প্রিয় দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial এর পক্ষ থেকে আগামী পরীক্ষার জন্য তোমাদের রইলো শুভকামনা।আজ এই পোস্টে তোমাদের আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করা হলো। এই সাজেশন গুলো তোমরা যদি আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় করে যাও আশা করি তাহলে তোমাদের ইতিহাস বিষয়ে কোনো অসুবিধা হবে না। তোমাদের যে পাঁচটি আট নম্বরের প্রশ্ন আগামী পরীক্ষায় আসবে তা এই সাজেশনগুলোর মধ্য থেকে আসবে এ ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি। তাই ইতিহাসের বড় প্রশ্নগুলি কমন পেতে হলে এই সাজেশনটি খুব ভালোভাবে করে যাবে।
তোমাদের আগামী পরীক্ষা খুব ভালো হোক এই কামনা করি।
প্রথম অধ্যায় ( অতীতকে স্মরণ )
১) কিংবদন্তির সংজ্ঞা এবং বিভিন্ন বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো। বিভিন্ন কিংবদন্তির উদাহরণ দাও।
২) লোক কথা কাকে বলে? লোক কথার বিভিন্ন বৈশিষ্ট্য গুলি উল্লেখ কর? এর গুরুত্ব কি?
৩) পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? পেশাদারী ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের পার্থক্য লিখ।
৪) মৌখিক ঐতিহ্য কি? এর বৈশিষ্ট্য লিখ। এর গুরুত্ব আলোচনা কর।
দ্বিতীয় অধ্যায় ( উনবিংশ ও বিশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার )
১) সাম্রাজ্যবাদ কি? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো।
২) সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্বটি আলোচনা করো।
৩) মার্কেন্টাইল মতবাদ কি? এর মূল বক্তব্য গুলি কি ছিল?
তৃতীয় অধ্যায় ( উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য )
১) পলাশীর যুদ্ধ এবং বক্সার যুদ্ধের তুলনামূলক আলোচনা করো।
২) অবশিল্পায়ন কি? এর কারণগুলি লিখ? এর প্রভাব আলোচনা করো।
৩) ব্রিটিশ সরকারের ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কি ছিল? ভারতে রেলপথ স্থাপনের ফলাফল আলোচনা করো
চতুর্থ অধ্যায় ( সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া )
১) সমাজ সংস্কার এবং শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো।
২) ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৩) ৪ মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো।
৪) স্যার সৈয়দ আহমদ খান এর নেতৃত্বে আলিগড় আন্দোলনের পরিচয় দাও।
পঞ্চম অধ্যায় ( উপনিবেশিক ভারতের শাসন )
১) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো। এই হত্যাকাণ্ডের গুরুত্ব আলোচনা করো।
২) মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো। এই মামলার পরিণতি কী হয়েছিল?
৩) লখনৌ চুক্তির শর্তাবলী ও এই চুক্তির গুরুত্ব আলোচনা করো।
৪) ১৯০৯ খ্রিস্টাব্দের মর্লে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো।
ষষ্ঠ অধ্যায় ( দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ )
১) ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো।
২) ভারতছাড়ো আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৩) ভারতের গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা কর। ভারতীয় গণপরিষদের দুজন সদস্যের নাম লিখ।
সপ্তম অধ্যায় ( ঠান্ডা লড়াইয়ের যুগ )
১) ঠান্ডা লড়াই কি? এর উদ্ভব ও বৈশিষ্ট্য সম্পর্কে লিখ।
২) জোট নিরপেক্ষ নীতি কি? এর বৈশিষ্ট্য ও জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো।
৩) সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল? সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো।
অষ্টম অধ্যায় (অব উপনিবেশীকরণ)
১) বাংলাদেশের মুক্তি সংগ্রামে শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা কর।
২) স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্য কি ছিল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল্যায়ন করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন