স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় "মুঘল সাম্রাজ্য" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও দীর্ঘ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। এছাড়া যে অনুশীলনী প্রশ্নোত্তর গুলি দেওয়া হল সেগুলি আগামী পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলি আসে। এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে। শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :- ইতি...
Madhyamik Life Science
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [সেট-২]
মাধ্যমিকের একটি অন্যতম বিসয় হল জীবন বিজ্ঞান (Life Science)। জীবন বিজ্ঞান একটি এমন বিষয় যেটি মনোযোগ সহকারে পড়লে অনায়াসে ৮০ শতাংশ নাম্বার পাওয়া সম্ভব। এই পোস্টে মাধ্যমিক পরিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আরো ৩০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হল। আশা করি তোমাদের কাজে লাগবে।
জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর দ্বিতীয় অধ্যায় ( জীবনের প্রবাহমানতা )
১) কোন জাতীয় কোশ বিভাজনে দেহ কোশের সংখ্যার বৃদ্ধি ঘটে?
উত্তর- মাইটোসিস।
২) মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয় পৃথক হয়?
উত্তর- অ্যানাফেজ দশায়।
৩) মিয়োসিস কোশ বিভাজনের একটি তাৎপর্য লিখ?
উত্তর- জীবদেহে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা।
৪) উদ্ভিদ কোশ ও প্রাণী কোশের সাইটোকাইনেসিসের একটি পার্থক্য লেখ।
উত্তর- উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিস কোশপাত বা সেল প্লেট তৈরির মাধ্যমে এবং প্রাণী কোশে সাইটোকাইনেসিস ক্লিভেজ পদ্ধতিতে ঘটে।
৫) কোন প্রকার কোশ বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না?
উত্তর- অ্যামাইটোসিস।
৬) উন্নত উদ্ভিদের মূলের অগ্রভাগের কোশে কোন কোশ বিভাজন ঘটে?
উত্তর- মাইটোসিস।
৭) মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম গুলি বেমতন্ত্রের নিরক্ষীয় অঞ্চলে বিন্যস্ত থাকে?
উত্তর- মেটাফেজ দশায়।
৮) DNA এর পুরো নাম কি?
উত্তর- ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।
৯) RNA এর পুরো নাম কি?
উত্তর- রাইবো নিউক্লিক অ্যাসিড।
১০) কিসের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমোজোম বেম তন্তু বা স্পিন্ডিল ফাইবারের সঙ্গে যুক্ত থাকে?
উত্তর- সেন্ট্রোমিয়ার এর সাহায্যে।
১১) কোন বিজ্ঞানী ক্রোমোজোমের নামকরণ করেন?
উত্তর- বিজ্ঞানী ওয়ালডেয়ার।
১২) একটি উদ্ভিদ কোশের ক্রোমোজোম সংখ্যা 14 হলে মাইটোসিস কোশ বিভাজনের পর অপত্য কোশে ক্রোমোজোম সংখ্যা কত হবে?
উত্তর- 14 হবে।
১৩) সেন্ট্রোমিয়ার কোথায় দেখা যায়?
উত্তর- ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডের সংযোগস্থলে।
১৪) ব্যাকটেরিয়ার নিউক্লিয় বস্তুকে কি বলে?
উত্তর- নিউক্লিওয়েড বা জেনোফোর।
১৫) কোন জাতীয় কোশ বিভাজনে দেহকোশের সংখ্যা র বৃদ্ধি ঘটে?
উত্তর :- মাইটোসিস।
১৬) মানুষের একটি দেহকোশে ক্রোমোজোম সংখ্যা কত জোড়া?
উত্তর:- ক্রোমোজোম সংখ্যা ২৩ জোড়া।
১৭) মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয় পৃথকীকৃত হয়?
উত্তর:- এনাফেজ দশায়।
১৮) মিয়োসিস কোশ বিভাজনের একটি তাৎপর্য উল্লেখ করো।
উত্তর:- জীবদেহে ক্রোমোজোম এর সংখ্যা ধ্রুবক রাখা।
১৯) উদ্ভিদ কোশ ও প্রাণী কোশের সাইটো কাইনেসিসের একটি পার্থক্য লেখো।
উত্তর:- উদ্ভিদ কোশের সাইটো কাইনিসিস কোশ পাত বা সেলপ্লেট তৈরির মাধ্যমে এবং প্রাণী কোশের সাইটো কাইনেসিস ক্লিভেজ পদ্ধতি তে ঘটে ।
২০) উন্নত উদ্ভিদের মূলের অগ্রাংশের কোশে কোন কোশ বিভাজন ঘটে?
উত্তর:- মাইটোসিস কোশ বিভাজন ঘটে।
২১) মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম গুলি বেমতন্তুর নিরক্ষীয় অঞ্চলে বিন্যস্ত থাকে?
উত্তর :- মেটাফেজ দশায়।
২২) কিসের সাহায্য ইউক্যারিওটিক ক্রোমোজোম বেমতন্তু বা স্পিন্ডিল ফাইবারের সঙ্গে যুক্ত থাকে?
উত্তর:- সেন্ট্রোমিয়ারের সাহায্যে।
২৩) একটি উদ্ভিদ কোশের ক্রোমোজোম সংখ্যা ১৪ হলে মাইটোসিস কোশ বিভাজনের পর অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা কত হবে?
উত্তর:- ১৪ হবে।
২৪) কোন বিজ্ঞানী প্রথম কোশ বিভাজন পর্যবেক্ষণ করেন?
উত্তর:- বিজ্ঞানী ফ্লেমিং।
২৫) জীন বলতে কি বোঝায়?
উত্তর:- বংশ গত বৈশিষ্ট্যাবলির ধারক ও বাহক হল জীন।
২৬) উদ্ভিদ দেহের বর্ধনশীল অংশে কী ধরনের কোশ বিভাজন ঘটে?
উত্তর:- মাইটোসিস।
২৭) কোশের জেনেটিক পদার্থ কাকে বলে?
উত্তর:- D N A কে বলে।
২৮) জীন কোথায় থাকে?
উত্তর:- D N A তে থাকে।
২৯) ক্রোমোজোম শব্দের আক্ষরিক অর্থ কি?
উত্তর:- রঞ্জিত দেহ ।
৩০) সেন্ত্রোমিয়ার কোথায় থাকে?
উত্তর:- ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডের সংযোগস্থলে সেন্ত্রোমিয়ার অবস্থিত।
৩১) লোকাস কাকে বলে?
উত্তর :- একটি ক্রোমোজোমের জীনের নির্দিষ্ট অবস্থানকে লোকাশ বলে।
৩২) সেক্স ক্রোমোজমের অপর নাম কি?
উত্তর:- এলোজোম বা হেটারো ক্রোমোজোম।
৩৩) জনন কোশ কে কী বলে?
উত্তর:- গ্যামেট।
৩৪) স্ত্রী বা নারীর সেক্স ক্রোমোজোম দুটি কি কি?
উত্তর:- X ও X
৩৫) পুরুষের সেক্স ক্রোমোজোম দুটি কি কি?
উত্তর:- X ও Y
৩৬) জনন মাতৃকোশে ক্রোমোজোম এর সংখ্যা কত?
উত্তর। ৪৬ টি বা ২৩ জোড়া।
৩৭) m- R N A এর পুরো নাম কি?
উত্তর:- মেসেঞ্জার রাইবো নিউক্লিক অ্যাসিড।
৩৮) t- R N A এর পুরো নাম কি?
উত্তর:- ট্রান্সফার নিউক্লিক অ্যাসিড।
৩৯) D N A এর দ্বি-তন্ত্রী মডেলের আবিষ্কারক কারা?
উত্তর:- বিজ্ঞানী ওয়াট শন ও ক্রিক।
৪০) কোন দশায় D N A অনু সংশ্লেষ ঘটে?
উত্তর:- ইন্টার ফেজের F দশায়।
৪১)স্নায়ু কোশ, R B C বিভাজিত হয় না কেন?
উত্তর :- এই কোশ গুলি সৃষ্টি হবার পর G o দশায় অবস্থান করে বলে ।
৪২) G o দশা কী?
উত্তর:- ইন্টারফেজের G১ দশায় যে নির্দিষ্ট বিন্দুতে কোশচক্র টি থেমে যায় তাকে G o দশা বলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন