দর্শন সাজেশন ২০২৪ [একাদশ শ্রেণি বার্ষিক পরীক্ষা ]
দর্শন সাজেশন ২০২৪ Philosophy Suggestion 2024 Wbchse important questions philosophy
RAJESH SIR TUTORIAL এর পক্ষ থেকে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার (২০২৪) সকল পরিক্ষার্থীকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মনে রাখবে, এবছর সব বিষয়ের সম্পুর্ণ সিলেবাসের উপর ভিত্তি করেই পরীক্ষা নেওয়া হবে । নিচে দেওয়া প্রশ্নগুলি আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সময় নষ্ট না করে ‘to the point' পড়া শুরু করে দাও।
পাশ্চাত্য দর্শন ( পূর্ণমান 40 )
( প্রথম অধ্যায় ) দর্শনের ধারণা
এই অধ্যায় থেকে কোন বিবরণ ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন (8 নম্বর) আসবেনা। এই অধ্যায় থেকে MCQ 2 নম্বর এবং SAQ 2 নম্বর আসবে।
( দ্বিতীয় অধ্যায় ) জ্ঞানের স্বরূপ ও জ্ঞান সম্পর্কিত বিভিন্ন মতবাদ
এই অধ্যায় থেকে MCQ 2 নম্বর এবং একটি বিবরণ ধর্মী উত্তর ভিত্তিক (8 নম্বর) প্রশ্ন আসবে। নিচে দেওয়া প্রশ্ন গুলি করলেই আশা করি তোমরা এ বছরের বার্ষিক পরীক্ষায় বিবরণ ধর্মী প্রশ্নটি পেয়ে যাবে।
১) জানা ক্রিয়াপদটি কি কি অর্থে ব্যবহার করা হয়? বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা কর?* 5+3
২) অভিজ্ঞতাবাদের দুটি রূপ কি কি? চরমপন্থী ও নরমপন্থী অভিজ্ঞতাবাদের মধ্যে পার্থক্য লিখ। 2+6
৩) বুদ্ধিবাদ বলতে কী বোঝায়? জ্ঞানের উৎপত্তি বিষয়ে স্পিনোজার মত ব্যাখ্যা করো।* 2+6
৪) বিচারবাদ বলতে কী বোঝো? কান্টের মতানুযায়ী বিচারবাদের মূল বক্তব্য গুলি আলোচনা করো।* 2+6
( তৃতীয় অধ্যায় ) দ্রব্য
এই অধ্যায় থেকে কোন বিবরণ ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন (8 নম্বর) আসবেনা। এই অধ্যায় থেকে MCQ 2 number এবং SAQ 4 নম্বর আসবে।
( চতুর্থ অধ্যায় ) কার্যকারণ সম্বন্ধ
এই অধ্যায় থেকে MCQ 2 নম্বর এবং একটি বিবরণ ধর্মী উত্তর ভিত্তিক (8 নম্বর) প্রশ্ন আসবে। নিচে দেওয়া প্রশ্ন গুলি করলেই আশা করি তোমরা এ বছরের বার্ষিক পরীক্ষায় বিবরণ ধর্মী প্রশ্নটি পেয়ে যাবে।
১) কার্যকারণ সম্পর্ক সম্বন্ধে লৌকিক মত ব্যাখ্যা করো।*
২) কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের মত কি? কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের মতবাদের ত্রুটিগুলি আলোচনা কর। 2+6
৩) কার্যকারণ সম্বন্ধ সম্পর্কে ইউয়িং এর মত ব্যাখ্যা করো।*
( পঞ্চম অধ্যায় ) বস্তুবাদ এবং ভাববাদ
এই অধ্যায় থেকে MCQ 2 নম্বর এবং একটি বিবরণ ধর্মী উত্তর ভিত্তিক (8 নম্বর) প্রশ্ন আসবে। নিচে দেওয়া প্রশ্ন গুলি করলেই আশা করি তোমরা এ বছরের বার্ষিক পরীক্ষায় বিবরণ ধর্মী প্রশ্নটি পেয়ে যাবে।
১) সরল বস্তুবাদ কি? প্রতিরূপী বস্তুবাদ কি? সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের পার্থক্য করো।
২) মুখ্য গুন ও গৌণ গুণ কাকে বলে? লকের মতে মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য ব্যাখ্যা করো।*
৩) সরল বস্তুবাদ এর তত্ত্বটি সবিচার আলোচনা করো।*
৪) বৈজ্ঞানিক বস্তুবাদ কাকে বলে? বৈজ্ঞানিক বস্তুবাদ এর ত্রুটি গুলি কি কি?
ভারতীয় দর্শন। (পূর্ণমান 40 )
( প্রথম অধ্যায় ) দর্শনের ধারণা
এই অধ্যায় থেকে কোন বিবরণ ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন (8 নম্বর) আসবেনা। এই অধ্যায় থেকে MCQ 3 নম্বর এবং SAQ 2 নম্বর আসবে।
( দ্বিতীয় অধ্যায় ) চার্বাক দর্শন
এই অধ্যায় থেকে কোন বিবরণ ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন (8 নম্বর) আসবেনা। এই অধ্যায় থেকে MCQ 2 নম্বর এবং SAQ 4 নম্বর আসবে।
( তৃতীয় অধ্যায় ) বৌদ্ধ দর্শন
এই অধ্যায় থেকে কোন বিবরণ ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন (8 নম্বর) আসবেনা। এই অধ্যায় থেকে MCQ 4 নম্বর এবং SAQ 2 নম্বর আসবে।
( চতুর্থ অধ্যায় ) ন্যায় দর্শন
এই অধ্যায় থেকে MCQ 3 নম্বর এবং একটি বিবরণ ধর্মীয় উত্তর ভিত্তিক (8 নম্বর) প্রশ্ন আসবে।
১) স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে পার্থক্য লেখো। পঞ্চাবয়বী ন্যায় ব্যাখ্যা করো। 4+4
২) সন্নিকর্ষ কাকে বলে? বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষের পরিচয় দাও। 5+3
৩) ব্যাপ্তি কাকে বলে? ব্যাপ্তিগ্রহ কিভাবে হয় আলোচনা করো।* 2+6
৪) সন্নিকর্ষ কাকে বলে? লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো।* 2+6
( পঞ্চম অধ্যায় ) অদ্বৈত বেদান্ত
এই অধ্যায় থেকে কোন বিবরণ ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্ন (8 নম্বর) আসবেনা। এই অধ্যায় থেকে MCQ 2 নম্বর এবং SAQ 2 নম্বর আসবে।
( ষষ্ঠ অধ্যায় ) সমসাময়িক ভারতীয় দর্শন
এই অধ্যায় থেকে কোন ধরনের শর্ট টাইপ ( 1 নম্বর ) প্রশ্ন আসবে না। একটি বিবরণ ধর্মী উত্তর ভিত্তিক ( 8 নম্বর ) প্রশ্ন আসবে।
১) মানবতাবাদ কি? রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো।* 3+5
২) "বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হল প্রয়োগমূলক বেদান্ত" - ব্যাখ্যা করো।*
৩) সকাম এবং নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কি? বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন?
* চিহ্নিত প্রশ্নগুলি অধিক গুরুত্বপূর্ণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন