আদরের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ভূগোল বিষয়ের নবম অধ্যায় "এশিয়া মহাদেশ" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সম্পর্কে। এই প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য - মিথ্যা নির্ণয় বা ২ নম্বরের প্রশ্নোত্তর ইত্যাদি বিভিন্ন ভাবে আসতে পারে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই তোমাদের করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের পরীক্ষায় এই প্রশ্নোত্তর গুলি আসে।
Some important Geography question and Answer for students of class 7 from the ninth Chapter Asia.
এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে।
শ্রেণি :- সপ্তম শ্রেণি
বিষয় :- ভূগোল
অধ্যায় :- নবম অধ্যায়
অধ্যায়ের নাম :- এশিয়া মহাদেশ।
১) পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তর :- এশিয়া মহাদেশ।
২) পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি?
উত্তর :- এশিয়া মহাদেশ।
৩) পৃথিবীর ছাদ কাকে বলা হয়?
উত্তর :- পামীর মালভূমিকে।
৪) পৃথিবীর উচ্চতম স্থান কোনটি?
উত্তর :- মাউন্ট এভারেস্ট ( ৮,৮৪৮ মিটার )।
৫) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সমভূমি কোনটি?
উত্তর :- গঙ্গা - ব্রহ্মপুত্র সমভূমি।
৬) পৃথিবীর বৃহত্তম বনভূমি কোনটি?
উত্তর :- তৈগা বনভূমি।
৭) পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি?
উত্তর :- মরুসাগর।
৮) পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর :- কাস্পিয়ান সাগর।
৯) এশিয়াকে ইউরোপ থেকে কে পৃথক করেছে?
উত্তর :- ইউরাল পর্বত এবং ইউরাল নদী।
১০) এশিয়াকে আফ্রিকা থেকে কে পৃথক করেছে?
উত্তর :- লোহিত সাগর এবং সুয়েজ খাল।
১১) এশিয়া মহাদেশের মোট দেশের সংখ্যা কত?
উত্তর :- ৪৮ টি।
১২) আর্মেনীয় গ্রন্থি থেকে সৃষ্টি হওয়া দুটি পর্বতের নাম লেখো।
উত্তর :- পন্টিক, টরাস, এলবুর্জ প্রভৃতি।
১৩) পামীর গ্রন্থি থেকে সৃষ্টি হওয়া দুটি পর্বতের নাম লেখো।
উত্তর :- হিমালয় পর্বত, হিন্দুকুশ পর্বত, সুলেমান, কারাকোরাম ইত্যাদি।
১৪) তিব্বত মালভূমি কোথায় অবস্থিত?
উত্তর :- হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে।
১৫) পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মাঝে কোন মালভূমি অবস্থিত?
উত্তর :- আনাতোলিয়া মালভূমি।
১৬) এশিয়ার কয়েকটি উত্তর বাহিনী নদনদীর নাম লিখ
উত্তর :- ওব, ইনিসি এবং লেনা।
১৭) এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে কোন নদীটি দক্ষিণ চীন সাগরে পতিত হয়েছে?
উত্তর :- মেকং নদী।
১৮) এশিয়া মহাদেশের কোন নদীকে "স্বর্ণরেণুর নদী" বলে?
উত্তর :- ইয়াংসি নদীকে।
১৯) এশিয়ার কোন নদীকে পীত নদী বলে?
উত্তর :- হোয়াংহো নদীকে।
২০) এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর :- ইয়াংসি।
২১) এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান কোনটি?
উত্তর :- পাকিস্তানের জেকোবাবাদ।
২২) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?
উত্তর :- মেহগনি, রোজ উড, আয়রন উড, সেগুন, আবলুস, রবার, সিঙ্কোনা প্রভৃতি।
২৩) কোন অঞ্চলকে রেড বেসিন বলা হয়?
উত্তর :- ইয়াংসি নদীর সেজুয়ান অববাহিকাকে।
২৪) চীনের ধানের গোলা কোন অঞ্চলকে বলে?
উত্তর :- হুনান প্রদেশকে।
২৫) কোন শহরকে চীনের ম্যাঞ্চেস্টার বলা হয়?
উত্তর :- সাংহাই শহরকে।
২৬) জাপানের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর :- হনসু
২৭) জাপানের রাজধানী কোন শহর?
উত্তর :- টোকিয়ো।
২৮) জাপানের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি?
উত্তর :- টোকিয়ো - ইয়োকোহামা শিল্পাঞ্চল।
২৯) টোকিয়ো - ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্প কী কী?
উত্তর :- কার্পাস বস্ত্রবয়ন শিল্প, পশম শিল্প, কাগজ শিল্প, লৌহ ইস্পাত শিল্প, মোটরগাড়ি ও বিমান নির্মাণ শিল্প প্রভৃতি।
৩০) OPEC - এর পুরো নাম কী?
উত্তর :- অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোটিং কান্ট্রি।
৩১) বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোনটি?
উত্তর :- সৌদি আরবের ঘাওয়ার।
৩২) বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি?
উত্তর :- সাফানিয়া।
৩৩) সৌদি আরবের কোন কোন অঞ্চলে তৈল খনি রয়েছে?
উত্তর :- ধাওয়ার, আবকিক, ধাহরান, সাফানিয়া, মনিফা।
৩৪) পৃথিবীর কোন অঞ্চলের সবচেয়ে বেশি খনিজ তেল উত্তোলিত হয়?
উত্তর :- দক্ষিণ - পশ্চিম এশিয়ার দেশগুলোতে।
৩৫) OPEC কী?
উত্তর :- বিশ্বের বাজারে খনিজ তেলের দাম কত হবে, কোন দেশ কত পরিমান খনিজ তেল বিদেশে বিক্রি করবে সবটাই ঠিক করে ওপেক।
৩৬) চরম বৈশিষ্ট্যের মহাদেশ কাকে বলে?
উত্তর :- এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলে।
৩৭) জাপানের সর্ব বৃহৎ বন্দরের নাম কী?
উত্তর :- ইয়োকোহামা।
৩৮) পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কী?
উত্তর :- সৌদি আরব।
৩৯) চীনের হল্যান্ড বলা হয় কোন অঞ্চলকে ?
উত্তর :- ইয়াংসি কিয়াং নদীর বদ্বীপ অঞ্চলে ইউরোপের হল্যান্ডের মতো সমুদ্র থেকে ভূমি উদ্ধার করা হয় বলে এই অঞ্চলকে চীনের হল্যান্ড বলা হয়।
৪০) টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কী?
উত্তর :- সাত ইল আরব।
৪১) এশিয়ার দক্ষিণ বাহী নদীগুলির মধ্যে দীর্ঘতম কোনটি?
উত্তর :- মেকং নদী।
৪২) উত্তরবাহী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন?
উত্তর :- উত্তর বাহী নদীগুলির উত্তরাংশ বা মোহনা হিমমন্ডলে অবস্থিত বলে এই অংশে সব সময় বরফ জমে থাকে। তাই শরৎ ও বসন্তকালে উত্তরবাহী নদীগুলির উৎস অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদী গুলির অতিরিক্ত জল মোহনা অঞ্চলে সঞ্চিত বরফে বাঁধা পেয়ে উক্ত অঞ্চল গুলিতে প্রায় বন্যা ঘটায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন