Madhyamik History Important Short Question Part 4

মাধ্যমিক ইতিহাস
মাধ্যমিক ইতিহাসঃ গুরুত্বপূর্ণ শর্ট-এমসিকিউঃ
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় : :
প্রতিরোধ ও বিদ্রোহ :: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ন শর্ট - এম সি কিউ প্রশ্ন দেওয়া হলো। এই প্রশ্ন গুলো বিগত মাধ্যমিক পরীক্ষা গুলোতে বহুবার এসেছে বা আগামী মাধ্যমিক পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব প্রবল। তোমরা এই প্রশ্ন গুলো খুব ভালো ভাবে অনুশীলন করবে। এই অধ্যায় থেকে এম সি কিউ (MCQ) আসবে ২ নম্বর এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে ৩ নম্বরের। বাকি বিষয়ের প্রশ্নের জন্য তোমরা www.rajeshsir.in সার্চ করতে ভুল করো না।
১) ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়-
A) দুটি স্তরে
B) তিনটি স্তরে
C) চারটি স্তরে
D) পাঁচটি স্তরে
উত্তর:- B) তিনটি স্তরে।
২) কোল বিদ্রোহ (১৮৩১-১৮৩২) হয়েছিল-
A) পূর্ববঙ্গে
B) উত্তরবঙ্গে
C) ভাগলপুরে
D) ছোটনাগপুরে
উত্তর:- D) ছোটনাগপুরে।
৩) ঔপনিবেশিক ভারতে "দ্বিতীয় অরণ্য আইন" পাশ হয়-
A) ১৮৭২ খ্রিস্টাব্দে
B) ১৮৭৮ খ্রিস্টাব্দে
C) ১৮৮০ খ্রিস্টাব্দে
D) ১৮৮৫ খ্রিস্টাব্দ
উত্তর:- B) ১৮৭৮ খ্রিস্টাব্দে।
৪) চুয়াড় বিদ্রোহ হয়েছিল-
A) কলকাতায়
B) মেদিনীপুরে
C) বাঁকুড়ায়
D) নদীয়ায়
উত্তর:- B) মেদিনীপুরে।
৫) সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন-
A) চুয়াড় বিদ্রোহ
B) নীল বিদ্রোহ
C) মুন্ডা বিদ্রোহ
D) কোল বিদ্রোহ
উত্তর:- D) কোল বিদ্রোহ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন