সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ষষ্ঠ শ্রেণি, পরিবেশ ও বিজ্ঞান, পঞ্চম অধ্যায়, মাপজোক বা পরিমাপ

আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা,  Rajesh Sir Tutorial  পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" বিষয়ের পঞ্চম অধ্যায় "মাপজোক বা পরিমাপ" অংশটির একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের পরীক্ষার সময় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই সামেটিভ ও বার্ষিক পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে। বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ  শ্রেণি :- ষষ্ঠ শ্রেণি বিষয় :-   পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় :- পঞ্চম অধ্যায়  অধ্যায়ের নাম :- মাপজোক বা পরিমাপ আলোচ্য অংশ :- এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ১,২ নম্বরের প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। প্রতিটি প্রশ্নের মান ১ ১) ভৌতরা...

ষষ্ঠ শ্রেণি, ভূগোল, দশম অধ্যায়, আমাদের দেশ ভারত








 আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির "ভূগোল" বিষয়ের দশম অধ্যায় " আমাদের দেশ ভারত" অংশটির "ভারতের ভূপ্রকৃতি ও নদনদী" থেকে অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই প্রথম সামেটিভ পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা  www.rajeshsir.in - এ খোঁজ করবে।

বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 

শ্রেণি :- ষষ্ঠ শ্রেণি

বিষয় :- ভূগোল ( আমাদের পৃথিবী )

অধ্যায় :- দশম অধ্যায় 

অধ্যায়ের নাম :- আমাদের দেশ ভারত

আলোচ্য অংশ :- ভারতের ভূপ্রকৃতি ও নদনদী। 

-:নীচের প্রশ্নোত্তরগুলি ভীষণ গুরুত্বপূর্ণ:-

১) ভারতবর্ষ কোন মহাদেশে অবস্থিত? 

উত্তর :- এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। 

২) ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত? 

উত্তর :- ভারত নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত।

৩) ভারত মূল মধ্যরেখার কোন দিকে অবস্থিত? 

উত্তর :- ভারত মূল মধ্যরেখার পূর্বে অবস্থিত। 

৪) কোন রেখাটি ভারতবর্ষের মাঝখান দিয়ে গিয়েছে? 

উত্তর :- কর্কটক্রান্তি রেখা। 

৫) উপসাগর কাকে বলে? 

উত্তর :- তিনদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে।

৬) উপদ্বীপ কাকে বলে? 

উত্তর :- তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। 

৭) ভারতের দক্ষিণ দিকটি দেখতে কেমন? 

উত্তর :- ত্রিভুজের মতো।

৮) ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? 

উত্তর :- কন্যাকুমারিকা। 

৯) কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? 

উত্তর :- গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, ঝাড়খন্ড, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গ।

১০) ভারতের রাজধানী কোনটি? 

উত্তর :- নিউ দিল্লী। 

১১) বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কত? 

উত্তর :- ২৮ টি। 

১২) ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? 

উত্তর :- ৯ টি।

১৩) ১৯৫৬ সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি কী ছিল? 

উত্তর :- ভাষা। 

১৪) ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কত? 

উত্তর :- ২২ টি।

১৫) জনসংখ্যার বিচারে ভারতের স্থান পৃথিবীতে কততম? 

উত্তর :- দ্বিতীয়। 

১৬) ক্ষেত্রফলের বিচারে ভারত পৃথিবীর কততম দেশ? 

উত্তর :- সপ্তম। 

১৭) ভারতের সক্ষরতার হার কত?

উত্তর :- ৭৪.০৪ শতাংশ।

১৮) ভারতের বৃহত্তম শহর কোনটি? 

উত্তর :- মুম্বাই। 

১৯) ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? 

উত্তর :- রাজস্থান। 

২০) ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি 

উত্তর :- গোয়া। 

২১) ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি 

উত্তর :- উত্তর প্রদেশ। 

২২) ভারতের সবচেয়ে জন বিরল রাজ্য কোনটি 

উত্তর :- সিকিম।

২৩) ভারতে চারিদিকে কী কী দেশ আছে?

অথবা 

ভারতের সীমানা লেখো।

উত্তর :- ভারতের উত্তর-পশ্চিমে আছে পাকিস্তান ও আফগানিস্তান। উত্তরে আছে চীন, নেপাল ও ভুটান। ভারতের পূর্ব দিকে মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর। পশ্চিমে রয়েছে আরব সাগর। এবং দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা।

২৪) নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে আছে? 

উত্তর :- নেপালের সঙ্গে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম এবং ভুটানের সঙ্গে সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম এবং অরুণাচল প্রদেশ স্পর্শ করে আছে। 

২৫) পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে?

উত্তর :- আসাম, মেঘালয়, ত্রিপুরা।

২৬) ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? 

উত্তর :- কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন। 

২৭) ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? 

উত্তর :- সিয়াচেন হিমবাহ। 

২৮) ভারতের দুটি হিমবাহের নাম লেখো।

উত্তর :- সিয়াচেন এবং জেমু। 

২৯) ভারতের কয়েকটি গিরিপথের নাম লেখো।

উত্তর :- বানিহাল জোজিলা এবং নাথুলা। 

৩০) "হিমালয়" কথার অর্থ কী?

উত্তর :- বরফের গৃহ। 

৩১) পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?

উত্তর :- হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট। 

৩২) পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?

উত্তর :- কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন। 

৩৩) পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?

উত্তর :- কাঞ্চনজঙ্ঘা। 

৩৪) দুন কাকে বলে?

উত্তর :- শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে।  যেমন - দেরাদুন। 

৩৫) তরাই অঞ্চল বা তরাই কাকে বলে?

উত্তর :- শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণাবৃত অঞ্চলটিকে তরাই বলে। 

৩৬) ভারতের প্রধান নদী কোনটি? 

উত্তর :- গঙ্গা। 

৩৭) গারো, খাসি, জয়ন্তিয়া প্রভৃতি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

উত্তর :- মেঘালয় রাজ্যে।

৩৮) গিরিপথ কাকে বলে? 

উত্তর :- দুটি পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ বলে।

৩৯) গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 

উত্তর :- ২৫২৫ কিমি।

৪০) গঙ্গা নদীর উৎস কোথায়? 

উত্তর :- হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে।

৪১) গঙ্গা নদীর কয়েকটি উপনদীর নাম লেখো।

উত্তর :- যমুনা, শোন, গন্ডক, গোমতী প্রভৃতি।

৪২) গঙ্গা নদীর দুটি শাখা নদীর নাম লেখো।

উত্তর :- পদ্মা এবং ভাগীরথী।

৪৩) গঙ্গা নদীর তীরে কোন কোন শহর গড়ে উঠেছে? 

উত্তর :- হরিদ্বার , কানপুর, এলাহাবাদ, কলকাতা, পাটনা প্রভৃতি।

৪৪) ব্রহ্মপুত্র নদের উৎস কোথায়? 

উত্তর :- তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুং দং হিমবাহ থেকে।

৪৫) ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত?

উত্তর :- সাংপো।

৪৬) ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা কয়েকটি শহরের নাম লেখো।

উত্তর :- ইটানগর, ডিব্রুগড়, গুয়াহাটি প্রভৃতি। 

৪৭) ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত?

উত্তর :- ২৯০০ কিমি।

৪৮) সিন্ধু নদীর উৎস কোথায়? 

উত্তর :- তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে। 

৪৯) সিন্ধু নদী কোথায় পতিত হয়েছে? 

উত্তর :- আরব সাগরে। 

৫০) সিন্ধু নদীর দুটি উপনদীর নাম লেখো।

উত্তর :- বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা। 

৫১) ভারতকে নদীমাতৃক দেশ বলে কেন?

                    অথবা 

ভারতের জনজীবনে নদনদীর প্রভাব আলোচনা করো।

উত্তর :- ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলো জনজীবনে কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায় ও জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়।

৫২) পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ কোনটি? 

উত্তর :- ব্রহ্মপুত্র নদের মাজুলী দ্বীপ।

৫৩) "পাঞ্জাব" শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? 

উত্তর :- "পাঞ্জাব" শব্দটির উৎপত্তি সিন্ধুর পাঁচটি উপনদী থেকে।

৫৪) গঙ্গার তীরে গড়ে ওঠা দুটি তীর্থস্থানের নাম লেখো।

উত্তর :- হরিদ্বার ও বারাণসী।

৫৫) পূর্ব ভারতের উচ্চভূমি অঞ্চলে কোন কোন মালভূমি দেখা যায়? 

উত্তর :- ছোটনাগপুর মালভূমি, বাঘেলখন্ড মালভূমি।

৫৬) পশ্চিমঘাট পর্বতের আরেক নাম কী?

উত্তর :- সহ্যাদ্রি।

৫৭) দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গ কোনটি? 

উত্তর :- আনাইমালাই পর্বতের আনাইমুদি।

৫৮) ভারতের বৃহত্তম মরু অঞ্চল কোনটি? 

উত্তর :- রাজস্থানের থর মরুভূমি ( পশ্চিমের মরু অঞ্চল )।

৫৯) মরুভূমি অঞ্চলে একটি নদীর উদাহরণ দাও। 

উত্তর :- লুনী।

৬০) দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? 

উত্তর :- গোদাবরী নদী।

৬১) "দক্ষিণ ভারতের গঙ্গা" কাকে বলা হয়?

উত্তর :- গোদাবরী নদীকে।

৬২) বাংলাদেশে গঙ্গা নদী কী নামে পরিচিত?

উত্তর :- পদ্মা নামে পরিচিত। 

৬৩) উপকূল কাকে বলে? 

উত্তর :- যে অঞ্চল বরাবর স্থলভাগ সমুদ্রে মিলিত হয়, তাকে উপকূল বলে।

৬৪) উপকূলীয় সমভূমি কাকে বলে? 

উত্তর :- উপকূল অঞ্চলে বালি, পলি, নুড়ি জমা হয়ে যে সমভূমির সৃষ্টি করে, তাকে উপকূলীয় সমভূমি বলে।

৬৫) কয়াল কাকে বলে? 

উত্তর :- মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে।

৬৬) ভারতের উপকূলীয় সমভূমি কোন কোন সাগরের তীরে গড়ে উঠেছে?

উত্তর :- আরব সাগর এবং বঙ্গোপসাগর। 

৬৭) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত? 

উত্তর :- বঙ্গোপসাগরে। 

৬৮) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট কতগুলি দ্বীপ আছে? 

উত্তর :- ২৬৫ টি। 

৬৯) লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত? 

উত্তর :- আরব সাগরে। 

৭০) প্রবাল কী?

উত্তর :- প্রবাল হল এক ধরনের ছোট সামুদ্রিক প্রাণী।

৭১) কোন দ্বীপপুঞ্জে প্রবাল দ্বীপ আছে? 

উত্তর :- লাক্ষা দ্বীপপুঞ্জে।

৭২) দ্বীপপুঞ্জ কাকে বলে? 

উত্তর :- অনেকগুলো ছোটো ছোটো দ্বীপকে একসঙ্গে দ্বীপপুঞ্জ বলা হয়।

৭৩) ভূপ্রকৃতির বৈচিত্র অনুসারে ভারতকে কয়টি বিভাগে ভাগ করা যায় ও কী কী?

উত্তর :- ভূপ্রকৃতির বৈচিত্র অনুসারে ভারতকে সাধারণত পাঁচটি ভূ প্রাকৃতিক বিভাগে ভাগ করা হয়। এগুলি হল -

১) উত্তরের পার্বত্য অঞ্চল, 

২) উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল,  

৩) উপদ্বীপীয় মালভূমি অঞ্চল,  

৪) পশ্চিমের মরু অঞ্চল  এবং 

৫) উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ।

৭৪) উপদ্বীপীয় মালভূমি অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি?

উত্তর :- উপদ্বীপীয় মালভূমি অঞ্চলকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা - 

১) মধ্যভাগের উচ্চভূমি, 

২) পূর্ব ভারতের উচ্চভূমি এবং 

৩) দাক্ষিণাত্যের মালভূমি। 

৭৫)  ভারতের মরু অঞ্চলে বেশি মানুষ বসবাস করে না কেন? 

উত্তর :- মরু অঞ্চলে বৃষ্টিপাত বেশি না হওয়ায় চাষবাস একেবারেই হয় না বললেই চলে। তাই এই অঞ্চলে মানুষের বসবাস খুব কম।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

  জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন )নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচক টির নাম কি?  উত্তর :- লাইসোজাইম। ২) লালা রসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...