আদরের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" বিষয়ের তৃতীয় অধ্যায় "পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া" অংশটির থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই প্রথম সামেটিভ পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। সপ্তম শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে।
বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
শ্রেণি :- সপ্তম শ্রেণি
বিষয় :- পরিবেশ ও বিজ্ঞান
অধ্যায় :- তৃতীয় অধ্যায়
অধ্যায়ের নাম :- পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া।
আলোচ্য অংশ :- অতি গুরুত্বপূর্ণ ১,২ নম্বরের প্রশ্নোত্তর।
১) পরমাণুর সবচেয়ে হালকা কণা কোনটি?
উত্তর :- ইলেকট্রন।
২) পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম কী?
উত্তর :- নিউট্রন।
৩) পরমাণুবাদ - এর প্রবক্তা কে?
উত্তর :- জন ডালটন।
৪) হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত?
উত্তর :- ২
৫) কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই?
উত্তর :- সাধারণ হাইড্রোজেন।
৬) ইউরেনিয়াম, সিসা, পারদ, টিন, জায়মান হাইড্রোজেন এদের চিহ্ন লেখো।
উত্তর :- ইউরেনিয়াম :- U
সিসা :- Pb
পারদ :- Hg
টিন :- Sn
জায়মান হাইড্রোজেন :- [ H ]
৭) কোন পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক একই?
উত্তর :- হাইড্রোজেন পরমাণু।
৮) একটি প্রোটনের ভর একটি নিউট্রনের ভরের কত অংশ?
উত্তর :- দুটি কণার ভর প্রায় সমান।
৯) পরমাণুর কেন্দ্রকে কী বলে?
উত্তর :- নিউক্লিয়াস।
১০) একটি ত্রি - পরমাণুক মৌলিক অণুর নাম লেখো।
উত্তর :- ওজোন।
১১) একটি শূন্যযোজী মৌলের নাম লেখো।
উত্তর :- হিলিয়াম (He)।
১২) পরিবর্তনশীল যোজ্যতার একটি উদাহরণ দাও।
উত্তর :- ফেরাস (Fe)।
১৩) একটি মূলকের উদাহরণ দাও যার যোজ্যতা 3।
উত্তর :- ফসফেট।
১৪) একটি ঋনাত্মক তড়িৎ ধর্মী মূলকের নাম লেখো।
উত্তর :- সালফেট।
১৫) একটি এক - পরমাণুক অ্যানায়নের সংকেত লেখো যার ( -1 )
উত্তর :- Cl -
১৬) পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা পার্থক্য কত?
উত্তর :- ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান।
১৭) পরমাণুর ধনাত্মক আধানযুক্ত কণাটির নাম কী?
উত্তর :- প্রোটন।
১৮) পরমাণুর ঋণাত্মক আধানযুক্ত কণাটির নাম কী?
উত্তর :- ইলেকট্রন।
১৯) পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণা থাকে?
উত্তর :- প্রোটন ও নিউট্রন।
২০) পরমাণুর নিউক্লিয়াস কোন আধান যুক্ত হয়?
উত্তর :- ধনাত্মক আধানযুক্ত।
২১) কোন কণাটি পরমাণুর কেন্দ্রকে আবর্তন করে?
উত্তর :- ইলেকট্রন কণা।
২২) কোন মৌলের পরমাণু - ক্রমাঙ্ক 12 হলে, ওই মৌলের প্রোটন সংখ্যা কত হবে?
উত্তর :- 12 টি
২৩) ক্যালসিয়ামের চিহ্ন কোনটি?
উত্তর :- Ca
২৪) সোডিয়াম এর চিহ্ন এবং নিউট্রন সংখ্যা লেখো।
উত্তর :- সোডিয়াম এর চিহ্ন Na, নিউট্রন সংখ্যা 12
২৫) টিনের ল্যাটিন নাম কী?
উত্তর :- স্ট্যানাম।
২৬) পরিবর্তনশীল যোজ্যতা সম্পন্ন একটি ধাতুর উদাহরণ দাও।
উত্তর :- কপার।
২৭) কোন পরমানু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে কী উৎপন্ন হয়?
উত্তর :- ক্যাটায়ন।
২৮) কার্বনের যোজ্যতা কত?
উত্তর :- 4
২৯) অ্যানায়ন এবং ক্যাটায়ন কাকে বলে?
উত্তর :- ঋণাত্মক আধানযুক্ত আয়নকে অ্যানায়ন এবং ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে।।
৩০) যে বিক্রিয়ার একটি মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে সেই জায়গা দখল করে, তাকে কী বিক্রিয়া বলে?
উত্তর :- প্রতিস্থাপন বিক্রিয়া।
৩১) পাথুরে চুনের রাসায়নিক নাম কী?
উত্তর :- ক্যালশিয়াম অক্সাইড।
৩২) কাপড় কাচার সোডা এবং মিউরিয়েটিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
উত্তর :- কার্বন ডাই অক্সাইড।
৩৩) পাথুরে চুনে জল দিলে কোন রাসায়নিক পদার্থটি উৎপন্ন হয়?
উত্তর :- ক্যালশিয়াম হাইড্রক্সাইড।
৩৪) পরমাণুর নিউক্লিয়াস বলতে কী বোঝো?
উত্তর :- পরমাণুর কেন্দ্রে একটি ছোটো জায়গায় প্রোটন ও নিউট্রনগুলি জোটবদ্ধ অবস্থায় থাকে। একে পরমাণুর নিউক্লিয়াস বলে।
৩৫) মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলতে কী বোঝায়?
উত্তর :- কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে।
৩৬) কোনো মৌলের ভর সংখ্যা বলতে কী বোঝায়?
উত্তর :- কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের বা পরমাণুর ভর সংখ্যা বলে।
৩৭) আয়ন কাকে বলে?
উত্তর :- তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। আয়ন মূলত দুই প্রকার - ক্যাটায়ন এবং অ্যানায়ন।
৩৮) পরমাণুর নিউক্লিয়াসে কী কী কণা থাকে?
উত্তর :- পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন কণা থাকে।
৩৯) পরমাণু নিস্তড়িৎ হয় কেন?
উত্তর :- পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক তড়িৎগ্ৰস্ত প্রোটন কণা থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক তত সংখ্যক ঋণাত্মক তড়িৎগ্ৰস্ত ইলেকট্রন কণা থাকে। এছাড়া প্রোটন ও ইলেকট্রনের আধানের মান সমান। তাই পরমাণু নিস্তড়িৎ হয়।
৪০) পরিবর্তনশীল যোজ্যতা বলতে কী বোঝায়?
উত্তর :- কতকগুলি মৌলের একাধিক যোজ্যতা দেখা যায়, যাকে বলে পরিবর্তনশীল যোজ্যতা।
যেমন - তামা বা কপার এবং লোহা বা আয়রন।
৪১) চিহ্ন কাকে বলে?
উত্তর :- কোন মৌলিক পদার্থের নাম যার সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয়, তাকে চিহ্ন বলে।
৪২) সংকেত কাকে বলে?
উত্তর :- মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে সংকেত বলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন