Madhyamik History Important Short Question Part 1
মাধ্যমিক ইতিহাসঃ গুরুত্বপূর্ণ শর্ট-এমসিকিউ
( MADHYAMIK HISTORY: IMPORTANT MCQ)
(1) ভারতে আলুর প্রবেশ ঘটায়-
ক) ইংরেজরা
খ) ওলন্দাজরা
গ)পোর্তুগিজরা
ঘ) দিনেমাররা
উত্তর:- গ) পোর্তুগিজরা
(2) ভারতে ফুটবল খেলার প্রচলন করেন-
ক) ইংরেজরা
খ) পোর্তুগিজরা
গ) ফরাসিরা
ঘ) দিনেমাররা
উত্তর:- ক) ইংরেজরা
(3) মোহনবাগান আই এফ এ শিল্ড জয় লাভ করে-
ক) ১৯১০ খ্রিস্টাব্দে
খ) ১৯১১ খ্রিস্টাব্দে
গ) ১৯১৩ খ্রিস্টাব্দে
ঘ) ১৯১৪ খ্রিস্টাব্দে
উত্তর:-খ) ১৯১১ খ্রিস্টাব্দে
(4) 'মেকলে মিনিটস'-এ প্রাধান্য পেয়েছে-
ক) অর্থনীতি
খ) রাজনীতি
গ) শিক্ষা
ঘ) সমাজ
উত্তর:- গ) শিক্ষা
(5) বোরিয়া মজুমদার কোন বিষয় নিয়ে ইতিহাস চর্চা করেন?
ক) খেলা
খ) শহরের
গ) সামরিক
ঘ) খাদ্যাভ্যাস
উত্তর:- ক) খেলা
(6) ইউরোপীয়রা মশলা দ্বীপ বলত-
ক) জাপানকে
খ) চিনকে
গ) দক্ষিণ আফ্রিকাকে
ঘ) ভারতকে
উত্তর:- ঘ) ভারতকে
(7) ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন-
ক) রামচন্দ্র গুহ
খ) অমলেশ ত্রিপাঠী
গ) রনজিৎ গুহ
ঘ) সুমিত সরকার
উত্তর:- গ) রনজিৎ গুহ
(8) দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন-
ক) চলচ্চিত্রের সঙ্গে
খ) ক্রীড়া জগতের সঙ্গে
গ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে
উত্তর:- ঘ) ইংল্যান্ডে
(11) 'বাণিজ্য শহর' বলা হয় -
ক) বিহারকে
খ) কলকাতাকে
গ) গুজরাটকে
ঘ) মুম্বাইকে
উত্তর:- ঘ) মুম্বাইকে
(12) পরিবেশ বিষয়ে গণ আন্দোলনের সূচনা হয়-
ক) ১৯৪০- এর দশকে
খ) ১৯৫০-এর দশকে
গ) ১৯৬০- এর দশকে
ঘ) ১৯৭০-এর দশকে
উত্তর:- গ) ১৯৬০- এর দশকে।
(13) 'বিশ্ব পরিবেশ দিবস' প্রথম পালিত হয়েছিল-
ক) ১২ জানুয়ারি, ১৯৮৯
খ) ৫ জুন, ১৯৭৪
গ) ১ মে, ১৯২৩
ঘ) ৫ সেপ্টেম্বর, ১৯৮৭
উত্তর:- খ) ৫ জুন, ১৯৭৪
(14)কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে-
ক) ফোটোগ্রাফির
খ) খেলাধুলার ইতিহাসের
গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের
ঘ) পরিবেশের ইতিহাসের
উত্তর:- গ) বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের
(15) 'আন্তর্জাতিক নারী বর্ষ' প্রথম পালিত হয়-
ক) ১৯৭০ খ্রিস্টাব্দে
খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
গ) ১৯৮০ খ্রিস্টাব্দে
ঘ) ১৯৯৯ খ্রিস্টাব্দে।
উত্তর:- খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(16) আধুনিক ইতিহাসচর্চায় সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল-
ক) ব্যক্তিগত পত্র
খ) সরকারি নথিপত্র
গ) সংবাদপত্র
ঘ) স্মৃতিকথা
উত্তর:-খ) সরকারি নথিপত্র
(17) ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?
ক) কলকাতাতে
খ) দিল্লিতে
গ) পুনাতে
ঘ) নাগপুরে
উত্তর:- খ) দিল্লিতে
(18) দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম-
ক) জীবনস্মৃতি
খ) আত্মচরিত
গ) জীবনের জলসাঘরে
ঘ) জীবনের ঝরাপাতা
উত্তর:- খ) আত্মচরিত
(19) 'এ নেশন ইন মেকিং'- হল-
ক) রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী
খ) বল্লভভাই প্যাটেলের আত্মজীবনী
গ) রবি ভার্মার আত্মজীবনী
ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী
উত্তর:- ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী
(20) বিপিন চন্দ্র পাল লিখেছেন-
ক) সত্তর বৎসর
খ) জীবনস্মৃতি
গ) এ নেশন ইন মেকিং
ঘ) আনন্দমঠ
উত্তর:- ক) সত্তর বৎসর
(21) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতিকথা হল-
ক) শেষের কবিতা
খ)চার অধ্যায়
গ) জীবনস্মৃতি
ঘ) গোরা
উত্তর:- গ)জীবনস্মৃতি
(22) রবীন্দ্রনাথ ঠাকুরের 'জীবনস্মৃতি' গ্রন্থাকারে প্রকাশিত হয়-
ক) ১৩২০ বঙ্গাব্দে
খ) ১৩১৯ বঙ্গাব্দে
গ) ১৪১৯ বঙ্গাব্দে
ঘ) ১৪১৮ বঙ্গাব্দে
উত্তর:-খ) ১৩১৯ বঙ্গাব্দে
(23) 'জীবনের ঝরাপাতা' গ্ৰন্থটি হল একটি-
ক) উপন্যাস
খ) কাব্যগ্ৰন্থ
গ) আত্মজীবনী
ঘ) জীবনীগ্ৰন্থ
উত্তর:- গ) আত্মজীবনী
(24) 'বঙ্গদর্শন' প্রথম প্রকাশিত হয়-
ক) ১৮৭২ খ্রিষ্টাব্দে
খ) ১৮১৮ খ্রিষ্টাব্দে
গ) ১৮৫৮ খ্রিষ্টাব্দে
গ) ১৮৭৫ খ্রিষ্টাব্দে
উত্তর:- ক) ১৮৭২ খ্রিষ্টাব্দে
(25) 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন-
ক) সরলাদেবী চৌধুরাণী
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
ঘ) বিদ্যাসাগর।
উত্তর:- খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(26) 'সোমপ্রকাশ' পত্রিকা যে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি হল-
ক) সতীদাহ প্রথা-বিরোধী আন্দোলন
খ) বিধবাবিবাহ আন্দোলন
গ) বহুবিবাহ রোধ আন্দোলন
ঘ) মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলন
উত্তর-খ) বিধবাবিবাহ আন্দোলন
(27) 'ইন্টারনেট' শুরু হয়-
ক) ১৯৮০ খ্রিস্টাব্দে
খ) ১৯৮৫ খ্রিস্টাব্দে
গ) ১৯৮৯ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯৯০ খ্রিস্টাব্দে
উত্তর:- গ) ১৯৮৯ খ্রিষ্টাব্দে
(28) জহরলাল নেহেরু চিঠি গুলি লেখেন-
ক) রাজীব কে
খ) কমলা কে
গ) ইন্দিরা কে
ঘ) সোনিয়া কে
উত্তর:- গ) ইন্দিরা কে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন