সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সপ্তম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়

স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় "মুঘল সাম্রাজ্য" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও দীর্ঘ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। এছাড়া যে অনুশীলনী প্রশ্নোত্তর গুলি দেওয়া হল সেগুলি আগামী পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলি আসে।  এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে। শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :- ইতি...

দশম শ্রেণি, ভৌতবিজ্ঞান, আলো অধ্যায়








প্রিয় দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, Rajesh Sir Tutorial - এর পেজে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ভৌত বিজ্ঞানের পঞ্চম অধ্যায় "আলো" -র গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করবো।

Some important Question and Answer of Physical Science fifth chapter "Light" for Class 10 students of WBBSE.

বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 

বিষয় :- ভৌত বিজ্ঞান 

অধ্যায় :- পঞ্চম অধ্যায় 

অধ্যায়ের নাম :- আলো (Light)

আলোচ্য বিষয় :- অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ( Mcq,Saq )প্রশ্নোত্তর।

) গোলীয় দর্পণে বস্তু ও প্রতিবিম্বের অবস্থান কি বিনিময় যোগ্য? 

উত্তর :- হ্যাঁ।

২) গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়? 

উত্তর :- অধিবৃত্তীয় দর্পণ। 

৩) প্রতিফলক দূরবীক্ষনে কোন দর্পণ ব্যবহৃত হয়?

উত্তর :- অবতল দর্পণ। 

৪) একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? 

উত্তর :- অসীম দূরত্বে। 

৫) গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কত?

উত্তর :- ১

৬) আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। 

উত্তর :- রামধনু বা রং ধনু।

৭) সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? 

উত্তর :- অসীম।

৮) কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টি প্রতিকার করা যায়?

উত্তর :- অবতল লেন্স দ্বারা। 

৯) দন্ত চিকিৎসকরা দাঁত পর্যবেক্ষণ করার জন্য কোন দর্পণ ব্যবহার করেন? 

উত্তর :- অবতল দর্পণ। 

১০) আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হয়? 

উত্তর :- আপতন কোণ।

১১) অভিসারী লেন্স কাকে বলা হয়? 

উত্তর :- উত্তল লেন্সকে।

১২) মোটর গাড়ির ভিউফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? 

উত্তর :- উত্তল দর্পণ। 

১৩) কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? 

উত্তর :- অবলোহিত রশ্মির।

১৪) একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? 

উত্তর :- 0° হবে।

১৫) প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক ঘটে?

উত্তর :- বেগুনি।

১৬) একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? 

উত্তর :- তিনটি। 

১৭) কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে, এর চ্যুতি কোণ কত হবে?

উত্তর :- ০°

১৮) গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায়?

উত্তর :- কোন উত্তল বা অবতল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে এর মেরু বলে।

১৯) কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব কেমন হবে?

উত্তর :- অসদ্ ও সমশীর্ষ।

২০) X -রশ্মির একটি ব্যবহার লেখো।

উত্তর :- চিকিৎসা ক্ষেত্রে মানুষের হাড়ের ও অন্যান্য অংশের ছবি তোলার কাজে ব্যবহৃত হয়। 

২১) কোন আলো সবচেয়ে বেশি বিক্ষেপিত হয়?

উত্তর :- নীল।

২২) কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ্ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? 

উত্তর :- হ্যাঁ পারে।

২৩) কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক?

উত্তর :- উত্তল।

২৪) শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? 

উত্তর :- শূন্য মাধ্যমে সব বর্ণের আলোর বেগ সমান হয়।

২৫) ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?

উত্তর :- উত্তল লেন্স।

২৬) প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বর্ণালির প্রান্তিক বর্ণ দুটি কী কী?

উত্তর :- লাল এবং বেগুনি। 

২৭) তড়িৎ চুম্বকীয় বর্ণালির কোন তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?

উত্তর :- বেগুনি বর্ণের।

২৮) গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোজী সরলরেখাকে কী বলে?

উত্তর :- প্রধান অক্ষ।

২৯) সদবিম্ব লেন্সের কোন পাশে গঠিত হয়?

উত্তর :- লেন্সের যে পাশে বস্তু থাকে তার বিপরীত দিকে। 

৩০) স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?

উত্তর :- উত্তল দর্পন।

৩১) সরল ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ?

উত্তর :- সদ্ প্রতিবিম্ব।

৩২) দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য পাল্লা কত?

উত্তর :- ৪০০ nm থেকে ৮০০ nm

৩৩) আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না? 

উত্তর :- ০°

৩৪) লেন্সের আলোক কেন্দ্র কোথায় অবস্থান করে? 

উত্তর :- লেন্সের মধ্য বিন্দুতে যেখানে লেন্সের প্রধান অক্ষ অতিক্রম করে।

৩৫) কোন লেন্সকে কখন বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা যাবে? 

উত্তর :- উত্তল লেন্সকে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয়। কোনো বস্তুকে উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে রাখা হলে।

৩৬) কোন লেন্সকে অপসারী লেন্স বলা হয়? 

উত্তর :- অবতল লেন্স। 

৩৭) স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত?

উত্তর :- ২৫ সেমি।

৩৮) বিপদ সংকেত হিসেবে কোন বর্ণের আলোর ব্যবহার করা হয়?

উত্তর :- লাল বর্ণের আলোক।

৩৯) বেগুনি ও লাল আলোর মধ্যে কোন্ আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কম?

উত্তর :- লাল আলো। 

৪০) আলোর কোন ঘটনার জন্য দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায়?

উত্তর :- বিক্ষেপণ। 

৪১) প্রতিসরণের সময় আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত কী হয়?

উত্তর :- ধ্রুবক। 

৪২) শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কত? 

উত্তর :- ১

৪৩) বর্ণালী সৃষ্টির মূল কারণ কী,

উত্তর :- আলোর বিচ্ছুরণ। 

৪৪) আলোর বর্ণ কিসের ওপর নির্ভর করে? 

উত্তর :- তরঙ্গ দৈর্ঘ্যের ওপর।

৪৫) একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? 

উত্তর :- অসদ্ এবং সমশীর্ষ। 

৪৬) ENT ডাক্তারের মাথায় যে দর্পণ থাকে সেটি কোন দর্পণ? 

উত্তর :- অবতল দর্পণ। 

৪৭) গোলীয় দর্পণর প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কী বলা হয়?

উত্তর :- মেরু। 

৪৮)  সরল ক্যামেরায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?

উত্তর :- সদবিম্ব।

৪৯) দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী?

উত্তর :- f

 = r/2

৫০) জলের মধ্যে গঠিত বায়ুর বুদবুদ উত্তল না অবতল লেন্সের মতো কাজ করে? 

উত্তর :- অবতল লেন্স।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক, ইতিহাস, পঞ্চম অধ্যায়

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ( Madhyamik History Question and Answer)) বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) | Madhyamik History Question and Answer ( 5th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ( পঞ্চম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 5th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History E...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...

মাধ্যমিক, ইতিহাস, অষ্টম অধ্যায়

  মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর (Madhyamik History Question and Answer)) উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭ - ১৯৬৪ ) ; ( অষ্টম অধ্যায় )  Madhyamik History Question and Answer ( 8th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব; (১৯৪৭ - ১৯৬৪)  ( অষ্টম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস –উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭ - ১৯৬৪) ; ( অষ্টম অধ্যায় )  :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 8th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭-১৯৬৪ )  থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History Examination ) – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী মাধ...