সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সপ্তম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়

স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় "মুঘল সাম্রাজ্য" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও দীর্ঘ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। এছাড়া যে অনুশীলনী প্রশ্নোত্তর গুলি দেওয়া হল সেগুলি আগামী পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলি আসে।  এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে। শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :- ইতি...

নবম শ্রেণি, ইতিহাস, চতুর্থ অধ্যায়








 

চতুর্থ অধ্যায় : শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ - গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 


Class IX History, Chapter 4 : Shilpo biplab, Upanibesh baad o Samrajya baad 



The Note contains Textual Question Answers from WBBSE Class 9 History Chapter 4, Shilpo biplab, upanibesh baad o samrajya baad ( চতুর্থ অধ্যায় :- শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ ). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Short Answer Type Questions ( SAQ )


It will enhance student's knowledge and enable them to get good marks in the board exams.


নবম শ্রেণীর ইতিহাস ( চতুর্থ অধ্যায় :- শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ ) এর অতি গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্নগুলি ও তাদের উত্তর এখানে দেওয়া হলো।



তোমরা যারা ( চতুর্থ অধ্যায় :- শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ ) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এগুলি অনুশীলন করলে তোমরা আগামী পরীক্ষায় খুব ভালো ফল করতে পারবে।


প্রতিটি প্রশ্নের মান  :- ১


১) শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন? 

উত্তর :- লুই অগাস্টে ব্ল্যাঙ্কি শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন।

২) শিল্প বিপ্লব কথাটিকে কে জনপ্রিয় করে তোলেন?

অথবা 

শিল্প বিপ্লব কথাটি কে ব্যাপকভাবে প্রচলন করেন?

উত্তর :- আর্নল্ড টয়েনবি শিল্প বিপ্লব কথাটিকে প্রথম জনপ্রিয় করে তুলেছিলেন।

৩) কোন দেশে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়?

উত্তর :- ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল। 

৪) ইংল্যান্ডে কখন শিল্প বিপ্লব শুরু হয়? 

উত্তর :- অষ্টাদশ শতকের মধ্যভাগে। 

৫) ব্রিটেনে কোন শিল্পে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল? 

উত্তর :- বস্ত্র শিল্পে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল।

৬) উড়ন্ত মাকু কে কত সালে আবিষ্কার করেন? 

উত্তর :- জন কে ১৭৩৩ খ্রিস্টাব্দে উড়ন্ত মাকু আবিষ্কার করেন।

৭) ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? 

উত্তর :- ১৭৬৯ খ্রিস্টাব্দে রিচার্ড আর্করাইট ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন।

৮) স্পিনিং জেনি কে কত সালে আবিষ্কার করেন?

এউত্তর :- হারগ্রিভস ১৭৬৫ খ্রিস্টাব্দে স্পিনিং জেনি আবিষ্কার করেন।

৯) মিউল কে আবিষ্কার করেন?

উত্তর :- ক্রম্পটন ১৭৭৯ খ্রিস্টাব্দে মিউল আবিষ্কার করেন।

১০) বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন?

উত্তর :- জেমস ওয়াট ১৭৬৯ খ্রিস্টাব্দে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন।

১১) বাষ্প চালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন?

উত্তর :- জর্জ স্টিফেনসন ১৮১৪ খ্রিস্টাব্দে বাষ্প চালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। 

১২) সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন? 

উত্তর :- হামফ্রে ডেভি ১৮১৫ খ্রিস্টাব্দে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন।

১৩) ইংল্যান্ডকে "বিশ্বের কারখানা" কে বলেছেন? 

উত্তর :- ঐতিহাসিক ফিশার।

১৪) জোল ভেরেইন কি?

উত্তর :- জার্মানির শুল্ক সংঘ। 

১৫) রাশিয়ায় "শিল্প বিপ্লবের অগ্রদূত" কাকে বলা হয়? 

উত্তর :- জার দ্বিতীয় আলেকজান্ডারকে রাশিয়ায় শিল্প বিপ্লবের অগ্রদূত বলা হয়।

১৬) 'শ্রমিক শ্রেণী' - কথাটি প্রথম কত খ্রিস্টাব্দে ব্যবহৃত হয়?

উত্তর :- ১৮১৫ খ্রিস্টাব্দে শ্রমিক শ্রেণী কথাটি প্রথম ব্যবহৃত হয়। 

১৭) ব্রিটেনে লুডাইট আন্দোলনের নেতা কে ছিলেন?

উত্তর :- ব্রিটেনে লুডাইট আন্দোলনের নেতা ছিলেন নেড লুড।

১৮) কোন সময় ব্রিটেনে লুুদাইট আন্দোলন চলেছিল?

উত্তর :- ১৮১১ খ্রিস্টাব্দ থেকে ১৮১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটেনে লুডাইট আন্দোলন চলেছিল।

১৯) ফ্রান্সে রক্তাক্ত মে সপ্তাহ কোন সময়কে বলা হয়?

উত্তর :- ১৮৭১ খ্রিস্টাব্দের ২২শে মে থেকে ২৯ শে মে পর্যন্ত সাত দিনকে রক্তাক্ত মে সপ্তাহ বলা হয়।

২০) কে প্রথম জার্মানিতে শ্রমিক দলের প্রতিষ্ঠা করেন? 

উত্তর :- ফার্দিনান্দ লাসাল  জার্মানিতে প্রথম শ্রমিক দল প্রতিষ্ঠা করেন।

২১) প্যারি কমিউন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

উত্তর :- ১৮৭১ খ্রিস্টাব্দে প্যারি কমিউন গঠিত হয়। 

২২) ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? 

উত্তর :- ব্রিটিশ সমাজতন্ত্রের জনক বলা হয় রবার্ট আওয়েন।

২৩) "ইউটোপিয়া" - গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর :- "ইউটোপিয়া" - গ্রন্থটির রচয়িতা ব্রিটিশ দার্শনিক টমাস মোর। 

২৪) আদি সমাজতন্ত্রবাদের গুরু কাকে বলা হয়?

উত্তর :- লুই ব্ল্যাঙ্কে আদি সমাজতন্ত্র বাদের গুরু নামে পরিচিত। 

২৫) সাঁ সিমোঁ কে ছিলেন?

উত্তর :- সাঁ সিমোঁ ছিলেন ফরাসি চিন্তাবিদ এবং আদি সমাজতন্ত্র বাদের প্রবক্তা।

২৬) আর্নল্ড টয়েনবির লেখা বইটির নাম কি?

উত্তর :- আর্নল্ড টয়েনবির লেখা গ্রন্থটির নাম হল - "লেকচারস অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন ইন ইংল্যান্ড"।

২৭) ব্লাস্ট ফার্নেস কে আবিষ্কার করেন? 

উত্তর :- স্মিটন ।

২৮) শিল্প বিপ্লবের প্রভাবে কোন নতুন শ্রেণীর উদ্ভব ঘটে? 

উত্তর :- শিল্প বিপ্লবের প্রভাবে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। 

২৯) চার্টিস্ট আন্দোলন কত খ্রিস্টাব্দে কোথায় শুরু হয়? 

উত্তর :- ১৮৩৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলন হয়েছিল।

৩০) কোন গ্রন্থটি সমাজতন্ত্র বাদের বাইবেল নামে পরিচিত? 

উত্তর :- কাল মার্কসের লেখা "দাস ক্যাপিটাল" গ্রন্থটি সমাজতন্ত্রবাদের বাইবেল নামে পরিচিত।

৩১) কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কত সালে রচিত হয়? 

উত্তর :- ১৮৪৮ খ্রিস্টাব্দে রচিত হয়। 

৩২) দাস ক্যাপিটাল গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 

উত্তর :- ১৮৬৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

৩৩) কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কে রচনা করেন? 

উত্তর :- কাল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস। 

৩৪) দাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? 

উত্তর :- কাল মার্কস "দাস ক্যাপিটাল" গ্রন্থটি রচনা করেন। 

৩৫) নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়? 

উত্তর :- পিয়ের জোসেফ প্রুধোঁ।

৩৬) সেনেগালে কাদের উপনিবেশ ছিল? 

উত্তর :- সেনেগাল ফরাসিদের উপনিবেশ ছিল। 

৩৭) সুয়েজ খাল কবে চালু হয়? 

উত্তর :- ১৮৬৯ খ্রিস্টাব্দে সুয়েজ খাল চালু হয়েছিল। 

৩৮) কে সুয়েজ খালের জাতীয়করণ করেন? 

উত্তর :- ১৯৫৬ খ্রিস্টাব্দের ২৬ শে জুলাই মিশরে শাসক গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করেন।

৩৯) সুয়েজ খাল খনন কত খ্রিস্টাব্দে শেষ হয়? 

উত্তর :- ১৮৬৯ খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন শেষ হয়। 

৪০) কোন সময়কে "সাম্রাজ্যবাদের যুগ" বলা হয়?

উত্তর :- পঞ্চদশ শতক থেকে ঊনবিংশ শতকের মধ্যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র কর্তৃক সাম্রাজ্যের প্রসারের সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়।

৪১) টেলিগ্রাফ কে আবিষ্কার করেন? 

উত্তর :- স্যামুয়েল মর্স টেলিগ্রাফ আবিষ্কার করেন।

৪২) ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কাকে বলা হতো ? 

উত্তর :- ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হত।

৪৩) উন্মুক্ত দ্বার নীতি কে ঘোষণা করেন? 

উত্তর :- উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে ( ১৮৯৯ )।

৪৪) আফ্রিকার ব্যবচ্ছেদের জনক কে? 

উত্তর :- আফ্রিকার ব্যবচ্ছেদের জনক হলেন ডেভিড লিভিংস্টোন। 

৪৫) নীল নদের উপর আসোয়ান বাঁধ কে নির্মাণ করেন? 

উত্তর :- আসোয়ান বাঁধ নির্মাণ করেন মিশরের রাষ্ট্রপতি জামাল নাসের।

৪৬) মার্কিন যুক্তরাষ্ট্রের কোন জাহাজটি সর্বপ্রথম চীনে বাণিজ্যের জন্য অবতরণ করেছিল? 

উত্তর :- এমপ্রেস অব চাইনা নামে মার্কিন জাহাজটি সর্বপ্রথম চিনে বাণিজ্যের জন্য অবতরণ করেছিল।

৪৭) ওয়েল্ট পলিটিক নীতি কে গ্রহণ করেন?

উত্তর :- জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ওয়েল্ট পলিটিক নীতি গ্রহণ করেন।

৪৮) কবে কাদের মধ্যে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়? 

উত্তর :- ১৮৪২ খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং চীনের মধ্যে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়। 

৪৯) প্রথম আফিমের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? 

উত্তর :- প্রথম আফিমের যুদ্ধ ১৮৩৯ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও চীনের মধ্যে হয়েছিল। 

৫০) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? 

উত্তর :- আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়।

৫১) Lady with the Lamp নামে কে পরিচিত? 

উত্তর :- ফ্লোরেন্স নাইটিংগেল Lady with the Lamp নামে পরিচিত। 

৫২) ইউটোপীয় সমাজতন্ত্রের আদিগুরু কে ছিলেন? 

উত্তর :- সাঁ সিমোঁকে ইউটোপীয় সমাজতন্ত্রের আদিগুরু বলা হয়।

৫৩) প্রথম কোথায় আন্তর্জাতিক শ্রমিক সংস্থা গড়ে ওঠে? 

উত্তর :- প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংস্থা গড়ে ওঠে লন্ডনে।

৫৪) বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা কে ছিলেন? 

উত্তর :- বৈজ্ঞানিক সমাজতন্ত্র বাদের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস।

৫৫) আধুনিক সমাজবাদের জনক কাকে বলা হয়? 

উত্তর :- কার্ল হেনরিখ মার্কস কে আধুনিক সমাজবাদের জনক বলা হয়।

৫৬) "Lectures on industrial civilisation" গ্রন্থটি কার রচনা‍?

উত্তর :- আর্নল্ড টয়েনবির রচনা।

৫৭) সৈয়দ পাশা কাকে সুয়েজ খালের ইজারা দেন?

উত্তর :- সৈয়দ পাশা ইউনিভার্সাল কোম্পানি অব দ্য সুয়েজ ওপেন ক্যানাল - কে সুয়েজ খালের ইজারা দেন।

৫৮) ভারতে প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা কবে চালু হয়? 

উত্তর :- ১৮৫০ খ্রিস্টাব্দে ভারতের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়।

৫৯) কোন দেশ চিনে উন্মুক্ত দ্বার নীতি প্রয়োগের কথা বলে? 

উত্তর :- চীনে উন্মুক্ত দ্বার নীতি প্রয়োগের কথা বলে আমেরিকার রাষ্ট্রপতি মনরো।

৬০) কোন সময়কে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? 

উত্তর :- ইউরোপের বিভিন্ন রাষ্ট্র কর্তৃক ১৮৭০ খ্রিস্টাব্দ থেকে ১৯১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত চালানো সাম্রাজ্যবাদী আগ্রাসনকে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলা হয়।

৬১) সেরাজেভো কোথায় অবস্থিত?

উত্তর :- সেরাজেভো বসনিয়ায় অবস্থিত।

৬২) অস্ট্রিয়া কোন দেশকে আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়? 

উত্তর :- অস্ট্রিয়া ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ শে জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।

৬৩) গ্যাভ্রিলো প্রিন্সেপ কোন জাতির লোক ছিল?

উত্তর :- গ্যাভ্রিলো প্রিন্সেপ বসনীয় জাতির লোক ছিলেন।

৬৪) কারা প্রথম মালয়ে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল?

উত্তর :- পোর্তুগিজরা মালয়ে প্রথম উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল।

৬৫) ব্রাজিলে কাদের উপনিবেশ ছিল? 

উত্তর :- ব্রাজিলে পোর্তুগিজদের উপনিবেশ ছিল।

৬৬) সুয়েজ খাল কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 

উত্তর :- সুয়েজ খাল মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। 

৬৭) কোন কোন দেশকে নিয়ে "তিন সম্রাটের সংঘ" - গঠিত হয়?

উত্তর :- রাশিয়া, জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে তিন সম্রাটের সংঘ গঠিত হয়।

৬৮) আটলান্টিক কেবল পাতা হয় কত খ্রিস্টাব্দে? 

উত্তর:- আটলান্টিক কেবল পাতা হয় ১৮৫৮ খ্রিস্টাব্দে। 

৬৯) ইংল্যান্ডের কোন অঞ্চলে প্রথম আয়রন ব্রিজ তৈরি হয়েছিল? 

উত্তর :- ইংল্যান্ডের স্রোপশায়ার  অঞ্চলে ১৭৮১ খ্রিস্টাব্দে প্রথম আয়রন ব্রিজ তৈরি হয়েছিল।

৭০) ফ্রান্সে সর্বপ্রথম কবে, কোথায় রেলপথ স্থাপিত হয়? 

উত্তর :- ফ্রান্সে সর্বপ্রথম ১৮৩৭ খ্রিস্টাব্দে প্যারিস থেকে সাঁ জেরমাঁ পর্যন্ত রেলপথ স্থাপিত হয়।

৭১) ট্রিপল আঁতাত বা ত্রিশক্তি আঁতাত কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে গঠিত হয়? 

উত্তর :- ১৯০৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঁতাত বা ট্রিপল আঁতাত গড়ে ওঠে।

৭২) ধর্ম ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি মৈত্রী কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে গড়ে ওঠে? 

উত্তর :- ১৮৮২ খ্রিস্টাব্দে জার্মানি অস্ট্রিয়া ও ইটালির মধ্যে ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠে।

৭৩) কোন সন্ধির মাধ্যমে আফ্রিকার ব্যবচ্ছেদ হয়েছিল? 

উত্তর :- ১৮৮৫ খ্রিস্টাব্দে বার্লিনের সন্ধির মাধ্যমে আফ্রিকার ব্যবচ্ছেদ হয়েছিল। 

৭৪) কবে সেরাজেভো হত্যাকাণ্ড ঘটেছিল? 

উত্তর :- ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ শে জুন সেরাজেভো হত্যাকাণ্ড ঘটেছিল।

৭৫) নব খ্রিস্টবাদ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর :- সাঁ সিমোঁ।



শিক্ষা সংক্রান্ত যেকোনো ধরনের পরামর্শ বা মন্তব্য থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক, ইতিহাস, পঞ্চম অধ্যায়

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ( Madhyamik History Question and Answer)) বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) | Madhyamik History Question and Answer ( 5th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ( পঞ্চম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 5th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History E...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...

মাধ্যমিক, ইতিহাস, অষ্টম অধ্যায়

  মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর (Madhyamik History Question and Answer)) উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭ - ১৯৬৪ ) ; ( অষ্টম অধ্যায় )  Madhyamik History Question and Answer ( 8th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব; (১৯৪৭ - ১৯৬৪)  ( অষ্টম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস –উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭ - ১৯৬৪) ; ( অষ্টম অধ্যায় )  :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 8th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭-১৯৬৪ )  থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History Examination ) – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী মাধ...