আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" বিষয়ের অষ্টম অধ্যায় "মানুষের শরীর" অংশটির একাধিক প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই অধ্যায় থেকে শর্ট প্রশ্নের কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই দ্বিতীয় সামেটিভ পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে। ষষ্ঠ শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" প্রশ্ন ও উত্তর | WBBSE Class 6 poribesh O bigyan Question and Answer / ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান – " মানুষের শরীর" (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6 Poribes...
নবম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (2nd Unit test ) এর জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী গুলি নিচে দেওয়া হল। এগুলি তোমরা অতি অবশ্যই অনুশীলন করবে।
নবম শ্রেণীর ভূগোল
Class IX Geography suggestions for more improvement
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল (Geography) বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী।
তৃতীয় অধ্যায়
পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়
১) প্রতিপাদ স্থান কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি লেখ।
২) স্থানীয় সময় এবং প্রমাণ সময় কাকে বলে? পার্থক্য লিখ।
৩) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নির্ণয় কর।
৪) অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৫) AM ও PM কাকে বলে?
৬) আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ১৮০° দ্রাঘিমারেখা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখাকে কল্পনা করা হয়েছে কিন্তু কোথাও কোথাও এই রেখা বাকিয়ে দেওয়া হয়েছে কেন?
চতুর্থ অধ্যায়
ভূ - গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
১) পাতসংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা কর।
২) মহিখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা কর।
৩) মানব জীবনের ওপর পর্বতের কি প্রভাব দেখা যায়?
৫) চিত্রসহ স্তুপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা কর।
৬) মালভূমি সৃষ্টির কারণ গুলি লিখ।
৭) মানব জীবনে সমভূমির প্রভাব আলোচনা কর।
৮) মহিভাবক ও গিরিজনি আলোড়ন বলতে কী বোঝো? এদের পার্থক্য আলোচনা কর।
৯) নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ - ভৌগোলিক কারণ ব্যাখ্যা কর।
১০) স্তুপ পর্বত ও গ্রস্ত উপত্যকা পরস্পর সন্নিহিত ভূমিরূপ - ভৌগোলিক কারণ ব্যাখ্যা কর।
১১) টীকা লিখ :- গ্রস্ত উপত্যকা, ব্যবচ্ছিন্ন মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি, উপকূলীয় সমভূমি, ক্ষয়জাত পর্বত, ক্যালডেরা, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা।
১২) সুচার লাইন কাকে বলে উদাহরণ দাও।
১৩) পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন?
১৪)ডেকান ট্রাপ কি?
১৫)বেনিঅফ মন্ডল কি?
১৬)মোনাডনক কি?
১৭)লাভা ও ম্যাগমা কি?
পঞ্চম অধ্যায়
আবহবিকার
১) যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সংক্ষেপে লিখ।
২) জৈব আবহবিকার কাকে বলে? জৈব আবহবিকার কি কি পদ্ধতিতে সংঘটিত হয়?
৩) উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন?
৪) আবহবিকার এর ফলাফল সংক্ষেপে আলোচনা কর।
৫) মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায় গুলি লিখ।
৬) আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লিখ।
৭) যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক অববাহিকারের মধ্যে পার্থক্য লিখ।
৮) টীকা লিখ :- শল্কমোচন, অক্সিডেশন, অঙ্গার যোজন।
৯) রেগোলিথ কি?
১০) সোলাম কি?
অষ্টম অধ্যায়
পশ্চিমবঙ্গ
১) পশ্চিমবঙ্গকে কয়টি ভূপ্রাকৃতি বিভাগে ভাগ করা যায়? যে কোন একটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
২) পশ্চিমবঙ্গের নদনদীর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৩) পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদ নদীর বৈশিষ্ট্য লিখ।
৪) পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা কর।
৫) পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর হিমালয় পর্বতের প্রভাব গুলি লেখো।
৬) পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ু প্রভাব আলোচনা করো।
৭) পশ্চিমবঙ্গে শীত শুষ্ক এবং গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। - এর ভৌগোলিক কারণ লিখ।
৮) ভাঙ্গর ও খাদারের মধ্যে পার্থক্য লিখ।
৯) পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ু এবং উপকূলীয় অঞ্চলের জলবায়ুর পার্থক্য লিখ।
১০) টীকা লিখ :-
ক) কালবৈশাখী,
খ) পশ্চিমী ঝঞ্জা,
গ) আশ্বিনের ঝড়,
ঘ) ম্যানগ্রোভ উদ্ভিদ।
১১) বরেন্দ্রভূমি কি?
১২) মৌসুমী বিস্ফোরণ কাকে বলে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন