Madhyamik Geography Short MCQ Part-2
Madhyamik Geography Short MCQ Part-2
দশম শ্রেণির ভূগোলের পঞ্চম অধ্যায় ( "ভারত- প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ" )
এই অধ্যায়টি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। একাধিক বিকল্প ভিত্তিক ও সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে। আশাকরি এই প্রশ্নগুলি তোমাদের খুব কাজে লাগবে।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ মান -১
1) তিনদিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কী বলা হয় ?
উত্তর:- উপদ্বীপ।
2) ভারতের সঙ্গে কোন দেশের দীর্ঘ সীমারেখা আছে?
উত্তর:- বাংলাদেশ।
3) কোন সীমারেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করে ?
উত্তর:- ম্যাকমোহন লাইন।
4) রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয় ?
উত্তর:- 1953 সালে।
5) ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল?
উত্তর:- ভাষা।
6) কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট ?
উত্তর:- গ্রেট নিকোবর দ্বীপ।
7) ভারত-আফগান সীমারেখা কী নামে পরিচিত ?
উত্তর:- ডুরান্ড লাইন।
8) ভারতের পশ্চিমতম স্থান কোনটি ?
উত্তর:- গুজরাটের গুহার মোটার।
9) ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম কী?
উত্তর:- মানা পাসা।
10) ভারতের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য কত ?
উত্তর:- প্রায় 5,700 কিমি।
11) ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী ?
উত্তর:- চিলকা।
12) ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর:- কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন।
13) ভারতের দক্ষিণতম পর্বতের নাম কী ?
উত্তর:- কার্ডামম পর্বত।
14) মরুস্থলি শব্দের অর্থ কী ?
উত্তর:- মৃতের দেশ।
15) City of Spices নামে কোন শহর পরিচিত ?
উত্তর:- কোজিকোড।
16) ভারতের বৃহত্তম কয়াল কোনটি ?
উত্তর:- ভেমবানাদ।
17) তাল কথার অর্থ কী ?
উত্তর:- হ্রদ বা জলাভূমি।
18) ভারতের বৃহত্তম দুন এর নাম কী ?
উত্তর:- দেরাদুন।
19) ভাকরা-নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে ?
উত্তর:- শতদ্রু নদী।
20) বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম ?
উত্তর:- তামিলনাড়ু।
21) আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর:- স্যাডল পিক।
21) কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় ?
উত্তর:- মৌসুমী বায়ু।
22) কালবৈশাখীর অপর নাম কী ?
উত্তর:- নরওয়েস্টার।
23) মৌসুমী শব্দের অর্থ কী ?
উত্তর:- ঋতু।
24) কোন বায়ু আশ্বিনের ঝড়বৃষ্টিতে সাহায্য করে ?
উত্তর:- প্রবর্তনকারী মৌসুমী বায়ু।
25) কালবৈশাখী ঝড়কে অসমে কী বলা হয় ?
উত্তর:- বরদৈছিলা।
26) মৌসুমী কথাটি প্রথম কে আবিষ্কার করেন ?
উত্তর:- মিশরের নাবিক হিপলাস (৭৬ খ্রি)।
27) ভারতের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত ?
উত্তর:- নিউ দিল্লি।
28) ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল ?
উত্তর:- ফালি চাষ।
29) দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে ব্যাসাল্ট শিলায় গঠিত মৃত্তিকাকে বলে ?
উত্তর:- কৃষ্ণ মৃত্তিকা।
30) কোন মাটির জল ধারণ ক্ষমতা সর্বাপেক্ষা কম হয় ?
উত্তর:- মরু মাটির।
31) ল্যাটেরাইট মাটির প্রধান ফসল কী ?
উত্তর:- চিনাবাদাম।
32) ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম লেখো ।
উত্তর:- পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল।
33) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত ?
উত্তর:- বাংলাদেশের সুন্দরবনে।
34) কৃষ্ণ মৃত্তিকায় কোন ফসলের চাষ ভালো হয়?
উত্তর:- কার্পাস।
35) ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যের নাম কী ?
উত্তর:- সুন্দরবন।
36) বিশ্ব অরণ্য দিবস কবে ?
উত্তর:- 21 মার্চ।
37) সামাজিক বনসৃজন কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর:- জে সি ওস্টোবি।
38) ভারতে বনসংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়েছে ?
উত্তর:- 1980 সালে।
39) ভারতে কত সালে সামাজিক বনসৃজন চালু হয়?
উত্তর:- 1976 সালে।
40) স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?
উত্তর:- দামোদর ভ্যালি পরিকল্পনা।
41) আম্রবৃষ্টি কোথায় দেখা যায়?
উত্তর:- দক্ষিণ ভারতে মার্চ ও মে মাসে।
42) ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর গড়ে উঠেছে?
উত্তর:- নর্মদা নদী।
43) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর গড়ে উঠেছে?
উত্তর:- কাবেরী নদী।
44) " দক্ষিণ ভারতের গঙ্গা" কোন নদীকে বলা হয়?
উত্তর:- গোদাবরী।
45) ভারতের বৃহত্তম উপকূলীয় উপহ্রদ কোনটি?
উত্তর:- চিলকা।
46) ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি ?
উত্তর:- লাদাখ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন