CLASS X (10), WBBSE, 1St Summative Examination, Geography suggestions
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, দশম শ্রেণির ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন
দশম শ্রেণির ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ। এই প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য অনুশীলন করবে। আশা করি তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষার অধিকাংশ প্রশ্ন www.rajeshsir.in এর ওয়েবসাইট থেকে পেয়ে যাবে।
তোমরা ভালো ফলাফলের জন্য Rajesh Sir Tutorial এর YouTube Channel ফলো করতে থাকো। এখানে মাধ্যমিকের সকল বিষয়ের আলোচনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর পাওয়া যাবে।
বিষয় : ভূগোল
বোর্ড : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
পূর্ণমান : ( ৪০ ) চল্লিশ
সময় : এক ঘন্টা ত্রিশ মিনিট
পরীক্ষার সম্ভাব্য তারিখ : ২ এপ্রিল থেকে ১২ই এপ্রিল
দশম শ্রেণির ভূগোল বিষয়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
Class X Geography most important Suggestion
প্রথম অধ্যায় ( বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ )
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নের মান ২
১) পর্যায়নের সংজ্ঞা দাও।
২) "লোয়েস" - এর সংজ্ঞা দাও।
৩) পলল শঙ্কু কী?
৪) অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়?
৫) ষষ্ঠঘাতের সূত্রটি লেখো।
৬) কিউসেক ও কিউমেক কী?
৭) ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে?
৮) প্রপাতকূপ বা প্লাঞ্জপুল কী?
৯) হিমশৈল কী?
১০) বার্গস্রুন্ড কী?
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নের মান ৩
১) অবরোহন এবং আরোহন কাকে বলে? পার্থক্য লেখো।
২) গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে তিনটি পার্থক্য লেখো।
৩) নদী কী কী পদ্ধতিতে ক্ষয় কাজ করে?
৪) জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ ঘটে কেন?
৫) বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ গুলি লেখো।
৬) ঝুলন্ত উপত্যকার নিচে জলপ্রপাত গড়ে ওঠে কেন?
৭) অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং শিফ বালিয়াড়ির পার্থক্য লিখ।
৮) পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়?
৯) কী কী ভাবে জলপ্রপাত গঠিত হতে পারে?
১০) হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি U এর মত হয় কেন?
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নের মান ৫
১) নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ গুলি আলোচনা করো।
২) বায়ুর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ গুলির চিত্র সহ বর্ণনা দাও।
৩) মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজ বেশি হয় কেন?
৪) জলবায়ুর পরিবর্তন সুন্দরবনের উপর কিরূপ-প্রভাব বিস্তার করে?
পঞ্চম অধ্যায় ভারত
১) টীকা লিখ : - প্রশ্নের মান ২
* কাশ্মীর উপত্যকা,
* দুন উপত্যকা,
* শিবালিক হিমালয়,
* ডেকানট্র্যাপ,
* কালবৈশাখী,
* লু,
* আধি,
* আশ্বিনের ঝড়,
* পশ্চিমী ঝঞ্ঝা,
*মৌসুমি বিস্ফোরণ
* দামোদর নদী পরিকল্পনা
*কারেওয়া
*মৃত্তিকা সংরক্ষণ
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নের মান ২
১) ধ্রিয়ান ও ধান্দ কী?
২) কয়াল কী?
৩) বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী?
৪) নর্মদা ও তাপ্তি নদীতে বদ্বীপ নেই কেন?
৫) ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো।
৬) ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো।
৭) সামাজিক বনসৃজন কাকে বলে?
৮) মরুস্থলি কথার অর্থ কী? এই নামকরণের কারন কী?
৯) ভারতের খরা প্রবণ অঞ্চল গুলোর নাম লেখো।
১০) ভারতে পশ্চিমী ঝঞ্ঝার দুটি প্রভাব উল্লেখ করো।
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নের মান ৩
১) খাদার ও ভাঙ্গর বলতে কী বোঝো? পার্থক্য লেখো।
২) ভাবর ও তরাই কাকে বলে? পার্থক্য লেখো।
৩) মালনাদ ও ময়দান কাকে বলে? দুটি পার্থক্য লেখো।
৪) জলবিভাজিকা উন্নয়ন কী? এর দুটি উদ্দেশ্য লেখো।
৫) ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য লেখো।
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নের মান ৫
১) ভারতকে কয়টি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা যায় ও কী কী? যে কোন একটি বিভাগের বর্ণনা দাও।
২) পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো।
৩) উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদীর পার্থক্য কী?
৪) ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো।
৫) স্বাভাবিক উদ্ভিদ ও কৃষিকাজের উপর মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব আলোচনা করো।
৬) ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব আলোচনা করো।
৭) ভারতে বনভূমি সংরক্ষণের প্রয়োজন হয় কেন?
৮) ভারতে খরা ও বন্যা সৃষ্টির কারণ গুলি লেখো।
৯) ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো।
১০) ভারতে জলসেচের প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন