সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ষষ্ঠ শ্রেণি, ইতিহাস, ষষ্ঠ অধ্যায়

আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা,  Rajesh Sir Tutorial  - এ  তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির " ইতিহাস" বিষয়ের ষষ্ঠ অধ্যায়  " সাম্রাজ্য বিস্তার ও শাসন"  অংশটির একাধিক প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই দ্বিতীয় সামেটিভ পরীক্ষার ইতিহাস বিষয়ের প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা   www.rajeshsir.in  - এ খোঁজ করবে। ষষ্ঠ শ্রেণির "ইতিহাস" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 6th History Question and Answer / ষষ্ঠ শ্রেণির ইতিহাস – " সাম্রাজ্য বিস্তার ও শাসন" (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 History / ষষ্ঠ শ্রেণির ইতিহাস – ষষ্ঠ অধ...

নবম শ্রেণি, ইতিহাস, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক









শ্রেণি :- নবম শ্রেণি

বিষয় :- ইতিহাস 

অধ্যায় :- প্রথম অধ্যায় 

অধ্যায়ের নাম :- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক

স্নেহের নবম শ্রেণির ছাত্র-ছাত্রীরা, তোমাদের বর্তমানে পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন আসে এম সি কিউ এবং এস এ কিউ। এই পোস্টে নবম শ্রেণির ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৫০ টি শর্ট টাইপ প্রশ্ন উত্তর সহ দেওয়া হল। তোমাদের চেয়ে প্রথম ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় প্রথম চ্যাপ্টার "ফরাসি বিপ্লবের কয়েকটি দিক" থেকে যে শর্ট প্রশ্নগুলো আসবে তা এখানে দেওয়া প্রশ্ন গুলি থেকেই আসবে। তাই প্রতিটি প্রশ্ন খুব যত্ন সহকারে মুখস্ত করবে। পরবর্তী পোস্টে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হবে। এছাড়া নবম শ্রেণির প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ নোটস, সাজেশন পেতে www.rajeshsir.in সার্চ করো।


১) ফরাসি জাতীয় সভার নাম কী?

উত্তর :- ফরাসি জাতীয় সভার নাম স্টেটস্ জেনারেল।

২) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন বংশ রাজত্ব করত?

উত্তর :- বুরবোঁ বংশ।

৩) ফরাসি বিপ্লব কবে শুরু হয়েছিল? 

উত্তর :- ১৭৮৯ খ্রিস্টাব্দে।

৪) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? 

উত্তর :- রাজা ষোড়শ লুই।

৫) "আমিই রাষ্ট্র" ( I am the state ) - উক্তিটির বক্তা কে? 

উত্তর :- ফ্রান্সের রাজা চতুর্দশ লুই।

৬) ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছেন? 

উত্তর :- অ্যাডাম স্মিথ।

৭) রাজা ষোড়শ লুইয়ের একজন অর্থমন্ত্রীর নাম লেখো।

উত্তর :- তুর্গো।

৮) কাকে "ঐশ্বর্যের ইন্দ্রপুরী" বলা হতো? 

উত্তর :- ভার্সাইয়ের রাজপ্রাসাদকে।

৯) ফ্রান্সে বুরবোঁ রাজাদের রাজপ্রাসাদ কোথায় ছিল?

উত্তর :- ভার্সাই শহরে।

১০) ফরাসি সমাজ ব্যবস্থায় প্রথম সম্প্রদায় কারা ছিলেন?

উত্তর :- ফরাসি সমাজ ব্যবস্থায় প্রথম সম্প্রদায় ছিলেন যাজকরা।

১১) "অঁসিয়া রেজিম" কথাটির অর্থ কী?

উত্তর :- পুরাতন তন্ত্র বা পূর্বতন সমাজ।

১২) দ্য সাঁ কুলোৎ গ্রন্থটি কার রচনা? 

উত্তর :- ঐতিহাসিক অ্যালবার্ট সবুল।

১৩) কোন্ শব্দ থেকে "বুর্জোয়া" শব্দটির উৎপত্তি হয়েছে?

উত্তর :- ফরাসি 'বার্জেইস' শব্দ থেকে।

১৪) কাঁদিদ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর :- ভলতেয়ার। 

১৫) অসাম্যের সূত্রপাত গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর :- দার্শনিক রুশো।

১৬) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন? 

উত্তর :- চার্লস ডি মন্তেস্কু। 

১৭) মন্তেস্কুর লেখা দুটি গ্রন্থের নাম লেখো।

উত্তর :- পার্শিয়ান লেটারস্ এবং দ্য স্পিরিট অব লজ।

১৮) কোন গ্রন্থকে 'ফরাসি বিপ্লবের বাইবেল' বলা হত?

উত্তর :- দার্শনিক রুশোর লেখা "সামাজিক চুক্তি" গ্রন্থটিকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হত।

১৯) দুজন বিশ্বকোশ প্রণেতার নাম লেখো।

উত্তর :- ডেনিস দিদেরো এবং ডি এলেমবার্ট।

২০) টেনিসকোর্টের শপথ কবে গৃহীত হয়েছিল? 

উত্তর :- ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন।

২১) ফ্রান্সে কোন দিনটি টালি দিবস হিসেবে পালিত হয়?

উত্তর :- ১৭৮৮ খ্রিস্টাব্দে ৭ জুন।

২২) প্যারি কমিউন কী?

উত্তর :- ফরাসি বিপ্লবকালে প্যারিসে গঠিত নতুন পৌরসভাগুলিকে প্যারি কমিউন বলা হয়।

২৩) ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান কোনটি? 

উত্তর :- ১৭৯১ খ্রিস্টাব্দের সংবিধান।

২৪) ফরাসি বিপ্লবের মূলনীতি কী ছিল?

অথবা 

ফরাসি বিপ্লবের মূল আদর্শ কী ছিল?

উত্তর :- ফরাসি বিপ্লবের মূলনীতি হল - সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা।

২৫) জ্যাকোবিন দলের প্রধান নেতা কে ছিলেন? 

উত্তর :- রোবসপিয়র।

২৬) জিরন্ডিস্ট দলের একজন নেত্রীর নাম লেখো।

উত্তর :- মাদাম রোলাঁ।

২৭) জ্যাকোবিন দলের একজন নেত্রীর নাম লেখো।

উত্তর :- পলিন লিওন।

২৮) পাদুয়ার ঘোষণা কে করেন? 

উত্তর :- অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড।

২৯) 'সেপ্টেম্বর হত্যাকান্ড' কবে সংগঠিত হয়?

উত্তর :- ১৭৯২ খ্রিস্টাব্দের ২ থেকে ৫ সেপ্টেম্বর।

৩০) কত খ্রিস্টাব্দে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের সূচনা হয়? 

উত্তর :- ১৭৯৩ খ্রিস্টাব্দে। 

৩১) এমিগ্ৰি কাদের বলা হত?

উত্তর :- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের পলাতক যাজক ও অভিজাতদের এমিগ্ৰি বলা হত।

৩২) রাজা ষোড়শ লুইকে কবে গিলোটিনে হত্যা করা হয়?

উত্তর :- ১৭৯৩ খ্রিস্টাব্দে ২১ জানুয়ারি।

৩৩) কোন ভারতীয় শাসক জ্যাকোবিন দলের সদস্য ছিলেন? 

উত্তর :- টিপু সুলতান।

৩৪) সন্ত্রাসের শাসনের নায়ক কে ছিলেন? 

উত্তর :- সন্ত্রাসের শাসনের নায়ক বলা হয় রোবস্ পিয়রকে।

৩৫) ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? 

উত্তর :- রুশো কে।

৩৬) ফরাসি সমাজে তৃতীয় শ্রেণিতে কারা ছিলেন? 

উত্তর :- প্রথম ও দ্বিতীয় শ্রেণি ছাড়া ফরাসি সমাজের বাকি সাধারণ মানুষেরা তৃতীয় শ্রেণিতে ছিলেন।

৩৭) "The Wealth Of Nations" - গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর :- অ্যাডাম স্মিথ। 

৩৮) প্রজাপতি রাজা কাকে বলা হত? 

উত্তর :- রাজা পঞ্চদশ লুইকে। 

৩৯) ফ্রান্সে কত খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনের সূচনা হয়? 

উত্তর :- ১৭৯৫ খ্রিস্টাব্দে। 

৪০) অ্যাসাইনেট কী?

উত্তর :- ফরাসি বিপ্লবের পর গঠিত সংবিধান সভা দেশের অর্থ সংকট কমানোর জন্য এক ধরনের কাগজের মুদ্রা প্রচলন করেছিল। এই কাগজের মুদ্রাকে অ্যাসাইনেট বলা হয়।

৪১) মিরাবো কে ছিলেন? 

উত্তর :- সংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা ছিলেন মিরাবো। তিনি ছিলেন ১৭৯১ খ্রিস্টাব্দের সংবিধানের অন্যতম রচয়িতা।

৪২) মেতায়ার কাদের বলা হয়?

উত্তর :- ফরাসি বিপ্লবের প্রাক্কালে সেই দেশের দরিদ্র ভাগচাষীদের বলা হয় মেতায়ার।

৪৩) কত বছর পর স্টেটস জেনারেলের অধিবেশন হয়েছিল?

উত্তর :- ১৭৫ বছর পর। 

৪৪) সাঁকুলোৎ কাদের বলা হয়?

উত্তর :- অষ্টাদশ শতকের ফ্রান্সের শহুরে দরিদ্র শ্রেণির ভবঘুরে মানুষদের সাঁকুলোৎ বলা হত।

৪৫) ফ্রান্সের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 

উত্তর :- ফ্রান্সের স্বাধীনতা দিবস পালিত হয় ১৪ই জুলাই। 

৪৬) কার নেতৃত্বে ফ্রান্সে জাতীয় রক্ষী বাহিনী গড়ে ওঠে? 

উত্তর :- লাফায়েৎ - এর নেতৃত্বে ফ্রান্সে জাতীয় রক্ষী বাহিনী গড়ে ওঠে। 

৪৭) কে প্রথম "সাম্য, মৈত্রী ও স্বাধীনতা" -এর আদর্শের কথা বলেন?

উত্তর :- ফরাসি দার্শনিক রুশো। 

৪৮) সন্ত্রাসের রাজত্বের অবসান কী নামে পরিচিত?

উত্তর :- থার্মিডোরীয় প্রতিক্রিয়া।

৪৯) কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন? 

উত্তর :- ড. যোসেফ ইগনেস গিলোটিন।

৫০) "পুরাতনতন্ত্রের মৃত্যুর পরোয়ানা" কাকে বলা হয়?

উত্তর :- ফরাসি সংবিধানসভা কর্তৃক প্রকাশিত ব্যাক্তি ও নাগরিকের অধিকার পত্রটিকে পুরাতনতন্ত্রের মৃত্যুর পরোয়ানা বলা হয়।


আমাদের YouTube Channel :- Rajesh Sir Tutorial এর লিঙ্ক - https://youtube.com/@rajeshsirtutorial-10?si=RjlfqU9gd6h7L9hi


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

  জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন )নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচক টির নাম কি?  উত্তর :- লাইসোজাইম। ২) লালা রসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক...

মাধ্যমিক, ইতিহাস, পঞ্চম অধ্যায়

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ( Madhyamik History Question and Answer)) বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) | Madhyamik History Question and Answer ( 5th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ( পঞ্চম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 5th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History E...