সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ষষ্ঠ শ্রেণি, পরিবেশ ও বিজ্ঞান, পঞ্চম অধ্যায়, মাপজোক বা পরিমাপ

আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা,  Rajesh Sir Tutorial  পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" বিষয়ের পঞ্চম অধ্যায় "মাপজোক বা পরিমাপ" অংশটির একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের পরীক্ষার সময় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই সামেটিভ ও বার্ষিক পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে। বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ  শ্রেণি :- ষষ্ঠ শ্রেণি বিষয় :-   পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় :- পঞ্চম অধ্যায়  অধ্যায়ের নাম :- মাপজোক বা পরিমাপ আলোচ্য অংশ :- এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ১,২ নম্বরের প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। প্রতিটি প্রশ্নের মান ১ ১) ভৌতরা...

সপ্তম শ্রেণি, ইতিহাস, নবম অধ্যায়













 শ্রেণি :- সপ্তম শ্রেণি 


বিষয় :-  ইতিহাস


অধ্যায় :- নবম অধ্যায় 


বর্তমান ভারত : সরকার, গণতন্ত্র ও স্বায়ত্ব শাসনের ধারণা।


প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের নবম অধ্যায় - "বর্তমান ভারত : সরকার, গণতন্ত্র ও স্বায়ত্তশাসনের ধারণা" এই অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে।


এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে। 


Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 9th, Bartaman Bharat : Sarkar, ganatantra o shyaatto sashoner dharona.


নবম অধ্যায় 

আজকের ভারত : সরকার গণতন্ত্র ও স্বায়ত্ব শাসন 

১) গণতন্ত্র কি? 

উত্তর :- দেশের জনগণ নিজেরা নিজেদের মধ্য থেকে যে পদ্ধতিতে শাসক বেছে নেন, তার নাম গণতন্ত্র। 


২) এখনও রাজতন্ত্রের অস্তিত্ব আছে এমন দুটি দেশের নাম লেখো।

উত্তর :- ইংল্যান্ড ও জাপান। 


৩) ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? 

উত্তর :- ডক্টর বি আর আম্বেদকর।


৪) ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? 

উত্তর :- ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ শে নভেম্বর। 


৫) অনেকগুলি গ্রাম নিয়ে কি গড়ে ওঠে? 

উত্তর :- ব্লক।


৬) অনেকগুলি ব্লক কি গড়ে ওঠে? 

উত্তর :- জেলা।


৭) প্রাচীন ভারতে গ্রামীণ শাসন কারা পরিচালনা করতো? 

উত্তর :- সভা ও সমিতি। 


৮) জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে?

উত্তর :- সভাধিপতি।


৯) কোন আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়?

উত্তর :- ১৯৭৩ সালের পঞ্চায়েত আইনের মাধ্যমে। 

১০) পঞ্চায়েতের একটি স্থায়ী সমিতির নাম লেখো।

উত্তর :- শিক্ষা - সংক্রান্ত সমিতি।


১১) ভারত সরকারের প্রশাসনিক প্রধান কে?

উত্তর :- রাষ্ট্রপতি।


১২) অঙ্গরাজ্যের প্রশাসনিক প্রধান কে?

উত্তর :- রাজ্যপাল। 


১৩) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর? 

উত্তর :- তিনটি। 


১৪) ভারত সরকারের প্রকৃত শাসন ক্ষমতা কার হাতে থাকে? 

উত্তর :- প্রধানমন্ত্রী।


১৫) গ্রাম পঞ্চায়েতের কার্যকাল কত বছর? 

উত্তর :- পাঁচ বছর। 


১৬) পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি? 

উত্তর :- গ্রাম পঞ্চায়েত। 


১৭) পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি?

উত্তর :- জেলা পরিষদ।


১৮) ভারতের সংবিধান কবে কার্যকর হয়?

উত্তর :- ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬ জানুয়ারি।


১৯) ভারতে প্রথম কত সালে সাধারণ নির্বাচনের আয়োজন হয়েছিল?

উত্তর :- ১৯৫২ খ্রিস্টাব্দে। 


২০) কোন শাসক তার অধীনস্থ অঞ্চল গুলিকে সরকারে ভাগ করেছিলেন?

উত্তর :- শেরশাহ। 


নিচে প্রশ্নগুলি পাঠ্য বইয়ের অনুশীলনীর শূন্যস্থান পূরণের প্রশ্নোত্তর। 


২১) কোন দেশে এখনো রাজা রানী আছেন? 

উত্তর :- জাপান। 


২২) নিজেরা নিজেদের মধ্যে শাসক নির্বাচনের পদ্ধতিকে কি বলে‍?

উত্তর :- গণতন্ত্র।


২৩) পৃথিবীর বৃহত্তম সংবিধান কোনটি? 

উত্তর :- ভারতের সংবিধান। 


২৪) জনগণ যে শাসন ব্যবস্থায় নিজেই নিজের অধীন, তাকে কি বলে? 

উত্তর :- স্বায়ত্তশাসন। 


২৫) অনেকগুলি গ্রাম নিয়ে কি গড়ে ওঠে?

উত্তর :- ব্লক।


২৬) কে প্রথম "ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি"- র কথা বলেন?

উত্তর :- মন্তেস্কু।


প্রতিটি প্রশ্নের মান ২ 


১) বর্তমান ভারতে শাসনব্যবস্থার কি কি বৈশিষ্ট্য দেখা যায়? 

উত্তর :- বর্তমান ভারতে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র আছে বলে আমি মনে করি। সংবিধান রচিত হওয়ার সময় প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ছিল না। পরবর্তীকালে এই আদর্শ দুটি যোগ করা হয়। 


২) যুক্তরাষ্ট্রীয় সংবিধান কাকে বলে?

উত্তর :- যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য -- দুই রকম সরকারের ক্ষমতা স্বীকার করা হয়, তাকে বলে যুক্তরাষ্ট্রীয় সংবিধান ব্যবস্থা। ভারতে কেন্দ্রীয় ও রাজ্য দু- ধরনের সরকারই শাসনব্যবস্থায় আছে।


৩) সরকারের কাজ কী কী? 

উত্তর :- সাধারণভাবে সরকারের কয়েকটি কাজ হল -

i ) দেশের শাসন পরিচালনা করা,

ii ) কর সংগ্রহ করা,

iii ) দেশের স্বাধীনতা ধরে রাখা,

iv ) দেশের শান্তি ও উন্নতির লক্ষ্যে কাজ করা,

v ) সর্বোপরি সংবিধান মেনে দেশ শাসন করা।


৪) স্বায়ত্তশাসন বলতে তুমি কি বোঝো? 

উত্তর :- গ্রাম বা শহরের স্থানীয় বাসিন্দাদের দ্বারা তাদের নিজেদের এলাকায় যে শাসন কাজ পরিচালিত হয়, তাকে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলে। সরাসরি শাসনে অংশ নেওয়া কেই বলে স্বায়ত্তশাসন। পশ্চিমবঙ্গে এই স্বায়ত্তশাসন দুভাবে দেখা যায় - পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত।


৫) নির্বাচনকে সাধারণভাবে কি বলে? ভারতে কত বছর ছাড়া সরকার নির্বাচিত হয়? সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কী সম্পর্ক?

উত্তর :- নির্বাচনকে সাধারণভাবে ভোট বলা হয়। 

∆ ভারতের প্রতি পাঁচ বছর অন্তর সরকার নির্বাচিত হয়। 

∆ সরকার নির্বাচনের মধ্য দিয়ে সরকারের সঙ্গে জনগণের সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। প্রাপ্তবয়স্ক জনগণ নিজেদের ভোটদানের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে নির্বাচিত করে থাকে।


৬) 'ভোট হওয়া' বলতে কী বোঝ?

উত্তর :- ভারতীয় সংবিধানে দেশবাসীকে সরকার বেছে নেওয়ার অধিকার দেওয়া হয়েছে এই অধিকার মেনেই প্রতি ৫ বছর অন্তর দেশে নির্বাচন আয়োজিত হয়। এই নির্বাচনকে চলতি কথায় 'ভোট হওয়া' বলে।


প্রতিটি প্রশ্নের মান ৫


১) ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয়? দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা কী বলে তুমি মনে করো?

উত্তর :- গণতান্ত্রিক ‌:- ভারতকে গণতান্ত্রিক বলা হয় কারণ ভারতের জনগণ নিজেরাই মিলে ভোট দানের মাধ্যমে দেশের শাসনতন্ত্র বা শাসন ব্যবস্থা ঠিক করেন।

যুক্তরাষ্ট্রীয় :- যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দুই রকম সরকারের ক্ষমতা স্বীকার করে নেওয়া হয় তাকে বলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ শে জানুয়ারি ভারতে যে সংবিধান কার্যকর হয়, তাতে সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উল্লেখ করা হয়।

দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা :- 'বিধান' শব্দের অর্থ হল নিয়ম। বিশ্বের প্রতিটি দেশ কিভাবে পরিচালিত হবে তার নিয়ম কানুনই হলো সংবিধান। সংবিধান মেনেই দেশের শাসক দলকে সরকার পরিচালনা বা দেশ শাসন করতে হয়। দেশের যাবতীয় আইন তৈরি হয় সংবিধান মেনেই।


২) পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত গুলি কী কী কাজ করে?

উত্তর :- শহরের স্বায়ত্তশাসন মূলক প্রতিষ্ঠানকে বলা হয় পৌরসভা। আর গ্রামের ত্রিস্তর বিশিষ্ট স্বায়ত্তশাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর হল গ্রাম পঞ্চায়েত।

পৌরসভার কাজ :- সহজ বা নগরের জনসেবা, জনস্বাস্থ্য, উন্নয়ন ও প্রশাসন এগুলির দেখভাল করাই পৌরসভার কাজ। পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট বানানো, দূষণ রোধ করা এই সবই পৌরসভা গুলি করে থাকে। এছাড়া বিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি বানিয়ে শিক্ষার প্রসারে ও স্বাস্থ্য উন্নয়নে পৌরসভা গুলি উদ্যোগ নেয়।


গ্রাম পঞ্চায়েতের কাজ :- গ্রামের সব রকম উন্নতি গ্রাম পঞ্চায়েতের কাজ। পানীয় জলের সরবরাহ, গ্রামের পরিছন্নতা, রাস্তাঘাট নির্মাণ এই সবই গ্রাম পঞ্চায়েত করে থাকে। আবার শিক্ষা দানের জন্য বিদ্যালয় করা, চিকিৎসা কেন্দ্র তৈরি করা, বনসৃজন করা - এসবও গ্রাম পঞ্চায়েতের কাজের মধ্যেই পড়ে।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

  জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন )নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচক টির নাম কি?  উত্তর :- লাইসোজাইম। ২) লালা রসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...