পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞান সাজেশন
WBBSE Class IX first Unit Test Life Science important Suggestion
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী। এই প্রশ্নগুলো তোমরা মনোযোগ সহকারে অনুশীলন করবে। নবম শ্রেণীতে এবং আগামী মাধ্যমিক পরীক্ষায় ভালো সাফল্যের জন্য তোমরা অবশ্যই Rajesh Sir Tutorial এর সাহায্য নেবে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এবং সাজেশন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা তৈরি করা হয়েছে।
নবম শ্রেণী
জীবন বিজ্ঞান
পূর্ণমান : চল্লিশ
প্রথম অধ্যায় ( জীবন ও তার বৈচিত্র্য )
প্রতিটি প্রশ্নের মান ২
১) হট ডাইলিউট স্যুপ কি?
২) কোয়াসারভেট কি? এর গুরুত্ব লিখো।
৩) নগ্ন জিন কাকে বলে?
৪) ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি কাকে বলে? ট্যাক্সোনমি শব্দটি কে প্রথম প্রচলন করেন?
৫) লিনিয়ান হায়ারার্কি কি? এর কয়টি স্তর ও কি কি?
৬) হাইফা বা অনুসূত্র কি? ছত্রাকের হাইফা কে সিনোসাইট বলে কেন?
৭) অস্টিয়া ও অসকিউলাম কি?
৮) কম্বোপ্লেট কি?
৯) সিলোম কি? এটি কোথায় দেখা যায়?
১০) নিডোব্লাস্ট কোশ কি?
১১) জীব রাজ্যের শ্রেণীবিন্যাস কে করেন? তিনি জীবকে কয়টি রাজ্যে ভাগ করেন কি কি?
প্রতিটি প্রশ্নের মান তিন
১) কৃষিকাজ ও মহাকাশ গবেষণায় জীববিদ্যার প্রয়োগ আলোচনা কর।
২) ট্যাক্সোনমির গুরুত্ব আলোচনা কর।
৩) দ্বিপদ নামকরণ কাকে বলে? এর নিয়মাবলী গুলি লিখ।
৪) পার্থক্য লিখ :
* ব্যক্তবীজী এবং গুপ্তবীজী,
* একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ,
* কর্ডাটা ও অকর্ডাটা,
* কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার।
দ্বিতীয় অধ্যায় ( জীবন সংগঠনের স্তর )
প্রতিটি প্রশ্নের মান ২
১)জীবদেহে জলের ভূমিকা কি?
২)অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও।
৩)জীবদেহে অ্যামাইনো এসিডের ভূমিকা কি?
৪)অ্যামাইনো অ্যাসিড পুল কাকে বলে?
৫)অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও।
৬)ভিটামিন, প্রো ভিটামিন, এবং সিউডো ভিটামিন কাকে বলে? উদাহরণ দাও।
৭)অতিমাত্রিক মৌল এবং স্বল্পমাত্রিক মৌল কাকে বলে? উদাহরণ দাও।
৮)মানবদেহে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, দস্তা ও ম্যাগনেসিয়াম এর ভূমিকা কি?
৯)নিউক্লিয়াস কে কোশের মস্তিষ্ক বলে কেন?
১০)মাইটোকন্ডিয়া কে কোশের শক্তিঘর বলে কেন?
১১)লাইসোজোম কে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলে কেন?
১২)রাইবোজোম এর কাজ লিখ।
১৩)রক্তকে তরল যোগকলা বলে কেন?
১৪)যকৃতের অবস্থান ও কাজ লিখ।
১৫)বৃক্ব ও মস্তিষ্কের কাজ লিখ।
১৬)প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে?
১৭)যোগ কলার বৈশিষ্ট্য গুলি লিখো।
১৮)ত্বক এবং প্লীহার দুটি করে কাজ লিখ।
১৯)পিনোসাইটোসিস ও পিনোজোম কাকে বলে?
প্রতিটি প্রশ্নের মান তিন
১) পার্থক্য লিখ :
* DNA এবং RNA
* সরল শর্করা এবং যৌগিক শর্করা
* কোশ প্রাচীর ও কোশ পর্দা
* ইউক্যারিওটিক কোশ ও প্রাক্যারিওটিক কোশ
* জাইলেম ও ফ্লোয়েম
* ট্রাকিড ও ট্রাকিয়া
* অ্যাক্সন ও ডেনড্রন
২) ভিটামিন A , D, E, C, B কমপ্লেক্স এদের রাসায়নিক নাম, কাজ ও অভাবজনিত লক্ষণ লেখো।
৩) ভাজক কলা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও কাজ লিখ।
৪) আবরণী কলা কাকে বলে? এর অবস্থান ও কাজ লিখ।
চিত্র অঙ্কন
প্রশ্নের মান ৫
১) একটি নিউক্লিয়াসের চিত্র অঙ্কন কর ও বিভিন্ন অংশের নাম লিখ।
২) একটি স্নায়ু কোশের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লিখ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন