তৃতীয় অধ্যায় : ঊনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত - গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
Class IX History, Chapter 3 : Unbingsho Sotoker Europe : Rajtantrik O Jatiyotabadi Bhabdharar Songhat
The Note contains Textual Question Answers from WBBSE Class 9 History Chapter 3, Unbingsho Sotoker Europe: Rajtantrik O Jatiyotabadi Bhabdharar Songhat (তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Short Answer Type Questions ( SAQ )
It will enhance student's knowledge and enable them to get good marks in the board exams.
নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের ( ঊনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত) অতি গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্নগুলি ও তাদের উত্তর এখানে দেওয়া হলো।
তোমরা যারা ঊনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Europe in the 19th century Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এগুলি অনুশীলন করলে তোমরা আগামী পরীক্ষায় খুব ভালো ফল করতে পারবে।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :-
প্রতিটি প্রশ্নের মান :- ১
নবম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায়
১) জাতি - রাষ্ট্র বলতে কী বোঝো?
উত্তর :- যখন কোন নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী ভাষা, ধর্ম ও অন্যান্য সাধারণ কিছু ঐক্যের বিষয়ে গড়ে ওঠা জনগোষ্ঠীকে নিয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গড়ে ওঠে, তখন তাকে জাতি - রাষ্ট্র বলে।
২) ভিয়েনা সম্মেলন কত সালে, কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর :- ১৮১৫ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়।
৩) ভিয়েনা সম্মেলনের Big Four বা চার প্রধান বলতে কী বোঝো?
উত্তর :- ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী অস্ট্রিয়া, রাশিয়া, ব্রিটেন এবং প্রাশিয়া - এই চারটি দেশকে চার প্রধান বা Big Four বলা হয়।
৪) ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন?
উত্তর :- মেটারনিখ।
৫) মেটারনিখ কে ছিলেন?
উত্তর :- মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েনা সম্মেলনের সভাপতি।
৬) ইউরোপীয় রক্ষণশীলতার জনক কাকে বলা হয়?
উত্তর :- মেটারনিখ।
৭) অস্ট্রিয়ার রাজধানী কোথায় ছিল?
উত্তর :- ভিয়েনা শহরে।
৮) ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন?
উত্তর :- অস্ট্রিয়া চ্যান্সেলর মেটারনিখ।
৯) ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন?
উত্তর :- তালেরাঁ।
১০) ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি কে ছিলেন?
উত্তর :- ইংল্যান্ডের বিদেশমন্ত্রী ক্যাসলরি।
১১) পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি?
উত্তর :- ভিয়েনা সম্মেলন।
১২) কে নিজেকে 'নেপোলিয়ন - বিজেতা' বলে দাবি করতেন?
উত্তর :- মেটারনিখ।
১৩) কার্লসবাড ডিক্রি কে কত সালে জারি করেন?
উত্তর :- ১৮২৪ খ্রিস্টাব্দে মেটারনিখ জার্মানিতে কার্লসবাড ডিক্রি জারি করেন।
১৪) ইউরোপের প্রধানমন্ত্রী কাকে বলা হত?
উত্তর :- মেটারনিখ কে।
১৫) "The coachman of Europe" নামে কে পরিচিত ছিলেন?
উত্তর :- মেটারনিখ।
১৬) কে, কবে জুলাই অর্ডিন্যান্স জারি করেন?
উত্তর :- ফরাসি সম্রাট দশম চার্লস ১৮৩০ খ্রিস্টাব্দের ২৫ জুলাই জুলাই অর্ডিন্যান্স জারি করেন।
১৭) নেপোলিয়নের মৃত্যুর পর কে ফরাসি সিংহাসনে বসেন?
উত্তর :- ষোড়শ লুইয়ের ভাই অষ্টাদশ লুই।
১৮) কে কার প্ররোচনায় জুলাই অর্ডিন্যান্স জারি করেন?
উত্তর :- ফরাসি সম্রাট দশম চার্লস, প্রধানমন্ত্রী পলিগন্যাকের প্ররোচনায়।
১৯) ফ্রান্সে জুলাই বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর :- ১৮৩০ খ্রিস্টাব্দে।
২০) জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উত্তর :- দশম চার্লস।
২১) কোন বিপ্লব ফ্রান্সে বুরবোঁ রাজবংশের প্রধান ঘটায়?
উত্তর :- জুলাই বিপ্লব।
২২) দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের সময়কাল উল্লেখ কর।
উত্তর :- ১৮৫২ খ্রিস্টাব্দ থেকে ১৮৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত।
২৩) জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কে ফ্রান্সের সিংহাসনে বসেন?
উত্তর :- অর্লিয়েন্স বংশের শাসক লুই ফিলিপ।
২৪) কত খ্রিস্টাব্দে ফ্রান্সে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর :- ১৮৫২ খ্রিস্টাব্দে।
২৫) জুলাই অর্ডিন্যান্স এর বিরুদ্ধে কে বিদ্রোহ ঘোষণা করেন?
উত্তর :- অ্যাডলফ থিয়ার্স।
২৬) জুলাই মনার্কি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর :- ১৮৩০ খ্রিস্টাব্দে।
২৭) ফ্রান্সে জুলাই রাজতন্ত্র কে প্রতিষ্ঠা করেন?
উত্তর :- লুই ফিলিপ।
২৮) ফ্রান্সের জুলাই বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডে কোন আন্দোলন শুরু হয়?
উত্তর :- চার্টিস্ট আন্দোলন।
২৯) লুই ফিলিপ কে ছিলেন?
উত্তর :- লুই ফিলিপ ছিলেন ফ্রান্সে অর্লিয়েন্স বংশের শাসক।
৩০) কোথায়, কবে জাতীয় কর্মশালা প্রতিষ্ঠিত হয়?
উত্তর :- ১৮৪৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে জাতীয় কর্মশালা প্রতিষ্ঠিত হয়।
৩১) কে, কবে ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?
উত্তর :- ফরাসি সম্রাট লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়ন ১৮৫২ খ্রিস্টাব্দে ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
৩২) A civil War in France গ্রন্থটির পটভূমি কি?
উত্তর :- প্যারি কমিউন।
৩৩) লুই কসুথ কে ছিলেন?
উত্তর :- ফেব্রুয়ারি বিপ্লবের সময় হাঙ্গেরি জাতীয়তাবাদী নেতা।
৩৪) কোন সালকে বিপ্লবের বছর বলা হয়?
উত্তর :- ১৮৪৮ খ্রিস্টাব্দ কে।
৩৫) তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর :- ১৮৭০ খ্রিস্টাব্দে।
৩৬) ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের সময় মেটারনিখ ছদ্মবেশে কোথায় পালিয়ে যান?
উত্তর :- ইংল্যান্ডে।
৩৭) ইতালির একমাত্র শক্তিশালী রাজ্যটির নাম কি ছিল?
উত্তর :- পিডমন্ট - সার্ডিনিয়া।
৩৮) রিসর্জিমেন্টো কথাটির অর্থ কি?
উত্তর :- পুনরুত্থান বা পুনর্জাগরণ।
৩৯) "ইতালি ছিল - একটি ভৌগোলিক সংঞ্জা মাত্র" - এই উক্তিটি কার?
উত্তর :- অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিখ।
৪০) ইতালির ঐক্য আন্দোলনের প্রধান নেতা কে বা কারা ছিলেন?
উত্তর :- ম্যাৎসিনি, ক্যাভুর ও গ্যারিবল্ডি।
৪১) ম্যাৎসিনি কোন গুপ্ত সমিতির সদস্য ছিলেন?
উত্তর :- ম্যাৎসিনি প্রথম জীবনে কার্বোনারী দলের সদস্য ছিলেন এবং পরে ইয়ং ইতালি দল গঠন করেন।
৪২) ইতালির মুক্তি আন্দোলনের "দার্শনিক ও আত্মা" কাকে বলা হয়?
উত্তর :- জোসেফ ম্যাৎসিনি।
৪৩) ভিল্লাফ্রাঙ্কার চুক্তি কত সালে কাদের মধ্যে হয়েছিল?
উত্তর :- ১৮৫৯ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া এবং ফ্রান্সের মধ্যে।
৪৪) ভিলনিয়াস বিশ্ববিদ্যালয় ইউরোপের কোন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান?
উত্তর :- ইতালির।
৪৫) ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কে?
উত্তর :- কাউন্ট ক্যাভুর।
৪৬) ক্যাভুরের চিন্তাধারার কথা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর :- রিসর্জিমেন্টো পত্রিকায়।
৪৭) ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর :- জোসেফ ম্যাৎসিনি ১৮৩২ খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল গঠন করেন।
৪৮) ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ কে ছিলেন?
উত্তর :- জোসেফ ম্যাৎসিনি।
৪৯) লালকোর্তা বাহিনীর নায়ক কে ছিলেন?
উত্তর :- গ্যারিবল্ডি।
৫০) কার্বোনারি দল কোথাকার গুপ্ত সমিতি?
উত্তর :- ইতালির গুপ্ত সমিতি।
৫১) রিসর্জিমেন্টো পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর :- কাউন্ট ক্যাভুর।
৫২) রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে?
উত্তর :- প্রাশিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী অটো ভন বিসমার্ক।
৫৩) কূটনীতির জাদুকর কাকে বলা হয়?
উত্তর :- প্রাশিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী অটো ভন বিসমার্ক।
৫৪) স্যাডোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল?
উত্তর :- ১৮৬৬ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে।
৫৫) তৃতীয় ভিক্টর ইমানুয়েল কোন দেশের রাজা ছিলেন?
উত্তর :- ইতালির।
৫৬) সেডানের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?
উত্তর :- ১৮৭০ খ্রিস্টাব্দে রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে সেডানের যুদ্ধ হয়েছিল।
৫৭) গ্যাটে কে ছিলেন?
উত্তর :- ঊনবিংশ শতকের প্রথমার্ধে জার্মানির একজন খ্যাতনামা কবি ও সাহিত্যিক।
৫৮) ফ্রাঙ্কফ্রাট পার্লামেন্ট কত সালে, কোথায় বসেছিল?
উত্তর :- ১৮৪৮ খ্রিস্টাব্দে জার্মানিতে।
৫৯) এমস টেলিগ্রামটি সংবাদপত্রে কে প্রকাশ করেন?
উত্তর :- বিসমার্ক।
৬০) "কনফেডারেশন অব দ্য রাইন" কত খ্রিস্টাব্দে, কোথায় গঠিত হয়?
উত্তর :- ১৮০৬ খ্রিস্টাব্দে জার্মানিতে "কনফেডারেশন অব দ্য রাইন" গঠিত হয়েছিল।
৬১) ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট কে ছিলেন?
উত্তর :- কাইজার প্রথম উইলিয়াম।
৬২) জোলভেরাইন কি?
উত্তর :- জোলভেরাইন হলো জার্মান শুল্ক সংঘ। জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক - বৈষম্য ও বাণিজ্যের বাধা গুলি দূর করার উদ্দেশ্যে ১৮১৯ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়।
৬৩) কোন যুদ্ধকে "সাত সপ্তাহের যুদ্ধ" বলা হয়?
উত্তর :- স্যাডোয়ার যুদ্ধ।
৬৪) প্রাগের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল?
উত্তর :- ১৮৬৬ খ্রিস্টাব্দে প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে।
৬৫) ইউরোপের রুগ্ন ব্যক্তি কাকে বলা হয়?
উত্তর :- তুরস্ক কে।
৬৬) বলকান অঞ্চলের অন্য নাম কি ছিল?
উত্তর :- পূর্বাঞ্চল বা নিকট প্রাচ্য।
৬৭) বলকান অঞ্চলে উষ্ণ জল নীতি কে গ্রহণ করেন?
উত্তর :- রুশ জার পিটার দ্য গ্রেট।
৬৮) কবে, কোন সন্ধির দ্বারা গ্ৰিস স্বাধীনতা লাভ করে?
উত্তর :- ১৮২৯ খ্রিস্টাব্দে অ্যাড্রিয়ানোপলের সন্ধি দ্বারা গ্ৰিস স্বাধীনতা লাভ করে।
৬৯) কে, কবে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন?
উত্তর :- স্কুফাস নামে এক গ্রিক ব্যবসায়ী ১৮১৪ খ্রিস্টাব্দে গ্রিসের ওডেশা বন্দরে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন।
৭০) সর্বস্লাভ আন্দোলন কবে হয়েছিল?
উত্তর :- উনিশ শতকের মধ্যভাগ থেকে।
৭১) বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য গুপ্ত সমিতির নাম কি ছিল?
উত্তর :- হেটাইরিয়া ফিলিকে।
৭২) "হেটাইরিয়া ফিলিকে" - শব্দের অর্থ কি?
উত্তর :- বান্ধব সভা।
৭৩) দ্বিতীয় বলকান যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর :- ১৯১৩ খ্রিস্টাব্দে।
৭৪) জেমস্টোভো কী?
উত্তর :- রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার জেলা পরিষদ গুলিকে জেমস্টোভো বলা হতো।
৭৫) "কুলাক" - কথাটির অর্থ কি?
উত্তর :- মুষ্টি।
৭৬) বলকান - শব্দের অর্থ কি?
উত্তর :- নদী।
৭৭) কুলাক কাদের বলা হত?
উত্তর :- জার তন্ত্রের আমলে রাশিয়ার ধনী কৃষক ও জোরদারদের কুলাক বলা হতো।
৭৮) রাশিয়ায় কে, কবে ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন?
উত্তর :- জার দ্বিতীয় আলেকজান্ডার ১৮৬১ খ্রিস্টাব্দের ১৯ শে ফেব্রুয়ারি।
৭৯) প্রিটোরিয়ান গার্ড কি?
উত্তর :- রাশিয়ায় জারের আমলের পুলিশ বাহিনী।
৮০) রাশিয়ার মুক্তিদাতা জার কাকে বলা হয়?
উত্তর :- জার দ্বিতীয় আলেকজান্ডার।
৮১) দ্বিতীয় আলেকজান্ডার কিসের দ্বারা প্রাণ হারান?
উত্তর :- পিপলস উইল।
৮২) "হাঙ্গেরির ম্যাৎসিনি" - নামে কে পরিচিত?
উত্তর :- লুই কসুথ।
৮৩) নারদ কথার অর্থ কি?
উত্তর :- জনগণ।
৮৪) ক্রিমিয়ার যুদ্ধ কত সালে, কাদের মধ্যে হয়েছিল?
উত্তর :- ১৮৫৪ - ১৮৫৬ খ্রিস্টাব্দে তুরস্ক ও রাশিয়ার মধ্যে এই যুদ্ধ হয়েছিল। প্যারিস এর সন্ধি দ্বারা এই যুদ্ধের সমাপ্তি ঘটে।
৮৫) ক্রিমিয়ার যুদ্ধে কারা পরাজিত হয়?
উত্তর :- রাশিয়া।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন