সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পঞ্চম শ্রেণি, আমাদের পরিবেশ, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি

আদরের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণির "আমাদের পরিবেশ" বিষয়ের তৃতীয় অধ্যায় " পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি" অংশটি। তোমাদের পাঠ্য বইয়ের ৭৯ পৃষ্ঠা থেকে ৮৩ পৃষ্ঠা পর্যন্ত অংশের সমস্ত প্রশ্নোত্তর এখানে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই দ্বিতীয় সামেটিভ পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। পঞ্চম শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে। West Bengal board of Secondary education class 5 "Amader parivesh" third chapter "paschim Banger sadharan pariChiti" page number 79 to 83 important question ...

Madhyamik Geography Short MCQ Part-1

Madhyamik Geography Short MCQ Part-1

Madhyamik Geography Short MCQ Part-1

 মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় ( বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ) 

বহু বিকল্প ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ( Geography important MCQ  question - 1st chapter ). 


(1) নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়- 

ক) আরোহন প্রক্রিয়া

খ) অবরোহন প্রক্রিয়া 

গ) অবঘর্ষ প্রক্রিয়া 

ঘ) নগ্নীভবন প্রক্রিয়া

উত্তর:- ক) আরোহন প্রক্রিয়া 


(2) পৃথিবীর দীর্ঘতম নদীর নাম- 

ক) আমাজন

খ) নীল

গ) গঙ্গা

ঘ) ইয়াংসিকিয়াং 

উত্তর:- খ) নীল 


(3)  পৃথিবীর বৃহত্তম নদী হলো- 

ক) নীল

খ) টেমস 

গ) আমাজন 

ঘ) হোয়াংহো 

উত্তর:- গ) আমাজন 


(4) নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধির কারণে বহন ক্ষমতা বৃদ্ধি পায়- 

ক) ৩৬ গুন 

খ) ৪৬ গুন 

গ) ৬০ গুন 

ঘ) ৬৪ গুন 

উত্তর:- ঘ) ৬৪ গুন 


(5) একটি আদর্শ নদীর কয়টি গতি আছে? 

ক) ১ টি 

খ) ২ টি

গ) ৩ টি 

ঘ) ৪টি 

উত্তর:- ঘ) ৪টি 


(6) উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হলো- 

ক) ক্ষয় 

খ) বহন 

গ) সঞ্চয় 

ঘ) বহন ও সঞ্চয় 

উত্তর:- ক) ক্ষয় 


(7) জলপ্রপাতের নীচে বিশাল আকৃতির গর্তকে বলা হয়- 

ক) মন্থকূপ 

খ) প্রপাত কূপ 

গ) অন্ধকূপ 

ঘ) পটহোল 

উত্তর:- খ) প্রপাত কূপ 


(8) পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়-

ক) নীলনদের মোহনায়

খ) সিন্ধু নদের মোহনায়

গ) মিসিসিপি মিসরি নদীর মোহনায়

ঘ) হোয়াং হো নদীর মোহনায়

উত্তর:- গ)মিসিসিপি মিসরী নদীর মোহনায় 


(9) পলোল শঙ্কু গঠিত হয়-

ক) পর্বতের উচ্চভাগে 

খ)পর্বতের পাদদেশে

গ) বদ্বীপ অঞ্চলে

ঘ) উপকূল অঞ্চলে


উত্তর:- খ) পর্বতের পাদদেশে 


(10)  লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল-

ক) অবঘর্ষ ক্ষয়

খ) ঘর্ষণ ক্ষয়

গ) জলপ্রবাহ ক্ষয় 

ঘ) দ্রবণ ক্ষয়

উত্তর:- ঘ) দ্রবণ ক্ষয় 


(11) পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল-

ক) সাগর দ্বীপ

খ) ইলহা দা মারাজো

গ) মাজুলী

ঘ) লাক্ষাদ্বীপ

উত্তর:- খ) ইলহা দা মারাজো 


(12) নদীর  নিকপয়েন্ট এর মধ্যে সৃষ্টি হয়- 


ক) অশ্বক্ষুরাকৃতি হদ

খ) প্লাবনভূমি

গ) জলপ্রপাত

ঘ) পলোল শঙ্কু

উত্তর:- গ) জলপ্রপাত 


(13) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ-


ক) মিসিসিপি বদ্বীপ

খ) গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ

গ) সিন্ধু বদ্বীপ

ঘ) নীল নদের বদ্বীপ

উত্তর:- খ) গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ 


(14) প্রবল ও উত্তাল জলরাশি কয়েকটি জলপ্রপাত এর মধ্য দিয়ে নিচের দিকে নেমে আসে একে বলে-

ক) খরস্রোত

খ) কাসকেড

গ) ক্যাটারাক্ট

ঘ) প্রপাত কূপ

উত্তর:- খ) কাসকেড 


(15) প্রশস্ত নদীর মোহনাকে বলে-

ক) বদ্বীপ

খ) খাড়ি

গ) প্লাবনভূমি

ঘ) ক্যানিয়ন

উত্তর:- খ) খাড়ি 


(16) পৃথিবীর গভীরতম গিরিখাতটি হল- 

ক) ইচাং

খ) গোরিং

গ) এল ক্যানন দা কলকা

ঘ) কালী গণ্ডকী নদীর অন্ধ গালচি

উত্তর:- ঘ) কালী গণ্ডকী নদীর অন্ধ গালচি 


(17) গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে-

ক) আমাজন

খ) মিসিসিপি

গ) কলোরাডো

ঘ) গঙ্গা নদীতে

উত্তর:- গ) কলোরাডো নদীতে 


(18) গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো-

ক) কাসপেট বদ্বীপ

খ) ধনুকাকৃতি ব-দ্বীপ

গ) পাখির পায়ের মতো বদ্বীপ

ঘ) এদের কোনোটিই নয়

উত্তর:- খ) ধনুকাকৃতি ব-দ্বীপ 


(19) নদীবক্ষে যে ছোট ছোট গর্ত সৃষ্টি হয় তাকে বলে-

ক) পলল ব্যজনী

খ) ধান্দ

গ) ক্যাটল হদ

ঘ) মন্থকূপ

উত্তর:- ঘ) মন্থকূপ 


(20) কিউমেক হল-

ক) নদীর জলপ্রবাহ মাপার একক

খ) বায়ুর বেগের একক

গ) হিমবাহের গতিবেগ এর একক

ঘ) বরফের গভীরতার একক

উত্তর:- ক) নদীর জলপ্রবাহ মাপার একক 


(21) নদীর উচ্চগতির প্রধান কাজ হল-

ক)অবঘর্ষ জনিত ক্ষয়

খ) দ্রবণ জনিত ক্ষয়

গ) ঘর্ষণ জনিত ক্ষয়

ঘ) উৎপাত জনিত ক্ষয়

উত্তর:- ক) অবঘর্ষ জনিত ক্ষয় 


(22) পাখির পায়ের মতো দেখতে ব-দ্বীপ সৃষ্টি হয়েছে- 

ক) গঙ্গা নদীতে

খ) কৃষ্ণা নদীতে

গ) নর্মদা নদীতে

ঘ) ব্রহ্মপুত্র নদীতে

উত্তর:- খ) কৃষ্ণা নদীতে 


(23) শুষ্ক অঞ্চলের নদীখাত কে বলে-

ক) গিরিখাত

খ) মন্থকূপ

গ) ক্যানিয়ন

ঘ) প্রপাত কূপ

উত্তর:- গ) ক্যানিয়ন 


(24) সুন্দরবন একটি-

ক) নিষ্ক্রিয়

খ) সক্রিয়

গ) পরিণত

ঘ) মৃত বদ্বীপ অঞ্চল

উত্তর:- খ) সক্রিয় বদ্বীপ 


(25) কোনটি সুন্দরবন এলাকার দ্বীপ নয়-

ক) ঘোড়ামারা

খ) পূর্বাশা

গ) মাজুলী

ঘ) লোহাচড়া

উত্তর:- গ) মাজুলী 


সত্য মিথ্যা নির্ণয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নঃ ( some important True/ False Questions ) 


(1 ) গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বখুরাকৃতি  হ্রদ দেখা যায়।   

উঃ সত্য

(2) নদীর  উচ্চ গতিতে একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হল মন্থকূপ । 

উঃ সত্য

(3) ক্যানিয়ন ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কাজের ফলে। 

উঃ ভুল

(4) দুটি নদী অববাহিকার মধ্য বতী উচ্চস্হানকে জলবিভাজিকা বলে। 

উঃ সত্য

(5) পাখির পা - এর ন্যায় বদ্বীপ নিলনদের মোহানায় গড়ে উঠেছে। 

উঃ ভুল

(6) শুস্ক ও শুস্ক প্রায় অঞ্চলে v  আকৃতির উপত্যকা দেখা যায়। 

উঃ ভুল)

(7) শুস্ক অঞ্চলের নদীখাত ইং রাজি I  এর দেখতে হয়। 

উঃ সত্য

(8) গঙ্গা - ব্রহ্মপুএর বদ্বীপ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। 

উঃ সত্য

(9) ভারতের বৃহত্তম নদী মধ্য বতী দ্বীপ হল মাজুলি । 

উঃ সত্য

(10) জলপ্রপাতের তলদেশে মন্থকূপ তৈরি হয়। 

উঃ  ভুল

(11) মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। 

উঃ সত্য

(12) পৃথিবীর বৃহত্তম নদী চর ইলহা দ্য মারাজো। 

উঃ সত্য

(13) লোহাচড়া দ্বীপ - এর বিলীন হয়ে যাওয়া জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত। 

উঃ সত্য

(14) হোয়া্ংহো নদীর বদ্বীপ - এর আকৃতি হুকের মতো দেখতে হয়। 

উঃ ভুল

(15) নদী হল জলচকের একটি গুরুত্বপূর্ণ অংশ ‌। 

উঃ সত্য

(16) জলপ্রপাতে প্রবল জলরাশি বাহিত হলে তাকে ক্যাটারাক্ট বলে। 

উঃ সত্য

(17) নদী উৎপাটন ক্রিয়ায়  ক্ষয়সাধন করে। 

উঃ ভুল

(18) জলবিভাজিকা দুটি নদী অববাহিকাকে পৃথক  করে।‌ 

উঃ সত্য

(19) ব্রহ্মপুএ একটি আন্তর্জাতিক নদী। 

উঃ সত্য

(20) জোয়ার ভাটাপ্রবণ মোহনা অঞ্চলকে বদ্বীপ বলে।

উঃ ভুল

(21) শুস্ক অঞ্চলের গিরিখাত গুলিকে ক্যানিয়ন বলে। 

উঃ সত্য 

(22) বার্খান বালিয়াড়ি থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয়। 

উঃ সত্য




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক, ইতিহাস, পঞ্চম অধ্যায়

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ( Madhyamik History Question and Answer)) বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) | Madhyamik History Question and Answer ( 5th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ( পঞ্চম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 5th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History E...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

  জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন )নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচক টির নাম কি?  উত্তর :- লাইসোজাইম। ২) লালা রসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক...