Madhyamik History Important Short Question Part3
মাধ্যমিক ইতিহাসঃ গুরুত্বপূর্ণ শর্ট-এমসিকিউ
দ্বিতীয় অধ্যায় ( সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা )
অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:
1) দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়
1. বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন—
ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
খ) উমেশচন্দ্র দও
গ) শিশির কুমার ঘোষ
গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ ।
উত্তর–খ) উমেশচন্দ্র দও।
2. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন—
ক) কালীপ্রসন্ন সিংহ
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) রেভাঃ জেমস লঙ
ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
উত্তর– গ) রেভাঃ জেমস লঙ।
3. ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেএে বেমানান নামটি হলো—
ক) রাজা রামমোহন রায়
খ) কালীপ্রসন্ন সিংহ
গ) ডেভিড হেয়ার
ঘ) ড্রিংকত্তয়াটার বিটন ( বেথুন )।
উত্তর– খ) কালীপ্রসন্ন সিংহ।
4. সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়—
ক) ১৭১৩ খ্রিষ্টাব্দে
খ) ১৯১৩ খ্রিষ্টাব্দে
গ) ১৮১৩ খ্রিষ্টাব্দে
ঘ) ১৮২৩ খ্রিষ্টাব্দে।
উত্তর– ঘ) ১৮২৩ খ্রিষ্টাব্দে।
5. কালকাতা মেডিক্যাল কলেজের প্রথম অথ্যক্ষ ছিলেন—
ক) ড. এম জে ব্রামলি
খ) ড. এন ওয়ারিশগ
গ) ড. এইচ এইচ গুডিব
ঘ) ড. জে গ্ৰান্ট।
উত্তর– ক) ড. এম জে ব্রামলি।
6. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়—
ক) ১৮৫৭ খ্রিষ্টাব্দে
খ) ১৮৫৮ খ্রিষ্টাব্দে
গ) ১৮৫৯ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯৬০ খ্রিষ্টাব্দে।
উত্তর– খ) ১৮৫৮ খ্রিষ্টাব্দে।
7. সতীদাহপ্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা তা হলো—
ক) রেগুলেশন– XV
খ) রেগুলেশন– XVI
গ) রেগুলেশন– XIV
ঘ) রেগুলেশন– XVII
উত্তর– ঘ) রেগুলেশন– XVII
8. ‘নববিধান’ প্রতিষ্ঠা করেছিলেন—
ক) দয়ানন্দ সরস্বতী
খ) স্বামী বিবেকানন্দ
গ) কেশবচন্দ্র সেন
ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
উত্তর– গ) কেশবচন্দ্র সেন।
9. সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন—
ক) বিজয়কৃষ্ণ গোস্বামী
খ) শ্রীরামকৃষ্ণ
গ) স্বামী বিবেকানন্দ
ঘ) কেশবচন্দ্র সেন।
উত্তর– খ) শ্রীরামকৃষ্ণ।
10. সতীদাহপ্রথা রদ হয়—
ক) ১৮২৭ খ্রিষ্টাব্দে
খ) ১৮৩০ খ্রিষ্টাব্দে
গ) ১৮৫৬ খ্রিষ্টাব্দে
ঘ) ১৮২৯ খ্রিষ্টাব্দে।
উত্তর– ঘ) ১৮২৯ খ্রিষ্টাব্দে।
11. ‘বিধবা পুনর্বিবাহ আইন’ পাস হয়—
ক) ১৮২৯ খ্রিষ্টাব্দে
খ) ১৮৫৭ খ্রিষ্টাব্দে
গ) ১৮৫৬ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯০০ খ্রিষ্টাব্দে।
উত্তর— গ) ১৮৫৬ খ্রিষ্টাব্দে।
12. ‘সাধারণ ব্রাহ্মসমাজ’ প্রতিষ্ঠা হয়—
ক) ১৮৭৮ খ্রিষ্টাব্দে
খ) ১৮৮০ খ্রিষ্টাব্দে
গ) ১৮৯০ খ্রিষ্টাব্দে
ঘ) ১৮৯১ খ্রিষ্টাব্দে।
উত্তর– ক) ১৮৭৮ খ্রিষ্টাব্দে
13. বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়—
ক) ১৮৬২ খ্রিষ্টাব্দে
খ) ১৮৬৩ খ্রিষ্টাব্দে
গ) ১৮৬৪ খ্রিষ্টাব্দে
ঘ) ১৮৬৫ খ্রিষ্টাব্দে।
উত্তর– খ) ১৮৬৩ খ্রিষ্টাব্দে।
14. ‘Calcutta Journal of Medicine’ সম্পাদনা করেন—
ক) উইলিয়াম কেরি
খ) জগদীশচন্দ্র বসু
গ) মহেন্দ্রলাল সরকার
ঘ) রামতনু লাহিড়ি।
উত্তর– গ) মহেন্দ্রলাল সরকার
15. ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন—
ক) গৌরমোহন আঢ্য
খ) প্যারীমোহন বন্দ্যোপাধ্যায়
গ) অক্ষয়কুমার দত্ত
ঘ) কৈলাসচন্দ্র বুস।
উত্তর– ক) গৌরমোহন আঢ্য।
16. ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে—
ক) বোম্বাইয়ে
খ) দিল্লিতে
গ) মাদ্রাজে
ঘ) বাংলায়।
উত্তর– ঘ) বাংলায়।
17. ‘Notes on Bengal Renaissance’ গ্রন্থটি রচনা করেন—
ক) সুশোভন সরকার
খ) সুমিত সরকার
গ) যদুনাথ সরকার
ঘ) তনিকা সরকার।
উত্তর–ক) সুশোভন সরকার।
18.নীল দর্পণ কার লেখা —
ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
খ) কালীপ্রসন্ন সিংহ
গ) কৃষ্ণদাস পাল
ঘ) দীনবন্ধু মিত্র
উত্তর– ঘ) দীনবন্ধু মিত্র।
19. ‘হুতোম প্যাঁচার নকশা’ প্রথম প্রকাশিত হয়—
ক) ১৭৬০ খ্রিষ্টাব্দে
খ) ১৮৬০ খ্রিষ্টাব্দে
গ) ১৮৬১ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯১৪ খ্রিষ্টাব্দে।
উত্তর– গ) ১৮৬১ খ্রিষ্টাব্দে
20. ‘মেট্রোপলিটন ইনস্টিটিউশন’ প্রতিষ্ঠিত করেন—
ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) ডেভিড হেয়ার
ঘ) ড্রিংকওয়াটার বেথুন।
উত্তর– খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
21. প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন—
ক) চন্দ্রমুখী বসু
খ) স্বর্ণকুমারী দেবী
গ) অবলা বসু
ঘ) কাদম্বিনী গাঙ্গুলি।
উত্তর – ঘ) কাদম্বিনী গাঙ্গুলি।
22. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন—
ক) হারানচন্দ্র মুখোপাধ্যায়
খ) মধুসূদন দত্ত
গ) গিরিশচন্দ্র ঘোষ
ঘ) সুভাষচন্দ্র বসু।
উত্তর– গ) গিরিশচন্দ্র ঘোষ।
23. ব্রাহ্মসমাজের মুখপাত্র ছিল—
ক) তত্ত্ববোধিনী পত্রিকা
খ) পার্থেনন পত্রিকা
গ) সর্বশুভকরী পত্রিকা
ঘ) ক্যালকাটা ম্যাগাজিন।
উত্তর– ক) তত্ত্ববোধিনী পত্রিকা।
24. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম মালিক (স্বত্বাধিকারী) ছিলেন—
ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
খ) কালিপ্রসন্ন সিংহ
গ) কৃষ্ণদাস পাল
ঘ) মধুসূদন রায়।
উত্তর– ঘ) মধুসূদন রায়।
25. মেয়েদের মধ্যে প্রথম এমএ পাস করেন—
ক) কাদম্বিনী বসু
খ) চন্দ্রমুখী বসু
গ) কমলা বসু
ঘ) জানকী বসু।
উওর– খ) চন্দ্রমুখী বসু।
26. ‘ব্রহ্মানন্দ’ নামে পরিচিত ছিলেন—
ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
খ) কেশবচন্দ্র সেন
গ) শিবনাথ শাস্ত্রী
ঘ) আনন্দমোহন বসু।
উত্তর–খ) কেশবচন্দ্র সেন।
27. ‘বর্তমান ভারত’ রচনা করেন—
ক) স্বামী বিবেকানন্দ
খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
গ) কেশবচন্দ্র সেন
ঘ) রাজা রামমোহন রায়।
উওর– ক) স্বামী বিবেকানন্দ।
28. ‘তত্ত্ববোধিনী সভা’–র প্রতিষ্ঠিতা ছিলেন—
ক) রামমোহন রায়
খ) কেশবচন্দ্র সেন
গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ) বিবেকানন্দ।
উত্তর– গ) দেবেন্দ্রনাথ ঠাকুর।
29. ‘ইন্ডিয়ান অ্যাকাডেমি’র পূর্বনাম ছিল—
ক) অ্যাংলো–হিন্দু স্কুল
খ) হিন্দু স্কুল
গ) হেয়ার স্কুল
ঘ) খ্রিস্টান স্কুল।
উত্তর– ক) অ্যাংলো–হিন্দু স্কুল।
30. ‘হুতোম প্যাঁচার নক্শা’ –য় প্রকাশিত হয়—
ক) রথ
খ) চড়ক
গ) রামলীলা
ঘ) দুর্গোৎসব।
উত্তর– খ) চড়ক।
31. ‘হুতোম প্যাঁচার নক্শা’র লেখক কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল—
ক) প্যাঁচা
খ) কালী
গ) হুতোম প্যাঁচা
ঘ) নক্শা।
উওর– গ) হুতোম প্যাঁচা।
অতি সংক্ষিপ্ত প্রশ্নঃ মান: ১
1) প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি ?
উত্তর–সংবাদ প্রভাকর।
2) ‘সম্বাদ কৌমুদী’–র সম্পাদনা কে করেন ?
উত্তর– রাজা রামমোহন রায়।
3) ‘বামবোধিনী সভা’ কবে স্থাপিত হয় ?
উত্তর– ১৮৬৩ খ্রিষ্টাব্দে।
4) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম মালিক কে ছিলেন ?
উত্তর– মধুসূদন রায়।
5) বাংলায় কোন্ শতককে ‘নবজাগরণের শতক’ বলা হয় ?
উত্তর– উনিশ শতককে।
6) কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর– ১৮৩৫ খ্রিষ্টাব্দে।
7) হিন্দু কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর– ১৮১৭ খ্রিষ্টাব্দে।
8) ‘হুতোম প্যাঁচার নক্শা’ গ্ৰন্থটি কে লিখেছিলেন ?
উত্তর– কালীপ্রসন্ন সিংহ।
9) ‘গ্রাম্যবার্তা প্রকাশিকা’–র সম্পাদক কে ছিলেন ?
উত্তর– হরিনাথ মজুমদার।
10) ‘বিদ্যোৎসাহিনী সভা’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর– কালীপ্রসন্ন সিংহ।
11) কে ‘কলকাতা মাদ্রাসা’ প্রতিষ্ঠা করেন ?
উত্তর– ওয়ারেন হেস্টিংস।
12) ‘নীলদর্পণ’ নাটকটির রচয়িতা কে ?
উত্তর– দীনবন্ধু মিত্র।
13) ‘এশিয়াটিক সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর– উইলিয়াম জেমস।
14) ‘বারণসী সংস্কৃত কলেজ’ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর– জোনাথন ডানকান।
15) ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর– লার্ড ওয়েলেসলি।
16) ‘এশিয়াটিক সোসাইটি’ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর– ১৭৮৪ খ্রিষ্টাব্দে।
17) ভারতীয় উপমহাদেশের প্রথম মাহিলা কলেজের নাম কী ?
উত্তর– বেথুন কলেজ।
18) ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী ?
উত্তর– কাদম্বিনী গাঙ্গুলি।
19) দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ‘বহ্মানন্দ’ উপাধি দেন ?
উত্তর– কেশবচন্দ্র সেনকে।
20) রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর– স্বামী বিবেকানন্দ।
21) ‘ব্রাহ্মসভা’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর– রাজা রামমোহন রায়।
22) ‘ব্রাহ্মসমাজ’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর– রাজা রামমোহন রায়।
23) ‘তিন আইন’ কত খ্রিষ্টাব্দে পাস হয় ?
উত্তর – ১৮৭২ খ্রিষ্টাব্দে।
24) ‘আত্মীয়সভা’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর– রাজা রামমোহন রায়।
25) কত খ্রিষ্টাব্দে ‘মেকলে মিনিট’ পেশ করা হয় ?
উত্তর– ১৮৩৫ খ্রিষ্টাব্দে।
26) ‘শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হয় ?
উত্তর– উইলিয়ম কেরি,মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে।
27) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর– ডেভিড হেয়ার।
28) কলকাতা মেডিক্যাল কলেজ কোন বড়োলাটের আমলে স্থাপিত হয় ?
উত্তর– লর্ড উইলিয়ম বেন্টিঙ্কের আমলে।
29) বাংলার প্রথম মহিলা স্নাতক কারা ?
উত্তর– চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি।
30) ‘গোঁসাইজি’ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর– বিজয়কৃষ্ণ গোস্বামী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন