প্রথম অধ্যায়
ইতিহাস বোধ
এই অধ্যায় থেকে তিনটি MCQ প্রশ্ন এবং তিনটি SAQ প্রশ্ন আসবে, কোনো রচনাধর্মী প্রশ্ন আসবে না।
দ্বিতীয় অধ্যায়
আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সমূহ
এই অধ্যায় থেকে তিনটি MCQ প্রশ্ন এবং একটি রচনাধর্মী প্রশ্ন আসবে।
১) মধ্য প্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য গুলি লেখো। 8
২) নদীমাতৃক সভ্যতা কাকে বলে? নদীমাতৃক সভ্যতা গড়ে ওঠার কারণ গুলি লেখো। 2+6
৩) মিশরীয় সভ্যতাকে নীল নদের দান বলা হয় কেন? মিশরীয়রা কিভাবে পিরামিড তৈরি করত? 4+4
তৃতীয় অধ্যায়
রাজনীতির বিবর্তন : শাসনতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ধারণা
এই অধ্যায় থেকে তিনটি MCQ প্রশ্ন, দুটি SAQ প্রশ্ন এবং একটি রচনাধর্মী প্রশ্ন আসবে।
১) গ্রিক পলিস গুলির উদ্ভবের কারণ গুলি লেখো। পলিস গুলির বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করো। 4+4
২) মগধের উত্থানের কারণগুলি লেখো। এথেন্সের গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়? 4+4
৩) সাম্রাজ্যের সংজ্ঞা দাও। সাম্রাজ্যের প্রধান বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো। 4+4
চতুর্থ অধ্যায়
রাষ্ট্রের প্রকৃতি ও তার উপাদান
এই অধ্যায় থেকে তিনটি MCQ প্রশ্ন এবং তিনটি SAQ প্রশ্ন এবং একটি রচনাধর্মী প্রশ্ন আসবে।
১) ধর্মাশ্রয়ী রাষ্ট্র কাকে বলে? ধর্মাশ্রয়ী রাষ্ট্রের বৈশিষ্ট্য গুলি লেখো। বরণীর মতে দিল্লির সুলতানি রাষ্ট্র কি ধর্মস্থায়ী রাষ্ট্র ছিল? 2+2+4
২) নব্য রাজতন্ত্র কাকে বলে? এই রাজতন্ত্রের বৈশিষ্ট্য গুলি লেখো। 2+6
৩) দিল্লির সুলতানি যুগে ইক্তা ব্যবস্থার পরিচয় দাও।
৪) ইংল্যান্ডের মন্ত্রী টমাস ক্রমওয়েলের রাজনৈতিক কার্যাবলী আলোচনা করো।
পঞ্চম অধ্যায়
অর্থনীতির নানা দিক
এই অধ্যায় থেকে তিনটি MCQ প্রশ্ন এবং তিনটি SAQ প্রশ্ন এবং একটি রচনাধর্মী প্রশ্ন আসবে।
১) ম্যানর ব্যবস্থা কাকে বলে? এই ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি লেখো। 2+6
২) প্রাচীন মিশর ও ভারতের দাস ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা করো।
৩) মধ্যযুগে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্য গুলি লেখো। ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখো। 4+4
৪) ইউরোপে গিল্ড প্রতিষ্ঠার কারণ গুলি লেখো। গিল্ডের কার্যাবলী আলোচনা করো। 4+4
ষষ্ঠ অধ্যায়
সমাজের গতিশীলতা
এই অধ্যায় থেকে তিনটি MCQ প্রশ্ন, দুটি SAQ প্রশ্ন এবং একটি রচনাধর্মী প্রশ্ন আসবে।
১) প্রাচীন ভারতে নারীর অবস্থানের ওপর একটি প্রবন্ধ লেখো।
২) বর্ণ প্রথার বৈশিষ্ট্য কি? বর্ণ ও জাতি ধারণার মধ্যে পার্থক্য লেখো। 2+6
৩) রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ করো। 4+4
৪) প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো।
সপ্তম অধ্যায়
ধর্ম
এই অধ্যায় থেকে তিনটি MCQ প্রশ্ন এবং একটি রচনাধর্মী প্রশ্ন আসবে।
১) জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের সাদৃশ্য ও বৈসাদৃশ্য গুলি আলোচনা করো। 4 +4
২) ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা আলোচনা করো।
৩) ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো।
৪) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতী নতুন ধরনের ধর্মীয় আন্দোলনের উত্থানের পটভূমি লেখো।
অষ্টম অধ্যায়
দিগন্তের প্রসার
এই অধ্যায় থেকে তিনটি MCQ প্রশ্ন এবং তিনটি SAQ প্রশ্ন আসবে, কোনো রচনাধর্মী প্রশ্ন আসবে না।
সকলকে ধন্যবাদ জানাই সাজেশনগুলো শেষ পর্যন্ত পড়ার জন্য। দ্বাদশ শ্রেণির সকল বিষয়ের গুরুত্বপূর্ণ নোটস এবং সাজেশন পাওয়া যাবে www.rajeshsir.in ওয়েবসাইট থেকেই।
🙏 ধন্যবাদ 🙏
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন