প্রিয় দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, Rajesh Sir Tutorial - এর পেজে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ভৌত বিজ্ঞানের পঞ্চম অধ্যায় "আলো" -র গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করবো।
Some important Question and Answer of Physical Science fifth chapter "Light" for Class 10 students of WBBSE.
বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
বিষয় :- ভৌত বিজ্ঞান
অধ্যায় :- পঞ্চম অধ্যায়
অধ্যায়ের নাম :- আলো (Light)
আলোচ্য বিষয় :- অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ( Mcq,Saq )প্রশ্নোত্তর।
১) গোলীয় দর্পণে বস্তু ও প্রতিবিম্বের অবস্থান কি বিনিময় যোগ্য?
উত্তর :- হ্যাঁ।
২) গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর :- অধিবৃত্তীয় দর্পণ।
৩) প্রতিফলক দূরবীক্ষনে কোন দর্পণ ব্যবহৃত হয়?
উত্তর :- অবতল দর্পণ।
৪) একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
উত্তর :- অসীম দূরত্বে।
৫) গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কত?
উত্তর :- ১
৬) আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
উত্তর :- রামধনু বা রং ধনু।
৭) সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত?
উত্তর :- অসীম।
৮) কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টি প্রতিকার করা যায়?
উত্তর :- অবতল লেন্স দ্বারা।
৯) দন্ত চিকিৎসকরা দাঁত পর্যবেক্ষণ করার জন্য কোন দর্পণ ব্যবহার করেন?
উত্তর :- অবতল দর্পণ।
১০) আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হয়?
উত্তর :- আপতন কোণ।
১১) অভিসারী লেন্স কাকে বলা হয়?
উত্তর :- উত্তল লেন্সকে।
১২) মোটর গাড়ির ভিউফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
উত্তর :- উত্তল দর্পণ।
১৩) কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
উত্তর :- অবলোহিত রশ্মির।
১৪) একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে?
উত্তর :- 0° হবে।
১৫) প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক ঘটে?
উত্তর :- বেগুনি।
১৬) একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে?
উত্তর :- তিনটি।
১৭) কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে, এর চ্যুতি কোণ কত হবে?
উত্তর :- ০°
১৮) গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায়?
উত্তর :- কোন উত্তল বা অবতল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে এর মেরু বলে।
১৯) কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব কেমন হবে?
উত্তর :- অসদ্ ও সমশীর্ষ।
২০) X -রশ্মির একটি ব্যবহার লেখো।
উত্তর :- চিকিৎসা ক্ষেত্রে মানুষের হাড়ের ও অন্যান্য অংশের ছবি তোলার কাজে ব্যবহৃত হয়।
২১) কোন আলো সবচেয়ে বেশি বিক্ষেপিত হয়?
উত্তর :- নীল।
২২) কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ্ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি?
উত্তর :- হ্যাঁ পারে।
২৩) কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক?
উত্তর :- উত্তল।
২৪) শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন?
উত্তর :- শূন্য মাধ্যমে সব বর্ণের আলোর বেগ সমান হয়।
২৫) ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তর :- উত্তল লেন্স।
২৬) প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বর্ণালির প্রান্তিক বর্ণ দুটি কী কী?
উত্তর :- লাল এবং বেগুনি।
২৭) তড়িৎ চুম্বকীয় বর্ণালির কোন তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?
উত্তর :- বেগুনি বর্ণের।
২৮) গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোজী সরলরেখাকে কী বলে?
উত্তর :- প্রধান অক্ষ।
২৯) সদবিম্ব লেন্সের কোন পাশে গঠিত হয়?
উত্তর :- লেন্সের যে পাশে বস্তু থাকে তার বিপরীত দিকে।
৩০) স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর :- উত্তল দর্পন।
৩১) সরল ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ?
উত্তর :- সদ্ প্রতিবিম্ব।
৩২) দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য পাল্লা কত?
উত্তর :- ৪০০ nm থেকে ৮০০ nm
৩৩) আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না?
উত্তর :- ০°
৩৪) লেন্সের আলোক কেন্দ্র কোথায় অবস্থান করে?
উত্তর :- লেন্সের মধ্য বিন্দুতে যেখানে লেন্সের প্রধান অক্ষ অতিক্রম করে।
৩৫) কোন লেন্সকে কখন বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা যাবে?
উত্তর :- উত্তল লেন্সকে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয়। কোনো বস্তুকে উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে রাখা হলে।
৩৬) কোন লেন্সকে অপসারী লেন্স বলা হয়?
উত্তর :- অবতল লেন্স।
৩৭) স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত?
উত্তর :- ২৫ সেমি।
৩৮) বিপদ সংকেত হিসেবে কোন বর্ণের আলোর ব্যবহার করা হয়?
উত্তর :- লাল বর্ণের আলোক।
৩৯) বেগুনি ও লাল আলোর মধ্যে কোন্ আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কম?
উত্তর :- লাল আলো।
৪০) আলোর কোন ঘটনার জন্য দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায়?
উত্তর :- বিক্ষেপণ।
৪১) প্রতিসরণের সময় আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত কী হয়?
উত্তর :- ধ্রুবক।
৪২) শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কত?
উত্তর :- ১
৪৩) বর্ণালী সৃষ্টির মূল কারণ কী,
উত্তর :- আলোর বিচ্ছুরণ।
৪৪) আলোর বর্ণ কিসের ওপর নির্ভর করে?
উত্তর :- তরঙ্গ দৈর্ঘ্যের ওপর।
৪৫) একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি?
উত্তর :- অসদ্ এবং সমশীর্ষ।
৪৬) ENT ডাক্তারের মাথায় যে দর্পণ থাকে সেটি কোন দর্পণ?
উত্তর :- অবতল দর্পণ।
৪৭) গোলীয় দর্পণর প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কী বলা হয়?
উত্তর :- মেরু।
৪৮) সরল ক্যামেরায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তর :- সদবিম্ব।
৪৯) দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী?
উত্তর :- f
= r/2
৫০) জলের মধ্যে গঠিত বায়ুর বুদবুদ উত্তল না অবতল লেন্সের মতো কাজ করে?
উত্তর :- অবতল লেন্স।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন