 

২) CNG - র প্রধান উপাদান কী?

উত্তর :- মিথেন।

৩) LPG এর পুরো নাম কী?

উত্তর :- Liquified Petrolium Gas.

৪) একটি বায়োফুয়েলের উদাহরণ দাও। 

উত্তর :- ইথানল। 

৫) CNG - এর পুরো নাম কী?

উত্তর :- Compressed Natural Gas.

৬) প্রথম ভূতাপ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? 

উত্তর :- ১৯০৪ খ্রিস্টাব্দে উত্তর ইটালির লার্ডিলেরোতে।

৭) বায়ুমন্ডলে ওজোন গ্যাস পরিমাপ করার যন্ত্রটির নাম কী?

উত্তর :- ডবসন স্পেকট্রোমিটার।

৮) একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।

উত্তর :- মিথেন ( CH4 )।

৯) একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।

উত্তর :- কার্বন ডাইঅক্সাইড।

১০) প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত?

উত্তর :- ১০১৩ মিলিবার।

১১) ট্রপোস্ফিয়ারের সর্বনিম্ন তাপমাত্রা কত?

উত্তর :- - ৬০° সে।

১২) বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? 

উত্তর :- আয়নোস্ফিয়ার। 

১৩) ওজোন স্তর ধ্বংসের একটি প্রাকৃতিক কারণ লেখো।

উত্তর :- আকাশে বিদ্যুৎক্ষরণ।

১৪) কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? 

উত্তর :- হাইড্রোজেন। 

১৫) বায়ুমন্ডলের কোন স্তরে জলবায়ুর পরিবর্তন হয়? 

উত্তর :- ট্রপোস্ফিয়ারে।

১৬) বায়ুমন্ডলের শীতলতম স্তর কোনটি? 

উত্তর :- মেসোস্ফিয়ার।

১৭) বায়ুমন্ডলের সবচেয়ে উষ্ণতম স্তর কোনটি?

উত্তর :- থার্মোস্ফিয়ার।

১৮) বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? 

উত্তর :- থার্মোস্ফিয়ার।

১৯) বায়ুমন্ডলের কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি?

উত্তর :- ট্রপোস্ফিয়ার। 

২০) জ্বালানির তাপন মূল্যের S I একক কী?

উত্তর :- জুল/কেজি।

২১) বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কী বলা হয়?

উত্তর :- মিথানোজেনিক ব্যাকটেরিয়া।

২২) ভূ - উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।

উত্তর :- হিমবাহের বরফ গলে গিয়ে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায়।

২৩) UV - রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়?

উত্তর :- সক্রিয় ক্লোরিন ( Cl ) পরমাণু।

২৪) CGS পদ্ধতিতে জ্বালানির তাপন মূল্যের একক কী?

উত্তর :- ক্যালোরি/গ্রাম।

২৫) বায়ো গ্যাসের উপাদান গুলি লেখো।

উত্তর :- মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ জলীয় বাষ্প।

২৬) বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো।

উত্তর :- বায়োগ্যাস রান্নার কাজে জ্বালানি রূপে ব্যবহৃত হয়। 

২৭) ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO -এর ভূমিকা কী?

উত্তর :- NO, ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ওজোন স্তরের ঘনত্ব হ্রাস করে।

২৮) বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? 

উত্তর :- স্ট্র্যাটোস্ফিয়ার।

২৯) কাঠ কয়লা পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি?

উত্তর :- পেট্রোল। 

৩০) স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে?

উত্তর :- উষ্ণতা বাড়ে।

৩১) জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি উল্লেখ করো।

উত্তর :- বায়োগ্যাস। 

৩২) ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে?

উত্তর :- অতিবেগুনি রশ্মি।

৩৩) বায়ুমন্ডলে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য কত উষ্ণতা হ্রাস হয়?

উত্তর :- ৬.৫°C 

৩৪) বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। 

উত্তর :- কার্বন ডাই অক্সাইড। 

৩৫) বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো।

উত্তর :- কার্বন ডাই অক্সাইড।

৩৬) কোল - বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়?

উত্তর :- মিথেন গ্যাস। 

৩৭) একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। 

উত্তর :- সৌরশক্তি।

৩৮) জ্বালানির তাপন মূল্য কাকে বলে?

উত্তর :- একক ভরবিশিষ্ট জ্বালানির পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয়, তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে।

৩৯) বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়-বৃষ্টি হয়? 

উত্তর :- ট্রপোস্ফিয়ার।

৪০) কয়লা এবং কোকের মধ্যে কোনটি ভালো জ্বালানি এবং কেন?

উত্তর :- কয়লা এবং কোকের মধ্যে কোক ভালো জ্বালানি কারণ প্রতি গ্রাম কোকের দহনে বেশি পরিমাণ তাপশক্তির সৃষ্টি হয়।

৪১) মিথেন হাইড্রেটের সংকেত লেখো।

উত্তর :- 4CH4 . 23H2O

৪২) একটি কার্বন বিহীন জ্বালানীর নাম লেখো।

উত্তর :- হাইড্রোজেন।

৪৩) সৌরকোশে ব্যবহৃত অর্ধপরিবাহিটির নাম কী?

উত্তর :- সিলিকন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

  জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন )নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচক টির নাম কি?  উত্তর :- লাইসোজাইম। ২) লালা রসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...