প্রিয় ছাত্র-ছাত্রীরা, তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষা তোমাদের দরজার সামনে কড়া নাড়ছে। Rajesh Sir Tutorial এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আগামী মাধ্যমিক পরীক্ষার শুভকামনা, তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক। আজ এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের দুই নম্বরের সকল প্রশ্নের সাজেশন দেওয়া হলো। আগত পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা এই প্রশ্নগুলি অতি অবশ্যই অনুশীলন করবে। আগামী পরীক্ষায় সকল প্রশ্ন ১০০% কমন পাওয়ার জন্য www.rajeshsir.in ফলো করো।
Some important suggestion and questions from the Geography subject of wbbsc, class 10
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রতি গুরুত্বপূর্ণ সাজেশন ২০২৫:-
বিষয় :- ভূগোল
শ্রেণি :- দশম শ্রেণি
প্রশ্নের মান :- ২
পরীক্ষার তারিখ :- ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
প্রতিটি প্রশ্নের মান ২
-: প্রথম অধ্যায় :-
-: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
১) বার্গস্রুন্ড কী?
২) অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়?
৩) পর্যায়নের সংজ্ঞা দাও।
৪) "লোয়েস" এর সংজ্ঞা দাও।
৫) তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও।
৬) পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়?
৬) 'ডিমের ঝুড়ি' ভূমিরূপ কাকে বলে?
৭) পলল শঙ্কু কী?
৮) জলবিভাজিকার সংজ্ঞা দাও।
৯) হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি U এর মত হয় কেন?
১০) ষষ্ঠঘাতের সূত্রটি লেখো।
-: দ্বিতীয় অধ্যায় :-
-: বায়ুমণ্ডল :-
১) জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
২) চিনুক কি?
৩) নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো?
৪) বৈপরীত্য উষ্ণতা কাকে বলে?
-: তৃতীয় অধ্যায় :-
-: বারিমন্ডল : সমুদ্রস্রোত ও জোয়ার ভাটা :-
১) হিমপ্রাচীর কী?
২) বান ডাকা কাকে বলে?
৩) শৈবাল সাগর কী?
৪) মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার কাকে বলে?
-: চতুর্থ অধ্যায় :-
-: বর্জ্য ব্যবস্থাপনা :-
১) 4 R কী?
২) E বর্জ্য কী?
৩) লিচেট কাকে বলে?
৪) বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো?
৫) বর্জ্য ব্যবস্থাপনায় ভরাট করণ বলতে কী বোঝ?
-: পঞ্চম অধ্যায় :-
-: ভারতের ভূ প্রাকৃতিক পরিবেশ :-
১) কারেওয়া কী?
২) কচ্ছের রণ কী?
৩) মালনাদ ও ময়দানের মধ্যে দুটি পার্থক্য লিখ।
৪) বেট কী?
৫) মরুস্থলী কথার অর্থ কি? এই নামকরণের কারণ কি?
৬) দুন বলতে কী বোঝো?
৭) লেগুন কাকে বলে?
-: ভারতের জল সম্পদ :-
১) বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো।
২) ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো।
-: ভারতের জলবায়ু :-
১) ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব উল্লেখ করো।
২) মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও।
৩) ভারতে পশ্চিমি ঝঞ্ঝার দুটি প্রভাব উল্লেখ করো।
৪) করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন?
৫) ভারতের খরা প্রবণ অঞ্চল গুলির নাম লেখো।
৬) ভারতের শীতকাল শুষ্ক কেন?
৭) আম্রবৃষ্টি কাকে বলে?
৮) এল নিনো কি?
-: ভারতের মৃত্তিকা :-
১) ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণ লেখো।
২) লবণাক্ত মৃত্তিকা ভারতের কোন কোন অঞ্চলে দেখা যায়?
৩) ভাঙ্গর ও খাদার মৃত্তিকার দুটি পার্থক্য লেখো।
৪) টীকা লেখ :- মৃত্তিকা সংরক্ষণ।
-: ভারতের স্বাভাবিক উদ্ভিদ :-
১) সামাজিক বনসৃজন এর দুটি উদ্দেশ্য লেখ।
২) কৃষি বনসৃজন বলতে কী বোঝো।
৩) ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখ।
-: ভারতের কৃষি :-
১) উদাহরণসহ অর্থকরী ফসলের সংজ্ঞা দাও।
২) জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো?
৩) মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো?
৪) বাণিজ্যিক ফসল কী?
৫) ধাপ চাষের সংজ্ঞা দাও। এর গুরুত্ব কী?
৬) পাঞ্জাব - হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখ।
৭) কৃষিকাজ বলতে কী বোঝো?
-: ভারতের শিল্প :-
১) তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও।
২) বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো?
৩) ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও।
৪) অনুসারী শিল্প কাকে বলে?
৫) দুর্গাপুর কে ভারতের রূঢ় বলে কেন?
৬) আউটসোর্সিং কী?
৭) পেট্রোরসায়ন শিল্প কে উদীয়মান শিল্প বা আধুনিক শিল্প দানব বলে কেন?
-: ভারতের জনসংখ্যা ও নগরায়ন :-
১) ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো?
২) গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব বেশি কেন?
৩) ভারতের নগরায়নের সমস্যা লেখো।
-: ভারতের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা :-
১) ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো।
২) উত্তর - দক্ষিণ করিডর কী?
৩) পুনঃরপ্তানি বন্দর কাকে বলে?
৪) শিপিং লেন ও শিপিং লাইন কী?
৫) টীকা লিখো :- সোনালী চতুর্ভুজ।
-: ষষ্ঠ অধ্যায় :-
-: উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র :-
১) উপগ্রহ চিত্র বলতে কী বোঝো?
২) মিলিয়ন শিট বলতে কী বোঝো?
৩) ভূবৈচিত্রসূচক মানচিত্রের সংজ্ঞা দাও।
৪) সেন্সর বলতে কী বোঝো?
৫) উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব উল্লেখ করো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন