সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সপ্তম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়

স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় "মুঘল সাম্রাজ্য" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও দীর্ঘ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। এছাড়া যে অনুশীলনী প্রশ্নোত্তর গুলি দেওয়া হল সেগুলি আগামী পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলি আসে।  এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে। শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :- ইতি...

সপ্তম শ্রেণি, ইতিহাস, চতুর্থ অধ্যায়








স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় "দিল্লি সুলতানি : তুর্কো - আফগান শাসন" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সম্পর্কে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। এছাড়া যে অনুশীলনী প্রশ্নোত্তর গুলি দেওয়া হল সেগুলি আগামী পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের পরীক্ষায় এই প্রশ্নোত্তর গুলি আসে। 


এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে।


শ্রেণি :- সপ্তম শ্রেণি

বিষয় :- ইতিহাস 

অধ্যায় :- চতুর্থ অধ্যায় 

অধ্যায়ের নাম :-  দিল্লি সুলতানি : তুর্কো - আফগান শাসন। 

পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর :- ৪৩ থেকে ৬৮ 

প্রতিটি প্রশ্নের মান :- ১

১) খুতবা কথাটির আসল মানে কি?

উত্তর:- ভাষণ।

২) ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন?

উত্তর:- মহম্মদ বিন তুঘলকের রাজত্বকালে।

৩) ইবন বতুতার লেখা বইটির নাম কি?

উত্তর:- কিতাব - উর - রিহলা বা উর - রিহলা।

৪) মালিক কাফুর কে ছিলেন?

উত্তর:- আলাউদ্দিন খলজির এক বিশ্বস্ত সেনাপতি।

৫) দুরবাশ কি?

উত্তর:- স্বাধীন শাসকের প্রতীক দণ্ড।

৬) মহম্মদ ঘুরি কত সালে মারা যান?

উত্তর:- ১২০৬ খ্রিস্টাব্দে।

৭) "বন্দেগান ই চিহলগানি" কথাটির অর্থ কি?

উত্তর:- ৪০ জন তুর্কি বা ৪০ টি তুর্কি পরিবার।

৮) সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- খিজির খান।

৯) বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?

উত্তর:- কৃষ্ণদেব রায়।

১০) "আমুক্তমাল্যদা" গ্রন্থটি কার লেখা?

উত্তর:- কৃষ্নাদেব রায়।

১১) সুলতানা রাজিয়ার মৃত্যু কবে হয়?

উত্তর:- ১২৪০ খ্রিস্টাব্দে।

১২) বান্দা শব্দের অর্থ কি?

উত্তর:- সেবক বা অনুগামী।

১৩) আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানে কে নেতৃত্ব দেন?

উত্তর:- মালিক কাফুর।

১৪) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- গিয়াস উদ্দিন তুঘলক।

১৫) ইতিহাসের "পাগলা রাজা" কাকে বলা হয়?

উত্তর:- মহম্মদ বিন তুঘলক।

১৬) ভারতবর্ষে কে প্রথম জিজিয়া কর চালু করেন?

উত্তর:- মহম্মদ বিন কাসিম।

১৭) চেঙ্গিজ খান কবে ভারত আক্রমণ করেন?

উত্তর:- ১২২১ খ্রিস্টাব্দে।

১৮) তুরস্ক দণ্ড কি?

উত্তর:- হিন্দু রাজাদের কেউ কেউ জিজিয়া করের মতো যে কর মুসলমান প্রজাদের কাছ থেকে আদায় করতেন, তার নাম তুরস্ক দন্ড।

১৯) কোন সুলতান রেশন ব্যবস্থা চালু করেন?

উত্তর:- আলাউদ্দিন খলজি।

২০) রুমি কৌশল কে চালু করেন?

উত্তর:- বাবর।

২১) বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?

উত্তর:- শামসউদ্দিন ইলিয়াস শাহ।

২২) "চৈতন্য ভাগবত" - এর রচয়িতা কে?

উত্তর:- বৃন্দাবন দাস।

২৩) বাংলায় কে ভক্তিবাদের প্রচার করেন?

উত্তর:- শ্রীচৈতন্যদেব।

২৪) সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তর:- দ্বিতীয় দেবরায়।

২৫) বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- হাসান গঙ্গু।

২৬) লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?

উত্তর:- ইব্রাহিম লোদী।

২৭) "বাংলার আকবর" কাকে বলা হয়?

উত্তর:- হোসেন শাহকে।

২৮) বাংলায় কার আমলে তুর্কি আক্রমণ ঘটে?

উত্তর:- লক্ষণ সেনের আমলে।

২৯) কে কত সালে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?

উত্তর:- ১২০৬ খ্রিস্টাব্দে কুতুব উদ্দিন আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন।

৩০) ইলতুৎমিস কত সালে খলিফার অনুমোদন পান?

উত্তর:- ১২২৯ খ্রিস্টাব্দে।

৩১) সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন?

উত্তর:- গিয়াস উদ্দিন বলবন।

৩২) খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- জালাল উদ্দিন ফিরোজ খলজি।

৩৩) খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?

উত্তর:- আলাউদ্দিন খলজি।

৩৪) কোন সুলতানি শাসক রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন?

উত্তর:- মহম্মদ বিন তুঘলক।

৩৫) কোন সুলতান তামার নোটের প্রচলন করেন?

উত্তর:- মহম্মদ বিন তুঘলক।

৩৬) পানিপথের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল?

উত্তর:- ১৫২৬ খ্রিস্টাব্দে বাবর এর সঙ্গে ইব্রাহিম লোদীর।

৩৭) দাগ এবং হুলিয়া প্রথা কে চালু করেন?

উত্তর:- আলাউদ্দিন খলজি।

৩৮) সুলতানি প্রদেশ গুলি কি নামে পরিচিত ছিল?

উত্তর:- ইকতা।

৩৯) কোন সুলতান বাজারদর নিয়ন্ত্রণ করেন?

উত্তর:- আলাউদ্দিন খলজি।

৪০) বিজয়নগর রাজ্যের কে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- হরিহর ও বুক্ক (১৩৩৬ সালে) ।


প্রতিটি প্রশ্নের মান ২ অথবা ৩

১) সিজদা ও পাইবস বলতে কী বোঝো?

উত্তর:- রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য গিয়াস উদ্দিন বলবন সিজদা ও পাইপস নামক পারসিক প্রথা চালু করেছিলেন। সম্রাটের সামনে নতজানু হয়ে শ্রদ্ধা নিবেদন করাই ছিল সিজদা। আর পাইবস ছিল সম্রাটের পদযুগল চুম্বন করা।


২) খুৎবা বলতে কী বোঝো?

উত্তর:- খুৎবা শব্দটির অর্থ হল ভাষণ। জুম্মার নামাজের পর মসজিদের ইমাম এই ভাষণটি পড়তেন। তাতে সমকালীন খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকতো।


৩) আমির কাদের বলা হত?

উত্তর:- আমির শব্দের অর্থ উচ্চ বংশীয় ধনী ব্যক্তি। তবে সুলতানি যুগে শাসন কাজে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হত। 


৪) সুলতান ইলতুৎমিসের সামনে প্রধান তিনটি সমস্যা কি ছিল? 

উত্তর:- ১) উত্তরাধিকারী সমস্যা :- সুলতান ইলতুৎমিস ছিলেন কুতুবুদ্দিনের জামাই। তাই অনেকে তাকে কুতুবুদ্দিনের উত্তরাধিকারী হিসেবে মেনে নিতে পারেননি।

২) আমিরদের বিদ্রোহ :- ইলতুৎমিসের সময় দিল্লির সুলতানের বিরুদ্ধে কয়েকজন আমির প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিল। 

৩) বৈদেশিক সমস্যা:- সিন্ধুর শাসনকর্তা নাসির উদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর এবং পাঞ্জাবের কিছু অংশ দখল করে নেন। গজনির শাসনকর্তাও এই সময় ভারতবর্ষের উপর সার্বভৌমত্ব দাবী করে থাকেন।


৫) নব মুসলমান কারা? 

উত্তর:- ১২৯২ খ্রিস্টাব্দে মোঙ্গল বাহিনী ভারত আক্রমণ করেছিল। সুলতান জালাল উদ্দিন খলজি তাদের পরাজিত করেছিলেন। এই সময় কয়েক হাজার মোঙ্গল ইসলাম গ্রহণ করে সুলতানের অনুমতি নিয়ে দিল্লির উপকণ্ঠে বসবাস করতে থাকে। এই মোঙ্গলদের নব মুসলমান বলা হয়। 


৬) তুরস্ক দণ্ড কি? এর উদ্দেশ্য কি ছিল? 

উত্তর:- হিন্দুরা যারা তাদের মুসলমান প্রজাদের কাছ থেকে জিজিয়ার অনুরূপ যে কর আদায় করতেন তাকে তুরস্ক দণ্ড বলে। 

উদ্দেশ্য:- অমুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকদের জিজিয়া কর আদায়ের ঘটনায় ক্ষুদ্ধ হয়ে কোনো কোনো হিন্দুরাজা তাদের রাজ্যে এই প্রতিশোধমূলটি আরোপ করেন।


৭) ইকতা কি?

উত্তর:- রাজত্ব লাভ এবং সামরিক সাহায্য লাভের বিনিময়ে অথবা বীরত্বের পুরস্কার স্বরূপ সুলতানি সাম্রাজ্যের যেসব অঞ্চল বিভিন্ন ব্যক্তিকে প্রদান করা হয় সেইসব অঞ্চলগুলিকে বলা হত ইকতা।


৮) দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো?

উত্তর:- দিল্লির সুলতানদের কখনো কখনো খলিফার অনুমোদন প্রয়োজন হতো। 

যেমন - 

১) গ্রহণযোগ্যতা লাভে:- অনেক সময় নতুন সুলতানকে কেউ মানতে চাইতো না। ঘনঘন বিদ্রোহে জেরবার সুলতান তখন খলিফার অনুমোদন নিয়ে প্রজাদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে চাইতো।

২) সুলতানে উন্নীত হতে:- অনেক সময় তুর্কি সেনাপতি বা নেতা সুলতানকে হটিয়ে নিজেই সুলতান হয়ে বসতেন। তখন খলিফার প্রয়োজন পড়তো। 


৯) কারা সুলতান রাজিয়ার সমর্থক ছিল? কারা ছিল তাঁর বিরোধী?

উত্তর:- সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ মানুষ। 

দিল্লির বাইরে থাকা তুর্কি অভিজাতরা প্রথম থেকেই রাজিয়ার বিরোধী ছিলেন। অ- তুর্কি অভিজাতদের গুরুত্ব দেওয়ায় দিল্লির তুর্কি অভিজাতরাও রাজিয়ার বিরোধিতা করতে থাকেন। এছাড়া রাজপুত শক্তি রাজিয়ার বিরোধী ছিল।


১০) আলাউদ্দিন খলজি কিভাবে মোঙ্গল আক্রমণের মোকাবিলা করেছিলেন?

উত্তর:- আলাউদ্দিন খলজি মোঙ্গল আক্রমণ মোকাবিলা করতে নিম্নলিখিত পরিকল্পনা গুলি নিয়েছিলেন-

১) প্রাচীর নির্মাণ :- মোঙ্গল আক্রমণ প্রতিরোধ করতে আলাউদ্দিন খলজির দিল্লির চারপাশে প্রাচীর গড়ে তোলেন।

২) দুর্গ সংস্কার :- তিনি পুরনো দুর্গ সংস্কার এবং নতুন দুর্গ নির্মাণ করে মোঙ্গলদের প্রতিরোধ করেন।

৩) সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি :- তিনি বিরাট সেনাবাহিনী গঠন করেন এবং সিরি নামে সেনা শহর গড়ে তোলেন।

৪) নব মুসলমান হত্যা :- মোঙ্গলরা বিদ্রোহ করলে আলাউদ্দিন খলজির নির্দেশে 30 হাজার নব মুসলমানের শিরচ্ছেদ করা হয়।


১১) ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলের বাংলা সংস্কৃতির পরিচয় দাও। 

উত্তর :- ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির উন্নয়ন ঘটেছিল। এই সময়ের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল - 

১) হিন্দু - মুসলিম ঐক্য :- হিন্দু - মুসলিম ঐক্য ও ধর্মনিরপেক্ষ প্রশাসন ছিল ইলিয়াস শাহী এবং হোসেন সাই আমলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সুলতানদের ধর্মীয় উদারতা বাংলায় সব ধর্মের মানুষকে কাছাকাছি আসতে সাহায্য করেছিল।

২) সাহিত্য :- এই সময় বাংলা ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে উন্নয়ন ঘটে। এই সময় রচিত হয় কৃত্তিবাসের "রামায়ণ" ইব্রাহিম কায়ুম ফারুকীর "শফরনামা" প্রভৃতি গ্রন্থ। এছাড়া শ্রীমদভাগবত গীতার বাংলা অনুবাদ, "বিদগ্ধ মাধব", "ললিত মাধব",  "মনসামঙ্গল" প্রভৃতি এই সময় রচিত হয়।

৩) শিল্প স্থাপত্য :- এই সময়কার বিখ্যাত শিল্প স্থাপত্য হল পান্ডুয়ার আদিনা মসজিদ, ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ প্রভৃতি।


১২) খলজি বিপ্লব কাকে বলে? 

উত্তর :- ১২৯০ খ্রিস্টাব্দে জালাল উদ্দিন খলজি ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন। এই ঘটনা খলজি বিপ্লব নামে পরিচিত। এর ফলে দিল্লিতে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়।


এছাড়া, পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর।


এই অধ্যায় থেকে এই প্রশ্নোত্তর গুলি অনুশীলন করলে আশা করি অন্য কোনো প্রশ্ন করার দরকার পড়বে না।


এই প্রশ্নগুলি সম্পর্কে কোন পরামর্শ থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক, ইতিহাস, পঞ্চম অধ্যায়

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ( Madhyamik History Question and Answer)) বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) | Madhyamik History Question and Answer ( 5th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ( পঞ্চম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 5th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History E...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...

মাধ্যমিক, ইতিহাস, অষ্টম অধ্যায়

  মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর (Madhyamik History Question and Answer)) উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭ - ১৯৬৪ ) ; ( অষ্টম অধ্যায় )  Madhyamik History Question and Answer ( 8th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব; (১৯৪৭ - ১৯৬৪)  ( অষ্টম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস –উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭ - ১৯৬৪) ; ( অষ্টম অধ্যায় )  :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 8th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭-১৯৬৪ )  থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History Examination ) – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী মাধ...