দশম শ্রেণী ভূগোল খুব গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
Class X Geography most important Suggestion
প্রথম অধ্যায় ( বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ )
প্রতিটি প্রশ্নের মান ২ অথবা ৩
১) অবরোহন এবং আরোহন কাকে বলে? এর পার্থক্য লিখ।
২) পর্যায়ন কি?
৩) ষষ্ঠঘাতের সূত্রটি লিখ।
৪) কিউসেক ও কিউমেক কি?
৫) গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য লিখ।
৬) নদী কি কি পদ্ধতিতে ক্ষয় কাজ করে?
৭) জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ ঘটে কেন?
৮) বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ গুলি লিখো।
৯) ঝুলন্ত উপত্যকার নিচে জলপ্রপাত গড়ে ওঠে কেন?
১০) ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে?
১১) অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং শিফ বালিয়াড়ির পার্থক্য লিখ।
১২) পাখির পায়ের মতো ব দ্বীপ কিভাবে গঠিত হয়?
১৩) কি কি ভাবে জলপ্রপাত গঠিত হতে পারে?
১৫) হিমশৈল কি?
প্রতিটি প্রশ্নের মান ৫
১) নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ গুলি আলোচনা করো।
২) বায়ুর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ গুলির চিত্র সহ বর্ণনা দাও।
৩) মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজ বেশি হয় কেন?
৪) জলবায়ুর পরিবর্তন সুন্দরবনের উপর কিরূপ-প্রভাব বিস্তার করে?
পঞ্চম অধ্যায় ভারত
প্রতিটি প্রশ্নের মান ২ অথবা ৩
১) টীকা লিখ : -
* কাশ্মীর উপত্যকা,
* দুন উপত্যকা,
* শিবালিক হিমালয়,
* ডেকানট্র্যাপ,
* কচ্ছের রণ,
* কালবৈশাখী,
* লু,
* আধি,
* আশ্বিনের ঝড়,
* পশ্চিমী ঝঞ্ঝা,
* দামোদর নদী পরিকল্পনা
২) খাদার ও ভাঙ্গর বলতে কী বোঝো? পার্থক্য লিখ।
৩) ভাবর ও তরাই কাকে বলে? পার্থক্য লিখ।
৪) কয়াল কি?
৫) মালনাদ ও ময়দান কাকে বলে?
৬) বহুমুখী নদী পরিকল্পনা কি?
৭) নর্মদা ও তাপ্তি নদীতে বদ্বীপ নেই কেন?
৮) মৌসুমী বিস্ফোরণ কি?
৯) ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লিখ।
১০) সামাজিক বনসৃজন এবং কৃষি বনসৃজন কাকে বলে?
১১) অরণ্য সংরক্ষণের পাঁচটি পদ্ধতি লিখো।
প্রতিটি প্রশ্নের মান ৫
১) ভারতকে কয়টি ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা যায় ও কি কি? যে কোন একটি ভাগের বর্ণনা দাও।
২) পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লিখ।
৩) উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদীর পার্থক্য কি?
৪) ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য লিখ।
৫) স্বাভাবিক উদ্ভিদ ও কৃষিকাজের উপর মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব আলোচনা কর।
৬) ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব আলোচনা কর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন