সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ষষ্ঠ শ্রেণি, পরিবেশ ও বিজ্ঞান, পঞ্চম অধ্যায়, মাপজোক বা পরিমাপ

আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা,  Rajesh Sir Tutorial  পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" বিষয়ের পঞ্চম অধ্যায় "মাপজোক বা পরিমাপ" অংশটির একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের পরীক্ষার সময় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই সামেটিভ ও বার্ষিক পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে। বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ  শ্রেণি :- ষষ্ঠ শ্রেণি বিষয় :-   পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় :- পঞ্চম অধ্যায়  অধ্যায়ের নাম :- মাপজোক বা পরিমাপ আলোচ্য অংশ :- এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ১,২ নম্বরের প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। প্রতিটি প্রশ্নের মান ১ ১) ভৌতরা...

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর সেট- ৪

Madhyamik Life Science

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [সেট-৪]

মাধ্যমিকের একটি অন্যতম বিষয় হল জীবন বিজ্ঞান (Life Science)। জীবন বিজ্ঞান একটি এমন বিষয় যেটি মনোযোগ সহকারে পড়লে অনায়াসে ৮০ শতাংশ থেকেও বেশি নাম্বার পাওয়া সম্ভব। এই পোস্টে মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হল। আশা করি তোমাদের কাজে লাগবে।


জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর

অধ্যায় : অভিব্যক্তি

প্রতিটি প্রশ্নের মান ১


১) অভিব্যাক্তি শব্দটির জনক কে?

 উত্তর:- হারবার্ট স্পেন্সার।


২) পৃথিবীর আনুমানিক বয়স কত কোটি বছর? 

উত্তর:- ৪৫০ কোটি বছর।


৩) কোনটি সমসংস্থ অঙ্গের প্রধান বৈশিষ্ট্য? 

উত্তর:- সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য- কাজ আলাদা কিন্তু উৎপত্তিগত ভাবে এক।


৪) পাখির ডানা আর প্রজাপতির ডানা হলো কি ধরনের উদাহরণ?

 উত্তর:- সমবৃত্তিয় ডানার  উদাহরণ।


৫) মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি?

 উত্তর:- অ্যাপেন্ডিক্স, কক্সিস।


৬) ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম কি?

 উত্তর:- ইওহিপ্পাস।


৭) তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো কিসের উদাহরণ?

উত্তর:- সমসংস্থ অঙ্গ ।


৮) প্রাকৃতিক নির্বাচন বাদের প্রবক্তা কে?

 উত্তর:- ডারউইন।


৯) অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম ব্যবহার করেন?

 উত্তর:- ডারউইন।


১০) আধুনিক দীর্ঘকায় এক অঙ্গুলিযুক্ত চতুষ্পদ ঘোড়ার বৈজ্ঞানিক নাম কি?

 উত্তর:- ইকুয়াস।


১১) পৃথিবীর আদি বায়ুমণ্ডলে কোন গ্যাসটি ছিল না?

 উত্তর :- অক্সিজেন।


১২) জীবের পপুলেশনে কি থাকলে তবেই অভিব্যক্তি ঘটে?

উত্তর:- প্রকরণ।


১৩) প্রাণ সৃষ্টির কোন উপাদানটি বায়ুমণ্ডলে ছিল না?

 উত্তর :- অক্সিজেন।


১৪) প্রথম কোথায় প্রাণের উদ্ভব ঘটেছিল?

 উত্তর:- জলে।


১৫) প্রাণ সৃষ্টি সংক্রান্ত জৈব রাসায়নিক মতবাদটি কে প্রবতন করেন?

 উত্তর:- হেলডেন ও ওপারিন।


১৬) পৃথিবীর আদিকোশ কোনটি?

 উত্তর:- প্রোটোসেল।


১৭) ব্যবহার ও অব্যবহার তত্ত্ব ও অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদের প্রবক্তা কে?

 উত্তর:- ল্যামার্ক।


১৮), যোগ্যতমের উদবর্তন মতবাদটি র প্রবক্তা কে?

 উত্তর:- ডারউইন।


১৯) "ফিলোসফিক জুওলজিক" বইটির লেখক কে?

 উত্তর:- ল্যামার্ক।


২০) "The origion of species by means of  natural selection" গ্রন্থটির রচয়িতা কে?

 উত্তর:- ডারউইন।


২১) প্লাটিপাস যে দুটি প্রানী গোষ্ঠীর যুগ্ম বৈশিষ্ট্য বহন করে , সেটি কি?

উত্তর:- সরীসৃপ ও স্তন্যপায়ী।


২২) উদ্ভিদ এর একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লিখ।

 উত্তর:- কালকাসুন্দর স্টামিনোড।


২৩) মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে?

 উত্তর:- হুগো- দা- ভ্রিস।


২৪) স্তন্যপায়ী প্রানীর যুগ বলা হয় কোন যুগকে? 

উত্তর:- সিনোজোয়িক যুগ।


২৫) প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটি?

 উত্তর:- R N A


২৬) পৃথিবী সৃষ্টির মতবাদ বিগ ব্যাং এর প্রবক্তা কে?

 উত্তর:- অ্যাবে লেমাইটার।


২৭) Hot dilute soup ( তপ্ত লঘু স্যুপ) মতবাদের  প্রবক্তা কে? 

উত্তর:- হ্যালডেন।


২৮) আনুমানিক কতো বছর আগে জীবনের উত্তপত্তি ঘটেছিল? 

উত্তর:- আনুমানিক ২৬০  কোটি বছর আগে জীবনের উৎপত্তি ঘটেছিল।


২৯) পৃথিবীতে প্রথম কোথায় জীবনের আবির্ভাব ঘটেছিল?

 উত্তর:- পৃথিবীতে জীবনের প্রথম আবির্ভাব ঘটেছিল সমুদ্রের জলে।


৩০) অভিব্যাক্তি কথাটি কে প্রথম প্রণয়ন করেন?

 উত্তর:- হারবার্ট স্পেন্সার।


৩১) জৈব অনু সমৃধ সমুদ্রের জলকে হ্যালডেন কি বলেছিলেন?

 উত্তর:- হট ডায়ালিউট সুপ বা তপ্ত লঘু স্যুপ।


৩২) পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবকোষের নাম কি?

 উত্তর:- কোয়াসারভেট।


৩৩) পৃথিবীর প্রথম কোশীয় জীব কোনটি?

 উত্তর:- মাইক্রোস্ফিয়ার।


৩৪) সর্ব প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কোথায়?

 উত্তর :-  সমুদ্রের জলে সর্বপ্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল।


৩৫) ল্যামার্ক তার অভিব্যাক্তি সংক্রান্ত তত্ত্ব গুলি কোন বই তে লিপিবদ্ধ করেন? 

উত্তর:- ফিলোসফিক জুওলজিক বই এ লিপিবদ্ধ করেন।


৩৬) জীবের জীবন কালে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে- এটি কর মতবাদ?

 উত্তর:- ল্যামার্ক।


৩৭) "অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক  সঞ্চারণ"-এই তত্বের প্রবক্তা কে?

 উত্তর :- জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক।


৩৮) অভিব্যাক্তির জনক কে?

 উত্তর::- চার্লস ডারউইন।


৩৯) কোন জাহাজ এ করে ডারউইন গ্যালাপ্যাগোস  দ্বীপপুঞ্জে বিভিন্ন দ্বীপ পর্যবেক্ষণ করেন ?

উত্তর:- এইচ এম এস বিগল।


৪০) ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষ এর জীবাশ্ম টির নাম লেখো।

 উত্তর:- ইয়োহিপ্পাস।


৪১) ঘোড়ার বিবর্তনে একটি উল্লেখ যোগ্য পরিবর্তন উল্লেখ করো।

 উত্তর:- দেহের আকার ও আয়তন বৃদ্ধি।


৪২) অন্য কোনো প্রাণীতে উপস্থিত প্রজাপতির ডানার সম বৃত্তিয় একটি অঙ্গের নাম লেখো। 

উত্তর:- প্রজাপ্রতির  ডানা ও বাদুড়ের ডানা।


৪৩) পাখির ডানার সঙ্গে উৎপত্তি গত ভাবে ঘোড়ার কোন অঙ্গ এর মিল আছে?

 উত্তর:- অগ্রপদ।


৪৪) একটি প্রাণী জীবাশ্মের উদাহণ র দাও।

 উত্তর:- আর্কিওপটেরিক্স।


৪৫) একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।

 উত্তর:- পেরিপেটাস।


৪৬) কোন জার্মান বিজ্ঞানী ইদুরের লেজ কেটে অভিব্যাক্তির তত্ত্ব টি জানার চেষ্টা করেন?

 উত্তর:- বিজ্ঞানী ভাইসম্যান।


৪৭) জীবজগতে মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসস্থান যে অবস্থার সৃষ্টি করে ডারউইন তাকে কি আখ্যা দিয়েছেন?

উত্তর:- অস্তিত্বের জন্য সংগ্রাম।


৪৮)মানুষের অ্যাপেনডিক্স কোন অঙ্গের লুপ্তপ্রায় অঙ্গ?

 উত্তর:- সিকাম।


৪৯) সায়ানোজেন মতবাদটি কে দেন?

 উত্তর:-  বিজ্ঞানী ফ্লুজার ।


৫০) ওপারিন ও হ্যালডেন এর মতবাদকে কী বলা হয়?

 উত্তর:- রাসায়নিক বিবর্তনবাদ।


৫১) একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো যার নিলয় আংশিক বিভেদ প্রাচীর যুক্ত।

 উত্তর:- কুমির।


৫২) "ব্যক্তিজনি জাতিজনির পুনরাবৃত্তি ঘটায়" এই মতবাদের প্রবক্তা কে? 

উত্তর:- বিজ্ঞানী হেকেল।


৫৩ ) রাসায়নিক সংশ্লেষ এর স্বপক্ষে কোন কোন বিজ্ঞানী ল্যাবরেটরিতে পরীক্ষা পর্যবেক্ষণ করেন?

 উত্তর:- স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উরে ।


৫৪) কোয়াসারভেট মডেলের প্রবক্তা কে?

 উত্তর: আলেকজান্ডার ওপারিন।


৫৫) মাইক্রো স্ফিয়ার মডেলের প্রবক্তা কে?

 উত্তর:- বিজ্ঞানী সিডনি ফক্স।


৫৬) একটি মেরুদণ্ডী জীবন্ত  জীবাশ্মের উদাহরণ দাও।

 উত্তর:- স্ফেনোডন।


৫৭) একচক্রী হৃৎপিণ্ড কাদের দেখা যায়?

 উত্তর:- মাছের।


৫৮) ভ্রুন গঠন ও পরিস্ফুরন জনিত বিদ্যাকে কি বলে?

 উত্তর :- এমব্রায়োলজি ( embryology)।


৫৯) "Ontogeny repeats phylogeny" তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর:- হেকেল 


৬০) জার্মপ্লাজম তত্ত্বটির প্রবক্তা কে?

উত্তর:- ভাইসম্যান ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

  জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন )নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচক টির নাম কি?  উত্তর :- লাইসোজাইম। ২) লালা রসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...