Madhyamik Geography Short MCQ Part-1
Madhyamik Geography Short MCQ Part-1
মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় ( বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ)
বহু বিকল্প ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ( Geography important MCQ question - 1st chapter ).
(1) নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়-
ক) আরোহন প্রক্রিয়া
খ) অবরোহন প্রক্রিয়া
গ) অবঘর্ষ প্রক্রিয়া
ঘ) নগ্নীভবন প্রক্রিয়া
উত্তর:- ক) আরোহন প্রক্রিয়া
(2) পৃথিবীর দীর্ঘতম নদীর নাম-
ক) আমাজন
খ) নীল
গ) গঙ্গা
ঘ) ইয়াংসিকিয়াং
উত্তর:- খ) নীল
(3) পৃথিবীর বৃহত্তম নদী হলো-
ক) নীল
খ) টেমস
গ) আমাজন
ঘ) হোয়াংহো
উত্তর:- গ) আমাজন
(4) নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধির কারণে বহন ক্ষমতা বৃদ্ধি পায়-
ক) ৩৬ গুন
খ) ৪৬ গুন
গ) ৬০ গুন
ঘ) ৬৪ গুন
উত্তর:- ঘ) ৬৪ গুন
(5) একটি আদর্শ নদীর কয়টি গতি আছে?
ক) ১ টি
খ) ২ টি
গ) ৩ টি
ঘ) ৪টি
উত্তর:- ঘ) ৪টি
(6) উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হলো-
ক) ক্ষয়
খ) বহন
গ) সঞ্চয়
ঘ) বহন ও সঞ্চয়
উত্তর:- ক) ক্ষয়
(7) জলপ্রপাতের নীচে বিশাল আকৃতির গর্তকে বলা হয়-
ক) মন্থকূপ
খ) প্রপাত কূপ
গ) অন্ধকূপ
ঘ) পটহোল
উত্তর:- খ) প্রপাত কূপ
(8) পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়-
ক) নীলনদের মোহনায়
খ) সিন্ধু নদের মোহনায়
গ) মিসিসিপি মিসরি নদীর মোহনায়
ঘ) হোয়াং হো নদীর মোহনায়
উত্তর:- গ)মিসিসিপি মিসরী নদীর মোহনায়
(9) পলোল শঙ্কু গঠিত হয়-
ক) পর্বতের উচ্চভাগে
খ)পর্বতের পাদদেশে
গ) বদ্বীপ অঞ্চলে
ঘ) উপকূল অঞ্চলে
উত্তর:- খ) পর্বতের পাদদেশে
(10) লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল-
ক) অবঘর্ষ ক্ষয়
খ) ঘর্ষণ ক্ষয়
গ) জলপ্রবাহ ক্ষয়
ঘ) দ্রবণ ক্ষয়
উত্তর:- ঘ) দ্রবণ ক্ষয়
(11) পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল-
ক) সাগর দ্বীপ
খ) ইলহা দা মারাজো
গ) মাজুলী
ঘ) লাক্ষাদ্বীপ
উত্তর:- খ) ইলহা দা মারাজো
(12) নদীর নিকপয়েন্ট এর মধ্যে সৃষ্টি হয়-
ক) অশ্বক্ষুরাকৃতি হদ
খ) প্লাবনভূমি
গ) জলপ্রপাত
ঘ) পলোল শঙ্কু
উত্তর:- গ) জলপ্রপাত
(13) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ-
ক) মিসিসিপি বদ্বীপ
খ) গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ
গ) সিন্ধু বদ্বীপ
ঘ) নীল নদের বদ্বীপ
উত্তর:- খ) গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ
(14) প্রবল ও উত্তাল জলরাশি কয়েকটি জলপ্রপাত এর মধ্য দিয়ে নিচের দিকে নেমে আসে একে বলে-
ক) খরস্রোত
খ) কাসকেড
গ) ক্যাটারাক্ট
ঘ) প্রপাত কূপ
উত্তর:- খ) কাসকেড
(15) প্রশস্ত নদীর মোহনাকে বলে-
ক) বদ্বীপ
খ) খাড়ি
গ) প্লাবনভূমি
ঘ) ক্যানিয়ন
উত্তর:- খ) খাড়ি
(16) পৃথিবীর গভীরতম গিরিখাতটি হল-
ক) ইচাং
খ) গোরিং
গ) এল ক্যানন দা কলকা
ঘ) কালী গণ্ডকী নদীর অন্ধ গালচি
উত্তর:- ঘ) কালী গণ্ডকী নদীর অন্ধ গালচি
(17) গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে-
ক) আমাজন
খ) মিসিসিপি
গ) কলোরাডো
ঘ) গঙ্গা নদীতে
উত্তর:- গ) কলোরাডো নদীতে
(18) গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো-
ক) কাসপেট বদ্বীপ
খ) ধনুকাকৃতি ব-দ্বীপ
গ) পাখির পায়ের মতো বদ্বীপ
ঘ) এদের কোনোটিই নয়
উত্তর:- খ) ধনুকাকৃতি ব-দ্বীপ
(19) নদীবক্ষে যে ছোট ছোট গর্ত সৃষ্টি হয় তাকে বলে-
ক) পলল ব্যজনী
খ) ধান্দ
গ) ক্যাটল হদ
ঘ) মন্থকূপ
উত্তর:- ঘ) মন্থকূপ
(20) কিউমেক হল-
ক) নদীর জলপ্রবাহ মাপার একক
খ) বায়ুর বেগের একক
গ) হিমবাহের গতিবেগ এর একক
ঘ) বরফের গভীরতার একক
উত্তর:- ক) নদীর জলপ্রবাহ মাপার একক
(21) নদীর উচ্চগতির প্রধান কাজ হল-
ক)অবঘর্ষ জনিত ক্ষয়
খ) দ্রবণ জনিত ক্ষয়
গ) ঘর্ষণ জনিত ক্ষয়
ঘ) উৎপাত জনিত ক্ষয়
উত্তর:- ক) অবঘর্ষ জনিত ক্ষয়
(22) পাখির পায়ের মতো দেখতে ব-দ্বীপ সৃষ্টি হয়েছে-
ক) গঙ্গা নদীতে
খ) কৃষ্ণা নদীতে
গ) নর্মদা নদীতে
ঘ) ব্রহ্মপুত্র নদীতে
উত্তর:- খ) কৃষ্ণা নদীতে
(23) শুষ্ক অঞ্চলের নদীখাত কে বলে-
ক) গিরিখাত
খ) মন্থকূপ
গ) ক্যানিয়ন
ঘ) প্রপাত কূপ
উত্তর:- গ) ক্যানিয়ন
(24) সুন্দরবন একটি-
ক) নিষ্ক্রিয়
খ) সক্রিয়
গ) পরিণত
ঘ) মৃত বদ্বীপ অঞ্চল
উত্তর:- খ) সক্রিয় বদ্বীপ
(25) কোনটি সুন্দরবন এলাকার দ্বীপ নয়-
ক) ঘোড়ামারা
খ) পূর্বাশা
গ) মাজুলী
ঘ) লোহাচড়া
উত্তর:- গ) মাজুলী
সত্য মিথ্যা নির্ণয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নঃ ( some important True/ False Questions )
(1 ) গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বখুরাকৃতি হ্রদ দেখা যায়।
উঃ সত্য
(2) নদীর উচ্চ গতিতে একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হল মন্থকূপ ।
উঃ সত্য
(3) ক্যানিয়ন ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কাজের ফলে।
উঃ ভুল
(4) দুটি নদী অববাহিকার মধ্য বতী উচ্চস্হানকে জলবিভাজিকা বলে।
উঃ সত্য
(5) পাখির পা - এর ন্যায় বদ্বীপ নিলনদের মোহানায় গড়ে উঠেছে।
উঃ ভুল
(6) শুস্ক ও শুস্ক প্রায় অঞ্চলে v আকৃতির উপত্যকা দেখা যায়।
উঃ ভুল)
(7) শুস্ক অঞ্চলের নদীখাত ইং রাজি I এর দেখতে হয়।
উঃ সত্য
(8) গঙ্গা - ব্রহ্মপুএর বদ্বীপ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়।
উঃ সত্য
(9) ভারতের বৃহত্তম নদী মধ্য বতী দ্বীপ হল মাজুলি ।
উঃ সত্য
(10) জলপ্রপাতের তলদেশে মন্থকূপ তৈরি হয়।
উঃ ভুল
(11) মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে।
উঃ সত্য
(12) পৃথিবীর বৃহত্তম নদী চর ইলহা দ্য মারাজো।
উঃ সত্য
(13) লোহাচড়া দ্বীপ - এর বিলীন হয়ে যাওয়া জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত।
উঃ সত্য
(14) হোয়া্ংহো নদীর বদ্বীপ - এর আকৃতি হুকের মতো দেখতে হয়।
উঃ ভুল
(15) নদী হল জলচকের একটি গুরুত্বপূর্ণ অংশ ।
উঃ সত্য
(16) জলপ্রপাতে প্রবল জলরাশি বাহিত হলে তাকে ক্যাটারাক্ট বলে।
উঃ সত্য
(17) নদী উৎপাটন ক্রিয়ায় ক্ষয়সাধন করে।
উঃ ভুল
(18) জলবিভাজিকা দুটি নদী অববাহিকাকে পৃথক করে।
উঃ সত্য
(19) ব্রহ্মপুএ একটি আন্তর্জাতিক নদী।
উঃ সত্য
(20) জোয়ার ভাটাপ্রবণ মোহনা অঞ্চলকে বদ্বীপ বলে।
উঃ ভুল
(21) শুস্ক অঞ্চলের গিরিখাত গুলিকে ক্যানিয়ন বলে।
উঃ সত্য
(22) বার্খান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয়।
উঃ সত্য
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন