সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সপ্তম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়

স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় "মুঘল সাম্রাজ্য" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও দীর্ঘ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। এছাড়া যে অনুশীলনী প্রশ্নোত্তর গুলি দেওয়া হল সেগুলি আগামী পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলি আসে।  এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে। শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :- ইতি...

Madhyamik Geography Short type questions and answers Part-4

Madhyamik Geography Short Type Questions Part-4

Madhyamik Geography Short Type Questions Part-4


দশম শ্রেণির ভূগোল ( Madhyamik Geography )
এই অংশে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভূগোল দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। আশা করি এইগুলো তোমাদের ভীষণ কাজে লাগবে। এই প্রশ্ন গুলো বিগত মাধ্যমিক পরীক্ষায় একাধিক বার এসেছে। আগামী বছর পরীক্ষায় এই প্রশ্ন গুলো আশার সম্ভাবনা খুব প্রবল।

দশম শ্রেণি ভূগোল ( দ্বিতীয় অধ্যায় )
মূল পাঠ: বায়ুমণ্ডল
উপ একক: 
বায়ুমণ্ডলের ধারণা, উপাদান
উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস
বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন
বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ
আর্দ্রতা ও অধঃক্ষেপণ।


কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃঃ

১) হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর কোনটি?


উত্তর:- হাইড্রোজেন স্তর।


২) বায়ুমন্ডলের  সর্বশেষ স্তর কোনটি ?

উত্তর:- ম্যাগনেটোস্ফিয়ার।


৩) বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি কী ?

 উত্তর:- স্ট্র্যাটোস্ফিয়ার।


৪) বায়ুমণ্ডলের স্তর থেকে বেতার  তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম কী?


উত্তর:- আয়োনোস্ফিয়ার।


৫) বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম কে বলেন ?


উত্তর:- স্কোনবিন।


৬) ওজোন গ্যাসের ঘনত্ব কোথায় সবচেয়ে কম ?


উত্তর:- নিরক্ষীয় অঞ্চলে।


৭) বায়ুমন্ডলে হিলিয়াম স্তরের বিস্তৃতি কত ?


উত্তর:- 1100 - 3500 km


৮) ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম কোথায় ধরা পড়ে ?

 
উত্তর:- আন্টাকর্টিকা।


৯) আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়?

 
উত্তর:- 16 সেপ্টেম্বর।


১০) উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে?


উত্তর:- মেসোস্ফিয়ারে।


১১) যে স্তরে অতিবেগুনী রশ্মি শোষিত হয় তা হল ?


উত্তর:- স্ট্র্যাটোস্ফিয়ার।


১২) কুমেরুতে কে প্রথম ওজোন গহ্বর আবিষ্কার করেন?


উত্তর:- ফারমেন।


১৩) বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ?


উত্তর:- মেসোস্ফিয়ার।


১৪) বায়ুমন্ডলের কোন স্তর আবহমণ্ডল নামে পরিচিত ?


উত্তর:- ট্রপোস্ফিয়ার।


১৫) নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত ?


উত্তর:- 16 - 15 কিমি।


১৬) ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয় ?


উত্তর:- ডবসন।


১৭) বায়ুমন্ডলের কোন স্তরে নকটিলুসেন্ট মেঘ দেখা যায় ?


উত্তর:- মেসোস্ফিয়ারে।


১৮) ম্যাগনেটোপজ অন্য কি নামে পরিচিত ?


উত্তর:- ভ্যান-অ্যালেন বিকিরণ বলয়।


১৯) Bad Ozone বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থান করে?


উত্তর:- ট্রপোস্ফিয়ার।


২০) কারা কত সালে ওজোন স্তর আবিষ্কার করেন ?


উত্তর:- চার্লস ফ্যাব্রি ও হেনরি বুশন 1913 সালে।


২১) ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কী ?


উত্তর:- স্পেকট্রোফটোমিটার।


২২) সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠ আদর্শ বায়ুচাপের পরিমাণ কত?


উত্তর:- প্রায় 1013 মিলিবার।


২৩) ITCZ দেখা যায় ?


উত্তর:- উষ্ণমন্ডলে।


২৪) ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত?


উত্তর:- হ্যারিকেন।


২৫) যুগোশ্লাভিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে কি বলে ?


উত্তর:- বোরা।


২৬) স্থলবায়ু কখন প্রবাহিত হয় ?


উত্তর:- রাতে।


২৭) চীনসাগরে বিধ্বংসী ঝড়কে কি বলে ?


উত্তর:- টাইফুন।


২৮) বিমানে যে বায়ুর চাপমাপক যন্ত্র রাখা হয় তাকে কি বলা হয়?


উত্তর:- অল্টিমিটার।


২৯) মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কি নামে ডাকা হয় ?


উত্তর:- টুইস্টার।


৩০) মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ও দক্ষিণ অংশে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত?


উত্তর:- টর্নেডো।


৩১) ITCZ বলা হয় কোন অঞ্চল কে?


উত্তর:- নিরক্ষীয় অঞ্চলকে।


৩২) রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি ?


উত্তর:- চিনুক।


৩৩) ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে ?

 
উত্তর:- মিস্ট্রাল।


৩৪) ডোলড্রাম কোথায় অবস্থিত ?

 
উত্তর:- নিরক্ষীয় মন্ডলে।


৩৫) বায়ুর চাপ মাপার একক কী?


উত্তর:- মিলিবার।


৩৬) অ্যানিমোমিটার কিভাবে ব্যবহৃত হয় ?


উত্তর:- বায়ুর গতিবেগ পরিমাপ করতে।


৩৭) বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?


উত্তর:- ব্যারোমিটার।


৩৮) সমুদ্রবায়ুর বেগ কখন বৃদ্ধি পায়?


উত্তর:- বিকেল ও সন্ধ্যেবেলায়।


৩৯) Doctor’s Wind ' কোন্ বায়ুকে বলা হয়?


উত্তর:- হারমাট্টান।


৪০) 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কি বলা হয়?

 
উত্তর:- তীক্ষ্ণ চিৎকারকারী ষাট বলা হয়।


৪১) বায়ুর গতিবেগের একক কি?


উত্তর:- নট্।


৪২) একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লিখ।


উত্তর:- লু।


৪৩) একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ুর উদাহরণ দাও।


উত্তর:- মৌসুমী বায়ু।


৪৪) উলম্বভাবে বায়ু চলাচল কে কি বলে?


উত্তর:- বায়ু স্রোত।


৪৫) ফেরেলের সূত্র অনুসারে বায়ু কোন দিকে প্রবাহিত হয়?


উত্তর:- দক্ষিণ গোলার্ধে বামদিকে এবং উত্তর গোলার্ধে ডান দিকে প্রবাহিত হয়।

৪৬) কোন স্থানের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?

উত্তর:- সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে।


৪৭) কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে?


উত্তর:- আয়ন বায়ুকে।


৪৮) এল নিনো কথার অর্থ কি?


উত্তর:- শিশু খ্রীষ্ট।


৪৯) এল নিনোর আবির্ভাব হয় কোথায়?


উত্তর:- প্রশান্ত মহাসাগরে।


৫০) লা নিনা কথার অর্থ কি?


উত্তর:- ছোট্ট বালিকা।


৫১) কোন যন্ত্রের সাহায্যে অ্যালবেডোর পরিমান পরিমাপ করা হয়?


উত্তর:- অ্যালবেডোমিটার।


৫২) গ্রীন হাউস এফেক্ট শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?


উত্তর:- জে ফুরিয়ার(1827)।


৫৩) পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত?


উত্তর:- 34%


৫৪) এল নিনো হলে ভারতে কোন প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় নেমে আসে?

উত্তর:- খরা।

৫৫) কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়?

উত্তর:- বিকিরণ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক, ইতিহাস, পঞ্চম অধ্যায়

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ( Madhyamik History Question and Answer)) বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) | Madhyamik History Question and Answer ( 5th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ( পঞ্চম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 5th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History E...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...

মাধ্যমিক, ইতিহাস, অষ্টম অধ্যায়

  মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর (Madhyamik History Question and Answer)) উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭ - ১৯৬৪ ) ; ( অষ্টম অধ্যায় )  Madhyamik History Question and Answer ( 8th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব; (১৯৪৭ - ১৯৬৪)  ( অষ্টম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস –উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭ - ১৯৬৪) ; ( অষ্টম অধ্যায় )  :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 8th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭-১৯৬৪ )  থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History Examination ) – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী মাধ...