চতুর্থ অধ্যায় : শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ - গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
Class IX History, Chapter 4 : Shilpo biplab, Upanibesh baad o Samrajya baad
The Note contains Textual Question Answers from WBBSE Class 9 History Chapter 4, Shilpo biplab, upanibesh baad o samrajya baad ( চতুর্থ অধ্যায় :- শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ ). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Short Answer Type Questions ( SAQ )
It will enhance student's knowledge and enable them to get good marks in the board exams.
নবম শ্রেণীর ইতিহাস ( চতুর্থ অধ্যায় :- শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ ) এর অতি গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্নগুলি ও তাদের উত্তর এখানে দেওয়া হলো।
তোমরা যারা ( চতুর্থ অধ্যায় :- শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ ) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এগুলি অনুশীলন করলে তোমরা আগামী পরীক্ষায় খুব ভালো ফল করতে পারবে।
প্রতিটি প্রশ্নের মান :- ১
১) শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর :- লুই অগাস্টে ব্ল্যাঙ্কি শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন।
২) শিল্প বিপ্লব কথাটিকে কে জনপ্রিয় করে তোলেন?
অথবা
শিল্প বিপ্লব কথাটি কে ব্যাপকভাবে প্রচলন করেন?
উত্তর :- আর্নল্ড টয়েনবি শিল্প বিপ্লব কথাটিকে প্রথম জনপ্রিয় করে তুলেছিলেন।
৩) কোন দেশে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়?
উত্তর :- ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল।
৪) ইংল্যান্ডে কখন শিল্প বিপ্লব শুরু হয়?
উত্তর :- অষ্টাদশ শতকের মধ্যভাগে।
৫) ব্রিটেনে কোন শিল্পে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল?
উত্তর :- বস্ত্র শিল্পে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল।
৬) উড়ন্ত মাকু কে কত সালে আবিষ্কার করেন?
উত্তর :- জন কে ১৭৩৩ খ্রিস্টাব্দে উড়ন্ত মাকু আবিষ্কার করেন।
৭) ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন?
উত্তর :- ১৭৬৯ খ্রিস্টাব্দে রিচার্ড আর্করাইট ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন।
৮) স্পিনিং জেনি কে কত সালে আবিষ্কার করেন?
এউত্তর :- হারগ্রিভস ১৭৬৫ খ্রিস্টাব্দে স্পিনিং জেনি আবিষ্কার করেন।
৯) মিউল কে আবিষ্কার করেন?
উত্তর :- ক্রম্পটন ১৭৭৯ খ্রিস্টাব্দে মিউল আবিষ্কার করেন।
১০) বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন?
উত্তর :- জেমস ওয়াট ১৭৬৯ খ্রিস্টাব্দে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন।
১১) বাষ্প চালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন?
উত্তর :- জর্জ স্টিফেনসন ১৮১৪ খ্রিস্টাব্দে বাষ্প চালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন।
১২) সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন?
উত্তর :- হামফ্রে ডেভি ১৮১৫ খ্রিস্টাব্দে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন।
১৩) ইংল্যান্ডকে "বিশ্বের কারখানা" কে বলেছেন?
উত্তর :- ঐতিহাসিক ফিশার।
১৪) জোল ভেরেইন কি?
উত্তর :- জার্মানির শুল্ক সংঘ।
১৫) রাশিয়ায় "শিল্প বিপ্লবের অগ্রদূত" কাকে বলা হয়?
উত্তর :- জার দ্বিতীয় আলেকজান্ডারকে রাশিয়ায় শিল্প বিপ্লবের অগ্রদূত বলা হয়।
১৬) 'শ্রমিক শ্রেণী' - কথাটি প্রথম কত খ্রিস্টাব্দে ব্যবহৃত হয়?
উত্তর :- ১৮১৫ খ্রিস্টাব্দে শ্রমিক শ্রেণী কথাটি প্রথম ব্যবহৃত হয়।
১৭) ব্রিটেনে লুডাইট আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর :- ব্রিটেনে লুডাইট আন্দোলনের নেতা ছিলেন নেড লুড।
১৮) কোন সময় ব্রিটেনে লুুদাইট আন্দোলন চলেছিল?
উত্তর :- ১৮১১ খ্রিস্টাব্দ থেকে ১৮১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটেনে লুডাইট আন্দোলন চলেছিল।
১৯) ফ্রান্সে রক্তাক্ত মে সপ্তাহ কোন সময়কে বলা হয়?
উত্তর :- ১৮৭১ খ্রিস্টাব্দের ২২শে মে থেকে ২৯ শে মে পর্যন্ত সাত দিনকে রক্তাক্ত মে সপ্তাহ বলা হয়।
২০) কে প্রথম জার্মানিতে শ্রমিক দলের প্রতিষ্ঠা করেন?
উত্তর :- ফার্দিনান্দ লাসাল জার্মানিতে প্রথম শ্রমিক দল প্রতিষ্ঠা করেন।
২১) প্যারি কমিউন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
উত্তর :- ১৮৭১ খ্রিস্টাব্দে প্যারি কমিউন গঠিত হয়।
২২) ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়?
উত্তর :- ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয় রবার্ট আওয়েন।
২৩) "ইউটোপিয়া" - গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর :- "ইউটোপিয়া" - গ্রন্থটির রচয়িতা ব্রিটিশ দার্শনিক টমাস মোর।
২৪) আদি সমাজতন্ত্রবাদের গুরু কাকে বলা হয়?
উত্তর :- লুই ব্ল্যাঙ্কে আদি সমাজতন্ত্র বাদের গুরু নামে পরিচিত।
২৫) সাঁ সিমোঁ কে ছিলেন?
উত্তর :- সাঁ সিমোঁ ছিলেন ফরাসি চিন্তাবিদ এবং আদি সমাজতন্ত্র বাদের প্রবক্তা।
২৬) আর্নল্ড টয়েনবির লেখা বইটির নাম কি?
উত্তর :- আর্নল্ড টয়েনবির লেখা গ্রন্থটির নাম হল - "লেকচারস অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন ইন ইংল্যান্ড"।
২৭) ব্লাস্ট ফার্নেস কে আবিষ্কার করেন?
উত্তর :- স্মিটন ।
২৮) শিল্প বিপ্লবের প্রভাবে কোন নতুন শ্রেণীর উদ্ভব ঘটে?
উত্তর :- শিল্প বিপ্লবের প্রভাবে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে।
২৯) চার্টিস্ট আন্দোলন কত খ্রিস্টাব্দে কোথায় শুরু হয়?
উত্তর :- ১৮৩৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলন হয়েছিল।
৩০) কোন গ্রন্থটি সমাজতন্ত্র বাদের বাইবেল নামে পরিচিত?
উত্তর :- কাল মার্কসের লেখা "দাস ক্যাপিটাল" গ্রন্থটি সমাজতন্ত্রবাদের বাইবেল নামে পরিচিত।
৩১) কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কত সালে রচিত হয়?
উত্তর :- ১৮৪৮ খ্রিস্টাব্দে রচিত হয়।
৩২) দাস ক্যাপিটাল গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর :- ১৮৬৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
৩৩) কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর :- কাল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস।
৩৪) দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা?
উত্তর :- কাল মার্কস "দাস ক্যাপিটাল" গ্রন্থটি রচনা করেন।
৩৫) নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়?
উত্তর :- পিয়ের জোসেফ প্রুধোঁ।
৩৬) সেনেগালে কাদের উপনিবেশ ছিল?
উত্তর :- সেনেগাল ফরাসিদের উপনিবেশ ছিল।
৩৭) সুয়েজ খাল কবে চালু হয়?
উত্তর :- ১৮৬৯ খ্রিস্টাব্দে সুয়েজ খাল চালু হয়েছিল।
৩৮) কে সুয়েজ খালের জাতীয়করণ করেন?
উত্তর :- ১৯৫৬ খ্রিস্টাব্দের ২৬ শে জুলাই মিশরে শাসক গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করেন।
৩৯) সুয়েজ খাল খনন কত খ্রিস্টাব্দে শেষ হয়?
উত্তর :- ১৮৬৯ খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন শেষ হয়।
৪০) কোন সময়কে "সাম্রাজ্যবাদের যুগ" বলা হয়?
উত্তর :- পঞ্চদশ শতক থেকে ঊনবিংশ শতকের মধ্যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র কর্তৃক সাম্রাজ্যের প্রসারের সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়।
৪১) টেলিগ্রাফ কে আবিষ্কার করেন?
উত্তর :- স্যামুয়েল মর্স টেলিগ্রাফ আবিষ্কার করেন।
৪২) ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কাকে বলা হতো ?
উত্তর :- ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হত।
৪৩) উন্মুক্ত দ্বার নীতি কে ঘোষণা করেন?
উত্তর :- উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে ( ১৮৯৯ )।
৪৪) আফ্রিকার ব্যবচ্ছেদের জনক কে?
উত্তর :- আফ্রিকার ব্যবচ্ছেদের জনক হলেন ডেভিড লিভিংস্টোন।
৪৫) নীল নদের উপর আসোয়ান বাঁধ কে নির্মাণ করেন?
উত্তর :- আসোয়ান বাঁধ নির্মাণ করেন মিশরের রাষ্ট্রপতি জামাল নাসের।
৪৬) মার্কিন যুক্তরাষ্ট্রের কোন জাহাজটি সর্বপ্রথম চীনে বাণিজ্যের জন্য অবতরণ করেছিল?
উত্তর :- এমপ্রেস অব চাইনা নামে মার্কিন জাহাজটি সর্বপ্রথম চিনে বাণিজ্যের জন্য অবতরণ করেছিল।
৪৭) ওয়েল্ট পলিটিক নীতি কে গ্রহণ করেন?
উত্তর :- জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ওয়েল্ট পলিটিক নীতি গ্রহণ করেন।
৪৮) কবে কাদের মধ্যে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়?
উত্তর :- ১৮৪২ খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং চীনের মধ্যে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়।
৪৯) প্রথম আফিমের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল?
উত্তর :- প্রথম আফিমের যুদ্ধ ১৮৩৯ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও চীনের মধ্যে হয়েছিল।
৫০) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়?
উত্তর :- আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়।
৫১) Lady with the Lamp নামে কে পরিচিত?
উত্তর :- ফ্লোরেন্স নাইটিংগেল Lady with the Lamp নামে পরিচিত।
৫২) ইউটোপীয় সমাজতন্ত্রের আদিগুরু কে ছিলেন?
উত্তর :- সাঁ সিমোঁকে ইউটোপীয় সমাজতন্ত্রের আদিগুরু বলা হয়।
৫৩) প্রথম কোথায় আন্তর্জাতিক শ্রমিক সংস্থা গড়ে ওঠে?
উত্তর :- প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংস্থা গড়ে ওঠে লন্ডনে।
৫৪) বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা কে ছিলেন?
উত্তর :- বৈজ্ঞানিক সমাজতন্ত্র বাদের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস।
৫৫) আধুনিক সমাজবাদের জনক কাকে বলা হয়?
উত্তর :- কার্ল হেনরিখ মার্কস কে আধুনিক সমাজবাদের জনক বলা হয়।
৫৬) "Lectures on industrial civilisation" গ্রন্থটি কার রচনা?
উত্তর :- আর্নল্ড টয়েনবির রচনা।
৫৭) সৈয়দ পাশা কাকে সুয়েজ খালের ইজারা দেন?
উত্তর :- সৈয়দ পাশা ইউনিভার্সাল কোম্পানি অব দ্য সুয়েজ ওপেন ক্যানাল - কে সুয়েজ খালের ইজারা দেন।
৫৮) ভারতে প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা কবে চালু হয়?
উত্তর :- ১৮৫০ খ্রিস্টাব্দে ভারতের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়।
৫৯) কোন দেশ চিনে উন্মুক্ত দ্বার নীতি প্রয়োগের কথা বলে?
উত্তর :- চীনে উন্মুক্ত দ্বার নীতি প্রয়োগের কথা বলে আমেরিকার রাষ্ট্রপতি মনরো।
৬০) কোন সময়কে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলা হয়?
উত্তর :- ইউরোপের বিভিন্ন রাষ্ট্র কর্তৃক ১৮৭০ খ্রিস্টাব্দ থেকে ১৯১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত চালানো সাম্রাজ্যবাদী আগ্রাসনকে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলা হয়।
৬১) সেরাজেভো কোথায় অবস্থিত?
উত্তর :- সেরাজেভো বসনিয়ায় অবস্থিত।
৬২) অস্ট্রিয়া কোন দেশকে আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়?
উত্তর :- অস্ট্রিয়া ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ শে জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।
৬৩) গ্যাভ্রিলো প্রিন্সেপ কোন জাতির লোক ছিল?
উত্তর :- গ্যাভ্রিলো প্রিন্সেপ বসনীয় জাতির লোক ছিলেন।
৬৪) কারা প্রথম মালয়ে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল?
উত্তর :- পোর্তুগিজরা মালয়ে প্রথম উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল।
৬৫) ব্রাজিলে কাদের উপনিবেশ ছিল?
উত্তর :- ব্রাজিলে পোর্তুগিজদের উপনিবেশ ছিল।
৬৬) সুয়েজ খাল কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উত্তর :- সুয়েজ খাল মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
৬৭) কোন কোন দেশকে নিয়ে "তিন সম্রাটের সংঘ" - গঠিত হয়?
উত্তর :- রাশিয়া, জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে তিন সম্রাটের সংঘ গঠিত হয়।
৬৮) আটলান্টিক কেবল পাতা হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:- আটলান্টিক কেবল পাতা হয় ১৮৫৮ খ্রিস্টাব্দে।
৬৯) ইংল্যান্ডের কোন অঞ্চলে প্রথম আয়রন ব্রিজ তৈরি হয়েছিল?
উত্তর :- ইংল্যান্ডের স্রোপশায়ার অঞ্চলে ১৭৮১ খ্রিস্টাব্দে প্রথম আয়রন ব্রিজ তৈরি হয়েছিল।
৭০) ফ্রান্সে সর্বপ্রথম কবে, কোথায় রেলপথ স্থাপিত হয়?
উত্তর :- ফ্রান্সে সর্বপ্রথম ১৮৩৭ খ্রিস্টাব্দে প্যারিস থেকে সাঁ জেরমাঁ পর্যন্ত রেলপথ স্থাপিত হয়।
৭১) ট্রিপল আঁতাত বা ত্রিশক্তি আঁতাত কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে গঠিত হয়?
উত্তর :- ১৯০৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত বা ট্রিপল আঁতাত গড়ে ওঠে।
৭২) ধর্ম ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি মৈত্রী কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে গড়ে ওঠে?
উত্তর :- ১৮৮২ খ্রিস্টাব্দে জার্মানি অস্ট্রিয়া ও ইটালির মধ্যে ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠে।
৭৩) কোন সন্ধির মাধ্যমে আফ্রিকার ব্যবচ্ছেদ হয়েছিল?
উত্তর :- ১৮৮৫ খ্রিস্টাব্দে বার্লিনের সন্ধির মাধ্যমে আফ্রিকার ব্যবচ্ছেদ হয়েছিল।
৭৪) কবে সেরাজেভো হত্যাকাণ্ড ঘটেছিল?
উত্তর :- ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ শে জুন সেরাজেভো হত্যাকাণ্ড ঘটেছিল।
৭৫) নব খ্রিস্টবাদ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর :- সাঁ সিমোঁ।
শিক্ষা সংক্রান্ত যেকোনো ধরনের পরামর্শ বা মন্তব্য থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন