
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
( HS History Question and Answer )
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) HS History Question and Answer : উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer নিচে দেওয়া হলো।
দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBCHSE Class 12 History Question and Answer, Suggestion, Notes – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) থেকে এই রচনাধর্মী প্রশ্নটি আগামী West Bengal Class 12th Twelve XII History Examination – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।
কিউবা ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝ? ঠান্ডা লড়াই কে এটি কতখানি প্রভাবিত করেছিল?
সূচনা: 'ঠান্ডা লড়াই '-এর যুগে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কিউবাতে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে যে যুদ্ধজনিত পরিস্থিতির উদ্ভব হয়েছিল তা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। এই সংকটকে কেন্দ্র করে বিশ্ব এক পারমাণবিক যুদ্ধের মুখোমুখি এসে উপস্থিত হয়।
পটভূমি বা কারণ:- কিউবা সংকটের পশ্চাতে অনেকগুলি কারণ আছে-
A) কাস্ত্রোর ক্ষমতা লাভ:- ১৯৫৯ খ্রিস্টাব্দে এক অভ্যন্তরীণ বিপ্লবের পর ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতি হন। তিনি কিউবার অর্থনীতিকে মার্কিন প্রভাব মুক্ত করার জন্য আখের ক্ষেত, চিনির কল ও শিল্প - বাণিজ্য সংস্থাগুলিকে জাতীয়করণ করেন। কাস্ত্রোর এই নীতিগুলি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী, ফলে কাস্ত্রোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধ তৈরি হয়।
B)কাস্ত্রোর কমিউনিস্ট প্রীতি:- কাস্ত্রো ক্ষমতা লাভের পর সোভিয়েত রাশিয়া, চীন প্রভৃতি সমাজ তান্ত্রিক দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। কাস্ত্রো জনগণের উন্নতির জন্য বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করেন।
C) মার্কিন ভূমিকা:- কাস্ত্রোর এইসব কার্যকলাপে মার্কিন যুক্তরাষ্ট্র প্রচন্ড ক্ষিপ্ত হয় এবং কিউবার সঙ্গে সব রকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। ১৯৬৯ খ্রিস্টাব্দে কাস্ত্রো মার্কিন দূতাবাসের দূতাবাসের কর্মী সংখ্যা 11 জনের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেন। হোলি আমেরিকা ক্রুদ্ধ হয়ে কিউবার সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
D) পিগ উপসাগরের ঘটনা:- মার্কিন যুক্তরাষ্ট্র কাস্ত্রোকে উচ্ছেদ করার জন্য বিদেশে বসবাসকারী কিউবার কমিউনিস্ট বিরোধীদের অস্ত্রশস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেয়। ১৯৬১ খ্রিস্টাব্দের ১৪ ই এপ্রিল কাস্ত্রো সরকারকে উচ্ছেদের উদ্দেশ্যে মার্কিন মদতপুষ্ট প্রায় ১৪০০ কাস্ত্রো বিরোধী কিউবার নাগরিক পিক উপসাগরে অবতরণ করে।এদের সাহায্য করার জন্য B-26 মার্কিন বোমারু বিমান তৈরি থাকে। মাত্র দুদিনের মধ্যে কিউবার সেনা দল তাদের চূড়ান্তভাবে পরাস্ত করে।
E) ক্ষেপণাস্ত্র ঘাটি নির্মাণ:- সোভিয়েত রাশিয়া কিউবা বাসিকে রক্ষা করার জন্য কিউবাতে সামরিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। এটি ছিল বিদেশে সোভিয়েত রাশিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র ঘাটি।
F) মার্কিন প্রতিক্রিয়া:- ১৯৬২ খ্রিস্টাব্দের ২২শে অক্টোবর এক বেতার ঘোষণার দ্বারা মার্কিন রাষ্ট্রপতি কেনেডি কিউবার চারিদিকে নৌ অবরোধের আদেশ দেন। তিনি আরো জানান যে তিনি আরো বলেন যে কিউবা থেকে কোন ক্ষেপণাস্ত্র আমেরিকাতে নিক্ষেপ করা হলে আমেরিকা সোভিয়েত রাশিয়াকেই দায়ী করবে।
G) রাশিয়ার প্রতিক্রিয়া:- কেনেডির ঘোষণাতে সোভিয়েত রাশিয়ার মারাত্মক প্রতিক্রিয়া হয়। সোভিয়েত সরকার সেনাবাহিনী কে প্রস্তুত রাখার চরম নির্দেশ দেয়- সেনা বিভাগের কর্মচারীদের ছুটি না খোঁজ করে কাজে যোগ দিতে বলে।
H) জাতিপুঞ্জের উদ্যোগ ও অবসান:- কিউবা, সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র তিন পক্ষই জাতিপুঞ্জে ঘটনাটি উপস্থাপন করে। জাতিপুঞ্জের মহাসচিব ইউ - থান্ট রাশিয়া ও আমেরিকা দুই দেশের কাছে শান্তির জন্য অনুরোধ জানায়। অবশেষে কুড়ি নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার অবরোধ তুলে নেয়।
ঠান্ডা যুদ্ধে কিউবা সংকটের প্রভাব:- স্বল্প স্থায়ী হলেও কিউবার যুদ্ধ ঠান্ডা লড়াইকে বিশেষ ভাবে প্রভাবিত করেছিল।
A) আণবিক যুদ্ধের আতঙ্ক:- কিউবা সংকট ঠান্ডা লড়াইয়ের যুগে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে আণবিক যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছিল।
B) আলাপ আলোচনার গুরুত্ব:- কিউবা সংকটের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন আন্তর্জাতিক সমস্যা সমাধানের জন্য আলাপ আলোচনার উপর গুরুত্ব আরোপ করে।
C) সাম্যবাদী শিবিরে কিউবার যোগদান:- কিউবা সংকটের ফলে ফিদেল কাস্ত্রো সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক শিবিরে যোগ দেয়।
D) সাম্যবাদী শিবিরে ভাঙ্গন:- কিউবা সংকটের প্রভাবে সোভিয়েত রাশিয়ার সঙ্গে চীন ও আলবেনিয়ার চরম বিরোধ তৈরি হয়।
মূল্যায়ন:- কিউবা সংকটের সময় ঠান্ডা লড়াই চরমে উঠেছিল সেই বিষয়ে কোন সন্দেহ নেই। তবে এই সংকটে ঠান্ডা লড়াইয়ের যুগে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গির নিদর্শন পাওয়া যায়। এর ফলে ভবিষ্যতে শুরু হয় দাঁতাত- এর প্রক্রিয়া। যার ফলে ঠান্ডা লড়াই উত্তেজনার প্রশমন হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন