সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সপ্তম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়

স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় "মুঘল সাম্রাজ্য" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও দীর্ঘ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। এছাড়া যে অনুশীলনী প্রশ্নোত্তর গুলি দেওয়া হল সেগুলি আগামী পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলি আসে।  এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে। শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :- ইতি...

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর সেট- ৩

Madhyamik Life Science

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [সেট-৩]

মাধ্যমিকের একটি অন্যতম বিষয় হল জীবন বিজ্ঞান (Life Science)। জীবন বিজ্ঞান একটি এমন বিষয় যেটি মনোযোগ সহকারে পড়লে অনায়াসে ৯০ শতাংশ নাম্বার পাওয়া সম্ভব। এই পোস্টে মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ৩০ টি বহু বিকল্প ভিত্তিক অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর (MCQ) দেওয়া হল। যেগুলো বিগত কয়েক বছরে মাধ্যমিক পরীক্ষায় এসেছে বা পরবর্তী মাধ্যমিক পরীক্ষাগুলিতে প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুব প্রবল। আশা করি তোমাদের কাজে লাগবে।


মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর:

অধ্যায়ের নাম :- বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ

১) প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন?

A) জাঁ ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক
B) গ্রেগর জোহান মেন্ডেল
C) চার্লস ডারউইন
D) স্ট্যানলি মিলার

উত্তর:- B) গ্রেগর জোহান মেন্ডেল।

২) দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে পরবর্তী অপত্য জনতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে-
A) ৭৫%  
B) ৫০%
C) ২৫%
D) ১০০%

উত্তর:- B) ৫০%।

৩) একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন করা হলে F1 অনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা-
A)৭৫%
B)৫০%
C)২৫%
D)১০০%

উত্তর:- D)১০০%।

৪) Bbrr জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?
A) ১
B) ২
C) ৩
D) ৪

উত্তর:- B) ২

৫) মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের পক্ষে প্রযোজ্য?
A) 44 A + XX
B) 44 A + XY
C) 44 A + XXY
D) 44 A + XYY

উত্তর:- A) 44 A + XX

৬) মানুষের মুক্ত কানের লতি হলো- 
A) প্রকট বৈশিষ্ট্য
B) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
C) লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্য
D) কোনোটিই নয়

উত্তর:- A) প্রকট বৈশিষ্ট্য।

৭) বংশগতিতে বিপরীত ধর্মী যুগ্ম বৈশিষ্ট্যকে বলে-
A) মনো হাইব্রিড
B) হোমো জাইগাস 
C) ডাই হাইব্রিড
D) অ্যালিল 

উত্তর:- D) অ্যালিল ।

৮) মেন্ডেল মটর গাছের কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন পরীক্ষা করেন?
A) পাঁচ জোড়া
B) সাত জোড়া
C) দুই জোড়া
D) বারো জোড়া

উত্তর:- B) সাত জোড়া।

৯) এক সংকর জনন পরীক্ষার জিনোটাইপ অনুপাত হল- 
A) ১:২:১
B) ১:১:২
C) ১:২:২
D) ২:১:২

উত্তর:- A) ১:২:১

১০) মেন্ডেলের একশঙ্কর জনন পরীক্ষার ফিনোটাইপিক অনুপাত হলো-
A) ১:১
B) ২:১
C) ৩:১
D) ৪:১

উত্তর:- C) ৩:১

১১) AaBb জিনোটাইপ যুক্ত জীব থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে?
A) তিন প্রকার
B) চার প্রকার
C) পাঁচ প্রকার
D) ছয় প্রকার

উত্তর:- B) চার প্রকার।

১২) নিচের কোনটি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি- 
A) XX - XO
B) ZZ - ZW
C) XX - XY
D) ZZ - ZO

উত্তর:- C) XX - XY

১৩) পুরুষ লোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?
A) XX
B) XY
C) XYY
D) XXY

উত্তর:- B) XY

১৪) জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ হল-
A) DNA
B) RNA
C) A এবং B দুটোই
D) কোনোটিই নয়।

উত্তর:- A) DNA

১৫) মেন্ডেলের দ্বি সংকর জননের ফিনোটাইপিক অনুপাত হলো-
A) ৯:৩:৩:১
B) ৩:৩:১:৭
C) ৯:৮:৩:৩:১
D) ৯:৮:৩:২:৪

উত্তর:- A) ৯:৩:৩:১

১৬) মেন্ডেলের প্রথম সূত্রকে বলে- 
A) প্রকট ও প্রচ্ছন্নতার সূত্র
B) স্বাধীন বিন্যাসের সূত্র
C) পৃথকীকরণের সূত্র
D) উপরের কোনোটিই নয়।

উত্তর:- C) পৃথকীকরণের সূত্র।

১৭) কোন উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়? 
A) জবা গাছ
B) লেবু গাছ
C) সন্ধ্যামালতী
D) রজনীগন্ধা।

উত্তর:- C) সন্ধ্যামালতী।

১৮) স্বাভাবিক মানুষের দেহে অটোজোম এর সংখ্যা কত?
A) ২২ জোড়া 
B) ২০ জোড়া 
C) ২২ টি 
D) ২৩ জোড়া

উত্তর:- A) ২২ জোড়া।

১৯) মানুষের দেহে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত?
A) একটি 
B) দুটি 
C) তিনটি 
D) চারটি

উত্তর:- B) দুটি ।

২০) পিতা - মাতার চেয়ে সংকর জাতের উৎকৃষ্টতাকে বলে-
A) প্রকটতা
B) প্রচ্ছন্নতা
C) হেটেরোসিস
D) লিথালিটি

উত্তর:- C) হেটেরোসিস।

২১) বর্ণান্ধতার কারণ হলো-
A) X ক্রোমোজোম এ অবস্থিত জিনের মিউটেশন
B) Y ক্রোমোজোম এ অবস্থিত জিনের মিউটেশন
C) অটোজোমাল মিউটেশন 
D) কোনোটিই নয়।

উত্তর:- A ) X ক্রোমোজোম এ অবস্থিত জিনের মিউটেশন।

২২) বর্ণান্ধতার প্রধান লক্ষণ হলো -
A) লাল - হলুদ বর্ণ চিনতে না পারা
B) লাল - সবুজ বর্ণ চিনতে না পারা
C) কমলা - বেগুনি বর্ণ চিনতে না পারা
D) কোনোটিই নয়।

উত্তর:- B) লাল - সবুজ বর্ণ চিনতে না পারা।

২৩) নিচের কোনটি অটোজোম জিনঘটিত রোগ?
A) বর্ণান্ধতা
B) থ্যালাসেমিয়া
C) হিমোফিলিয়া
D) উপরের সবগুলি
 
উত্তর:- B) থ্যালাসেমিয়া।

২৪) একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতা বাহক মহিলার সন্তানরা কিরূপ হবে?
A) সব পুত্র বর্ণান্ধ
B) অর্ধেক পুত্র বর্ণান্ধ
C) সব কন্যায় বাহক
D) সব পুত্র বাহক

উত্তর:- B) অর্ধেক পুত্র বর্ণান্ধ।

২৫) লিঙ্গ সংযোজিত বংশগত রোগ হল-
A) বর্ণান্ধতা
B) হিমোফিলিয়া
C) A এবং B উভয়ই
D) কোনোটিই নয়

উত্তর:- C) A এবং B উভয়ই।

২৬) মটর গাছের জিনোটাইপ "TT " হলো -
A) বিশুদ্ধ লম্বা
B) সংকর লম্বা
C) বিশুদ্ধ বেটে
D) উপরের কোনোটিই নয়

উত্তর:- A) বিশুদ্ধ লম্বা।

২৭) মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে কি বলে?
A) হেটারোগ্যামেটিক মেল
B) হেটারোগ্যামেটিক ফিমেল
C) A এবং B উভয়ই 
D) উপরের কোনোটিই নয়

উত্তর:- A) হেটারোগ্যামেটিক মেল।

২৮) নিম্নলিখিত যে ক্ষেত্রটিতে জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত হয় সেটি হল-
A) সহ প্রকটতা
B) সম্পূর্ণ প্রকটতা
C) অসম্পূর্ণ প্রকটতা
D) মেন্ডেলিয় প্রকটতা

উত্তর:- C) অসম্পূর্ণ প্রকটতা।


দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের "বংশগতি" অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে দেওয়া হল। এই এই প্রশ্নোত্তর গুলি তোমরা অতি অবশ্যই বারবার অনুশীলন করবে। এগুলি আশা করি তোমাদের খুব কাজে লাগবে।

(Some important questions and answers of Madhyamik Life science)


১) স্ত্রীলোক কে হোমো গ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন ?

উত্তর :  সমপ্রকৃতির গেমেট উৎপন্ন হয় বলে।

২) ফিনোটাইপ ও জিনোটাইপ এর মধ্যে সম্পর্ক কী ?

উত্তর: জিনোটাইপ হল ফিনোটাইপের কারণ ও ফিনোটাইপ হল জিনোটাইপের ফলাফল।

৩) মেন্ডেল তার বংশ গতির পরীক্ষার জন্য মোটর গাছের কতো জোড়া বিপরীত ধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন ? 

উত্তর : সাত জোড়া। 

৪) একজন স্বাভবিক পুরুষ মানুষের দেহে কোন কোন লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কয়টি করে দেখা যায় ?

উত্তর: X ও Y ক্রোমোজোম।

৫) মানুষের শুক্রানুতে অবস্থিত অটোজোমের সংখ্যা কত? 

উত্তর:  মানুষের শুক্রাণু তে অবস্থিত অটোজোমের সংখ্যা ২২ টি। 

৬) সুপ্রজনন বিদ্যার জনকের পুরো নাম কি ? 

উত্তর: সুপ্রজনন বিদ্যার জনকের নাম হলো গ্রেগর জোহান মেন্ডেল।

৭) জিনোটাইপ কাকে বলে? 

উত্তর: কোনো জীবের জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলে।

৮) মেন্ডেল এর পর নিষেক পরীক্ষায় F২ জনু তে প্রাপ্ত উদ্ভিদগুলির জিনোটাইপ অনুপাত উল্লেখ কর।

উত্তর: জিনোটাইপ অনুপাত ১:২:১

৯) মানুষের দেহকোষে কি কি প্রকারে যৌণ ক্রোমোজোম দেখা যায় ? 

উত্তর: মানুষের দেহ কোষ X ও Y এই দুই প্রকারের যৌণ ক্রোমোজোম থাকে । পুরুষ দেহকোষে X Y ও স্ত্রী দেহকোষে X X।

১০) সংকর কী? 

উত্তর: দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের পর নিষেক ঘটালে যে উভয় বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভব হয়, তাকে সংকর বলে ।

১১) বংশ গতির ধারক ও বাহক কে কি বলে ? 

(অথবা) বংশগতির একক কী? 

উত্তর: বংশ গতির ধারক ও বাহক হল জীন।

১২) জীব দেহের প্রধান জেনেটিক পদার্থ কী ? 

উত্তর: D N A ।

১৩) মেন্ডেল যে গাছ নিয়ে বংশগতির কাজ করেছিলেন তার বৈজ্ঞানিক নাম কি? 

উত্তর : বংশ গতির পরীক্ষায় মেন্ডেল ব্যবহৃত মিষ্টি মটর গাছের বৈজ্ঞানিক নাম Pisum sativum ।

১৪) মেন্ডেল এর একসংকরায়ন পরীক্ষায় উৎপন্ন ১:২:১ অনুপাত কে কী বলে ? 

উত্তর: - জিন টাইপিক অনুপাত বলে।

১৫) মেন্ডেল এর দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্র টি কি? 

উত্তর :- স্বাধীন সঞ্চারণের সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র।

১৬) মানুষের শুক্রাণুতে লিঙ্গ নির্ধারণ  ক্রোমোজোম দুটি কি কি ? 

উত্তর:-  X ও Y

১৭) বিশুদ্ধ বা খাঁটি জীব বলতে কি বুঝায় ? 

উত্তর:- বংশগতিতে হোমোজাইগাস জিনোটাইপ যুক্ত জীবকে বিশুদ্ধ জীব বলে।

১৮) জিনপুল কী? 

উত্তর:- কোনো মেন্ডেলিয়ান পপুলেশন এর সমগ্র জীনের সমষ্টিকে জিনপুল বলে।

১৯) লোকাস কাকে বলে? 

উত্তর:-  ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে বা স্থানে জিন অবস্থান করে, তাকে লোকাস বলে।

২০) মিউটেশন বা পরিব্যক্তি কী? 

উত্তর:- জীবের মধ্যে সঞ্চারণযোগ্য হঠাৎ জেগে ওঠা স্থায়ী কোনো পরিবর্তন কে মিউটেশন বলে।

২১) জিনোম কী?

উত্তর:-  ডিপ্লয়েড জীবের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে যেসব জিন থাকে , তাদের একত্রে জিনোম বলে।

২২) রক্ত তঞ্চনের জন্য মোট কয়টি ফ্যাক্টর প্রয়োজন হয়?

উত্তর: ১৩ টি ফ্যাক্টর।

২৩) পুরুষরা কোন প্রচ্ছন্ন জিনঘটিত রোগে বেশি আক্রান্ত হয়?

উত্তর:  হিমোফিলিয়া।

২৪) কোন জিনঘটিত রোগে দেহে অত্যাধিক পরিমাণে লোহা জমতে থাকে?

উত্তর: থ্যালাসেমিয়া।

২৫) থ্যালাসেমিয়া রোগের কারণ কোন কোন ক্রোমোজোম?

উত্তর: মানব দেহের ১৬ নম্বর এবং ১১ নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে থ্যালাসেমিয়া রোগটি হয়।

২৬) জেনেটিক রোগ সৃষ্টির প্রধান কারণ কি?

উত্তর: জিনগত মিউটেশন।

২৭) হিমোফিলিয়া রোগের অপর নাম কি?

উত্তর: ক্রিস্টমাস রোগ।

২৮) হিমোফিলিয়ার অপর নাম ক্রিস্টমাস রোগ কেন?

উত্তর: স্টিফেন ক্রিস্টমাস নামক এক ব্যক্তির দেহে এই রোগ প্রথম ধরা পড়ে বলে এর নাম ক্রিসমাস রোগ।

২৯) কোন রোগকে রয়্যাল ডিজিজ বলে?

উত্তর: হিমোফিলিয়া।

৩০) হিমোফিলিয়াকে রয়্যাল ডিজিস বলে কেন?

উত্তর: ইংল্যান্ডের রাজ পরিবারের অনেক রাজ পুরুষের দেহে এ রোগের প্রাদুর্ভাব ঘটেছিল বলে একেই রয়্যাল  ডিজিজ বলে।

৩১) প্রোটোনোপিয়া (Protonopia) কি?

উত্তর: লাল বর্ণ চিনতে না পারার বংশগত রোগটিকে প্রোটোনোপিয়া বলে।

৩২) সবুজ বর্ণান্ধতার অপর নাম কি?

উত্তর: ডিউটেরানোপিয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক, ইতিহাস, পঞ্চম অধ্যায়

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ( Madhyamik History Question and Answer)) বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) | Madhyamik History Question and Answer ( 5th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ( পঞ্চম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 5th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History E...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...

মাধ্যমিক, ইতিহাস, অষ্টম অধ্যায়

  মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর (Madhyamik History Question and Answer)) উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭ - ১৯৬৪ ) ; ( অষ্টম অধ্যায় )  Madhyamik History Question and Answer ( 8th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব; (১৯৪৭ - ১৯৬৪)  ( অষ্টম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস –উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭ - ১৯৬৪) ; ( অষ্টম অধ্যায় )  :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 8th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭-১৯৬৪ )  থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History Examination ) – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী মাধ...