সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সপ্তম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়

স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় "মুঘল সাম্রাজ্য" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও দীর্ঘ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। এছাড়া যে অনুশীলনী প্রশ্নোত্তর গুলি দেওয়া হল সেগুলি আগামী পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলি আসে।  এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে। শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :- ইতি...

সপ্তম শ্রেণি, ভূগোল, সপ্তম অধ্যায়








 প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের সপ্তম অধ্যায় জল দূষণ  অংশের একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী বার্ষিক পরীক্ষায় ভূগোল বিষয়ে খুব ভালো ফলাফল করতে পারবে।

এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে। 

Some Important Geography questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7, Jol Dhushon (Water Pollution ).

সপ্তম অধ্যায় 

জল দূষণ 

১) জল দূষণ কাকে বলে? 

উত্তর :- জলে বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ, জীবাণু মিশে গিয়ে জল মানুষ ও অন্যান্য প্রাণীর ব্যবহারের অযোগ্য হয়ে গেলে এবং জলজ প্রাণী ও উদ্ভিদের বসবাসের অনুপযুক্ত হয়ে গেলে, তাকে জল দূষণ বলে। 


২) পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের নাম লেখো। 

উত্তর :- স্বাদুজল। 


৩) কয়েকটি ধাতব দূষকের নাম লেখো।

উত্তর :- জিংক, পারদ, সিসা। 


৪) আর্সেনিক দূষণের ফলে কি রোগ হয়? 

উত্তর :- ব্ল্যাকফুট ব্যাধি।


৫) পারদ দূষণের ফলে কি রোগ হয়? 

উত্তর :- মিনামাটা। 


৬) ফ্লুওরাইড দূষণের ফলে কি রোগ হয়? 

উত্তর :- ফ্লুরোসিস। 


৭) আম্লীগ জলে pH এর মান কত?

উত্তর :- সাতের বেশি।


৮) পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রার পরিমাণ কত? 

উত্তর :- লিটার প্রতি ০.০৫ মিলিগ্রাম।


৯) জলে বা জলীয় দ্রবণের অম্লত্ব ক্ষারত্ব প্রকাশ করা হয় কোন মানের সাহায্যে? 

উত্তর :- pH এর সাহায্যে।


১০) পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আর্সেনিক দূষণ বেশি?

উত্তর :- দক্ষিণ 24 পরগনা, মালদা, নদিয়া, হুগলি হাওড়া। 


১১) দুটি জল বাহিত রোগের নাম লেখো 

উত্তর :- টাইফয়েড, কলেরা।


১২) ক্যাডমিয়াম দূষণের ফলে মানুষের কি রোগ হয়?

উত্তর :- ইটাই - ইটাই।


১৩) কোন দিনটি জল দিবস হিসেবে পালন করা হয়?

উত্তর :- ২২ মার্চ।


১৪) একটি বিষাক্ত ভারী ধাতুর নাম লেখো।

উত্তর :- পারদ। 


১৫) পারমাণবিক কেন্দ্রে ব্যবহৃত একটি তেজস্ক্রিয় দূষকের নাম লেখো।

উত্তর :- ইউরেনিয়াম। 


১৬) তেলদূষণের ফলে জিভের মৃত্যু হওয়ার প্রক্রিয়াকে কি বলে? 

উত্তর :- হাইপোথারমিয়া। 


১৭) মিনামাটা রোগ কোন দেশে দেখা গিয়েছিল? 

উত্তর :- জাপানে ( ১৯৩২ খ্রিস্টাব্দে )।


১৮) পানীয় জল জীবাণুমুক্ত করতে কোন মৌল ব্যবহার করা হয়? 

উত্তর :- ক্লোরিন। 


১৯) গঙ্গা অ্যাকশন প্ল্যান কত খ্রিস্টাব্দে ঘোষিত হয়? 

উত্তর :- ১৯৮৬ খ্রিস্টাব্দে। 


২০) ভারতে জল দূষণ রোধের আইন কত সালে প্রণীত হয়? 

উত্তর :- ১৯৭৪ খ্রিস্টাব্দে।


২১) DDT এর পুরো নাম কি?

উত্তর :- ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন।

প্রতিটি প্রশ্নের মান ২

১) BOD কাকে বলে?

উত্তর :- BOD বলতে বোঝায় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈব অক্সিজেন চাহিদা। এর দ্বারা জলের গুনাগুন পরিমাপ করা যায়। জলে অক্সিজেন উপস্থিত না থাকলে জীবের পক্ষে বাঁচা সম্ভব নয়, তাকেই জৈবিক অক্সিজেনের চাহিদা বলে। 


২) COD কাকে বলে?

উত্তর :- COD বলতে বোঝায় কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈব অক্সিজেন চাহিদা। এর দ্বারা জল দূষণের মাত্রা নির্ধারণ করা হয়।


৩) কৃষি ক্ষেত্র থেকে কিভাবে জল দূষণ ঘটে? 

উত্তর :- চাষের খেতে বিভিন্ন প্রকার রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক ব্যবহার করা হয়। এগুলি বৃষ্টির জল দ্বারা বাহিত হয়ে পুকুর, খাল, বিল, নদীতে গিয়ে মিছে জল দূষিত করে।


৪) তেজস্ক্রিয় পদার্থ থেকে কিভাবে জল দূষণ ঘটে? 

উত্তর :- পারমাণবিক চুল্লি, চিকিৎসা কেন্দ্র বা বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহারের পর সমুদ্র বা নদীতে ফেলা হয়। পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় পদার্থ জলে মিশে জল দূষণ ঘটায়। 


৫) ইউট্রোফিকেশন কি? 

উত্তর :- ইউট্রোফিকেশন হলো এক প্রকারের পরিপোষক বা পুষ্টিকর পদার্থঘটিত জল দূষণ। সাবান ডিটারজেন্টের ফসফেট বদ্ধ পুকুর, জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। একে ইউট্রোফিকেশন বলে।


৬) ব্ল্যাক ফুট ব্যাধি কি? 

উত্তর :- আর্সেনিক দূষণের ফলে হাতের চেটো ও পায়ের তলায় যে কালো কালো ক্ষতের সৃষ্টি হয়, তাকে ব্ল্যাকফুট ব্যাধি বলে।


৭) জৈব বিবর্ধন কাকে বলে? 

উত্তর :- খাদ্যশৃঙ্খলের মাধ্যমে বিষাক্ত পদার্থের যে ক্রমবর্ধমান সঞ্চয় হয় তাকে জৈব বিবর্ধন বলে।


৮) জল দূষণ প্রতিরোধের উপায় আলোচনা করো। 

উত্তর :- জল দূষণ প্রতিরোধের জন্য নিম্নলিখিত উপায় গুলি অবলম্বন করা যেতে পারে। 

i ) জলাশয়, নদী বা সমুদ্রের জলে নোংরা আবর্জনা সরাসরি ফেলা যাবে না, গরু - মোষ স্নান করানো বা কাপড় কাচা বন্ধ করতে হবে।

ii ) চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার ও কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে।


iii ) শহর এবং কলকারখানার দূষিত, বর্জ্য জল শোধন করে তবেই নদী বা সমুদ্রে ফেলা উচিত।

iv ) তাপ বিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য গরম জল ঠান্ডা করে তবেই নদীবা সমুদ্রে ফেলা উচিত।

v ) আর্সেনিকের প্রভাব কমানোর ব্যবস্থা করতে হবে এবং বিশুদ্ধ জল সরবরাহের ব্যবস্থা করতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক, ইতিহাস, পঞ্চম অধ্যায়

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ( Madhyamik History Question and Answer)) বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) | Madhyamik History Question and Answer ( 5th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ( পঞ্চম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 5th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History E...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...

মাধ্যমিক, ইতিহাস, অষ্টম অধ্যায়

  মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর (Madhyamik History Question and Answer)) উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭ - ১৯৬৪ ) ; ( অষ্টম অধ্যায় )  Madhyamik History Question and Answer ( 8th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব; (১৯৪৭ - ১৯৬৪)  ( অষ্টম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস –উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭ - ১৯৬৪) ; ( অষ্টম অধ্যায় )  :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 8th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭-১৯৬৪ )  থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History Examination ) – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী মাধ...