ইতিহাসের ধারণা
প্রতিটি প্রশ্নের মান ২
১) নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো।
২) সামাজিক ইতিহাস কি?
৩) পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো।
৪) সামরিক ইতিহাস কি?
৫) আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে?
৬) ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয় কেন?
৭) সরকারি নথিপত্র বলতে কী বোঝো?
৮) স্থানীয় ইতিহাস কি?
প্রতিটি প্রশ্নের মান ৪
১) আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সত্তর বছর, জীবনস্মৃতি এবং জীবনের ঝরাপাতার গুরুত্ব লিখো।
দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা
প্রতিটি প্রশ্নের মান ২
১) স্ত্রী শিক্ষা বিস্তারে বামাবোধিনী পত্রিকার ভূমিকা কি?
২) হুতোম প্যাঁচার নকশায় কলকাতার বাবুদের সম্পর্কে কি বলা হয়েছে?
৩) উডের ডেসপ্যাচ কি?
৪) ডেভিড হেয়ার বিখ্যাত কেন?
৫) শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন?
৬) নব্য বঙ্গ গোষ্ঠী কাদের বলা হত?
৭) নব্য বেদান্ত কি?
৮) স্ত্রী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের অবদান কি ছিল?
প্রতিটি প্রশ্নের মান ৪
১) নীলদর্পণ নাটকের গুরুত্ব বিশ্লেষণ কর।
২) নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে সংক্ষেপে লিখ।
৩) শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা কর।
প্রতিটি প্রশ্নের মান ৮
১) উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র বা প্রকৃতি কি ছিল?
তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ
প্রতিদিন এই প্রশ্নের মান ২
১) ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি?
২) জঙ্গলমহল কাকে বলে?
৩) চুয়াড় কাদের বলা হয়?
৪) কেনারাম ও বেচারাম কাকে বলে ?
৫) খুৎকাঠি প্রথা কি?
৬) মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল?
৭) ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনজাগরনের আন্দোলন?
৮) দাদন প্রথা কি?
প্রতিটি প্রশ্নের মান ৪
১) কোল বিদ্রোহের কারণগুলি আলোচনা কর।
২) সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা কর।
৩) বাংলার ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা কর।
প্রতিটি প্রশ্নের মান ৮
১) নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা কর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন