সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সপ্তম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়

স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় "মুঘল সাম্রাজ্য" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও দীর্ঘ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। এছাড়া যে অনুশীলনী প্রশ্নোত্তর গুলি দেওয়া হল সেগুলি আগামী পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলি আসে।  এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial পেজ থেকে পেয়ে যাবে। শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :- ইতি...

Madhyamik Geography Short MCQ Part-2

Madhyamik Geography Short MCQ Part-2

Madhyamik Geography Short MCQ Part-2

 দশম শ্রেণির ভূগোলের পঞ্চম অধ্যায় ( "ভারত- প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ" )

এই অধ্যায়টি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। একাধিক বিকল্প ভিত্তিক ও সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে। আশাকরি এই প্রশ্নগুলি তোমাদের খুব কাজে লাগবে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ    মান -১

1) তিনদিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কী  বলা হয় ?
উত্তর:- উপদ্বীপ।


2) ভারতের সঙ্গে কোন দেশের দীর্ঘ সীমারেখা আছে?
উত্তর:- বাংলাদেশ।


3) কোন সীমারেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে ?
উত্তর:- ম্যাকমোহন লাইন।


4) রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয় ?
উত্তর:- 1953 সালে।


5) ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল?
উত্তর:- ভাষা।


6) কোন দ্বীপের  দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট ?
উত্তর:- গ্রেট নিকোবর দ্বীপ।


7) ভারত-আফগান সীমারেখা কী নামে পরিচিত ?
উত্তর:- ডুরান্ড লাইন।


8) ভারতের পশ্চিমতম স্থান কোনটি ?
উত্তর:- গুজরাটের গুহার মোটার।


9) ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম কী?
উত্তর:- মানা পাসা।


10) ভারতের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য কত ?
উত্তর:- প্রায় 5,700 কিমি।


11) ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী ?
উত্তর:- চিলকা।


12) ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর:- কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন।


13)  ভারতের দক্ষিণতম পর্বতের নাম কী ?
উত্তর:- কার্ডামম পর্বত।


14)  মরুস্থলি শব্দের অর্থ কী ?
উত্তর:- মৃতের দেশ।


15) City of Spices নামে কোন শহর পরিচিত ?
উত্তর:- কোজিকোড।


16) ভারতের বৃহত্তম কয়াল কোনটি ?
উত্তর:- ভেমবানাদ।


17) তাল কথার অর্থ কী ?
উত্তর:-  হ্রদ বা জলাভূমি।


18) ভারতের বৃহত্তম দুন এর নাম কী ?
উত্তর:- দেরাদুন।


19)  ভাকরা-নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে ?
উত্তর:- শতদ্রু নদী।


20) বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম ?
উত্তর:- তামিলনাড়ু।


21) আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর:- স্যাডল পিক।


21) কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় ?
উত্তর:- মৌসুমী বায়ু।


22) কালবৈশাখীর অপর নাম কী ?
উত্তর:- নরওয়েস্টার।


23) মৌসুমী শব্দের অর্থ কী ?
উত্তর:- ঋতু।


24) কোন বায়ু আশ্বিনের ঝড়বৃষ্টিতে সাহায্য করে ?
উত্তর:- প্রবর্তনকারী মৌসুমী বায়ু।


25) কালবৈশাখী ঝড়কে অসমে কী বলা হয় ?
উত্তর:- বরদৈছিলা।


26) মৌসুমী কথাটি প্রথম কে আবিষ্কার করেন ?
উত্তর:- মিশরের নাবিক হিপলাস (৭৬ খ্রি)।


27)  ভারতের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত ?
উত্তর:- নিউ দিল্লি।


28) ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল ?
উত্তর:- ফালি চাষ।


29) দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে ব্যাসাল্ট  শিলায় গঠিত মৃত্তিকাকে  বলে ?
উত্তর:- কৃষ্ণ মৃত্তিকা।


30) কোন মাটির জল ধারণ ক্ষমতা সর্বাপেক্ষা কম হয় ?
উত্তর:- মরু মাটির।


31) ল্যাটেরাইট মাটির প্রধান ফসল কী ?
উত্তর:- চিনাবাদাম।


32)  ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম লেখো ।
উত্তর:- পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল।


33) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত ?
উত্তর:- বাংলাদেশের সুন্দরবনে।


34) কৃষ্ণ মৃত্তিকায় কোন ফসলের চাষ ভালো হয়?
উত্তর:- কার্পাস।


35) ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যের নাম কী ?
উত্তর:- সুন্দরবন।


36) বিশ্ব অরণ্য দিবস কবে ?
উত্তর:- 21 মার্চ।


37)  সামাজিক বনসৃজন কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর:- জে সি ওস্টোবি।


38) ভারতে বনসংরক্ষণ  আইন কবে প্রণয়ন করা হয়েছে ?
উত্তর:- 1980 সালে।


39) ভারতে কত সালে সামাজিক বনসৃজন চালু হয়?
উত্তর:- 1976 সালে।


40) স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?
উত্তর:- দামোদর ভ্যালি পরিকল্পনা।


41) আম্রবৃষ্টি কোথায় দেখা যায়?
উত্তর:- দক্ষিণ ভারতে মার্চ ও মে মাসে।


42) ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর গড়ে উঠেছে?
উত্তর:- নর্মদা নদী।


43) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর গড়ে উঠেছে?
উত্তর:- কাবেরী নদী।


44) " দক্ষিণ ভারতের গঙ্গা" কোন নদীকে বলা হয়?
উত্তর:- গোদাবরী।


45) ভারতের বৃহত্তম উপকূলীয় উপহ্রদ কোনটি?
উত্তর:- চিলকা।


46) ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি ?
উত্তর:- লাদাখ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাধ্যমিক, ইতিহাস, পঞ্চম অধ্যায়

মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর ( Madhyamik History Question and Answer)) বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) | Madhyamik History Question and Answer ( 5th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা ( পঞ্চম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস – বিকল্প চিন্তা ও উদ্যোগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 5th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – বিকল্প চিন্তা ও উদ্যোগ ( ১৯ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা (পঞ্চম অধ্যায়) থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History E...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...

মাধ্যমিক, ইতিহাস, অষ্টম অধ্যায়

  মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর (Madhyamik History Question and Answer)) উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭ - ১৯৬৪ ) ; ( অষ্টম অধ্যায় )  Madhyamik History Question and Answer ( 8th Chapter ) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর : উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব; (১৯৪৭ - ১৯৬৪)  ( অষ্টম অধ্যায় ) Madhyamik History Question and Answer : মাধ্যমিক ইতিহাস –উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭ - ১৯৬৪) ; ( অষ্টম অধ্যায় )  :- অতি গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর ও বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্নোত্তর | Madhyamik History 8th Chapter Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Question and Answer, Suggestion, Notes – উত্তর - ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব ( ১৯৪৭-১৯৬৪ )  থেকে এই ৮ নম্বরের এবং ৪ নম্বরের প্রশ্নগুলো আগামী ( West Bengal Class 10th ( X )History Examination ) – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী মাধ...