Madhyamik Geography Short Type Questions Part-4
Madhyamik Geography Short Type Questions Part-4
উত্তর:- ম্যাগনেটোস্ফিয়ার।
৩) বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি কী ?
উত্তর:- স্ট্র্যাটোস্ফিয়ার।
৪) বায়ুমণ্ডলের স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম কী?
উত্তর:- আয়োনোস্ফিয়ার।
৫) বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম কে বলেন ?
উত্তর:- স্কোনবিন।
৬) ওজোন গ্যাসের ঘনত্ব কোথায় সবচেয়ে কম ?
উত্তর:- নিরক্ষীয় অঞ্চলে।
৭) বায়ুমন্ডলে হিলিয়াম স্তরের বিস্তৃতি কত ?
উত্তর:- 1100 - 3500 km
৮) ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম কোথায় ধরা পড়ে ?
উত্তর:- আন্টাকর্টিকা।
৯) আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়?
উত্তর:- 16 সেপ্টেম্বর।
১০) উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে?
উত্তর:- মেসোস্ফিয়ারে।
১১) যে স্তরে অতিবেগুনী রশ্মি শোষিত হয় তা হল ?
উত্তর:- স্ট্র্যাটোস্ফিয়ার।
১২) কুমেরুতে কে প্রথম ওজোন গহ্বর আবিষ্কার করেন?
উত্তর:- ফারমেন।
১৩) বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ?
উত্তর:- মেসোস্ফিয়ার।
১৪) বায়ুমন্ডলের কোন স্তর আবহমণ্ডল নামে পরিচিত ?
উত্তর:- ট্রপোস্ফিয়ার।
১৫) নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত ?
উত্তর:- 16 - 15 কিমি।
১৬) ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয় ?
উত্তর:- ডবসন।
১৭) বায়ুমন্ডলের কোন স্তরে নকটিলুসেন্ট মেঘ দেখা যায় ?
উত্তর:- মেসোস্ফিয়ারে।
১৮) ম্যাগনেটোপজ অন্য কি নামে পরিচিত ?
উত্তর:- ভ্যান-অ্যালেন বিকিরণ বলয়।
১৯) Bad Ozone বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থান করে?
উত্তর:- ট্রপোস্ফিয়ার।
২০) কারা কত সালে ওজোন স্তর আবিষ্কার করেন ?
উত্তর:- চার্লস ফ্যাব্রি ও হেনরি বুশন 1913 সালে।
২১) ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কী ?
উত্তর:- স্পেকট্রোফটোমিটার।
২২) সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠ আদর্শ বায়ুচাপের পরিমাণ কত?
উত্তর:- প্রায় 1013 মিলিবার।
২৩) ITCZ দেখা যায় ?
উত্তর:- উষ্ণমন্ডলে।
২৪) ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত?
উত্তর:- হ্যারিকেন।
২৫) যুগোশ্লাভিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে কি বলে ?
উত্তর:- বোরা।
২৬) স্থলবায়ু কখন প্রবাহিত হয় ?
উত্তর:- রাতে।
২৭) চীনসাগরে বিধ্বংসী ঝড়কে কি বলে ?
উত্তর:- টাইফুন।
২৮) বিমানে যে বায়ুর চাপমাপক যন্ত্র রাখা হয় তাকে কি বলা হয়?
উত্তর:- অল্টিমিটার।
২৯) মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কি নামে ডাকা হয় ?
উত্তর:- টুইস্টার।
৩০) মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ও দক্ষিণ অংশে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত?
উত্তর:- টর্নেডো।
৩১) ITCZ বলা হয় কোন অঞ্চল কে?
উত্তর:- নিরক্ষীয় অঞ্চলকে।
৩২) রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি ?
উত্তর:- চিনুক।
৩৩) ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে ?
উত্তর:- মিস্ট্রাল।
৩৪) ডোলড্রাম কোথায় অবস্থিত ?
উত্তর:- নিরক্ষীয় মন্ডলে।
৩৫) বায়ুর চাপ মাপার একক কী?
উত্তর:- মিলিবার।
৩৬) অ্যানিমোমিটার কিভাবে ব্যবহৃত হয় ?
উত্তর:- বায়ুর গতিবেগ পরিমাপ করতে।
৩৭) বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?
উত্তর:- ব্যারোমিটার।
৩৮) সমুদ্রবায়ুর বেগ কখন বৃদ্ধি পায়?
উত্তর:- বিকেল ও সন্ধ্যেবেলায়।
৩৯) Doctor’s Wind ' কোন্ বায়ুকে বলা হয়?
উত্তর:- হারমাট্টান।
৪০) 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কি বলা হয়?
উত্তর:- তীক্ষ্ণ চিৎকারকারী ষাট বলা হয়।
৪১) বায়ুর গতিবেগের একক কি?
উত্তর:- নট্।
৪২) একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লিখ।
উত্তর:- লু।
৪৩) একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ুর উদাহরণ দাও।
উত্তর:- মৌসুমী বায়ু।
৪৪) উলম্বভাবে বায়ু চলাচল কে কি বলে?
উত্তর:- বায়ু স্রোত।
৪৫) ফেরেলের সূত্র অনুসারে বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
উত্তর:- দক্ষিণ গোলার্ধে বামদিকে এবং উত্তর গোলার্ধে ডান দিকে প্রবাহিত হয়।
৪৬) কোন স্থানের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর:- সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে।
৪৭) কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে?
উত্তর:- আয়ন বায়ুকে।
৪৮) এল নিনো কথার অর্থ কি?
উত্তর:- শিশু খ্রীষ্ট।
৪৯) এল নিনোর আবির্ভাব হয় কোথায়?
উত্তর:- প্রশান্ত মহাসাগরে।
৫০) লা নিনা কথার অর্থ কি?
উত্তর:- ছোট্ট বালিকা।
৫১) কোন যন্ত্রের সাহায্যে অ্যালবেডোর পরিমান পরিমাপ করা হয়?
উত্তর:- অ্যালবেডোমিটার।
৫২) গ্রীন হাউস এফেক্ট শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তর:- জে ফুরিয়ার(1827)।
৫৩) পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত?
উত্তর:- 34%
৫৪) এল নিনো হলে ভারতে কোন প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় নেমে আসে?
উত্তর:- খরা।
৫৫) কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয়?
উত্তর:- বিকিরণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন