(HS History Question and Answer))
অতীতকে স্মরণ ( প্রথম অধ্যায় ) | HS History Question and Answer( 1 st chapter )
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : অতীতকে স্মরণ ( প্রথম অধ্যায় ) HS History Question and Answer : উচ্চমাধ্যমিক ইতিহাস – প্রথম অধ্যায় অতীতকে স্মরণ (প্রথম অধ্যায়) বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর ও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | HS History First Chapter Question and Answer নিচে দেওয়া হলো।
এই দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBCHSE Class 12 History Question and Answer, Suggestion, Notes – অতীতকে স্মরণ (প্রথম অধ্যায়) থেকে এই MCQ এবং SAQ (১ নম্বরের ) প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 12th Twelve XII History Examination ) – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর :
প্রতিটি প্রশ্নের মান :- ১
১) মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো-
ক) কথোপকথন খ) জনশ্রুতি গ) শ্রুতি নাটক ঘ) বক্তৃতা।
উত্তর :- খ) জনশ্রুতি।
২) "Parrallel Myths" - গ্রন্থের রচয়িতা হলেন -
ক) জে এফ বিয়ারলেইন খ) জেবি ওয়েবস্টার গ) এ লং ঘ) জ্যাকব গ্রিম।
উত্তর :- ক) জে এফ বিয়ারলেইন।
৩) পুরান বিষয়ক বিদ্যাকে বলা হয় -
ক) সোসিয়োলজি খ) সাইকোলজি গ) ফিজিয়োলজি ঘ) মিথোলজি।
উত্তর :- ঘ) মিথোলজি।
৪) আতুম ছিলেন -
ক) মিশরের দেবতা খ) স্পেনের দেবতা গ) ভারতের দেবতা ঘ) গ্ৰীসের দেবতা।
উত্তর :- ক) মিশরের দেবতা।
৫) দক্ষিণারঞ্জন বসুর "ছেড়ে আসা গ্রাম" একটি -
ক) কিংবদন্তি খ) লোককথা গ) স্মৃতিকথা ঘ) পৌরাণিক কাহিনী।
উত্তর :- গ) স্মৃতি কথা।
৬) "শৃংখল ঝংকার" - গ্রন্থটির রচয়িতা হলেন-
ক) আশা লতা সেন খ) মাস্টারদা সূর্যসেন গ) বিপ্লবী বীণা দাস ঘ) মণিকন্তলা সেন।
উত্তর :- গ ) বিপ্লবী বীণা দাস।
৭) 'হারকিউলিস' - এই কিংবদন্তি চরিত্রটি হল - ক) ভারতের খ) রোমের গ ) গ্রিসের ঘ) পারস্যের।
উত্তর :- গ ) গ্রিসের।
৮) "মিথ" শব্দটি এসেছে "মিথোস" থেকে যেটি একটি-
ক) রোমান শব্দ খ) গ্রিক শব্দ গ) ল্যাটিন শব্দ ঘ) জার্মান শব্দ।
উত্তর :- খ) গ্রিক শব্দ।
৯) "পুরানে বর্ণিত রাজবংশ গুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য" - উক্তিটি কার?
ক) দিব্যজ্যোতি মজুমদার খ) ড. রনবীর চক্রবর্তী গ ) সুমিত সরকার ঘ) যদুনাথ সরকার।
উত্তর :- ক) দিব্য জ্যোতি মজুমদার।
১০) "অহল্যার কাহিনী" - একটি
ক) স্মৃতিকথা খ) পৌরাণিক কাহিনী গ) লোক কথা ঘ) কিংবদন্তি।
উত্তর :- খ) পৌরাণিক কাহিনী।
১১) "মিউজিয়াম" - শব্দটি এসেছে -
ক) "মউসিয়ন শব্দ" থেকে খ) মিউসিয়ন শব্দ থেকে গ) মাউশিয়ন শব্দ থেকে ঘ) মুউসিয়ন শব্দ থেকে।
উত্তর :- ক) মউসিয়ন শব্দ থেকে।
১২) "সব ইতিহাসই সমকালীন ইতিহাস" - উক্তিটি কার?
ক) ক্লোচের খ) আমির খসরুর গ) ইবন খালদুনের ঘ) হেরোডোটাসের।
উত্তর :- ক) ক্লোচের।
১৩) "ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি" - কোথায় অবস্থিত?
ক) লন্ডনে খ) প্যারিসে গ) নিউইয়র্কে ঘ) ওয়াশিংটনে
উত্তর :- ঘ) ওয়াশিংটনে।
১৪) বিশ্বের প্রাচীনতম জাদুঘর রয়েছে -
ক) গ্রিসে খ) মেসোপটেমিয়ায় গ) চিনে ঘ) মিশরে
উত্তর :- খ) মেসোপটেমিয়ায়।
১৫) পাবলো পিকাসো ছিলেন-
ক) ভারতের চিত্রশিল্পী খ) স্পেনের চিত্রশিল্পী গ) ইতালির চিত্রশিল্পী ঘ) দক্ষিণ আফ্রিকার চিত্রশিল্পী
উত্তর :- ঘ) দক্ষিণ আফ্রিকার চিত্রশিল্পী।
১৬) বিশ্বের সর্বাধিক জাদুঘর আছে -
ক) লন্ডনে খ) নিউইয়র্কে গ) প্যারিসে ঘ) মেক্সিকোয়
উত্তর :- ঘ) মেক্সিকোয়।
১৭) "মিউজিয়াম" সংক্রান্ত বিদ্যাকে বলা হয় -
ক) জুলজি খ) আর্কিওলজি গ) মিউজিওলজি ঘ) মিউজিকোলজি।
উত্তর :- গ) মিউজিওলজি।
১৮) "মিউজিওলজি" - শব্দটি প্রথম ব্যবহার করেন -
ক) সক্রেটিস খ) লিওপোল্ড মার্টিন গ) জ্যাকব গ্ৰিম ঘ) হেরোডোটাস
উত্তর :- খ) লিওপোল্ড মার্টিন।
১৯) "Annals and Antiquities of Rajasthan " - গ্রন্থটি রচনা করেন -
ক) জেমস মিল খ) ম্যাক্সমুলার গ) এলফিনস্টোন ঘ) কর্ণেল টড।
উত্তর :- ঘ) কর্ণেল টড।
২০) হেরোডোটাসের লেখা গ্রন্থটির নাম -
ক) ব্রিটিশ হিস্ট্রি খ) ন্যাচারাল হিস্ট্রি গ) দ্য হিস্ট্রি ঘ) ইন্ডিয়ান হিস্ট্রি।
উত্তর :- গ ) দ্য হিস্ট্রি।
২১) পৃথিবীর প্রাচীনতম জাদুঘর টি হল -
ক) এননিগালডি নান্নার জাদুঘর খ) আলেকজান্দ্রিয়ার জাদুঘর গ) প্লেটোর জাদুঘর ঘ) কলকাতা জাদুঘর।
উত্তর :- ক) এননিগালডি নান্নার জাদুঘর।
২২) " হিস্ট্রি অফ দ্য মারাঠাস " (১৮২৬ খ্রি: ) - এর রচয়িতা হলেন -
ক) মার্ক উইলক্স খ) জেমস গ্র্যান্ট ডাফ গ) জেমস টড ঘ) এলফিনস্টোন।
উত্তর :- খ ) জেমস গ্র্যান্ট ডাফ।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( প্রতিটি প্রশ্নের মান :- ১ )
১) জনশ্রুতির কাহিনী কে প্রথম সংগ্রহ করেন?
উত্তর:- গ্ৰীম ভ্রাতৃদ্বয়।
২) জনশ্রুতি মোট কয়টি ভাগে বিভক্ত?
উত্তর:- পাঁচটি ভাগে।
৩) মিথ ( Myth ) শব্দটি কোথা থেকে এসেছে?
উত্তর:- গ্রিক শব্দ মিথোস থেকে।
৪) "টম থাম্ব" কাহিনীর লেখক কে?
উত্তর:- রিচার্ড জনসন।
৫) সাব অল্টার্ন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর :- রণজিৎ গুহ।
৬) "আলিবাবা এবং চল্লিশ চোর" কিসের উদাহরণ?
উত্তর :- লোককথা।
৭) "ছেড়ে আসা গ্রাম" কার লেখা?
উত্তর :- দক্ষিণারঞ্জন বসু।
৮) "জীবনের জলসাঘরে" কার আত্মজীবনী?
উত্তর :- মান্না দে।
৯) "ইতিহাসমালা" গ্রন্থটি কার লেখা?
উত্তর :- উইলিয়াম কেরি (১৮১২)।
১০) "রাজাবলি" গ্রন্থটি কার লেখা?
উত্তর :- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
১১) প্রথম আধুনিক জাদুঘর কোনটি?
উত্তর :- অ্যাসমোলিয়াম জাদুঘর।
১২) ব্রিটিশ মিউজিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৭৫৩ খ্রিস্টাব্দে।
১৩) লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
উত্তর :- প্যারিসে।
১৪) হাজারদুয়ারি কি ধরনের জাদুঘর?
উত্তর :- ঐতিহাসিক জাদুঘর।
১৫) "National Museum of Natural History" ( ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি ) কোথায় অবস্থিত?
উত্তর :- প্যারিসে।
১৬) সবচেয়ে বেশি জাদুঘর কোথায় আছে?
উত্তর :- লন্ডনে।
১৭) প্রাচীন ভারতের একটি কিংবদন্তির নাম লিখ?
উত্তর :- শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ।
১৮) পুরান কোন যুগের রচিত হয়?
উত্তর :- গুপ্তযুগে।
১৯) "প্রতাপাদিত্য চরিত্র" গ্রন্থটি কার লেখা?
উত্তর :- রাম রাম বসু।
২০) "রাজ তরঙ্গিনী" গ্রন্থটি কার লেখা?
উত্তর :- কলহন।
২১) "রাজতরঙ্গিনী" থেকে কোন অঞ্চলের ইতিহাস আমরা জানতে পারি?
উত্তর :- কাশ্মীর।
২২) Oral History Society ( ওরাল হিস্ট্রি সোসাইটি ) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর :- ১৯৬৯ খ্রিস্টাব্দে।
২৩) "ম্যারাথন যুদ্ধের ইতিহাস" কে রচনা করেন?
উত্তর :- হেরোডোটাস।
২৪) ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে?
উত্তর :- রমেশ চন্দ্র মজুমদার।
২৫) আশালতা সেনের আত্মজীবনীর নাম কি?
উত্তর :- আমি সূর্য সেনের শিষ্যা।
২৬) বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে?
উত্তর :- থুকিডিডিস।
২৭) আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?
উত্তর :- ইবন খালদুন।
২৮) "History of Hindustan" ( হিস্ট্রি অব হিন্দুস্থান ) গ্রন্থটি কার লেখা?
উত্তর :- আলেকজান্ডার ডাও।
২৯) প্রথম ইতিহাসের সূচনা হয় কোন দেশে?
উত্তর :- গ্রিস দেশে।
৩০) "India Today" ( ইন্ডিয়া টুডে ) গ্রন্থটি কার লেখা?
উত্তর :- রজনী পাম দত্ত।
৩১) ফোর্ট উইলিয়াম কলেজ কে, কত সালে প্রতিষ্ঠা করেন?
উত্তর :- ১৮০০ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।
৩২) ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত?
উত্তর :- কলকাতায়।
৩৩) বাংলার একটি জনপ্রিয় লোক কথার উদাহরণ দাও।
উত্তর :- "সাত ভাই চম্পা"।
৩৪) ভারতের বৃহত্তম মিউজিয়াম কোনটি?
উত্তর :- দ্য ইন্ডিয়ান মিউজিয়াম।
৩৫) History of british India ( হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া ) গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর :- জেমস মিল।
৩৬) একটি বিশ্বকোশ জাদুঘরের উদাহরণ দাও।
উত্তর :- ব্রিটিশ মিউজিয়াম।
৩৭) একটি শিল্প জাদুঘরের উদাহরণ দাও।
উত্তর :- অ্যাসমোলিয়ান জাদুঘর।
৩৮) "আমি নেতাজীকে দেখেছি" - গ্রন্থটি কার লেখা?
উত্তর :-নারায়ণ সান্যাল।
৩৯) "ঠাকুরমার ঝুলি" গ্রন্থটি কার লেখা?
উত্তর :- দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
৪০) "নদীয়া কাহিনী" গ্রন্থটি কার লেখা?
উত্তর:- কুমুদ নাথ মল্লিক।
৪১) "অ্যানাল এন্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান" গ্রন্থটি কার লেখা?
উত্তর :- কর্নেল টড।
৪২) "What is History" গ্রন্থটি কার লেখা?
উত্তর :- ই. এইচ কার।
৪৩) এশিয়াটিক সোসাইটি কে, কত সালে প্রতিষ্ঠা করেন?
উত্তর :- উইলিয়াম জোন্স ১৭৮৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
৪৪) "পঞ্চতন্ত্র" গ্রন্থের রচয়িতা কে?
উত্তর :- বিষ্ণু শর্মা।
৪৫) "ইতিহাসমালা" গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- উইলিয়াম কেরি।
৪৬) "একাত্তরের ডায়েরী" নামক স্মৃতিকথাটির রচয়িতা কে?
উত্তর :- সুফিয়া কামাল।
৪৭) "The New Nature of History" ( দ্য নিউ নেচার অব হিস্ট্রি ) গ্রন্থটি কার লেখা?
উত্তর :- আর্থার মারউইক।
৪৮) ইতিহাস তত্ত্ব কি?
উত্তর :- একজন ইতিহাসবিদ যে সমস্ত নিয়ম নীতি, আদর্শ ও পদ্ধতি মেনে ইতিহাস রচনা করে থাকেন, তাই হল ইতিহাস তত্ত্ব।
৪৯) "Poverty and Un British Rule in India" ( প্রোভারটি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ) গ্রন্থটি কার লেখা?
উত্তর :- দাদাভাই নওরজি।
৫০) ভারতের প্রাচীনতম জাদুঘরটি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল?
উত্তর :- ১৮১৪ খ্রিস্টাব্দে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন