সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সপ্তম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়

স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় "মুঘল সাম্রাজ্য" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও দীর্ঘ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। এছাড়া যে অনুশীলনী প্রশ্নোত্তর গুলি দেওয়া হল সেগুলি আগামী পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলি আসে।  এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে। শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :- ইতি...

নবম শ্রেণি, ইতিহাস তৃতীয় অধ্যায়


 



তৃতীয় অধ্যায় : ঊনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত - গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

Class IX History, Chapter 3 : Unbingsho Sotoker Europe : Rajtantrik O Jatiyotabadi Bhabdharar Songhat


The Note contains Textual Question Answers from WBBSE Class 9 History Chapter 3, Unbingsho Sotoker Europe: Rajtantrik O Jatiyotabadi Bhabdharar Songhat (তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Short Answer Type Questions ( SAQ )

It will enhance student's knowledge and enable them to get good marks in the board exams.

নবম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের ( ঊনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত) অতি গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্নগুলি ও তাদের উত্তর এখানে দেওয়া হলো।


তোমরা যারা ঊনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | Class 9 History Europe in the 19th century Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এগুলি অনুশীলন করলে তোমরা আগামী পরীক্ষায় খুব ভালো ফল করতে পারবে।


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :-

প্রতিটি প্রশ্নের মান :- ১

নবম শ্রেণী ইতিহাস তৃতীয় অধ্যায় 

১) জাতি - রাষ্ট্র বলতে কী বোঝো?

উত্তর :- যখন কোন নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী ভাষা, ধর্ম ও অন্যান্য সাধারণ কিছু ঐক্যের বিষয়ে গড়ে ওঠা জনগোষ্ঠীকে নিয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গড়ে ওঠে, তখন তাকে জাতি - রাষ্ট্র বলে।

২) ভিয়েনা সম্মেলন কত সালে, কোথায় অনুষ্ঠিত হয়? 

উত্তর :- ১৮১৫ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। 

৩) ভিয়েনা সম্মেলনের Big Four বা চার প্রধান বলতে কী বোঝো? 

উত্তর :- ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী অস্ট্রিয়া, রাশিয়া, ব্রিটেন এবং প্রাশিয়া - এই চারটি দেশকে চার প্রধান বা Big Four বলা হয়।

৪) ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন?

উত্তর :- মেটারনিখ।

৫) মেটারনিখ কে ছিলেন?

উত্তর :- মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েনা সম্মেলনের সভাপতি।

৬) ইউরোপীয় রক্ষণশীলতার জনক কাকে বলা হয়? 

উত্তর :- মেটারনিখ।

৭) অস্ট্রিয়ার রাজধানী কোথায় ছিল? 

উত্তর :- ভিয়েনা শহরে। 

৮) ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন? 

উত্তর :- অস্ট্রিয়া চ্যান্সেলর মেটারনিখ।

৯) ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? 

উত্তর :- তালেরাঁ।

১০) ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি কে ছিলেন?

উত্তর :- ইংল্যান্ডের বিদেশমন্ত্রী ক্যাসলরি।

১১) পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি? 

উত্তর :- ভিয়েনা সম্মেলন। 

১২) কে নিজেকে 'নেপোলিয়ন - বিজেতা' বলে দাবি করতেন?

উত্তর :- মেটারনিখ।

১৩) কার্লসবাড ডিক্রি কে কত সালে জারি করেন?

উত্তর :- ১৮২৪ খ্রিস্টাব্দে মেটারনিখ জার্মানিতে কার্লসবাড ডিক্রি জারি করেন।

১৪) ইউরোপের প্রধানমন্ত্রী কাকে বলা হত? 

উত্তর :- মেটারনিখ কে।

১৫) "The coachman of Europe" নামে কে পরিচিত ছিলেন? 

উত্তর :- মেটারনিখ।

১৬) কে, কবে জুলাই অর্ডিন্যান্স জারি করেন? 

উত্তর :- ফরাসি সম্রাট দশম চার্লস ১৮৩০ খ্রিস্টাব্দের ২৫ জুলাই জুলাই অর্ডিন্যান্স জারি করেন। 

১৭) নেপোলিয়নের মৃত্যুর পর কে ফরাসি সিংহাসনে বসেন? 

উত্তর :- ষোড়শ লুইয়ের ভাই অষ্টাদশ লুই।

১৮) কে কার প্ররোচনায় জুলাই অর্ডিন্যান্স জারি করেন?

উত্তর :- ফরাসি সম্রাট দশম চার্লস, প্রধানমন্ত্রী পলিগন্যাকের প্ররোচনায়।

১৯) ফ্রান্সে জুলাই বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 

উত্তর :- ১৮৩০ খ্রিস্টাব্দে। 

২০) জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? 

উত্তর :- দশম চার্লস। 

২১) কোন বিপ্লব ফ্রান্সে বুরবোঁ রাজবংশের প্রধান ঘটায়?

উত্তর :- জুলাই বিপ্লব। 

২২) দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের সময়কাল উল্লেখ কর।

উত্তর :- ১৮৫২ খ্রিস্টাব্দ থেকে ১৮৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত। 

২৩) জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কে ফ্রান্সের সিংহাসনে বসেন? 

উত্তর :- অর্লিয়েন্স বংশের শাসক লুই ফিলিপ।

২৪) কত খ্রিস্টাব্দে ফ্রান্সে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল? 

উত্তর :- ১৮৫২ খ্রিস্টাব্দে। 

২৫) জুলাই অর্ডিন্যান্স এর বিরুদ্ধে কে বিদ্রোহ ঘোষণা করেন? 

উত্তর :- অ্যাডলফ থিয়ার্স।

২৬) জুলাই মনার্কি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 

উত্তর :- ১৮৩০ খ্রিস্টাব্দে। 

২৭) ফ্রান্সে জুলাই রাজতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর :- লুই ফিলিপ। 

২৮) ফ্রান্সের জুলাই বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডে কোন আন্দোলন শুরু হয়? 

উত্তর :- চার্টিস্ট আন্দোলন।

২৯) লুই ফিলিপ কে ছিলেন? 

উত্তর :- লুই ফিলিপ ছিলেন ফ্রান্সে  অর্লিয়েন্স বংশের শাসক।

৩০) কোথায়, কবে জাতীয় কর্মশালা প্রতিষ্ঠিত হয়? 

উত্তর :- ১৮৪৮ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে জাতীয় কর্মশালা প্রতিষ্ঠিত হয়।

৩১) কে, কবে ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?

উত্তর :- ফরাসি সম্রাট লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়ন ১৮৫২ খ্রিস্টাব্দে ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

৩২) A civil War in France গ্রন্থটির পটভূমি কি?

উত্তর :- প্যারি কমিউন।

৩৩) লুই কসুথ কে ছিলেন?

উত্তর :- ফেব্রুয়ারি বিপ্লবের সময় হাঙ্গেরি জাতীয়তাবাদী নেতা।

৩৪) কোন সালকে বিপ্লবের বছর বলা হয়? 

উত্তর :- ১৮৪৮ খ্রিস্টাব্দ কে। 

৩৫) তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 

উত্তর :- ১৮৭০ খ্রিস্টাব্দে। 

৩৬) ১৮৪৮ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের সময় মেটারনিখ ছদ্মবেশে কোথায় পালিয়ে যান?

উত্তর :- ইংল্যান্ডে। 

৩৭) ইতালির একমাত্র শক্তিশালী রাজ্যটির নাম কি ছিল? 

উত্তর :- পিডমন্ট - সার্ডিনিয়া।

৩৮) রিসর্জিমেন্টো কথাটির অর্থ কি?

উত্তর :- পুনরুত্থান বা পুনর্জাগরণ।

৩৯) "ইতালি ছিল - একটি ভৌগোলিক সংঞ্জা মাত্র" - এই উক্তিটি কার?

উত্তর :- অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিখ।

৪০) ইতালির ঐক্য আন্দোলনের প্রধান নেতা কে বা কারা ছিলেন?

উত্তর :- ম্যাৎসিনি, ক্যাভুর ও গ্যারিবল্ডি। 

৪১) ম্যাৎসিনি কোন গুপ্ত সমিতির সদস্য ছিলেন? 

উত্তর :- ম্যাৎসিনি প্রথম জীবনে কার্বোনারী দলের সদস্য ছিলেন এবং পরে ইয়ং ইতালি দল গঠন করেন।

৪২) ইতালির মুক্তি আন্দোলনের "দার্শনিক ও আত্মা" কাকে বলা হয়?

উত্তর :- জোসেফ ম্যাৎসিনি। 

৪৩) ভিল্লাফ্রাঙ্কার চুক্তি কত সালে কাদের মধ্যে হয়েছিল?

উত্তর :- ১৮৫৯ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া এবং ফ্রান্সের মধ্যে। 

৪৪) ভিলনিয়াস বিশ্ববিদ্যালয় ইউরোপের কোন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান?

উত্তর :- ইতালির। 

৪৫) ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কে?

উত্তর :- কাউন্ট ক্যাভুর।

৪৬) ক্যাভুরের চিন্তাধারার কথা কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর :- রিসর্জিমেন্টো পত্রিকায়।

৪৭) ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উত্তর :- জোসেফ ম্যাৎসিনি ১৮৩২ খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল গঠন করেন। 

৪৮) ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ কে ছিলেন? 

উত্তর :- জোসেফ ম্যাৎসিনি। 

৪৯) লালকোর্তা বাহিনীর নায়ক কে ছিলেন?

উত্তর :- গ্যারিবল্ডি।

৫০) কার্বোনারি দল কোথাকার গুপ্ত সমিতি? 

উত্তর :- ইতালির গুপ্ত সমিতি। 

৫১) রিসর্জিমেন্টো পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর :- কাউন্ট ক্যাভুর।

৫২) রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে? 

উত্তর :- প্রাশিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী অটো ভন বিসমার্ক। 

৫৩) কূটনীতির জাদুকর কাকে বলা হয়?

উত্তর :- প্রাশিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী অটো ভন বিসমার্ক। 

৫৪) স্যাডোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল?

উত্তর :- ১৮৬৬ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে।

৫৫) তৃতীয় ভিক্টর ইমানুয়েল কোন দেশের রাজা ছিলেন?

উত্তর :- ইতালির। 

৫৬) সেডানের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?

উত্তর :- ১৮৭০ খ্রিস্টাব্দে রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে সেডানের যুদ্ধ হয়েছিল।

৫৭) গ্যাটে কে ছিলেন?

উত্তর :- ঊনবিংশ শতকের প্রথমার্ধে জার্মানির একজন খ্যাতনামা কবি ও সাহিত্যিক।

৫৮) ফ্রাঙ্কফ্রাট পার্লামেন্ট কত সালে, কোথায়  বসেছিল?

উত্তর :- ১৮৪৮ খ্রিস্টাব্দে জার্মানিতে।

৫৯) এমস টেলিগ্রামটি সংবাদপত্রে কে প্রকাশ করেন? 

উত্তর :- বিসমার্ক। 

৬০) "কনফেডারেশন অব দ্য রাইন" কত খ্রিস্টাব্দে, কোথায় গঠিত হয়?

উত্তর :- ১৮০৬ খ্রিস্টাব্দে জার্মানিতে "কনফেডারেশন অব দ্য রাইন" গঠিত হয়েছিল।

৬১) ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট কে ছিলেন? 

উত্তর :- কাইজার প্রথম উইলিয়াম। 

৬২) জোলভেরাইন কি?

উত্তর :- জোলভেরাইন হলো জার্মান শুল্ক সংঘ। জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক - বৈষম্য ও বাণিজ্যের বাধা গুলি দূর করার উদ্দেশ্যে ১৮১৯ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়।

৬৩) কোন যুদ্ধকে "সাত সপ্তাহের যুদ্ধ" বলা হয়? 

উত্তর :-  স্যাডোয়ার যুদ্ধ।

৬৪) প্রাগের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল?

উত্তর :- ১৮৬৬ খ্রিস্টাব্দে প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে।

৬৫) ইউরোপের রুগ্ন ব্যক্তি কাকে বলা হয়? 

উত্তর :- তুরস্ক কে।

৬৬) বলকান অঞ্চলের অন্য নাম কি ছিল? 

উত্তর :- পূর্বাঞ্চল বা নিকট প্রাচ্য। 

৬৭) বলকান অঞ্চলে উষ্ণ জল নীতি কে গ্রহণ করেন?

উত্তর :- রুশ জার পিটার দ্য গ্রেট।

৬৮) কবে, কোন সন্ধির দ্বারা গ্ৰিস স্বাধীনতা লাভ করে?

উত্তর :- ১৮২৯ খ্রিস্টাব্দে অ্যাড্রিয়ানোপলের সন্ধি দ্বারা গ্ৰিস স্বাধীনতা লাভ করে।

৬৯) কে, কবে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন?

উত্তর :- স্কুফাস নামে এক গ্রিক ব্যবসায়ী ১৮১৪ খ্রিস্টাব্দে গ্রিসের ওডেশা বন্দরে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন।

৭০) সর্বস্লাভ আন্দোলন কবে হয়েছিল?

উত্তর :- উনিশ শতকের মধ্যভাগ থেকে।

৭১) বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য গুপ্ত সমিতির নাম কি ছিল? 

উত্তর :- হেটাইরিয়া ফিলিকে।

৭২) "হেটাইরিয়া ফিলিকে" - শব্দের অর্থ কি?

উত্তর :- বান্ধব সভা।

৭৩) দ্বিতীয় বলকান যুদ্ধ কবে হয়েছিল? 

উত্তর :- ১৯১৩ খ্রিস্টাব্দে।

৭৪) জেমস্টোভো কী?

উত্তর :- রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার জেলা পরিষদ গুলিকে জেমস্টোভো বলা হতো।

৭৫) "কুলাক" - কথাটির অর্থ কি? 

উত্তর :- মুষ্টি। 

৭৬) বলকান - শব্দের অর্থ কি?

উত্তর :- নদী। 

৭৭) কুলাক কাদের বলা হত?

উত্তর :- জার তন্ত্রের আমলে রাশিয়ার ধনী কৃষক ও জোরদারদের কুলাক বলা হতো।

৭৮) রাশিয়ায় কে, কবে ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন? 

উত্তর :- জার দ্বিতীয় আলেকজান্ডার ১৮৬১ খ্রিস্টাব্দের ১৯ শে ফেব্রুয়ারি।

৭৯) প্রিটোরিয়ান গার্ড কি?

উত্তর :- রাশিয়ায় জারের আমলের পুলিশ বাহিনী।

৮০) রাশিয়ার মুক্তিদাতা জার কাকে বলা হয়?

উত্তর :- জার দ্বিতীয় আলেকজান্ডার।

৮১) দ্বিতীয় আলেকজান্ডার কিসের দ্বারা প্রাণ হারান?

উত্তর :- পিপলস উইল।

৮২) "হাঙ্গেরির ম্যাৎসিনি" - নামে কে পরিচিত?

উত্তর :- লুই কসুথ।

৮৩) নারদ কথার অর্থ কি? 

উত্তর :- জনগণ। 

৮৪) ক্রিমিয়ার যুদ্ধ কত সালে, কাদের মধ্যে হয়েছিল? 

উত্তর :- ১৮৫৪ - ১৮৫৬ খ্রিস্টাব্দে তুরস্ক ও রাশিয়ার মধ্যে এই যুদ্ধ হয়েছিল। প্যারিস এর সন্ধি দ্বারা এই যুদ্ধের সমাপ্তি ঘটে।

৮৫) ক্রিমিয়ার যুদ্ধে কারা পরাজিত হয়?

উত্তর :- রাশিয়া।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক, ইতিহাস, পঞ্চম অধ্যায়

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ( Madhyamik History Question and Answer)) বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) | Madhyamik History Question and Answer ( 5th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ( পঞ্চম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 5th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History E...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...

মাধ্যমিক, ইতিহাস, অষ্টম অধ্যায়

  মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর (Madhyamik History Question and Answer)) উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭ - ১৯৬৪ ) ; ( অষ্টম অধ্যায় )  Madhyamik History Question and Answer ( 8th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব; (১৯৪৭ - ১৯৬৪)  ( অষ্টম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস –উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭ - ১৯৬৪) ; ( অষ্টম অধ্যায় )  :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 8th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭-১৯৬৪ )  থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History Examination ) – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী মাধ...