দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন WBCHSC
Higher Secondary History (West Bengal council of Higher Secondary Education)
দ্বাদশ শ্রেণীর এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিচের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে নিচের প্রশ্নগুলি খুব মনোযোগ সহকারে করার জন্য অনুরোধ করব। আশা করি তোমরা এই প্রশ্নগুলি করলে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস বিষয়ে ১০০ শতাংশ কমন পাবে।
প্রথম অধ্যায় ( অতীতকে স্মরণ )
১) কিংবদন্তির সংজ্ঞা এবং বিভিন্ন বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো। বিভিন্ন কিংবদন্তির উদাহরণ দাও।
২) লোক কথা কাকে বলে? লোক কথার বিভিন্ন বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর? এর গুরুত্ব কি?
৩) পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারী ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের পার্থক্য লিখ।
৪) মৌখিক ঐতিহ্য কি? এর বৈশিষ্ট্য লিখ। এর গুরুত্ব আলোচনা কর।
দ্বিতীয় অধ্যায় ( উনবিংশ ও বিশ্ব শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার )
১) সাম্রাজ্যবাদ কি? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো।
২) সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্বটি আলোচনা করো।
৩) মার্কেন্টাইল মতবাদ কি? এর মূল বক্তব্য গুলি কি ছিল?
এই অধ্যায়ের নিচের প্রশ্নটিও তোমরা করে যেতে পারো
৪) চীনের ব্যবচ্ছেদ সম্পর্কে যা জানো লেখো।
তৃতীয় অধ্যায় ( উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য )
১) পলাশীর যুদ্ধ এবং বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা করো।
২) অবশিল্পায়ন কি? এর কারণগুলি লিখ? এর প্রভাব আলোচনা করো।
৩) ব্রিটিশ সরকারের ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কি ছিল? ভারতে রেলপথ স্থাপনের ফলাফল আলোচনা করো।
এছাড়া এই অধ্যায় থেকে নিচের প্রশ্নটিও তোমরা করবে
৪) ইংরেজদের সঙ্গে সিরাজের বিরোধিতার কারণ গুলি লিখো।
চতুর্থ অধ্যায় ( সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া )
১) সমাজ সংস্কার এবং শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো।
২) ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৩) ৪ মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো।
৪) টীকা লিখ : তাইপিং বিদ্রোহ। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে চীনে কিভাবে বুদ্ধিজীবী শ্রেণীর উদ্ভব হয়?
পঞ্চম অধ্যায় ( উপনিবেশিক ভারতের শাসন )
১) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো। এই হত্যাকাণ্ডের গুরুত্ব আলোচনা করো।
২) ১৯১৯ খ্রিস্টাব্দের মন্টেগু - চেমসফোর্ড সংস্কার আইনের শর্তগুলি লেখ। এই সংস্কার আইনের ত্রুটি কি ছিল?
৩) লখনৌ চুক্তির শর্তাবলী ও এই চুক্তির গুরুত্ব আলোচনা করো।
৪) ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের শর্তাবলী ও প্রেক্ষাপট আলোচনা করো। এই আইনের গুরুত্ব কি ছিল?
ষষ্ঠ অধ্যায় ( দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ )
১) ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো।
২) ভারতছাড়ো আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৩) ভারতের গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা কর। ভারতীয় গণপরিষদের দুজন সদস্যের নাম লিখ।
সপ্তম অধ্যায় ( ঠান্ডা লড়াইয়ের যুগ )
১) ঠান্ডা লড়াই কি? এর উদ্ভব ও বৈশিষ্ট্য সম্পর্কে লিখ।
২) জোট নিরপেক্ষ নীতি কি? এর বৈশিষ্ট্য ও জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো।
৩) সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল? সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো।
৪) কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কি জানো? এর গুরুত্ব কি?
অষ্টম অধ্যায় ( অব উপনিবেশীকরণ )
১) বাংলাদেশের মুক্তি সংগ্রামে শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা কর।
২) স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্য কি ছিল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল্যায়ন করো।
৩) সার্ক গঠনের প্রেক্ষাপট উল্লেখ করো। সার্ক - এর উদ্দেশ্য কি ছিল?
এই প্রশ্নগুলোর উত্তর পাবে Rajesh Sir Tutorial এর page থেকেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন