
Higher Secondary Philosophy (West Bengal council of Higher Secondary Education)
দ্বাদশ শ্রেণীর এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিচের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে নিচের প্রশ্নগুলি খুব মনোযোগ সহকারে করার জন্য অনুরোধ করব। আশা করি তোমরা এই প্রশ্নগুলি করলে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দর্শন বিষয়ে ১০০ শতাংশ কমন পাবে।
উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2023
( অবরোহ মূলক তর্কবিদ্যা )
প্রথম অধ্যায় যুক্তি
এই অধ্যায় থেকে কোন রচনাধর্মী প্রশ্ন আসবে না। 3 নম্বরের MCQ এবং 1 নম্বরের SAQ আসবে।
দ্বিতীয় অধ্যায় বচন
এই অধ্যায় থেকে 2 নম্বর MCQ এবং একটি রচনাধর্মী প্রশ্ন ( ৮ নম্বরের ) আসবে। নিচের প্রশ্ন গুলো খুব গুরত্বপূর্ণ।
১) নিরপেক্ষ বচন বলতে কী বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ কর। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও।
২) বাক্য ও বচনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লিখ।
৩) পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো পদের ব্যাপতার সাধারণ নিয়ম গুলি লিখ? নিরপেক্ষ বচন গুলির কোন পদ ব্যাপ্য হয় তা উদাহরণ সহ আলোচনা করো।
তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা
এই অধ্যায় থেকে কোন রচনাধর্মী প্রশ্ন আসবে না। 2 নম্বরের MCQ এবং 2 নম্বরের SAQ আসবে।
চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান
এই অধ্যায় থেকে 1 নম্বর SAQ এবং একটি রচনাধর্মী প্রশ্ন ( ৮ নম্বরের ) আসবে।
১) উদাহরণসহ মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানের পার্থক্য লিখ।
২) আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি লিখ।
৩) A বচনের সরল আবর্তন হয় না কেন? প্রমাণ করো যে, O বচনের আবর্তন আদৌ সম্ভব নয়।
৪) বস্তুগত বিবর্তন কি? বস্তুগত বিবর্তনের বৈশিষ্ট্য গুলি লেখো। একে কেন যথার্থ বিবর্তনের মর্যাদা দেওয়া যায় না?
পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায়
এই অধ্যায় থেকে 2 নম্বর MCQ এবং একটি রচনাধর্মী প্রশ্ন ( ৮ নম্বরের ) আসবে।
১) নিরপেক্ষ ন্যায়ের নিয়মগুলি লিখ।
২) টীকা লিখ : অবৈধ সাধ্য দোষ, অব্যাপ্য হেতু দোষ, চতুষ্পদ হেতু দোষ , নিরপেক্ষ ন্যায়, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি।
ষষ্ঠ অধ্যায় প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়
এই অধ্যায় থেকে কোন রচনাধর্মী প্রশ্ন আসবে না। 2 নম্বরের MCQ এবং 2 নম্বরের SAQ আসবে।
সপ্তম অধ্যায় বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র
এই অধ্যায় থেকে কোন রচনাধর্মী প্রশ্ন আসবে না। 2 নম্বরের MCQ এবং 2 নম্বরের SAQ আসবে।
অষ্টম অধ্যায় সত্যাপেক্ষ
এই অধ্যায় থেকে কোন রচনাধর্মী প্রশ্ন আসবে না। 3 নম্বরের MCQ এবং 2 নম্বরের SAQ আসবে।
( আরোহ মূলক তর্কবিদ্যা )
প্রথম অধ্যায় আরোহ অনুমানের স্বরূপ
এই অধ্যায় থেকে কোন রচনাধর্মী প্রশ্ন আসবে না। 3 নম্বরের MCQ এবং 3 নম্বরের SAQ আসবে।
দ্বিতীয় অধ্যায় কারণ
এই অধ্যায় থেকে কোন রচনাধর্মী প্রশ্ন আসবে না। 3 নম্বরের MCQ এবং 3 নম্বরের SAQ আসবে।
তৃতীয় অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি
এই অধ্যায় থেকে 2 নম্বর MCQ এবং একটি রচনাধর্মী প্রশ্ন ( ৮ নম্বরের ) আসবে।
১) মিলের অন্বয়ী পদ্ধতি আলোচনা কর [ সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (২টি ) অসুবিধা (২টি ) ]
২) মিলের অন্বয় ব্যতিরেকী পদ্ধতিটি আলোচনা করো। [ সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা (২টি ) অসুবিধা (২টি ) ]
চতুর্থ অধ্যায় আরোহমূলক দোষ
এই অধ্যায় থেকে কোন MCQ বা SAQ আসবে না। একটি রচনাধর্মী প্রশ্ন ( ৮ নম্বরের ) আসবে।
১) আরোহ যুক্তিগুলি বিচার করো এবং কোন দোষ থাকলে তা উল্লেখ করো - এই প্রশ্নের জন্য নিজেরা কিছু প্রশ্নের অনুশীলন করবে।
২) সংক্ষিপ্ত টীকা লিখ : আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গ্রহণ করা জনিত দোষ, মন্দ উপমা যুক্তি, কাকতালীয় দোষ, সহকার্যকে কারণ মনে করার দোষ।
অন্যান্য বিষয়ের সাজেশান এবং উত্তর তোমরা পাবে www.rajeshsir.in তে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন