Madhyamik Life Science
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [সেট-৫]
মাধ্যমিকের একটি অন্যতম বিষয় হল জীবন বিজ্ঞান (Life Science)। জীবন বিজ্ঞান একটি এমন বিষয় যেটি মনোযোগ সহকারে পড়লে অনায়াসে ৮০ শতাংশ নাম্বার পাওয়া সম্ভব। এই পোস্টে মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হল। আশা করি তোমাদের কাজে লাগবে।
জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর
পঞ্চম অধ্যায়
১) নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্ত করি বৈশিষ্ট্য কোনটি?
উত্তর:- অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন।
২) উদ্ভিদ তার পুষ্টির জন্য কোথা থেকে খনিজ উপাদান সংগ্রহ করে?
উত্তর:- মাটি থেকে।
৩) প্রোটিন গঠনের জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদান কোনটি?
উত্তর:- নাইট্রোজেন।
৪) বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত?
উত্তর:- 77.17%
৫) বায়ুর গ্যাসীয় নাইট্রোজেন সরাসরি সংবন্ধন করতে পারে এমন উদ্ভিদের নাম লিখ।
উত্তর:- নীলাভ সবুজ শৈবাল।
৬) কোন মিথোজীবিয় অণুজীব বায়ুমণ্ডলের গ্যাসীয় নাইট্রোজেন সরাসরি শোষণ করতে পারে?
উত্তর:- রাইজোবিয়াম।
৭) নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীবাণু কোনটি?
উত্তর::- ক্লসট্রিডিয়াম ও অ্যাজোটোব্যাকটর।
৮) নষ্টক নামক নীলাভ সবুজ শৈবালের কোন কোশে নাইট্রোজেন সংবন্ধন ঘটে?
উত্তর:- হেটারোসিষ্ট।
৯) কোন চক্রটি বাস্তুতন্ত্রের গ্যাসীয় জৈব ভু - রাসায়নিক চক্র নয়?
উত্তর: ফসফরাস চক্র।
১০) একটি নাইট্রোজেন সংবন্ধন কারি শৈবালের নাম লিখ।
উত্তর:- নস্টক।
১১) অম্ল বৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেনের অক্সাইড কোনটি?
উত্তর :-
১২) নাইট্রোজেনের কোন অক্সাইডটি ব্লু বেবি সিনড্রোম এর সঙ্গে সম্পর্ক যুক্ত?
১৩) জীবদেহ গঠনকারি একটি পরিপোষকের নাম লিখ? উত্তর:- নাইট্রোজেন
১৪) মাটিতে নাইট্রোজেন স্থিতিকারি একটি স্বাধীন জীবি ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর:- অ্যাজোটোব্যাকটোর।
১৫) দুটি নাইট্রিফ্রাইং ব্যাকট্রিয়ার নাম লেখো।
উত্তর নাইট্রোব্যাকটর ও নাইট্রোসোমোনাস।
১৬) নাইট্রোজেন স্থিতিকারী শৈবালের নাম লেখো।
উত্তর:- নষ্টক , অ্যানাবিনা , নীলাভ সবুজ শৈবাল।
১৭) নাইট্রিফিকেশন কি?
উত্তর: যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রাইট , নাইট্রেট লবনে পরিণত হয়, তাকে নাইট্রিফিকেশন বলে।
১৮) একটি অ্যামনিফ্রাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উত্তর:- ব্যাসিলাস মাইকৌদিস
১৯) কোন ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন যোগের পরিমাণ বৃদ্ধি করে?
উত্তর:- নাইট্রিফ্রাইং ব্যাকটেরিয়া।
২০) বায়ুতে নাইট্রোজেন কি অবস্থায় থাকে?
উত্তর:- গ্যাসীয় অবস্থায় থাকে।
২১) ডি নাইট্রিফিকেশন কি?
উত্তর:- নাইট্রেট বা নাইট্রাইট থেকে নাইট্রোজেন মুক্ত হওয়ার প্রক্রিয়াকে ডি নাইট্রিফিকেশন বলে।
২২) নীলাভ সবুজ শৈবাল এর দেহকোষে কোন উৎসেচক উপস্থিত থাকে?
উত্তর:- নাইট্রোজেন উৎসেচক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন