নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি এখানে আলোচনা করা হলো। এই প্রশ্নগুলি তোমরা অনুশীলন করলে অবশ্যই খুব ভালো ফল করতে পারবে।
অধ্যায় :- তৃতীয় অধ্যায়
উনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত।
১) ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো।
২) টীকা লিখ :- মেটারনিখ ব্যবস্থা।
৩) ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কি ছিল?
৪) ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসিনি, কাউন্ট ক্যাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা কি ছিল?
৫) জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো।
৬) ক্রিমিয়ার যুদ্ধের কারণ গুলি আলোচনা করো।
৭) পূর্বাঞ্চল সমস্যা বা বলকান সমস্যা বলতে কী বোঝো।
প্রতিটি প্রশ্নের মান :- ২
১) ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল?
২) Big Four বা চার প্রধান বলতে কী বোঝো?
৩) কার্লসবাড ডিক্রি কাকে বলে?
৪) জুলাই রাজতন্ত্র কি?
৫) রিসর্জিমেন্টো কি?
৬) ইয়ং ইতালি কী?
৭) এমস টেলিগ্রাম কি?
৮) রক্ত ও লৌহ নীতি কাকে বলে?
৯) জোলভেরাইন কী?
১০) কাকে, কেন মুক্তিদাতা জার বলা হয়?
১১) কাকে কেন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়?
১২) উষ্ণ জল নীতি কি?
অধ্যায় :- চতুর্থ অধ্যায়
শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
১) ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল কেন?
২) শিল্প বিপ্লবের ফলাফল গুলি উল্লেখ করো।
৩) শিল্প বিপ্লবের নারীদের ভূমিকা আলোচনা করো।
৪) প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল আলোচনা করো।
৫) ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন?
প্রতিটি প্রশ্নের মান ২
১) ফ্যাক্টরি প্রথা কি?
২) প্যারি কমিউন কি?
৩) লুডাইট দাঙ্গা কি?
৪) রক্তাক্ত মে সপ্তাহ কি?
৫) সেরাজেভো হত্যাকাণ্ড কি?
৬) কাকে, কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়?
পঞ্চম অধ্যায়
বিংশ শতকে ইউরোপ
১) টীকা লিখ :- এপ্রিল থিসিস।
২) বলশেভিক বিপ্লবের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো।
৩) উইলসনের চোদ্দ দফা শর্তগুলি কি ছিল?
৪) জার্মানিতে ১৯২৯ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার কারণ ও প্রভাব লেখ।
৫) জার্মানিতে হিটলারের উত্থানের কারণ আলোচনা কর।
৬) টীকা লেখ :- স্পেনের গৃহযুদ্ধ।
প্রতিটি প্রশ্নের মান 2
১) রক্তাক্ত রবিবার কি?
২) কাকে কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়?
৩) NEP কি?
৪) মরক্কো সংকট কি?
৫) পোলিশ করিডর কি?
৬) হুভার স্থগিতকরণ কাকে বলে?
৭) হেরেনভক তত্ত্ব কি?
৮) ডুমা কি?
৯) গণতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদের দুটি পার্থক্য লিখ।
১০) ভার্সাই সন্ধির দুটি শর্ত লেখ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন