স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় "মুঘল সাম্রাজ্য" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও দীর্ঘ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। এছাড়া যে অনুশীলনী প্রশ্নোত্তর গুলি দেওয়া হল সেগুলি আগামী পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলি আসে। এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে। শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :- ইতি...
নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (2nd Unit test ) এর জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী গুলি নিচে দেওয়া হল। এগুলি তোমরা অতি অবশ্যই অনুশীলন করবে।
নবম শ্রেণীর ভূগোল
Class IX Geography suggestions for more improvement
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল (Geography) বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী।
তৃতীয় অধ্যায়
পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়
১) প্রতিপাদ স্থান কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি লেখ।
২) স্থানীয় সময় এবং প্রমাণ সময় কাকে বলে? পার্থক্য লিখ।
৩) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নির্ণয় কর।
৪) অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৫) AM ও PM কাকে বলে?
৬) আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ১৮০° দ্রাঘিমারেখা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখাকে কল্পনা করা হয়েছে কিন্তু কোথাও কোথাও এই রেখা বাকিয়ে দেওয়া হয়েছে কেন?
চতুর্থ অধ্যায়
ভূ - গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
১) পাতসংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা কর।
২) মহিখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা কর।
৩) মানব জীবনের ওপর পর্বতের কি প্রভাব দেখা যায়?
৫) চিত্রসহ স্তুপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা কর।
৬) মালভূমি সৃষ্টির কারণ গুলি লিখ।
৭) মানব জীবনে সমভূমির প্রভাব আলোচনা কর।
৮) মহিভাবক ও গিরিজনি আলোড়ন বলতে কী বোঝো? এদের পার্থক্য আলোচনা কর।
৯) নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ - ভৌগোলিক কারণ ব্যাখ্যা কর।
১০) স্তুপ পর্বত ও গ্রস্ত উপত্যকা পরস্পর সন্নিহিত ভূমিরূপ - ভৌগোলিক কারণ ব্যাখ্যা কর।
১১) টীকা লিখ :- গ্রস্ত উপত্যকা, ব্যবচ্ছিন্ন মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি, উপকূলীয় সমভূমি, ক্ষয়জাত পর্বত, ক্যালডেরা, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা।
১২) সুচার লাইন কাকে বলে উদাহরণ দাও।
১৩) পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন?
১৪)ডেকান ট্রাপ কি?
১৫)বেনিঅফ মন্ডল কি?
১৬)মোনাডনক কি?
১৭)লাভা ও ম্যাগমা কি?
পঞ্চম অধ্যায়
আবহবিকার
১) যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সংক্ষেপে লিখ।
২) জৈব আবহবিকার কাকে বলে? জৈব আবহবিকার কি কি পদ্ধতিতে সংঘটিত হয়?
৩) উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন?
৪) আবহবিকার এর ফলাফল সংক্ষেপে আলোচনা কর।
৫) মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায় গুলি লিখ।
৬) আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লিখ।
৭) যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক অববাহিকারের মধ্যে পার্থক্য লিখ।
৮) টীকা লিখ :- শল্কমোচন, অক্সিডেশন, অঙ্গার যোজন।
৯) রেগোলিথ কি?
১০) সোলাম কি?
অষ্টম অধ্যায়
পশ্চিমবঙ্গ
১) পশ্চিমবঙ্গকে কয়টি ভূপ্রাকৃতি বিভাগে ভাগ করা যায়? যে কোন একটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
২) পশ্চিমবঙ্গের নদনদীর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৩) পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদ নদীর বৈশিষ্ট্য লিখ।
৪) পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা কর।
৫) পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর হিমালয় পর্বতের প্রভাব গুলি লেখো।
৬) পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ু প্রভাব আলোচনা করো।
৭) পশ্চিমবঙ্গে শীত শুষ্ক এবং গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। - এর ভৌগোলিক কারণ লিখ।
৮) ভাঙ্গর ও খাদারের মধ্যে পার্থক্য লিখ।
৯) পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ু এবং উপকূলীয় অঞ্চলের জলবায়ুর পার্থক্য লিখ।
১০) টীকা লিখ :-
ক) কালবৈশাখী,
খ) পশ্চিমী ঝঞ্জা,
গ) আশ্বিনের ঝড়,
ঘ) ম্যানগ্রোভ উদ্ভিদ।
১১) বরেন্দ্রভূমি কি?
১২) মৌসুমী বিস্ফোরণ কাকে বলে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন