সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সপ্তম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়

স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় "মুঘল সাম্রাজ্য" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও দীর্ঘ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। এছাড়া যে অনুশীলনী প্রশ্নোত্তর গুলি দেওয়া হল সেগুলি আগামী পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলি আসে।  এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে। শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :- ইতি...

Madhyamik Geography Short MCQ Part-3

Madhyamik Geography Short MCQ Part-3

Madhyamik Geography Short MCQ Part-3

 

দশম শ্রেণির ভূগোলের পঞ্চম অধ্যায় ( "ভারত- প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ" ) এই অধ্যায়টি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। একাধিক বিকল্প ভিত্তিক ও সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে। আশাকরি এই প্রশ্নগুলি তোমাদের খুব কাজে লাগবে।

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন:  মান - ১

১) ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে- ক) সালেমে খ) জামসেদ পুরে গ) দূর্গাপুরে ঘ) ভিলাইয়ে ।

উঃ ক) সালেমে।

২) দক্ষিণ ভারতের ম্যাঞচেসটার বলা হয়  ক) মাদুরাইকে খ) কোয়েম্বাটোরকে গ) কানপুর কে ঘ) মুম্বাইকে

উঃ খ) কোয়েম্বাটোরকে।

৩) ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র হল ক) ট্রমবে খ) হলদিয়া গ) ভাদোদরা ঘ) বঙ্গাইগাও

উঃ ক) ট্রমবে।

৪) ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মান কেন্দ্রটি ক) জামসেদ পুর খ) গুরগাঁও গ) পুনে ঘ) মুম্বাইতে অবস্থিত।

উঃ খ) গুরগাঁও।

৫) শিকড় আলগা শিল্প ক) চা খ) কার্পাস গ) কাগজ ঘ) লোহা ইস্পাত

উঃ খ ) কার্পাস।

৬) পূর্বের শেফিল্ড বলা হয় যে শহরকে তা হল ক) জামসেদ পুর খ) হায়দরাবাদ গ) রাঁচি ঘ) হাওড়া

উঃ ঘ) হাওড়া।

৭) সব শিল্পের মেরুদন্ড বলা হয় - ক) লৌহ ইস্পাত শিল্প কে খ) কার্পাস বয়ন শিল্প গ) পাট শিল্পকে ঘ) অনুসারী শিল্পকে

উঃ ক) লৌহ ইস্পাত শিল্প কে।

৮)  আধুনিক শিল্প দানব বলা হয়_ ক) কার্পাস বয়ন খ) পেট্রোরসায়ন গ) ইঞ্জিনিয়ারিং ঘ) অটোমোবাইল শিল্পকে

উঃ খ) পেট্রো রসায়ন।

৯) পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল- ক) ইথিলিন খ) ন্যাপথা গ) ন্যাপথলিন ঘ) খনিজ তেল

উঃ ঘ) খনিজ তেল।

১০) ইলেকট্রনিকস শহর বলা হয়  ক) কলকাতাকে খ) চেন্নাই কে গ) বেঙ্গালুরুকে ঘ) মুম্বাইকে

উঃ গ) বেঙ্গালুরুকে।

১১) উদীয়মান শিল্প বলা হয় ক) পেট্রো রসায়ন শিল্প কে খ) তথ্য প্রযুক্তি শিল্প কে গ) লৌহ ইস্পাত শিল্প কে গ) কার্পাস

উঃ ক) পেট্রো রসায়ন শিল্প কে।

১২) একটি বিশুদ্ধ কাঁচা মালের উদাহরণ হল ক) লৌহ আকরিক খ) তামা গ) আখ ঘ)  তুলো

উঃ ঘ) তুলো।

১৩) ভারতের উপকূলে স্থাপিত একমাত্র ইস্পাত কেন্দ্র হল - চেন্নাই খ) বিশাখা পওনম গ) কোচী ঘ ) পারাদীপ

 উঃ খ) বিশাখা পওনম।

১৪) মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মোটরগাড়ি নির্মান কেন্দ্র হল ক) জামসেদ পুর খ)  মুম্বাই গ) চেন্নাই ঘ) গুরগাঁও

 উঃ খ) মুম্বাই।

১৫) ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি কোম্পানি হল - ক)ইনফোসিস খ) উইপ্র গ) টি সি এস ঘ) কগনিজেনট

উঃ গ) টি সি এস। 

১৬) হেক্টর প্রতি চা উৎপাদন সর্বাধিক হয় যে  রাজ্যে তার হল - ক) পশ্চিম বঙ্গ খ) অসম গ) কেরল ঘ) কর্ণাটক

উঃ  খ) অসম।

১৭) ভারতে জোয়ার উৎপাদনে‌ প্রথম স্থানাধিকারী রাজ্য টি হল- ক) মহারাষ্ট্র খ) বিহার গ) উওর প্রদেশ ঘ) পশ্চিম বঙ্গ

উঃ ক) মহারাষ্ট্র।

১৮) ভারতে গ্রীস্মকালে উৎপন্ন হওয়া  শস্যকে বলা হয় ক) খারিফ শস্য খ) রবি শস্য গ) তন্ত্জাতীয় শস্য ঘ) জায়িদ শস্য

উঃ ঘ) জায়িদ শস্য।

১৯) চা এর গবেষণাগার আছে যেখানে সেটি হল- ক) কর্ণাটকের চিকমাগালুর খ) পশ্চিম বঙ্গের দাজিলিং গ) অসমের জোড়হাট ঘ) উওর প্রদেশের লখনউ

উঃ গ) অসমের জোড়হাট।

২০) আখ উৎপাদনে ক) উওর প্রদেশ খ) পাঞ্জাব গ) হরিয়ানা ঘ) কেরালা রাজ্যে ভারতে প্রথম

উঃ ক) উওর প্রদেশ।

২১) স্থানীয়  ভাষায় মারুয়া বলা হয়- ক) জোয়ারকে খ) ইক্ষুকে গ) রাগিকে ঘ) বাজরাকে

উঃ গ) রাগিকে।

২২)‌ পিপাসার্ত ফসল ‌বলা হয় - ক) গম খ) চা গ) ধান ঘ) জোয়ার কে

উঃ গ) ধান।

২৩) সবুজ বিপ্লবের ফলে- ক) ধান খ) গম গ) আখ ঘ) তুলা  উৎপাদনে র পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়।

উঃ খ) গম।

২৪) পশ্চিম বঙ্গের ধানের ভান্ডার নামে পরিচিত ক) উওর 24 পরগনা খ) বর্ধমান গ) মালদহ ঘ) নদিয়া

উঃ খ) বর্ধমান।

২৫) জাইদ ফসলের উদাহরণ হলো - ক) আমন ধান খ)  বোরো ধান গ) আউশ ধান ঘ) গম

উঃ গ) আউশ ধান।

২৬) একটি খনিজ ভিত্তিক শিল্প হলো  ক) কাগজ শিল্প খ) পাট শিল্প গ) ডেয়ারী শিল্প ঘ) অ্যালুমিনিয়াম শিল্প

উঃ ঘ) অ্যালুমিনিয়াম শিল্প।

২৭) একটি বনজ ভিত্তিক শিল্প হলো  ক) কাগজ শিল্প খ) পশম শিল্প গ) শর্করা শিল্প ঘ) বস্ত্র শিল্প

উঃ ক) কাগজ শিল্প।

সত্য মিথ্যা নির্বাচন করোঃ 

১) অসম ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য।

উঃ সত্য।

২) কার্পাস চাষের জন্য উপযুক্ত হল লবনাক্ত মৃত্তিকা।

 উঃ  মিথ্যা।

৩) ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র ওড়িশার কটকে অবস্থিত।

উঃ সত্য।

৪) ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়।

উঃ  মিথ্যা।

৫) রবার একটি বাগিচা ফসল।

উঃ সত্য।

৬)  দক্ষিণ ভারতে উওর ভারতের তুলনায় হেক্টর প্রতি আখ উৎপাদন বেশী।

উঃ সত্য।

৭) কার্পাস বা তুলো ভারতের প্রধান তন্ত্ জাতীয় বানিজ্যিক ফসল।

উঃ সত্য।

৮) বাগিচা ফসল হল চা।

উঃ সত্য।

৯) কার্পাস বয়ন  হল গুজরাটের একটি প্রধান শিল্প। 

উঃ সত্য।

১০) কোয়েমবাটোরকে দক্ষিণ ভারতের ম্যাঞেসটার বলা হয়। 

উঃ সত্য।

১১) ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র পশ্চিম বঙ্গের সল্ট লেক। 

উঃ মিথ্যা।

১২) BPO কথাটি  তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে  যুক্ত। 

উঃ সত্য।

১৩) ভারতে প্রথম মোটরগাড়ি নির্মান শিল্প মহারাষ্ট্রে গড়ে উঠে । 

উঃ মিথ্যা।

অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১) ভারতের বৃহত্তম  পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?

 উঃ জামনগর।

২) ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়?

উঃ বেঙ্গালুরু।

৩) পশ্চিম বঙ্গের দুটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম লেখো?

উঃ শ্রীরামপুর, হাওড়া।

৪) ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো?

উঃ বিশাখাপত্তনম।

৫) পশ্চিম বঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে ?

উঃ বিধান নগর সেক্টর v  এ।

৬) কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলে?

উঃ চেন্নাই।

৭) ভারতের tech city কোন শহরকে বলে?

 উঃ পুনেকে।

৮) sailএর সদর দপ্তর টি কোথায় অবস্থিত?

 উঃ রাঁচি।

৯) কোন শিল্প কে শিল্পের শিল্প বলে?

উঃ মোটরগাড়ি নির্মান শিল্প।

১০) বিশুদ্ধ কাঁচা মালের পণ্য সূচক কত?

উঃ 1

১১) ভারতে  উৎপাদিত দুটি পানীয় ফসলের  নাম লেখো? 

উঃ চা ও কফি।

১২) দক্ষিণের ধানের ভান্ডার কাকে বলে?

উঃ তামিল নাড়ু কে।

১৩) ভারতের ধান ভান্ডার কাকে বলে?

উঃ কৃষ্ণা গোদাবরী বদ্বীপ ‌অঞল।

১৪) আউস ধান কী ধরনের শস্য? 

উঃ জায়িদ শস্য।

১৫) ভারতীয় টি  বোর্ড কোথায় অবস্থিত? 

উঃ কলকাতায়।

১৬) ভারতের গম গবেষণাগারটি কোথায় অবস্থিত? 

উঃ দিল্লির নিকট পুসায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক, ইতিহাস, পঞ্চম অধ্যায়

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ( Madhyamik History Question and Answer)) বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) | Madhyamik History Question and Answer ( 5th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ( পঞ্চম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 5th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History E...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...

মাধ্যমিক, ইতিহাস, অষ্টম অধ্যায়

  মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর (Madhyamik History Question and Answer)) উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭ - ১৯৬৪ ) ; ( অষ্টম অধ্যায় )  Madhyamik History Question and Answer ( 8th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব; (১৯৪৭ - ১৯৬৪)  ( অষ্টম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস –উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭ - ১৯৬৪) ; ( অষ্টম অধ্যায় )  :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 8th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭-১৯৬৪ )  থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History Examination ) – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী মাধ...