সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সপ্তম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়

স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় "মুঘল সাম্রাজ্য" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও দীর্ঘ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। এছাড়া যে অনুশীলনী প্রশ্নোত্তর গুলি দেওয়া হল সেগুলি আগামী পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলি আসে।  এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে। শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :- ইতি...

উচ্চ মাধ্যমিক, ইতিহাস, প্রথম অধ্যায়





উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর


(HS History Question and Answer))

অতীতকে স্মরণ ( প্রথম অধ্যায় ) | HS History Question and Answer( 1 st chapter )

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : অতীতকে স্মরণ ( প্রথম অধ্যায় ) HS History Question and Answer : উচ্চমাধ্যমিক ইতিহাস – প্রথম অধ্যায় অতীতকে স্মরণ (প্রথম অধ্যায়) বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর ও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | HS History First Chapter Question and Answer নিচে দেওয়া হলো। 

এই দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBCHSE Class 12 History Question and Answer, Suggestion, Notes – অতীতকে স্মরণ (প্রথম অধ্যায়) থেকে এই MCQ এবং  SAQ (১ নম্বরের ) প্রশ্নগুলো  আগামী ( West Bengal Class 12th Twelve XII History Examination ) – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।


বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর :

প্রতিটি প্রশ্নের মান :- ১


১) মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো- 

ক) কথোপকথন খ) জনশ্রুতি গ) শ্রুতি নাটক ঘ) বক্তৃতা।

উত্তর :- খ) জনশ্রুতি।

২) "Parrallel Myths" - গ্রন্থের রচয়িতা হলেন - 

ক) জে এফ বিয়ারলেইন খ) জেবি ওয়েবস্টার গ) এ লং ঘ) জ্যাকব গ্রিম।

উত্তর :- ক) জে এফ বিয়ারলেইন।

৩) পুরান বিষয়ক বিদ্যাকে বলা হয় -

ক) সোসিয়োলজি খ) সাইকোলজি গ) ফিজিয়োলজি ঘ) মিথোলজি।

উত্তর :- ঘ) মিথোলজি।

৪) আতুম ছিলেন -

ক) মিশরের দেবতা খ) স্পেনের দেবতা গ) ভারতের দেবতা ঘ) গ্ৰীসের দেবতা।

উত্তর :- ক) মিশরের দেবতা।

৫) দক্ষিণারঞ্জন বসুর "ছেড়ে আসা গ্রাম" একটি -

ক) কিংবদন্তি খ) লোককথা গ) স্মৃতিকথা ঘ) পৌরাণিক কাহিনী।

উত্তর :- গ) স্মৃতি কথা।

৬) "শৃংখল ঝংকার" - গ্রন্থটির রচয়িতা হলেন-

ক) আশা লতা সেন খ) মাস্টারদা সূর্যসেন গ) বিপ্লবী বীণা দাস ঘ) মণিকন্তলা সেন।

উত্তর :- গ ) বিপ্লবী বীণা দাস।

৭) 'হারকিউলিস' - এই কিংবদন্তি চরিত্রটি হল - ক)  ভারতের খ) রোমের গ ) গ্রিসের ঘ) পারস্যের।

উত্তর :- গ ) গ্রিসের।

৮) "মিথ" শব্দটি এসেছে "মিথোস" থেকে যেটি একটি- 

ক) রোমান শব্দ খ) গ্রিক শব্দ গ) ল্যাটিন শব্দ ঘ) জার্মান শব্দ।

উত্তর :- খ) গ্রিক শব্দ।

৯) "পুরানে বর্ণিত রাজবংশ গুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য" - উক্তিটি কার?

ক) দিব্যজ্যোতি মজুমদার খ) ড. রনবীর চক্রবর্তী গ ) সুমিত সরকার ঘ) যদুনাথ সরকার।

উত্তর :- ক) দিব্য জ্যোতি মজুমদার।

১০) "অহল্যার কাহিনী" - একটি 

ক) স্মৃতিকথা খ) পৌরাণিক কাহিনী গ) লোক কথা ঘ) কিংবদন্তি।

উত্তর :- খ) পৌরাণিক কাহিনী।

১১) "মিউজিয়াম" - শব্দটি এসেছে - 

ক) "মউসিয়ন শব্দ" থেকে খ) মিউসিয়ন শব্দ থেকে গ) মাউশিয়ন শব্দ থেকে ঘ) মুউসিয়ন শব্দ থেকে।

উত্তর :- ক) মউসিয়ন শব্দ থেকে।

১২) "সব ইতিহাসই সমকালীন ইতিহাস" - উক্তিটি কার? 

ক) ক্লোচের খ) আমির খসরুর গ) ইবন খালদুনের ঘ) হেরোডোটাসের।

উত্তর :- ক) ক্লোচের।

১৩) "ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি" - কোথায় অবস্থিত?

ক) লন্ডনে খ) প্যারিসে গ) নিউইয়র্কে ঘ) ওয়াশিংটনে

উত্তর :- ঘ) ওয়াশিংটনে।

১৪) বিশ্বের প্রাচীনতম জাদুঘর রয়েছে -

ক) গ্রিসে খ) মেসোপটেমিয়ায় গ) চিনে ঘ) মিশরে

উত্তর :- খ) মেসোপটেমিয়ায়।

১৫) পাবলো পিকাসো ছিলেন- 

ক) ভারতের চিত্রশিল্পী খ) স্পেনের চিত্রশিল্পী গ) ইতালির চিত্রশিল্পী ঘ) দক্ষিণ আফ্রিকার চিত্রশিল্পী 

উত্তর :- ঘ) দক্ষিণ আফ্রিকার চিত্রশিল্পী।

১৬) বিশ্বের সর্বাধিক জাদুঘর আছে -

ক) লন্ডনে খ) নিউইয়র্কে গ) প্যারিসে ঘ) মেক্সিকোয় 

উত্তর :- ঘ) মেক্সিকোয়।

১৭) "মিউজিয়াম" সংক্রান্ত বিদ্যাকে বলা হয় -

ক) জুলজি খ) আর্কিওলজি গ) মিউজিওলজি ঘ) মিউজিকোলজি।

উত্তর :- গ)  মিউজিওলজি।

১৮) "মিউজিওলজি" - শব্দটি প্রথম ব্যবহার করেন -

ক) সক্রেটিস খ) লিওপোল্ড মার্টিন গ) জ্যাকব গ্ৰিম ঘ) হেরোডোটাস‌

উত্তর :- খ) লিওপোল্ড মার্টিন।

১৯) "Annals and Antiquities of Rajasthan " - গ্রন্থটি রচনা করেন -

ক) জেমস মিল খ) ম্যাক্সমুলার গ) এলফিনস্টোন ঘ) কর্ণেল টড।

উত্তর :- ঘ) কর্ণেল টড।

২০) হেরোডোটাসের লেখা গ্রন্থটির নাম - 

ক) ব্রিটিশ হিস্ট্রি খ) ন্যাচারাল হিস্ট্রি গ) দ্য হিস্ট্রি ঘ) ইন্ডিয়ান হিস্ট্রি।

উত্তর :- গ ) দ্য হিস্ট্রি।

২১) পৃথিবীর প্রাচীনতম জাদুঘর টি হল - 

ক) এননিগালডি নান্নার জাদুঘর খ) আলেকজান্দ্রিয়ার জাদুঘর গ) প্লেটোর জাদুঘর ঘ) কলকাতা জাদুঘর।

উত্তর :- ক) এননিগালডি নান্নার জাদুঘর।

২২) " হিস্ট্রি অফ দ্য মারাঠাস " (১৮২৬ খ্রি: ) - এর রচয়িতা হলেন - 

ক) মার্ক উইলক্স খ) জেমস গ্র্যান্ট ডাফ গ) জেমস টড ঘ) এলফিনস্টোন।

উত্তর :- খ ) জেমস গ্র্যান্ট ডাফ। 


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( প্রতিটি প্রশ্নের মান :- ১ )


১) জনশ্রুতির কাহিনী কে প্রথম সংগ্রহ করেন?

উত্তর:- গ্ৰীম ভ্রাতৃদ্বয়।

২) জনশ্রুতি মোট কয়টি ভাগে বিভক্ত?

উত্তর:- পাঁচটি ভাগে।

৩) মিথ ( Myth ) শব্দটি কোথা থেকে এসেছে?

উত্তর:- গ্রিক শব্দ মিথোস থেকে।

৪) "টম থাম্ব" কাহিনীর লেখক কে?

উত্তর:- রিচার্ড জনসন।

৫) সাব অল্টার্ন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে?

উত্তর :- রণজিৎ গুহ।

৬) "আলিবাবা এবং চল্লিশ চোর" কিসের উদাহরণ?

উত্তর :- লোককথা।

৭) "ছেড়ে আসা গ্রাম" কার লেখা?

উত্তর :- দক্ষিণারঞ্জন বসু।

৮) "জীবনের জলসাঘরে" কার আত্মজীবনী?

উত্তর :- মান্না দে।

৯) "ইতিহাসমালা" গ্রন্থটি কার লেখা?

উত্তর :- উইলিয়াম কেরি (১৮১২)।

১০) "রাজাবলি" গ্রন্থটি কার লেখা?

উত্তর :- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

১১) প্রথম আধুনিক জাদুঘর কোনটি?

উত্তর :- অ্যাসমোলিয়াম জাদুঘর।

১২) ব্রিটিশ মিউজিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- ১৭৫৩ খ্রিস্টাব্দে।

১৩) লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?

উত্তর :- প্যারিসে।

১৪) হাজারদুয়ারি কি ধরনের জাদুঘর?

উত্তর :- ঐতিহাসিক জাদুঘর।

১৫) "National Museum of Natural History" ( ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি ) কোথায় অবস্থিত?

উত্তর :- প্যারিসে।

১৬) সবচেয়ে বেশি জাদুঘর কোথায় আছে?

উত্তর :- লন্ডনে।

১৭) প্রাচীন ভারতের একটি কিংবদন্তির নাম লিখ?

উত্তর :- শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ।

১৮) পুরান কোন যুগের রচিত হয়?

উত্তর :- গুপ্তযুগে।

১৯) "প্রতাপাদিত্য চরিত্র" গ্রন্থটি কার লেখা?

উত্তর :- রাম রাম বসু।

২০) "রাজ তরঙ্গিনী" গ্রন্থটি কার লেখা?

উত্তর :- কলহন।

২১) "রাজতরঙ্গিনী" থেকে কোন অঞ্চলের ইতিহাস আমরা জানতে পারি?

উত্তর :- কাশ্মীর।

২২) Oral History Society ( ওরাল হিস্ট্রি সোসাইটি ) কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর :- ১৯৬৯ খ্রিস্টাব্দে।

২৩) "ম্যারাথন যুদ্ধের ইতিহাস" কে রচনা করেন?

উত্তর :- হেরোডোটাস।

২৪) ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে?

উত্তর :- রমেশ চন্দ্র মজুমদার।

২৫) আশালতা সেনের আত্মজীবনীর নাম কি?

উত্তর :- আমি সূর্য সেনের শিষ্যা।

২৬) বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে?

উত্তর :- থুকিডিডিস।

২৭) আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?

উত্তর :- ইবন খালদুন।

২৮) "History of Hindustan" ( হিস্ট্রি অব হিন্দুস্থান ) গ্রন্থটি কার লেখা?

উত্তর :- আলেকজান্ডার ডাও।

২৯) প্রথম ইতিহাসের সূচনা হয় কোন দেশে?

উত্তর :- গ্রিস দেশে।

৩০) "India Today" ( ইন্ডিয়া টুডে ) গ্রন্থটি কার লেখা?

উত্তর :- রজনী পাম দত্ত।

৩১) ফোর্ট উইলিয়াম কলেজ কে, কত সালে প্রতিষ্ঠা করেন?

উত্তর :- ১৮০০ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।

৩২) ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত?

উত্তর :- কলকাতায়।

৩৩) বাংলার একটি জনপ্রিয় লোক কথার উদাহরণ দাও।

উত্তর :- "সাত ভাই চম্পা"।

৩৪) ভারতের বৃহত্তম মিউজিয়াম কোনটি?

উত্তর :- দ্য ইন্ডিয়ান মিউজিয়াম।

৩৫) History of british India ( হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া ) গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর :- জেমস মিল।

৩৬) একটি বিশ্বকোশ জাদুঘরের উদাহরণ দাও।

উত্তর :- ব্রিটিশ মিউজিয়াম।

৩৭) একটি শিল্প জাদুঘরের উদাহরণ দাও।

উত্তর :- অ্যাসমোলিয়ান জাদুঘর।

৩৮) "আমি নেতাজীকে দেখেছি" - গ্রন্থটি কার লেখা?

উত্তর :-নারায়ণ সান্যাল।

৩৯) "ঠাকুরমার ঝুলি" গ্রন্থটি কার লেখা?

উত্তর :- দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।

৪০) "নদীয়া কাহিনী" গ্রন্থটি কার লেখা?

উত্তর:- কুমুদ নাথ মল্লিক।

৪১) "অ্যানাল এন্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান" গ্রন্থটি কার লেখা?

উত্তর :- কর্নেল টড।

৪২) "What is History" গ্রন্থটি কার লেখা?

উত্তর :- ই. এইচ কার।

৪৩) এশিয়াটিক সোসাইটি কে, কত সালে প্রতিষ্ঠা করেন?

উত্তর :- উইলিয়াম জোন্স ১৭৮৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

৪৪) "পঞ্চতন্ত্র" গ্রন্থের রচয়িতা কে?

উত্তর :- বিষ্ণু শর্মা।

৪৫) "ইতিহাসমালা" গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর:- উইলিয়াম কেরি।

৪৬) "একাত্তরের ডায়েরী" নামক স্মৃতিকথাটির রচয়িতা কে?

উত্তর :- সুফিয়া কামাল।

৪৭) "The New Nature of History" ( দ্য নিউ নেচার অব হিস্ট্রি ) গ্রন্থটি কার লেখা?

উত্তর :- আর্থার মারউইক।

৪৮) ইতিহাস তত্ত্ব কি?

উত্তর :- একজন ইতিহাসবিদ যে সমস্ত নিয়ম নীতি, আদর্শ ও পদ্ধতি মেনে ইতিহাস রচনা করে থাকেন, তাই হল ইতিহাস তত্ত্ব।

৪৯) "Poverty and Un British Rule in India" ( প্রোভারটি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ) গ্রন্থটি কার লেখা?

উত্তর :- দাদাভাই নওরজি।

৫০) ভারতের প্রাচীনতম জাদুঘরটি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল?

উত্তর :- ১৮১৪ খ্রিস্টাব্দে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক, ইতিহাস, পঞ্চম অধ্যায়

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ( Madhyamik History Question and Answer)) বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) | Madhyamik History Question and Answer ( 5th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ( পঞ্চম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 5th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History E...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...

মাধ্যমিক, ইতিহাস, অষ্টম অধ্যায়

  মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর (Madhyamik History Question and Answer)) উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭ - ১৯৬৪ ) ; ( অষ্টম অধ্যায় )  Madhyamik History Question and Answer ( 8th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব; (১৯৪৭ - ১৯৬৪)  ( অষ্টম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস –উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭ - ১৯৬৪) ; ( অষ্টম অধ্যায় )  :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 8th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭-১৯৬৪ )  থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History Examination ) – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী মাধ...