স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় "ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা" অংশে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সম্পর্কে। এই প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই তোমাদের করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের পরীক্ষায় এই প্রশ্নোত্তর গুলি আসে।
এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে।
শ্রেণি :- সপ্তম শ্রেণি
বিষয় :- ইতিহাস
অধ্যায় :- দ্বিতীয় অধ্যায়
অধ্যায়ের নাম :- ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রতিটি প্রশ্নের মান :- ১
১) বঙ্গ নামটির প্রথম কোথায় উল্লেখ পাওয়া যায়?
উত্তর :- বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋকবেদের "ঐতরেয় আরণ্যক" - এ।
২) অর্থশাস্ত্রের রচয়িতা কে?
উত্তর :- অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য বা চাণক্য।
৩) রঘুবংশম কাব্যটি কার লেখা?
উত্তর :- রঘুবংশম কাব্যটি মহাকবি কালিদাস।
৪) আইন ই আকবরি গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর :- আইন ই আকবরি গ্রন্থটির রচয়িতা আবুল ফজল।
৫) সুবা শব্দটির অর্থ কী?
উত্তর :- সুবা শব্দটির অর্থ প্রদেশ বা রাজ্য।
৬) বরেন্দ্র কাকে বলা হতো?
উত্তর :- ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল।
৭) শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উত্তর :- শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।
৮) গৌরবহো বা গৌড়বধ কাব্যটির রচয়িতা কে?
উত্তর :- বাকপতিরাজ।
৯) বাকপতিরাজ কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তর :- যশোবর্মন।
১০) শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন?
উত্তর :- শিবের উপাসক।
১১) হর্ষচরিত - এর রচয়িতা কে?
উত্তর :- হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট।
১২) গৌড়তন্ত্র কাকে বলে?
উত্তর :- শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে গৌড়তন্ত্র বলা হয়।
১৩) হর্ষবর্ধনের উপাধি কী ছিল?
উত্তর :- সকলোত্তরপথনাথ।
১৪) পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর :- পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল।
১৫) পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর :- পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল।
১৬) কৈবর্ত বিদ্রোহের তিনজন নেতার নাম লেখো।
উত্তর :- দিব্য, রুদোক এবং ভীম।
১৭) কৈবর্তরা জাতিতে কি ছিল?
উত্তর :- নৌকার মাঝি বা জেলে।
১৮) সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর :- সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন।
১৯) সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর :- সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বল্লাল সেন।
২০) রাজা লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?
উত্তর :- রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুরে।
২১) ত্রিশক্তি সংগ্রামের মূল কেন্দ্র কোথায় ছিল?
উত্তর :- কনৌজ।
২২) চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর :- চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়।
২৩) চোলদের রাজধানী কোথায় ছিল?
উত্তর :- থাঞ্জাভুর বা তাঞ্জোর।
২৪) বাংলায় কৈবর্ত বিদ্রোহ কখন ঘটেছিল?
উত্তর :- পালশাসনে একাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল।
২৫) রামচরিত কাব্যটি কার রচনা?
উত্তর :- রামচরিত কাব্যটির রচয়িতা সন্ধ্যাকর নন্দী।
২৬) বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?
উত্তর :- বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক।
২৭) তাম্রলিপ্তের বর্তমান নাম কী?
উত্তর :- তাম্রলিপ্তের বর্তমান নাম তমলুক।
২৮) মাৎস্যন্যায়ের পর বাংলায় কে রাজা নির্বাচিত হন?
উত্তর :- গোপাল।
২৯) শশাঙ্কের সময় কোন ধাতুর মুদ্রা প্রচলিত ছিল?
উত্তর :- শশাঙ্কের সময় সোনার মুদ্রা প্রচলিত ছিল।
৩০) প্রাচীন সমতট কোন নদীর তীরে অবস্থিত ছিল?
উত্তর :- মেঘনা নদীর তীরে।
৩১) বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে কী নামে পরিচিত ছিল?
উত্তর :- হরিকেল নামে।
৩২) শশাঙ্কের মৃত্যুর পর কে কর্ণসুবর্ণ দখল করেন?
উত্তর :- ভাস্করবর্মা।
৩৩) প্রথম স্বাধীন রাষ্ট্রকূট রাজা কে ছিলেন?
উত্তর :- দন্তিদুর্গ।
৩৪) কোন নদী ব্যবস্থাকে কেন্দ্র করে চোল রাজ্য গড়ে উঠেছিল?
উত্তর :- কাবেরী নদী।
৩৫) রাজা লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?
উত্তর :- বিক্রমপুর।
৩৬) রাজা ভোজ কোন বংশের রাজা ছিলেন?
উত্তর :- গুর্জর - প্রতিহার বংশের।
৩৭) গঙ্গাইকোন্ডচোল কোন রাজার উপাধি ছিল?
উত্তর :- রাজা প্রথম রাজেন্দ্র চোলের।
৩৮) বেদুইন কাদের বলা হত?
উত্তর :- আরব উপদ্বীপের মক্কা ও মদিনা এই দুই শহরের যাযাবর মানুষদের বলা হতো বেদুইন।
৩৯) বেদুইনদের প্রধান খাদ্য কী ছিল?
উত্তর :- বেদুইনদের অন্যতম খাদ্য ছিল খেজুর এবং উটের দুধ।
৪০) হযরত মহম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর :- হযরত মহম্মদ ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
৪১) হযরত মহম্মদ কোন ধর্ম প্রবর্তন করেন?
উত্তর :- ইসলাম ধর্ম।
৪২) ইসলাম ধর্মের অনুগামীরা কী নামে পরিচিত?
উত্তর :- মুসলমান।
৪৩) হিজরত কাকে বলে?
উত্তর :- ৬২২ খ্রিস্টাব্দে হযরত মহম্মদ ও তাঁর অনুগামীরা মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন। আরবি ভাষায় একে হিজরত বলা হয়।
৪৪) কত খ্রিস্টাব্দে হযরত মহম্মদের মৃত্যু হয়?
উত্তর :- ৬৩২ খ্রিস্টাব্দে।
৪৫) খলিফা শব্দের অর্থ কী?
উত্তর :- খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী।
৪৬) খলিফা শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তর :- খলিফা শব্দটি আরবি শব্দ।
৪৭) প্রথম খলিফা কে ছিলেন?
উত্তর :- আবু বকর।
৪৮) ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী কে ছিলেন?
উত্তর :- ভারতের প্রথম মুসলমান আক্রমণকারী ছিলেন মহম্মদ বিন কাশেম।
৪৯) মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি?
উত্তর :- কোরান।
৫০) জমজম কী?
উত্তর :- মক্কার একটি পবিত্র কূপ।
৫১) সুলতান মাহমুদের রাজধানী কোথায় ছিল?
উত্তর :- গজনি।
৫২) সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন?
উত্তর :- ১৭ বার।
৫৩) "শাহনামা" কাব্যটির রচয়িতা কে?
উত্তর :- ফিরদৌসি।
৫৪) সুলতান মাহমুদের আমলের দুজন ঐতিহাসিকের নাম লেখো।
উত্তর :- অল বিরুনি এবং ফিরদৌসি।
৫৫) অল বিরুনির লেখা গ্রন্থটির নাম কী?
উত্তর :- কিতাব - অল - হিন্দ।
৫৬) তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল?
উত্তর :- তরাইনের দ্বিতীয় যুদ্ধ ১১৯২ খ্রিস্টাব্দে মহম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল।
৫৭) মহম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান?
উত্তর :- ১২০৬ খ্রিস্টাব্দে।
৫৮) বাংলায় কখন তুর্কি শাসন শুরু হয়েছিল?
উত্তর :- ১২০৪ খ্রিস্টাব্দের শেষ বা ১২০৫ খ্রিস্টাব্দের প্রথম দিকে।
৫৯) কোন তুর্কি সেনাপতি বাংলার নদিয়া দখল করেছিলেন?
উত্তর :- ইখতিয়ার উদ্দিন মহম্মদ বখতিয়ার খলজি।
৬০) বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে মারা যান?
উত্তর :- ১২০৬ খ্রিস্টাব্দে।
৬১) প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল কোন কোন নদী দিয়ে?
উত্তর :- ভাগীরথী পদ্মা এবং মেঘনা।
৬২) সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল পূর্ববঙ্গের কোথায়?
উত্তর :- বিক্রমপুরে।
৬৩) সুলতানি যুগের একজন ঐতিহাসিকের নাম লেখো।
উত্তর :- মিনহাজ - ই - সিরাজ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন