সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সপ্তম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়

স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় "মুঘল সাম্রাজ্য" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও দীর্ঘ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। এছাড়া যে অনুশীলনী প্রশ্নোত্তর গুলি দেওয়া হল সেগুলি আগামী পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলি আসে।  এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে। শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :- ইতি...

Madhyamik History Important Short Question Part 1

Madhyamik History Important Short Question Part 1

মাধ্যমিক ইতিহাসঃ গুরুত্বপূর্ণ শর্ট-এমসিকিউ

( MADHYAMIK HISTORY: IMPORTANT MCQ) 


(1) ভারতে আলুর প্রবেশ ঘটায়-

ক) ইংরেজরা 

খ) ওলন্দাজরা

গ)পোর্তুগিজরা

ঘ) দিনেমাররা

উত্তর:- গ) পোর্তুগিজরা


(2) ভারতে ফুটবল খেলার প্রচলন করেন-

ক) ইংরেজরা

খ) পোর্তুগিজরা

গ) ফরাসিরা

ঘ) দিনেমাররা

উত্তর:- ক) ইংরেজরা


(3) মোহনবাগান আই এফ এ শিল্ড জয় লাভ করে-

ক) ১৯১০ খ্রিস্টাব্দে

খ) ১৯১১ খ্রিস্টাব্দে

গ) ১৯১৩ খ্রিস্টাব্দে

ঘ) ১৯১৪ খ্রিস্টাব্দে

উত্তর:-খ) ১৯১১ খ্রিস্টাব্দে


(4) 'মেকলে মিনিটস'-এ প্রাধান্য পেয়েছে-

ক) অর্থনীতি

খ) রাজনীতি

গ) শিক্ষা

ঘ) সমাজ

উত্তর:- গ) শিক্ষা


(5) বোরিয়া মজুমদার কোন বিষয় নিয়ে ইতিহাস চর্চা করেন? 

ক) খেলা

খ) শহরের

গ)  সামরিক

ঘ)  খাদ্যাভ্যাস

উত্তর:-  ক) খেলা


(6)  ইউরোপীয়রা মশলা দ্বীপ বলত- 

ক)  জাপানকে

খ)  চিনকে 

গ)  দক্ষিণ আফ্রিকাকে 

ঘ)  ভারতকে 

উত্তর:-  ঘ)  ভারতকে


(7)  ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন- 

ক)  রামচন্দ্র গুহ

খ)  অমলেশ ত্রিপাঠী 

গ)  রনজিৎ গুহ 

ঘ)  সুমিত সরকার 

উত্তর:-  গ)  রনজিৎ গুহ 


(8)  দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন- 

ক)  চলচ্চিত্রের সঙ্গে 

খ)  ক্রীড়া জগতের সঙ্গে 

গ)  স্থানীয় ইতিহাস চর্চার  সঙ্গে 

ঘ)  পরিবেশের ইতিহাস চর্চার  সঙ্গে  

উত্তর:-  ক)  চলচ্চিত্রের সঙ্গে 


(9)  ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্ৰন্থের নাম হলো -  

ক) মহাভারত 

খ) রাজতরঙ্গিনী 

গ) বেদ 

ঘ)  রামায়ণ 

উত্তর:-  খ) রাজতরঙ্গিনী  


(10)  সামরিক ইতিহাস চর্চা শুরু হয়- 

ক) রাশিয়ায়

খ) জাপানে 

গ)  রোমান সাম্রাজ্যে

ঘ) ইংল্যান্ডে 

উত্তর:-  ঘ) ইংল্যান্ডে 


(11) 'বাণিজ্য শহর' বলা হয় -  

ক) বিহারকে  

খ) কলকাতাকে 

গ) গুজরাটকে

ঘ) মুম্বাইকে

উত্তর:- ঘ) মুম্বাইকে 


(12) পরিবেশ বিষয়ে গণ আন্দোলনের সূচনা হয়-


ক) ১৯৪০- এর দশকে 

খ) ১৯৫০-এর দশকে

গ) ১৯৬০- এর দশকে 

ঘ) ১৯৭০-এর দশকে

উত্তর:- গ) ১৯৬০- এর দশকে। 


(13) 'বিশ্ব পরিবেশ দিবস' প্রথম পালিত হয়েছিল-


ক) ১২ জানুয়ারি, ১৯৮৯

খ) ৫ জুন, ১৯৭৪

গ) ১ মে, ১৯২৩ 

ঘ) ৫ সেপ্টেম্বর, ১৯৮৭

উত্তর:- খ) ৫ জুন, ১৯৭৪


 (14)কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে-

ক) ফোটোগ্রাফির 

খ) খেলাধুলার ইতিহাসের

গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের

ঘ) পরিবেশের ইতিহাসের

উত্তর:- গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের


(15) 'আন্তর্জাতিক নারী বর্ষ' প্রথম পালিত হয়-

ক) ১৯৭০ খ্রিস্টাব্দে 

খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে

গ) ১৯৮০ খ্রিস্টাব্দে 

ঘ) ১৯৯৯ খ্রিস্টাব্দে।

উত্তর:- খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে 


(16) আধুনিক ইতিহাসচর্চায় সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল-

ক) ব্যক্তিগত পত্র  

খ) সরকারি নথিপত্র

গ) সংবাদপত্র 

ঘ) স্মৃতিকথা

উত্তর:-খ) সরকারি নথিপত্র


(17) ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? 

ক) কলকাতাতে 

খ) দিল্লিতে

গ) পুনাতে  

ঘ) নাগপুরে

উত্তর:- খ) দিল্লিতে


(18) দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম-

ক) জীবনস্মৃতি 

খ) আত্মচরিত

গ) জীবনের জলসাঘরে

 ঘ) জীবনের ঝরাপাতা

উত্তর:- খ) আত্মচরিত


(19) 'এ নেশন ইন মেকিং'- হল-

ক) রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী

খ) বল্লভভাই প্যাটেলের আত্মজীবনী

গ) রবি ভার্মার আত্মজীবনী

ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী

উত্তর:- ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী


(20) বিপিন চন্দ্র পাল লিখেছেন- 

ক) সত্তর বৎসর 

খ) জীবনস্মৃতি

গ) এ নেশন ইন মেকিং  

ঘ) আনন্দমঠ

উত্তর:- ক) সত্তর বৎসর


(21) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতিকথা হল-

ক) শেষের কবিতা  

খ)চার অধ্যায়

গ) জীবনস্মৃতি  

ঘ) গোরা

উত্তর:- গ)জীবনস্মৃতি


(22) রবীন্দ্রনাথ ঠাকুরের 'জীবনস্মৃতি' গ্রন্থাকারে প্রকাশিত হয়- 

ক) ১৩২০ বঙ্গাব্দে  

খ) ১৩১৯ বঙ্গাব্দে

গ) ১৪১৯ বঙ্গাব্দে  

ঘ) ১৪১৮ বঙ্গাব্দে

উত্তর:-খ) ১৩১৯ বঙ্গাব্দে


(23) 'জীবনের ঝরাপাতা' গ্ৰন্থটি হল একটি-

ক) উপন্যাস  

খ) কাব্যগ্ৰন্থ

গ) আত্মজীবনী  

ঘ) জীবনীগ্ৰন্থ

উত্তর:- গ) আত্মজীবনী 


(24) 'বঙ্গদর্শন' প্রথম প্রকাশিত হয়-

ক) ১৮৭২ খ্রিষ্টাব্দে  

খ) ১৮১৮ খ্রিষ্টাব্দে

গ) ১৮৫৮ খ্রিষ্টাব্দে  

গ) ১৮৭৫ খ্রিষ্টাব্দে

উত্তর:- ক) ১৮৭২ খ্রিষ্টাব্দে 


(25) 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন- 

ক) সরলাদেবী চৌধুরাণী  

খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

গ) দ্বারকানাথ  বিদ্যাভূষণ  

ঘ) বিদ্যাসাগর।

উত্তর:- খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 


(26) 'সোমপ্রকাশ' পত্রিকা যে সামাজিক আন্দোলনে  গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি হল-

ক) সতীদাহ প্রথা-বিরোধী আন্দোলন

খ) বিধবাবিবাহ  আন্দোলন

গ)  বহুবিবাহ রোধ আন্দোলন

ঘ) মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলন

উত্তর-খ) বিধবাবিবাহ আন্দোলন 


(27) 'ইন্টারনেট' শুরু হয়-

ক) ১৯৮০ খ্রিস্টাব্দে 

খ) ১৯৮৫ খ্রিস্টাব্দে 

গ) ১৯৮৯ খ্রিষ্টাব্দে 

ঘ) ১৯৯০ খ্রিস্টাব্দে

উত্তর:- গ) ১৯৮৯ খ্রিষ্টাব্দে 


(28) জহরলাল নেহেরু চিঠি গুলি লেখেন- 

ক) রাজীব কে 

খ) কমলা কে 

গ) ইন্দিরা কে 

ঘ) সোনিয়া কে  

উত্তর:- গ) ইন্দিরা কে 


(29) সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়-  

ক) ১৮৭৪ খ্রিস্টাব্দে 

খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে 

গ) ১৮৬১ খ্রিস্টাব্দে 

ঘ) ১৮৮৪ খ্রিস্টাব্দে 

উত্তর:- খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে 


(30) প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক ছিলেন- 

ক) জেনার 

খ) ইমহোটেপ 

গ) লুই পাস্তুর 

ঘ) চরক 

উত্তর:- ঘ) চরক 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক, ইতিহাস, পঞ্চম অধ্যায়

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ( Madhyamik History Question and Answer)) বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) | Madhyamik History Question and Answer ( 5th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ( পঞ্চম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 5th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History E...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...

মাধ্যমিক, ইতিহাস, অষ্টম অধ্যায়

  মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর (Madhyamik History Question and Answer)) উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭ - ১৯৬৪ ) ; ( অষ্টম অধ্যায় )  Madhyamik History Question and Answer ( 8th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব; (১৯৪৭ - ১৯৬৪)  ( অষ্টম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস –উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭ - ১৯৬৪) ; ( অষ্টম অধ্যায় )  :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 8th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭-১৯৬৪ )  থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History Examination ) – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী মাধ...